C Unit, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪
1. ‘গণ্ডুষ’ শব্দের অর্থ কী?
a) একবাটি
b) একমুখ
c) একঘটি
d) একমুঠি
ans: b
2. ‘সাপের বিষ যে বাঙালির বিষ নয়, তাহা আমিও বুঝিয়াছিলাম।’- এখানে ‘বাঙালির বিষ’ বলতে কী বোঝানো হয়েছে?
a) অনিঃশেষ বিদ্বেষ
b) ক্ষণস্থায়ী ক্রোধ
c) প্রাণঘাতী বিষ
d) কঠিন প্রতিশোধস্পৃহা
ans: b
3. ‘উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ’ কাব্যের রচয়িতা কে?
a) সৈয়দ শামসুল হক
b) নির্মলেন্দু গুণ
c) শামসুর রাহমান
d) আবু জাফর ওবায়দুল্লাহ
ans: c
4. ‘উচ্ছৃঙ্খল’ শব্দটির উচ্চারণ কোনটি?
a) উৎচ্ছৃংখল
b) উচচ্ছৃংখল্
c) উচ্ছৃংখল্
d) উচ্ছৃংখল
ans: c
5. আকাশ এতো মেঘলা, যেও নাকো একলা।’- কী ধরনের বাক্য?
a) ইচ্ছাসূচক
b) অনুজ্ঞাসূচক
c) নেতিবাচক
d) কার্যকারণাত্মক
ans: b
6. ‘পুতুলনাচের ইতিকথা’ উপন্যাসটি কার লেখা?
a) মানিক বন্দ্যোপাধ্যায়
b) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
c) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
d) সৈয়দ ওয়ালীউল্লাহ
ans: a
7. ”গালিচা’ কোন ভাষা হতে আগত শব্দ?
a) বার্মিজ
b) তিব্বতি
c) তুর্কি
d) ফার্সি
ans: d
8. ‘মানুষ-ধর্মই সবচেয়ে বড় ধর্ম।’- উক্তিটি কোন রচনা থেকে নেয়া হয়েছে?
a) মানব-কল্যাণ
b) অপরিচিতা
c) আমার পথ
d) লালসালু
ans: c
9. নিচের কোন শব্দটি শুদ্ধ?
a) পূর্বাহ্ণ
b) অদ্ভুত
c) উদ্ভুত
d) অভ্যুদয়
ans: a
10. ‘রাশিয়ার ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মনসুন।’- এখানে ‘জেনারেল মনসুন’ বলতে কী বোঝানো হয়েছে?
a) শক্তিধর আর্মি অফিসার
b) ভারতীয় মিত্রবাহিনী
c) আবহাওয়াগত বিশেষ প্রতিকূল পরিস্থিতি
d) মুক্তিবাহিনী
ans: c
11. Syntax শব্দের পারিভাষিক অর্থ-
a) শব্দতত্ত্ব
b) অর্থতত্ত্ব
c) রূপতত্ত্ব
d) বাক্যতত্ত্ব
ans: d
12. ‘ঞ’ ধ্বনির উচ্চারণ কোনটি?
a) ইঁঅ
b) ইঅ
c) ইঁয়ো
d) ইয়ো
ans: a
13. ‘খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।’ – এখানে ‘ভিতর’ অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
a) কারণে
b) জন্যে
c) অপেক্ষায়
d) মধ্যে
ans: d
14. ‘মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল।’ কার উক্তি?
a) সৈয়দ ওয়ালীউল্লাহ্
b) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
c) আবুল ফজল
d) মোতাহের হোসেন চৌধুরী
ans: b
15. প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায় রচিত?
a) বাংলা
b) সংস্কৃত
c) পর্তুগিজ
d) ইংরেজি
ans: c
16. I don’t know who ___ the chair.
a) breaks
b) broke
c) breaking
d) break
ans: b
17. My mother _____ TV news every night.
a) is watching
b) watched
c) watches
d) watch
ans: c
18. Two-thirds of the work _____.
a) have been done
b) has been done
c) have done
d) are done
ans: b
19. Everything including the books ____ bought.
a) were
b) was
c) have been
d) are
ans: b
20. “Dreams have fascinated philosophers for thousands of years”. What would be the synonym of the word fascinated in the context of this sentence?
a) frightened
b) captivated
c) fooled
d) misguided
ans: b
21. Jashore is one of the oldest cities in Bangladesh. Choose the correct use of comparative degree of this sentence.
a) Jashore is older than any other city in Bangladesh.
b) Jashore is the older city in Bangladesh.
c) No other city in Bangladesh is older than Jashore.
d) Jashore is older than most other cities in Bangladesh.
ans: d
22. “Let us not taint ourselves in any way.”. In this sentence, ‘taint’ means –
a) break
b) weaken
c) blemish
d) criticize
ans: c
23. Who used to call Nelson Mandela ‘Madiba’?
a) his father
b) his mother
c) his wife
d) his friends
ans: d
24. She _______ the earth 48 times and spent almost three days in space.
a) orbited
b) was orbited
c) orbits
d) is orbiting
ans: a
25. The number of students present the class today ______ very poor.
a) are
b) is
c) was
d) were
ans: b
26. This car was going ____ the shop yesterday when I was coming home from office.
a) past
b) across
c) in
d) on
ans: a
27. Had I been the prime minister, I ____ corruption from the country.
a) uprooted
b) would uproot
c) would have uprooted
d) will uproot
ans: c
28. A suitable title of the passage would be-
a) Our life from birth to death
b) People who help us live
c) One cannot live alone
d) Why people should care
ans: c
29. What are the places where grocers sell their products?
a) Shopping malls
b) Groceries
c) Village fairs
d) Stationeries
ans: b
30. Doctors take care of our health. The underlined words in the sentence could be replaced by-
a) are careful about
b) do not care much about
c) look after
d) are interested in
ans: c
31. ব্যবসায়ের মৌলিক বৈশিষ্ট্য কোনটি?
a) মুনাফার প্রত্যাশা
b) দায়মুক্তি
c) জনসমর্থন
d) দলগত কাজ
ans: a
32. ‘বার্তা সংস্থা’ কোন শিল্পের আওতাভুক্ত?
a) প্রজনন শিল্প
b) উৎপাদন শিল্প
c) সেবা শিল্প
d) নিষ্কাশন শিল্প
ans: c
33. কোনটির অভাবে ‘ভেজাল ও নকল পণ্য’ সরবারাহ বৃদ্ধি পায়?
a) অদক্ষ মানবসম্পদ
b) নৈতিকতা ও মূল্যবোধের অভাব
c) সুশাসনের অভাব
d) কাঁচামালের অভাব
ans: b
34. কোনটি ব্যবসায়ের অভ্যান্তরীণ পরিবেশের উপাদান?
a) প্রতিযোগী
b) সরবরাহকারী
c) নিয়ন্ত্রণ সংস্থা
d) প্রতিষ্ঠানের সংস্কৃতি
ans: d
35. কর্মীদের দিক বিচারে একজন ব্যবসায়িক নেতার প্রধান কাজ কী?
a) নির্দেশ দান
b) নিয়ন্ত্রণ
c) দলগত প্রচেষ্টার উন্নয়ণ
d) কোম্পানির কার্যকর তত্ত্বাবধান ও সমন্বয়সাধন
ans: d
36. ব্যবসায়ের আশপাশের সুস্থতা বজায় রাখা সমাজের কোন্ শ্রেণির প্রতি দায়িত্ব পালন করা বুঝায়?
a) সরকারের প্রতি
b) সাধারণ সম্প্রদায়ের প্রতি
c) ক্রেতা ও ভোক্তাদের প্রতি
d) মালিক বা বিনিয়োগকারীদের প্রতি
ans: b
37. নিবন্ধিত অংশীদারি চুক্তির অবর্তমানে অংশীদারগণ নিম্নের কোনটি ব্যতীত সকল সুবিধা ভোগ করতে পারেন?
a) কারবারের বিলোপ সাধন
b) বিলুপ্ত কারবার হতে নিজ পাওনা বুঝে পাওয়া
c) তৃতীয় পক্ষের বিরুদ্ধে ১০০ টাকার অধিক পাওনা মামলা করা
d) বিলুপ্ত কারবারের সম্পক্তি উদ্ধারে মামলা করা
ans: c
38. নাবালক অংশীদারকে তার সাবালকত্ব অর্জনের কত মাসের মধ্যে কারবারে থাকা না থাকা সম্বদ্ধে সিদ্ধান্ত নিতে হবে?
a) ২
b) ৪
c) ৬
d) ৮
ans: c
39. কোন ক্ষেত্রে অংশীদারি কারবারের বাধ্যতামূলক বিলোপ সাধন হবে?
a) কোন অশীদার মারা গেলে
b) বিশেষ উদ্দেশ্য প্রতিষ্ঠিত কারবারের উদ্দেশ্য অর্জিত হলে
c) কোন অংশীদার চুক্তিভঙ্গ করলে
d) সকল বা একজন ব্যতীত সকল অংশীদার দেউলিয়া হলে
ans: d
40. বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে ‘পরিবেশ সংরক্ষণ আইন’-টি কত সালে প্রণীত হয়েছে?
a) ১৯৮৯
b) ১৯৯৫
c) ১৯৯৬
d) ১৯৯৭
ans: b
41. কোনটি কোম্পানীর স্মারকলিপির বিষয়বস্তু নয়?
a) নাম ধারা
b) ব্যবস্থাপনা ধারা
c) উদ্দেশ্য ধারা
d) দায় ধারা
ans: b
42. পাবলিক লিমিটেড কোম্পানী গঠনের প্রাথমিক পর্যায়ে ন্যূনতম কতজন প্রবর্তক দরকার হয়?
a) ৬
b) ৭
c) ৮
d) ৯
ans: b
43. পাবলিক লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে মোট পরিচালকদের সংখ্যার ন্যূনতম কত অংশকে তাদের মেয়াদান্তে বাধ্যতামূলকভাবে অবসর গ্রহণ করতে হয়?
a) ১২
b) ১৩
c) ১৪
d) ৩৪
ans: b
44. কোন দলিলটি প্রাইভেট লিমিটেড কোম্পানীর ক্ষেত্রে নিজস্বভাবে প্রণয়ন করা প্রয়োজন?
a) স্মারকলিপি
b) নিবন্ধন
c) স্বতন্ত্র পরিমেল বিধি
d) কার্যারম্ভের অনুমতিপত্র
ans: c
45. কোন ধরণের শেয়ারের মালিক হওয়ার জন্য বিদ্যমান শেয়ার মালিকদের বাড়তি অর্থ প্রদান করতে হয় না?
a) অগ্রাধিকার শেয়ার
b) বোনাস শেয়ার
c) অধিকারযোগ্য শেয়ার
d) সাধারণ শেয়ার
ans: b
46. সাধারণত কোন ধরনের প্রতিষ্ঠান ‘কৌশলগত মিত্র’ গড়ে তোলে?
a) বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান
b) ক্ষুদ্র ও মাঝারি শিল্প
c) সমবায় সমিতি
d) সরকারী সংস্থা
ans: a
47. সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সর্বনিম্ন ও সর্বোচ্চ সদস্য সংখ্যা কত?
a) ৬ ও ৮
b) ৫ ও ১০
c) ৬ ও ১২
d) ৪ ও ১২
ans: c
48. কোনটি ব্যবস্থাপনার মৌলিক কাজ?
a) প্রতিবেদন প্রণয়ন
b) উদ্ভাবন
c) নিয়ন্ত্রণ
d) বাজেট প্রণয়ন
ans: c
49. সমবায় সমিতির একজন সদস্য সাধারণভাবে সমিতির শেয়ার মূলধনের সর্বোচ্চ কত অংশ ক্রয় করতে পারেন?
a) ১২
b) ১৩
c) ১৪
d) ১৫
ans: d
50. জোড়-মই-শিকল নীতি কিসের সাথে সম্পর্কিত?
a) নমনীয়তা
b) জবাবদিহিতা
c) উদ্যোগ
d) সার্বজনীনতা
ans: b
51. কোনটি যোগ্যতা বা মেধাভিত্তিক পদোন্নতির সুবিধা?
a) প্রতিষ্ঠানের দ্বন্দ্ব শত্রুতা দূর করে
b) প্রতিষ্ঠানে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে
c) প্রতিষ্ঠানের মান উন্নত হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়
d) ট্রেড ইউনিয়নের পূর্ণ সমর্থন ও সহযোগীতা পাওয়া যায়
ans: c
52. কোন সংগঠনে নির্বাহীদের মধ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব অধিক লক্ষণীয়?
a) কার্যাভিত্তিক
b) সরলরৈখিক
c) মেট্রিক্স
d) কমিটি
ans: b
53. কোনটি একার্থক পরিকল্পনা?
a) পদ্ধতি
b) কৌশল
c) প্রকল্প
d) প্রক্রিয়
ans: c
54. জবাবদিহিতার নীতি অনুসারে প্রতিষ্ঠানে জবাবদিহিতা সর্বদা কেমন হয়ে থাকে?
a) নিম্নমুখী
b) দ্বিমুখী
c) ঊর্ধ্বমুখী
d) সমান্তরাল
ans: c
55. কোনটি কার্যভিত্তিক সংগঠনের সুবিধা নয়?
a) বিশেষায়ণ
b) দ্বৈত অধীনতা
c) জবাবদিহিতা অর্জন
d) শ্রম বিভাজন
ans: b
56. কোনটি কাজের বাইরে প্রশিক্ষাণ পদ্ধতি?
a) পদ পরিবর্তন পদ্ধতি
b) শিক্ষানবিশ প্রশিক্ষণ
c) প্রবেশানা পদ্ধতি
d) টাস্কফোর্স পদ্ধতি
ans: d
57. কর্মী নির্বাচনের ক্ষেত্রে সম্ভাব্য কর্মীর কোন নির্দিষ্ট কাজের প্রতি ঝোঁক যাচাইয়ের পদ্ধতি?
a) প্রবণতা যাচাই
b) ব্যক্তিত্ব যাচাই
c) বুদ্ধিমত্তা যাচাই
d) যোগ্যতা যাচাই
ans: a
58. Martin Evans এবং Robert House কর্তৃক প্রদত্ত তত্ত্বে নেতৃত্বের কোন ধরণের আচরণটির উল্লেখ রয়েছে?
a) মোহনীয়
b) নির্দেশনামূলক
c) লাগামহীন
d) রূপান্তরমূলক
ans: b
59. প্রতিষ্ঠানে একজন আদর্শ নেতার মানসিক গ্রণাবলীর অংশ কোনটি?
a) আভিজ্ঞতা
b) যোগাযোগ দক্ষতা
c) কারিগরি জ্ঞান
d) দূরদর্শিতা
ans: d
60. বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন’ কোন ধারণের সংগঠন?
a) ম্যাট্রিক্স
b) কমিটি
c) কার্যভিত্তিক
d) সরল রৈখিক
ans: d
61. ‘এরিয়া ম্যানেজার’ ও ‘সাধারণ ব্যবস্থাপক’ যথাক্রমে ব্যবস্থাপনার কোন কোন স্তরের অংশ?
a) নিম্নস্তর ও মধ্যন্তরের
b) মধ্যন্তর ও উচ্চস্তরের
c) উচ্চস্তর ও মধ্যস্তরের
d) উচ্চত্তর ও নিম্নস্তরের
ans: b
62. নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় শেষ ধাপ কোনটি?
a) আদর্শমান নির্ধারণ
b) বিচ্যুতি শনাক্তকরণ
c) সম্পাদিত কাজের পরিমাপ
d) সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ
ans: d
63. দ্বৈত অধীনতা এড়াতে প্রতিষ্ঠানে কোন নীতি অনুসরণ করা হয়?
a) নিয়মানুবর্তিতার নীতি
b) আদেশের ঐক্য নীতি
c) নির্দেশের ঐক্য নীতি
d) ব্যক্তিস্বার্থ ত্যাগের নীতি
ans: b
64. গণতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে নেতা প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নেওয়া ও বাস্তবায়নের ক্ষেত্রে কী করেন না?
a) এককভাবে কোন সিদ্ধান্ত নেন না
b) সিদ্ধান্ত গ্রহণে অধীনস্থ কর্মীদের সম্পৃক্ত করেন
c) অধীনস্থ কর্মীদের মতামতকে মূল্য দেন
d) অধীনস্থদের নিকট হতে শর্তহীন আনুগত্য প্রত্যাশা করেন
ans: d
65. একটি দেশের ‘সপ্ত-বার্ষিক পরিকল্পনা’ কোন্ প্রকার পরিকল্পনার অন্তর্ভুক্ত?
a) স্বল্পমেয়াদী পরিকল্পনা
b) মধ্যমেয়াদী পরিকল্পনা
c) দীর্ঘমেয়াদী পরিকল্পনা
d) আঞ্চলিক পরিকল্পনা
ans: c
66. আন্তর্জাতিক হিসাবমান-০১ (1AS-01) অনুযায়ী কোন্টি আর্থিক বিবরণীর অংশ নয়?
a) উৎপাদন ব্যয় বিবরণী
b) নগদ প্রবাহ বিবরণী
c) আর্থিক অবস্থার বিবরণী
d) নোট ও বিভিন্ন দফার ব্যাখ্যা
ans: a
67. কোনটি হিসাব সমীকরণের বর্ধিত রূপ?
a) সম্পদ = দায় – মূলধন – আয় + খরচ উত্তোলন
b) সম্পদ = দায় + মূলধন + আয় – খরচ – উত্তোলন
c) সম্পদ = দায় – মূলধন – আয় + খরচ + উত্তোলন
d) সম্পদ = দায় – মূলধন + আয় – খরচ + উত্তোলন
ans: b
68. প্রদেয় নোট বাবদ ব্যাংক থেকে ৫,০০,০০ টাকা ধার গ্রহণ করা হলে হিসাব সমীকরণে কী প্রভাব পড়বে?
a) সম্পদ বাড়বে ও দায় কমবে
b) সম্পদ বাড়বে ও দায় বাড়বে
c) সম্পদ কমবে ও দায় বাড়বে
d) সম্পদ কমবে ও দায় কমবে
ans: b
69. নিত্য মজুদ পদ্ধতিতে বাকিতে পণ্য ক্রয় করা হলে ক্রেতার হিসাব বহিতে কী পরিবর্তন হবে?
a) সম্পদ এবং দায় বৃদ্ধি পাবে
b) দায় বৃদ্ধি এবং পরিশোধিত মূলধন বৃদ্ধি পাবে
c) দায় বৃদ্ধি এবং সম্পদ হ্রাস পাবে
d) দায় বৃদ্ধি এবং আয় হ্রাস পাবে
ans: a
70. অগ্রিম আয় কোন ধরনের হিসাব?
a) সম্পদ হিসাব
b) দায় হিসাব
c) আয় হিসাব
d) ব্যয় হিসাব
ans: b
71. বারাকা লিমিটেড ৫,০০,০০০.০০ টাকার একটি মেশিন ক্রয় করে। এর পরিবহন খরচ ২,০০০.০০ টাকা এবং সংস্থাপন খরচ ২০,০০০.০০ টাকা। মেশিনটি চালু করার আগে পরীক্ষার খরচ ১০,০০০.০০ টাকা। উক্ত মেশিনের লাইসেন্স ফি ৩,০০০.০০ টাকা এবং দুর্ঘটনা বীমা খরচ ২,০০০.০০০ টাকা । এ ক্ষেত্রে মেশিন হিসাবে কত টাকা ডেবিট করতে হবে?
a) ৫,২২,০০০.০০
b) ৫,৩২,০০০.০০
c) ৫,৩৫,০০০,০০
d) ৫,৩৭,০০০.০০
ans: d
72. একটি ৫,০০০.০০০ টাকার চেক ইস্যু করা হলেও ব্যাংকে উপস্থাপিত হয়নি। ব্যাংক সমন্বয় বিবরণীতে কোন্ সমন্বয়টি করতে হবে?
a) ৫,০০০.০০ টাকা ব্যাংক জেরের সাথে যোগ করতে হবে
b) ৪৫,০০০.০০ টাকা নগদান হিসাব জের হতে বিয়োগ করতে হবে
c) ৫,০০০.০০ টাকা ব্যাংক জের হতে বিয়োগ করতে হবে
d) ৫,০০০.০০ টাকা নগদান হিসাব জেরের সাথে যোগ করতে হবে
ans: c
73. কম্পিউটার ক্রয় ১,০০,০০০.০০ টাকা ক্রয় হিসাবে ডেবিট করা হলো। এটা কী ধরণের ভুল?
a) পরিপূরক ভুল
b) নীতিগত ভুল
c) বে-দাখিলার ভুল
d) লেখার ভুল
ans: b
74. কোনটি আয় নয়?
a) পণ্য বিক্রয়লব্ধ অর্থ
b) ঋণপত্র বিক্রয়লব্ধ অর্থ
c) সেবা থেকে প্রাপ্ত অর্থ
d) ভাড়া বাবদ প্রাপ্ত অর্থ
ans: b
75. সমাপনী দাখিলা দেয়ার পর কোন্ হিসাবের উদ্বৃত্ত শূন্য হবে?
a) সেবা আয় হিসাব
b) অগ্রিম ব্যয় হিসাব
c) অনুপর্জিত আয় হিসাব
d) বিলম্বিত বিজ্ঞাপন হিসাব
ans: a
76. কোনটি কারবারের দীর্ঘমেয়াদী দায় পরিশোধের সক্ষমতা পরিমাপ করে?
a) তারল্য অনুপাত
b) সচ্ছলতা অনুপাত
c) মুনাফা অর্জন ক্ষমতা অনুপাত
d) কার্যদক্ষতা অনুপাত
ans: b
77. কোন্ পদ্ধতিতে সময়ের ভিত্তিতে অবচয় নির্ণয় সম্ভব নয়?
a) উৎপাদন একক পদ্ধতি
b) সরলরৈখিক পদ্ধতি
c) ক্রমহ্রাসমান জের পদ্ধতি
d) বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি
ans: a
78. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য ৫,০০,০০০.০০ টাকা, পরিবহন খরচ ৫০,০০০.০০ টাকা এবং সংস্থাপন খরচ ৫০,০০০.০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং ভগ্নাবশের মূল্য ৩৫,০০০.০০ টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে চতুর্থ বছরের অবচয় কত টাকা?
a) ৩৭,৫০০.০০
b) ৭৫,০০০,০০
c) ১৫০,০০০.০০
d) ৩০০,০০০.০০
ans: a
79. কোন্ সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়?
a) ভূমি
b) কপিরাইট
c) আসবাবপত্র
d) ট্রেডমার্ক
ans: c
80. একটি ব্যবসায়ের নীট বিক্রয় ৮,০০,০০০.০০ টাকা। যদি নীট বিক্রয়ের উপর ১.৫% অনাদায়ী পাওনা ধার্য করা হয় এবং সমন্বয়ের পূর্বে অনাদায়ী পাওনা সঞ্চিতির জের ১৫,০০০.০০ টাকা হয়, তাহলে সমন্বয়ের পর উক্ত জেরের পরিমাণ কত টাকা হবে?
a) ২৩,০০০.০০
b) ২৭,০০০.০০
c) ৩০,০০০.০০
d) ৩১,০০০.০০
ans: b
81. একটি অংশীদারি ব্যবসায়ে মি. জোবায়ের এবং মি. বাবুল দুইজন অংশীদার। তারা নিজেদের মধ্যে ৫ : ৪ অনুপাতে মুনাফা বণ্টন করেন। পরবর্তীতে তারা মি.জামিলকে ১/২ অংশ মুনাফা দেওয়ার চুক্তিতে ব্যবসায় নতুন অংশীদার হিসেবে গ্রহণ করেন। বর্তমানে মি. জামিল, মি. বাবুল এবং মি. জোবায়েরের মুনাফার অনুপাত কত?
a) ৯ : ৫ : ৪
b) ৪ : ৫ : ৯
c) ৯ : ২ : ৫
d) ৯ : ৪ : ৫
ans: d
82. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ের লাভ কিসের ভিত্তিতে বণ্টন করতে হবে?
a) মূলধনের অনুপাতে
b) সমান অনুপাতে
c) অংশীদারদের দক্ষতা অনুপাতে
d) অংশীদারদের ত্যাগ অনুপাতে
ans: b
83. শেয়ারের অভিহিত মূল্য ৫,০০,০০০.০০ টাকা, বাজার মূল্য ৭,৫০,০০০.০০ টাকা, বই মূল্য ৬,২০,৫০০.০০ টাকা এবং কোম্পানির নীট লাভের পরিমাণ ৮,০০,০০০.০০ টাকা। কোম্পানি যদি ১০% লভ্যাংশ ঘোষণা করে তাহলে লভ্যাংশের পরিমাণ কত হবে?
a) ২৫,০০০.০০ টাকা
b) ৩০,০০০.০০ টাকা
c) ৩৫,০০০.০০ টাকা
d) ৫০,০০০.০০ টাকা
ans: d
84. রেওয়ামিল মেশিনের মূল্য এবং পুঞ্জিভূত অবচয়ের পরিমাণ যথাক্রমে ৫০,০০০.০০ টাকা ও ২০,০০০.০০ টাকা। চলতি বছরে অবচয়ের পরিমাণ ৪,৫০০.০০ টাকা হলে মেশিনের পুস্তকমূল্য কত টাকা?
a) ১৫,৫০০.০০
b) ২৫,৫০০.০০
c) ৩০,০০০.০০
d) ৪৫,৫০০.০০
ans: b
85. একটি কোম্পানীর কার্যকরী মূলধন ৫৪,০০০.০০ টাকা। চলতি অনুপাত ৪ : ১। কোম্পানীটির চলতি সম্পদ এবং চলতি দায়ের পরিমাণ কত টাকা?
a) ১,০৮,০০০.০০ এবং ২৭,০০০.০০ টাকা
b) ৪৩,২০০.০০ এবং ১০,৮০০.০০
c) ৭২,০০০.০০ এবং ১৮,০০০.০০
d) ৫৪,০০০.০০ এবং ১৩,৫০০.০০
ans: c
86. প্রারম্ভিক মজুদ পণ্য ৮০,০০০.০০ টাকা। বিক্রিত পণ্যের ব্যয় ১২,০০,০০০.০০। সমাপনী মজুদ পণ্য ১২০,০০০.০০ টাকা এবং বিক্রয় হতে আয় ১৬,০০,০০০.০০ টাকা। মজুদ আবর্তন অনুপাত কত?
a) ১০ গুণ
b) ১২ গুণ
c) ১৫ গুণ
d) ১৬ গুণ
ans: b
87. একটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্যের প্রারম্ভিক মজুদ ১,০০০ একক, সমাপনী মজুদ ৮০০ একক এবং বিক্রয় ৬,২০০ একক। যদি উৎপাদন ব্যয় ৬০,০০০.০০ টাকা হয় তবে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় কত টাকা?
a) ৬
b) ৮
c) ১০
d) ১২
ans: c
88. একটি কারখানার প্রত্যক্ষ কাঁচামাল ব্যয় ৪০,০০০.০০ টাকা, প্রত্যক্ষ মজুরি ব্যয় ৩২,০০০.০০ টাকা, বিক্রয় উপরিব্যয় ১২,০০০.০০ টাকা এবং রূপান্তর ব্যয় ৮০,০০০.০০ টাকা হলে কারখানা উপরিব্যয় কত টাকা?
a) ৪০,০০০.০০
b) ৪৮,০০০.০০
c) ৬৮,০০০.০০
d) ৮৪,০০০.০০
ans: b
89. মুদ্রাস্ফীতির সময় কোন ব্যয় নির্বাহ পদ্ধতি সর্বোচ্চ নীট আয় প্রদর্শন করে?
a) আগের মূল্যের মজুদ আগে ছাড়া পদ্ধতি
b) শেষের মূল্যের মজুদ আগে ছাড়া পদ্ধতি
c) গড় ব্যয় পদ্ধতি
d) মোট মুনাফা পদ্ধতি
ans: a
90. জুন মাসের ১৩ তারিখে ৭৫০ টাকার পণ্য ২/১০, নিট ৩০ শর্তে বিক্রয় করা হয়েছে। জুনের ১৬ তারিখে ৫০ টাকার পণ্য ফেরত আসে। জুনের ২৩ তারিখে সম্পূর্ণ পাওনা পাওয়া গেলে প্রাপ্ত টাকার পরিমাণ কত?
a) ৬৫০.০০
b) ৬৮৫.০০
c) ৬৮৬.০০
d) ৭০০.০০
ans: c
91. প্রতি একক ১৫ টাকা মূল্যে প্রারম্ভিক মজুদ পণ্য ২০০ একক। প্রতি একক ১৬ টাকা মূল্যে ২৫০ একক পণ্য ক্রয় করা হয়েছে। পরবর্তীতে ২১৫ একক পণ্য বিক্রয় করা হয়েছে। FIFO পদ্ধতিতে সমাপনী মজুদ পণ্যের মূল্য কত টাকা?
ans: c
a) ৩,২২৫.০০
b) ৩,৫৬০.০০
c) ৩,৭৬০.০০
d) ৩,৭৭৫.০০
92. কোন খরচটিকে প্রশাসনিক উপরিব্যয় হিসেবে বিবেচনা করা হবে না?
a) অফিস সরোঞ্জামের অবচয়
b) অফিসের কর্মকর্তার বেতন
c) আপ্যায়ন খরচ
d) সুপারভাইজারের বেতন
ans: d
93. কোন কারণে মোট সম্পত্তি হ্রাস পায়?
a) স্টক লভ্যাংশ প্রদানের কারণে
b) স্টক বিভাজনের কারণে
c) বিক্রয় ফেরতের কারণে
d) নগদ লভ্যাংশ প্রদানের কারণে
ans: d
94. মজুত বকেয়া আছে ৩,০০০.০০ টাকা। রেওয়ামিলে মজুরির পরিমাণ দেওয়া আছে ৬২,০০০.০০ টাকা। আর্থিক অবস্থার বিবরণীতে বকেয়া মজুরির পরিমাণ কত হবে?
a) ৩,০০০.০০ টাকা
b) ৬,৫০০.০০ টাকা
c) ৬,৯০০.০০ টাকা
d) ৬৫,০০০.০০ টাকা
ans: a
95. কোম্পানী আইনের ৫৪(১) ধারা মতে শেয়ারকে স্টকে রূপান্তরের কত দিনের মধ্যে নিবন্ধককে জানাতে হবে?
a) ১০ দিন
b) ১৫ দিন
c) ২০ দিন
d) ২৫ দিন
ans: b
96. ‘লভ্যাংশ সমতাকরণ তহবিল’ কোম্পানীর কোন কোন আর্থিক বিবরণীতে প্রদর্শন করা হয়?
a) মালিকানা স্বত্ব, সংরক্ষিত আয় ও আর্থিক অবস্থার বিবরণী
b) মালিকানা স্বত্ব, আয় ও সংরক্ষিত আয় বিবরণী
c) মালিকানা স্বত্ব, আয় ও আর্থিক অবস্থার বিবরণী
d) সংরক্ষিত আয়, আয় ও আর্থিক অবস্থার বিবরণী
ans: d
97. হিসাব চক্রের কোন ধাপে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হয়?
a) আর্থিক বিবরণী প্রস্তুতকরণ
b) জাবেদাভূক্তকরণ
c) রেওয়ামিল প্রস্তুতকরণ
d) কার্যপত্র পস্তুতকরণ
ans: c
98. কোনটি লেনদেনের প্রমাণপত্র নয়?
a) জার্নাল ভাউচার
b) ডেবিট নোট
c) চালান
d) লেটার অব ক্রেডিট
ans: a
99. স্থায়ী সম্পত্তির বিক্রয়জনিত লাভ কখন হয়?
a) সম্পত্তির বিক্রয়মূল্য পুস্তকমূল্যের অধিক হলে
b) সম্পত্তির বিক্রয়মূল্য পুস্তকমূল্যের সমান হলে
c) সম্পিত্তির বিক্রয়মূল্য পুস্তকমূল্যের
ans: a