ভর্তি পরীক্ষা || A Unit, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪

A Unit, গুচ্ছ বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪

1. কোষ বিভাজনের সময় ক্রোমোসোমের বিপরীত মেরুতে চলতে সাহায্য করে কোনটি?
a) মাইক্রোটিউব্যুলস
b) গলজি বস্তু
c) রাইবোসোম
d) এন্ডোপ্লাজমিক রেটিক্যুলাম
ans: a

2. সাধারণ সর্দি কাশি কোন ভাইরাসের কারণে হয়?
a) রোটা ভাইরাস
b) ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
c) রেট্রো ভাইরাস
d) রাইনো ভাইরাস
ans: d

3. প্রদত্ত ভাইরাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটি?
a) ফুট অ্যান্ড মাউথ ভাইরাস
b) করোনা ভাইরাস
c) মোজাইক ভাইরাস
d) টি-২ ভাইরাস
ans: a

4. হৃদপিণ্ডের পেশীর অবস্থা জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে?
a) ইসিজি
b) ইটিটি
c) এমআরআই
d) ট্রপোনিন-১
ans: c

5. কোনটি রক্তনালীর সংকোচন ঘটিয়ে রক্তপাত হ্রাস করে?
a) হেপারিন
b) হিস্টামিন
c) থ্রম্বোপ্লাস্টিন
d) সেরোটনিন
ans: d

6. রক্তের মাধ্যমে বেশিরভাগ কার্বন-ডাই-অক্সাইড কোন প্রক্রিয়ায় পরিবহন হয় ?
a) প্লাজমার সাথে
b) হিমোগ্লোবিনের সাথে
c) বাইকার্বোনেট যৌগরূপে
d) অধঃক্ষেপরূপে
ans: c

7. মানুষের রূপান্তরিত কশেরুকার সংখ্যা কত?
a) দুইটি
b) চারটি
c) পাঁচটি
d) নয়টি
ans: a

8. কোন্ বিজ্ঞানী “সাইটোসল” শব্দটি প্রথম ব্যবহার করেন?
a) এস জে সিংগার
b) এইচ এ লার্ডি
c) জে কিউ প্লাওয়ার
d) কার্ল পি সোয়ানসন
ans: b

9. “Holothuria tubulosa” কোন পর্বের প্রাণী?
a) অ্যানিলিডা
b) একাইনোডার্মাটা
c) মোলাস্কা
d) নেমাটোডা
ans: b

10. স্ত্রী ঘাস ফড়িং এর বৈশিষ্ট্য কোনটি?
a) অপেক্ষাকৃত ছোট
b) সুপ্রাঅ্যানাল প্লেট থাকে
c) অ্যানাল সারকি থাকে
d) ওভিপজিটর থাকে
ans: d

11. মাইটোসিসের কোন ধাপে অ্যাস্টার রশ্মি গঠন করে?
a) প্রোফেজ
b) টেলোফেজ
c) প্রোমেটাফেজ
d) অ্যানাফেজ
ans: c

12. এপিনেফ্রিন হরমোন কোনটি নিয়ন্ত্রণ করে?
a) গ্লাইকোজেনেসিস
b) গুকোনিয়োজেনেসিস
c) গ্লাইকোজেনোলাইসিস
d) লাইপোজেনেসিস
ans: c

13. মধ্যকর্ণের সংক্রমণের জন্য দায়ী কে ?
a) Streptococcus pneumoniae
b) Vibrio mimicus
c) Staphylococcus aureus
d) SARS-CoV-2
ans: a

14. ব্যারোরিসেপ্টর কী?
a) স্বয়ংক্রিয় স্নায়ু প্রান্ত
b) সংবেদী স্নায়ু প্রান্ত
c) জাক্সটা-গ্লোমেরুলার কোষ
d) প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু
ans: b

15. Poaceae গোত্রের উদ্ভিদ কোনটি?
a) বাঁশ
b) জবা
c) বন ওকড়া
d) স্থলপদ্ম
ans: a

16. হ্যামস্ট্রিং পেশী কোনটি?
a) রেক্টাস ফিমোরিস
b) বাইসেপস ফিমোরিস
c) ভাস্টাস মিডিয়ালিস
d) ভাস্টাস ল্যাটারালিস
ans: b

17. উওজেনেসিস প্রক্রিয়ায় হাইড্রা উওসাইটকে মিয়োসিস বিভাজনে কয়টি ডিম্বাণু তৈরি করে?
a) একটি
b) দুইটি
c) তিনটি
d) চারটি
ans: a

18. রুই মাছের কোথায় CO2-যুক্ত রক্ত থাকে?
a) হেপাটিক ধমনী
b) অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী
c) বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী
d) ডর্সাল অ্যাওর্টা
ans: b

19. DNA হেলিকেজ-এর কাজ কোনটি?
a) প্রুফ রিডিং করা
b) DNA ডাবল হেলিক্স প্যাঁচ খোলা
c) DNA প্রতিলিপি সৃষ্টি
d) শিকল থেকে প্রাইমার অপসারণ করা
ans: b

20. ক্রেবস চক্রের অক্সালো সাকসিনিক অ্যাসিড-কে আলফা কিটো গুটারিক অ্যাসিড-এ পরিণত করে-
a) ডিহাইড্রোজিনেজ
b) থায়োকাইনেজ
c) ডিকার্বোক্সিলেজ
d) আইসোমারেজ
ans: c

21. কোন্ কোষ হতে হিস্টামিন ক্ষরণ হয়?
a) মনোসাইট
b) নিউট্রোফিল
c) লিম্ফোসাইট
d) বেসোফিল
ans: d

22. হিমোলাইটিক ডিজিজ অব নিউবর্ন-এর জন্য কোনটি দায়ী?
a) ক্লটিং ফ্যাক্টর
b) লিথাল জিন
c) পলিজেনিক ইনহেরিট্যান্স
d) রেসাস ফ্যাক্টর
ans: d

23. কোন্ BMI প্রথম শ্রেণির স্থূলতা নির্দেশ করে?
a) 18.5-24.9 kg/m2
b) 25.0-29.9 kg/m2
c) 30.0-34.9 kg/m2
d) 35.0-39.9 kg/m2
ans: c

24. পত্ররন্ধ্র উন্মোচন ও বন্ধ হওয়া নিয়ন্ত্রন করে না কোনটি?
a) ম্যাগনেসিয়াম আয়ন
b) স্টার্চ
c) পটাসিয়াম আয়ন
d) গ্লুকোজ-৬-ফসফেট
ans: a

25. অঙ্গের প্রতিস্থাপন সম্ভব কোন পদ্ধতিতে?
a) জিনোম স্ক্যানিং
b) স্টেম সেল
c) ন্যানোটেকনোলজি
d) জিন ক্লোনিং
ans: b

26. কোন্ বানানটি সঠিক?
a) আকাংখা
b) আকাঙখা
c) আকাংক্ষা
d) আকাঙ্ক্ষা
ans: c

27. ‘পোশাক’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
a) ইংরেজি
b) ফরাসি
c) ফারসি
d) পর্তুগিজ
ans: c

28. কোন্ বানানটি শুদ্ধ?
a) প্রাণীবিদ্যা
b) স্বত্ত্ব
c) সারথি
d) কৃচ্ছ্ব
ans: c

29. ‘বুমেরাং’ শব্দটি কোন দেশীয়?
a) জাপানিজ
b) চৈনিক
c) পর্তুগিজ
d) অস্ট্রেলীয়
ans: d

30. ‘এমনি করেই যায় যদি দিন, যাক না।’-এটি কোন ধরনের বাক্য?
a) ইচ্ছাসূচক
b) প্রার্থনাসূচক
c) আবেগসূচক
d) অনুজ্ঞাসূচক
ans: a

31. নিশীথ রাতে বাজছে বাঁশি।’-এখানে ‘নিশীথ’ কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) ক্রিয়া
d) ক্রিয়াবিশেষণ
ans: b

32. মৃত্যুঞ্জয়ের ‘অন্ন পাপের’ পেছনে কারণ কী ছিল?
a) বিলাসীর প্রতি ভালোবাসা
b) সমাজপতিদের নির্দেশ
c) অত্যধিক অভাব
d) খেয়াল
ans: a

33. আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতায় ‘কিংবদন্তি’ শব্দটি কীসের প্রতীক?
a) ঐতিহ্যের
b) উল্লাসের
c) বিদ্রোহের
d) তারুণ্যের
ans: a

34. ‘ইংরেজ’ শব্দটি কোন্ ভাষা থেকে আগত?
a) ইংরেজি
b) ফরাসি
c) পর্তুগিজ
d) ফারসি
ans: c

35. সিকানদার আবু জাফর সম্পাদিত ‘অভিযান’ পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত হত?
a) ঢাকা
b) কলকাতা
c) চট্টগ্রাম
d) রাজশাহী
ans: b

36. ‘Corrigendum’ শব্দের বাংলা পরিভাষা কী?
a) পুনর্বিন্যাস
b) শুদ্ধিপত্র
c) অনুরোধপত্র
d) বিজ্ঞপ্তি
ans: b

37. আমার পথ’ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম ‘কর্ণধার ঘোষণা করেছেন-
a) নিজেকে
b) তরুণ সমাজকে
c) ধর্মকে
d) রাজনীতিকে
ans: a

38. কোন দুটি শব্দের উপসর্গদ্বয় বিপরীতধর্মী অর্থ প্রদান করছে?
a) প্রচেষ্টা, প্রভাত
b) উপবন, উপবেশন
c) অকুণ্ঠ, অসীম
d) অপরূপ, অপদেবতা
ans: d

39. ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় ‘অলখের পাথার’ বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে –
a) সীমাহীন সমুদ্র
b) অজানা দেশ
c) হাওয়ার রাজ্য
d) আকাশ
ans: a

40. কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
a) শিক্ষক
b) সন্তান
c) ডাক্তার
d) অকৃতদার
ans: d

41. ‘ক্ষিতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
a) আকাশ
b) অন্তরীক্ষ
c) আদিত্য
d) পৃথ্বী
ans: d

42. মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ”-বাক্যটি কোন গল্পের?
a) অপরিচিতা
b) বিলাসী
c) মাসি-পিসি
d) রেইনকোট
ans: a

43. সঠিক বানান কোনটি?
a) হীনমন্যতা
b) হীনমন্য
c) হীনম্মন্য
d) হীনম্মন্যতা
ans: d

44. ‘ঙ’-এর সঠিক উচ্চারণ কোনটি?
a) উঁঅ
b) ওয়ো
c) ওঅ
d) উমর্ত্য
ans: a

45. Ledger’ শব্দের অর্থ-
a) মামলা
b) অনুমতিপত্র
c) খতিয়ান
d) দ্রাঘিমা
ans: c

46. ‘জয়ধ্বনি’ শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?
a) জয়োধনি
b) জয়োনি
c) জয়োধোনি
d) জয়ধোনি
ans: c

47. পুরাঘটিত বর্তমান কাল কোন্টি?
a) তাড়াতাড়ি কাজটি করো
b) আমাদের পরীক্ষা চলছে
c) তারা বাড়িতে ফিরেছে
d) তারা মাঠে খেলছিল
ans: a

48. ‘মাসি-পিসি’ গল্পে, মাসি-পিসি কী দিয়ে কানাইকে মারতে উদ্যত হয়?
a) লাঠি ও দা
b) ঝাটা ও বঁটি
c) ছুরি ও চাকু
d) বঁটি আর দা
ans: d

49. ‘দুর্নিবার’ ও ‘দুর্নাম’ শব্দ দুটিতে মূর্ধন্য-ণ ব্যবহৃত হয়নি কেন?
a) সন্ধিজনিত কারণে
b) বিদেশি শব্দ বলে
c) ণ-ত্ব বিধান অনুসারে
d) সমাসবদ্ধ বলে
ans: c

50. রেইনকোট’ গল্পে রেইনকোটের প্রতীকী তাৎপর্য কী?
a) বৃষ্টি ও বন্যা
b) সাহস ও দেশপ্রেম
c) ভয় ও পরাজয়
d) হতাশা ও ব্যর্থতা
ans: b

51. After the initial setback, all the _______ Programmes were conducted successfully.
a) consequent
b) subsequently
c) subsequent
d) eventual
ans: c

52. The government need to work in close______ with the teachers on the new curriculum.
a) involvement
b) collaboration
c) elaboration
d) attention
ans: b

53. Words different in spelling but similar in sound are called_______.
a) homophones
b) acronyms
c) synonyms
d) paronyms
ans: a

54. The wheels of change have been set in __________ .
a) motion
b) autumn
c) engines
d) cars
ans: a

55. Select the correct spelling.
a) scizophrania
b) schizophrenia
c) schizophrenia
d) seizophrenia
ans: c

56. Coronavirus was detected first ________ .
a) in 2019
b) decades ago
c) in 2020
d) five years ago
ans: b

57. According to the passage, COVID-19 sperad on a large scale ________ .
a) in 2019
b) decades ago
c) in 2020
d) before it became a pandemic
ans: c

58. According to the passage, which of the following is more contagious?
a) Influenza
b) Rhino
c) Coronavirus
d) COVID-19
ans: d

59. The word ‘infect’ is similar in meaning to _________ .
a) disinfect
b) effect
c) inject
d) contaminate
ans: d

60. According to the passage, viruses can_____________ .
a) live outside a living body
b) multiply themselves
c) be sensitive to vaccines
d) transmit only fiom humans to humans
ans: b

61. you have a driving license and a credit card, the company will not accept your application >
a) Because
b) Unless
c) Until
d) If
ans: b

62. He is a person of no importance. Here `on importance’ is a/an ____ phrase.
a) adjective
b) noun
c) adverb
d) Pteposition
ans: a

63. He claimed that he had never see my uncle, but I know that he_______.
a) did
b) had
c) was
d) hasn’t
ans: b

64. The colour of his eyes______ blue.
a) is
b) are
c) were
d) being
ans: a

65. Just because you are living in a concrete jungle of a city _____ mean you’re in prison.
a) doesn’t
b) don’t
c) isn’t
d) aren’t
ans: a

66. He never comes first because he hardly works hard. Here ‘hard’ is a/an
a) pronoun
b) adjective
c) adverb
d) verb
ans: c

67. What is the adjective form of the word ‘sea’?
a) saline
b) marine
c) seasonal
d) naval
ans: b

68. What type of sentence is “She walks to school every day because of her adherence to punctuality”?
a) Declarative
b) Complex
c) Compound
d) Imperative
ans: a

69. Ecotourism is related to tourism and _________ .
a) economics
b) business
c) accommodation
d) environment
ans: a

70. “Life is a broken-winged bird/That cannot fly.” These lines show the use of a/an ____________ .
a) simile
b) hyperbole
c) alliteration
d) metaphor
ans: d

71. Possible synonym of ‘fortify’ is________ .
a) defend
b) impose
c) abandon
d) dilute
ans: a

72. I am waiting for Shreya who should have arrived at the station __________ now.
a) at
b) in
c) by
d) over
ans: c

73. He has a good command___________ English.
a) over
b) of
c) off
d) in
ans: a

74. As a peacemaker, he always heads _______ quarrels.
a) into
b) over
c) off
d) out
ans: c

75. She slaves _________ in the kitchen every day
a) off
b) out
c) from
d) away
ans: d

76. কোন অরবিটালটি অসম্ভব?
a) 2p
b) 3d
c) 4f
d) 3f
ans: d

77. পানিতে দ্রবীভূত অক্সিজেনের (DO) পরিমাণ কমে গেলে নিচের কোনটি ঘটে?
a) পানির দূষণমাত্রা ক্রমান্বয়ে বেড়ে যায়
b) জারণকার্য দ্রুত গতিতে ঘটে
c) পানির দুর্গন্ধের মাত্রা কমে যায়
d) পানির দূষণমাত্রা কমে যায়
ans: a

78. কোন কপার সালফেট দ্রবণে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে 1 ঘণ্টা যাবত 1.25 A বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে কতগুলো কপার পরমাণু জমা পড়বে?
a) 14.04×1023
b) 1.404×1021
c) 1.404×1022
d) 1.404×1020
ans: a

79. ACls এর জ্যামিতিক আকৃতি কোনটি? (‘A’ এর পারমাণবিক সংখ্যা 15)
a) অষ্টতলকীয়
b) চতুস্তলকীয়
c) ত্রিকোণীয় দ্বি পিরামিড
d) বর্গাকার পিরামিড
ans: c

80. ডান পার্শ্বের বর্তনীটির প্রবাহমাত্রা কত?
a) 2.8 A
b) 2A
c) -2A
d) 2.5 A
ans: b

81. রেডিয়ামের অর্থজীবন 1590 বছর। এর গড় জীবন কত বছর?
a) 2304
b) 2300
c) 2294
d) 2290
ans: c

82. গরমের ফলে একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য বৃদ্ধি পেল। এর ফলে দোলকটি দিনে 200 sec ধীরে চলে। পরিবর্তিত দোলনকাল কত?
a) 1.09 sec
b) 0.99 sec
c) 2.00 sec
d) 1.00 sec
ans: c

83. ডানপার্শ্বের বর্তনীটির তুল্য ধারকত্ব কত µA?
a) 1
b) 2
c) 3
d) 2.2
ans: b

84. কত তাপমাত্রায় অক্সিজেন অণুর মূল গড় বর্গবেগ – 100°C তাপমাত্রায় হাইড্রোজেন অণুর মূল গড় বর্গবেগের সমান হবে?
a) 27.68 K
b) 227.8 K
c) 276.8 K
d) 2768 K
ans: d

85. কোন তাপমাত্রায় কেলভিন ও ফারেনহাইট স্কেলে একই পাঠ পাওয়া যায়?
a) 574.25 K
b) 754.25 K
c) 754.52 K
d) 575.54 K
ans: a

86. ফেরোমিটারের সাহায্যে একটি উত্তল লেন্সের উচ্চতা পরিমাপ করে গড় উচ্চতা 5.21 cm এবং সমতল কাঁচ প্লেটের উচ্চতা 0.25 cm পাওয়া গেল। স্ফেরোমিটারের তিন পায়ের মধ্যবর্তী দূরত্ব যথাক্রমে 6.3 cm, 6.5 cm 3 6.4 cm। উত্তল লেন্সটির গভীরতা ও কাঁচ প্লেটের উচ্চতা একই হলে উত্তল লেন্সটির বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কর।
a) 3.65 cm
b) 3.68 cm
c) 3.86 cm
d) 3.58 cm
ans: c


Sharing Is Caring:          

Leave a Comment