ভর্তি পরীক্ষা || বাণিজ্য ইউনিট, সাত কলেজ ২০২৩-২০২৪

বাণিজ্য ইউনিট, সাত কলেজ ২০২৩-২০২৪

1. ‘বিদ্রোহী’ কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা হিসেবে নিজেকে চিহ্নিত করেছেন?
a) উন্মন মন উদাসীর
b) গৃহহারা পথিকের
c) হা-হুতাশ হুতাশীর
d) উৎপীড়িতের
ans: b

2. নিচের কোনটি সমার্থক শব্দ নয়?
a) উষা
b) প্রত্যুষ
c) সুবাহ
d) প্রদোষ
ans: d

3. ‘Fair weather friends’-এর কাছাকাছি বাংলা প্রবচন কোনটি?
a) দুধের মাছি
b) খয়ের খাঁ
c) অকাল কুষ্মাণ্ড
d) চোরে চোরে মাসতুতো ভাই
ans: a

4. কোন নামটি শুদ্ধ?
a) জীবনান্দ দাস
b) জীবনানন্দ দাশ
c) জীবনানন্দ দাশ
d) জীবনানন্দ দাস
ans: c

5. ‘মাসি-পিসি’ গল্পে কার মাথায় ফেটিবাঁধা বাবরি চুল ছিল?
a) বৈদ্যের
b) জগুর
c) ওসমানের
d) কৈলাশের
ans: a

6. ‘জাঁদরেল’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) ফারসি
b) তুর্কি
c) জাপানি
d) ইংরেজি
ans: d

7. কোন বাক্যে ক্রিয়া-বিশ্লেষণ রয়েছে?
a) তিনি প্রতিদিন ধীরে ধীরে হাঁটেন
b) তিনি প্রতিদিন একা একা হাঁটেন।
c) তিনি প্রতিদিন বাগানে হাঁটেন।
d) তিনি পথে পথে হাঁটেন।
ans: a

8. কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত?
a) উপর্যুক্ত
b) মিথস্ক্রিয়া
c) একত্রিত
d) সপ্রাণ
ans: c

9. ‘অন্তরে যাদের এত গোলামির ভান, তারা বাইরের গোলামি থেকে রেহাই পারে কী করে?’- কথাটি কে লিখেছেন?
a) রোকেয়া সাখাওয়াত হোসেন
b) রবীন্দ্রনাথ ঠাকুর
c) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
d) কাজী নজরুল ইসলাম
ans: d

10. নিচের কোন বানানটি শুদ্ধ?
a) অন্তস্থল
b) অন্তগুল
c) অন্তঃস্থল
d) অন্ততল
ans: b

11. ‘তুমি এতক্ষণ কী করেছ’?- এ বাক্যে ‘কী’ কোন পদ?
a) বিশেষ্য
b) বিশেষণ
c) সর্বনাম
d) অব্যয়
ans: c

12. অনশন ধর্মঘটে থাকাকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয়টি চিঠি লিখেছেন?
a) ৫টি
b) ২টি
c) ৪টি
d) ১টি
ans: c

13. রেইনকোট’ গল্পে কোনটিকে ‘পাকিস্তানের শরীরের কাঁটা’ বলে অভিহিত করা হয়েছিল?
a) মুক্তিযুদ্ধ
b) বাংলা ভাষা
c) বাংলার বর্ষা
d) শহিদ মিনার
ans: d

14. লালসালু’ উপন্যাসে কোন চরিত্রের হাঁটার সময় মাটিতে আওয়জ হয়?
a) হাসুনির মা
b) আমেনা বিবি
c) রহীমা
d) জমিলা
ans: c

15. আঠারো বছর বয়সে কী নেই?
a) সংশয়
b) ঝুঁকি
c) যন্ত্রণা
d) ক্রন্দন
ans: a

16. উচ্চারণস্থান অনুসারে নিচের কোন ধ্বনি বাংলায় নেই?
a) ওষ্ঠ্য
b) দন্তৌষ্ঠ্য
c) তালব্য
d) মূর্ধন্য
ans: b

17. একুশের কৃষ্ণচূড়া আমাদের কীসের রং?
a) স্বপ্নের
b) চেতনার
c) প্রকৃতির
d) রক্তের
ans: b

18. বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি?
a) ১৩টি
b) ৭টি
c) ৯টি
d) ১১টি
ans: b

19. ‘কুলকাঠের আগুন’ বান্ধারাটির অর্থ _____ ।
a) সর্বনাশ
b) ভয়ংকর
c) শত্রুতা
d) তীব্র জ্বালা
ans: d

20. ‘Cosmic’-এর বাংলা পরিভাষা কোনটি?
a) প্রসাধনী
b) মজবুত
c) মহাজাগতিক
d) সৃষ্টি
ans: c

21. The young man was rewarded for his, ___________ behaviour.
a) good
b) tolerable
c) tolerable
d) irresponsible
ans: a

22. He speaks English___________.
a) fluent
b) fluently
c) fluency
d) influentially
ans: b

23. Action will be taken against ______ breaks the law.
a) whomsoever
b) whomever
c) whoever
d) whatever
ans: c

24. He found ________ in his friend’s house.
a) safe
b) safely
c) save
d) safety
ans: d

25. We’re none ________ us getting any younger.
a) with
b) of
c) for
d) about
ans: b

26. He leaves ___________ his father’s money .
a) on
b) for
c) with
d) from
ans: a

27. I am going to Khulna _______ monday.
a) at
b) in
c) on
d) to
ans: c

28. I am worried _________ the exam.
a) in
b) about
c) by
d) of
ans: b

29. I don’t know who ________ the chair.
a) breaks
b) broke
c) breaking
d) break
ans: b

30. My mother _______ TV news every night.
a) is watching
b) watched
c) watches
d) watch
ans: c

31. I _________ finished my task by the time he arrived.
a) have
b) am
c) was
d) had
ans: d

32. They (‘move’) to Sylhet two years ago.
a) moving
b) move
c) moves
d) moved
ans: d

33. She (‘visit’) her grandmother next week.
a) will visit
b) visit
c) visited
d) visiting
ans: a

34. Identify the correct sentence from the following sentences.
a) One of my friends is a lawyer.
b) One of my friends are a lawyer.
c) One of my friend is a lawyer.
d) One of my friends are lawyers.
ans: a

35. What is the part of speech of the underlined word? He had never been to China.
a) Pronoun
b) Adjective
c) Adverb
d) Verb
ans: c

36. Which one is a synonym for ‘Hostile’?
a) Unfriendly
b) Friendly
c) Distant
d) Disgusting
ans: a

37. Which word is closest in meaning to ‘Shut’?
a) Close
b) Open
c) Shutter
d) Shot
ans: a

38. The abstract noun of honest is_______.
a) dishonest
b) happiness
c) honesty
d) humility
ans: c

39. Complete the sentence below with the correct phrase: He joined the Army ___________.
a) when he had eighteen years
b) when eighteen years were his age
c) when he was eighteen
d) when he had eighteen years old
ans: c

40. A sonnet is a poem of__________.
a) Eighteen lines
b) Sixteen lines
c) Eight lines
d) Fourteen lines
ans: d

41. উদ্বর্ত পত্রের স্টকহোল্ডারদের স্বত্ব অংশে কীভাবে বোনাস শেয়ারের বিতরণ দেখানো হয়?
a) পরিশোধিত মূলধন ও সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিয়ে
b) সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিয়ে এবং মূলধনের সাথে যোগ করে
c) শুধুমাত্র সংরক্ষিত মুনাফা থেকে বাদ দিয়ে
d) শুধুমাত্র মূলধনের সাথে করে।
ans: b

42. একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ ৭৮০,০০০ টাকা, মোট লাভের হার ৪০ ০%, নিট লাভের হার ২৫%। উক্ত হিসাবকালে ব্যবসায়ের পরিচালনা খরচ কত?
a) ৩১২,০০০ টাকা
b) ১১৭,০০০ টাকা
c) ১৯৫,০০০ টাকা
d) ৫০৭,০০০ টাকা
ans: b

43. যদি কোনো বছরে কোনো প্রতিষ্ঠানের সম্পত্তি ৭০,০০০ টাকা কমে এবং দায় ১০০,০০০ টাকা বৃদ্ধি পায় তবে মালিকানা স্বত্বে এর কী প্রভাব পড়বে?
a) ১৭০,০০০ টাকা বৃদ্ধি পাবে
b) ৩০,০০০ টাকা বৃদ্ধি পাবে
c) ১৭০,০০০ টাকা হ্রাস পাবে
d) কোনো পরিবর্তন হবে না
ans: c

44. নিচের কোনটি বিপরীত হিসাব নয়?
a) অনাদায়ী দেনা সঞ্চিত
b) ওয়ারেন্টি সঞ্চিতি
c) বন্ডের বাট্টা
d) পুঞ্জীভূত অবচয়
ans: b

45. হিসাববিজ্ঞানের যে নীতি অনুযায়ী উদ্বর্ত পুত্রে দেনাদারের নিট আদায়যোগ্য মূল্য দেখানো হয় তা হলো।
a) রক্ষণশীলতা
b) ব্যবসাায়িক সত্তা
c) বিচক্ষণতা
d) ঐতিহাসিক
ans: a

46. ‘ব্র্যান্ড নাম’ কোন ধরনের সম্পদ?
ans: b
a) তরল সম্পদ
b) অস্পর্শনীয় সম্পদ
c) স্পর্শনীয় সম্পদ
d) অলীক সম্পদ

47. নিম্নলিখিতগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবই কোম্পানির শেয়ারহোল্ডারদের ইক্যুইটির অংশ। সেটি কোনটি?
a) সংরক্ষিত মুনাফা
b) শেয়ার বিনিয়োগ
c) মূলধন রিজার্ভ
d) সাধারণ রিজার্ভ
ans: b

48. ICAB-এর পূর্ণরূপ হলো।
a) International Cost Accountants of Bangladesh
b) International Chartered Accountants of Bangladesh
c) Institute of Chartered Accountants of Bangladesh
d) Institute of Cost and Managements Accountants of Bangladesh
ans: c

49. নিচের কোনটি সর্বোত্তমভাবে উৎপাদান খরচ বর্ণনা করে?
a) প্রত্যক্ষ উপকরণ এবং প্রত্যক্ষ শ্রম
b) প্রত্যক্ষ শ্রম এবং কারখানার উপরিব্যয়
c) প্রত্যক্ষ উপকরণ, প্রত্যক্ষ শ্রম, কারখানার উপরিব্যয় এবং প্রশাসনিক উপরিব্যয়
d) প্রত্যক্ষ কাচামাল, প্রত্যক্ষ শ্রম এবং কারখানার উপরিব্যয়
ans: d

50. প্রারম্ভিক মজুত, সমাপনী মজুত এবং বিক্রিত পণ্যের খরচ যথাক্রমে ২০,০০০ টাকা, ৩০,০০০ টাকা এবং ৭০,০০০ টাকা হলে, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত?
a) ৫০০০ টাকা
b) ৯০,০০০ টাকা
c) ১০০,০০০ টাকা
d) ৮০,০০০ টাকা
ans: c

51. ৩১ ডিসেম্বর ২০২০-এ XYZ কোম্পানির বিবিধ দেনাদার ছিল ৭৫০,০০০ টাকা। জানুয়ারি ০১, ২০২০-এ সন্দেহজনক দেনা সঞ্চিতির ক্রেডিট ব্যালেন্স ছিল ১৮,০০০ টাকা। ২০২০ সালে ৩০,০০০ টাকার অনাদায়যোগ্য দেনাদার মুছে ফেলা হয়। অতীত অভিজ্ঞতা ইঙ্গিত করে যে দেনাদারের ৩% অনাদায়যোগ্য। ২০২০ সালের জন্য অনাদায়ী দেনা কত হওয়া উচিত?
a) ১০,৫০০ টাকা
b) ৩০,০০০ টাকা
c) ২২,৫০০ টাকা
d) ৩৪,৫০০ টাকা
ans: d

52. নিচের কোন হিসাবগুলো বছর শেষে বন্ধ করা হয়?
a) আসবাবপত্র, জমি, অবচয়
b) অবচয়, বেতন, কমিশন
c) ক্রয়, বিক্রয়, যন্ত্রপাতি
d) পুঞ্জীভূত অবচয়, বকেয়া বতেন, অগ্রিম
ans: b

53. নিচের কোনটি করণিক ভুল নয়?
a) লেখার ভুল
b) বাদ পড়ার ভুল
c) নীতিগত ভুল
d) পরিপূরক ভুল
ans: c

54. তাহসিন লিমিটেডের নগদ জমা ৪০,০০০ টাকা, ব্যাংক উদ্বৃত্ত ২০,০০০ টাকা, মজুত পণ্য ১৫,০০০ টাকা, প্রাপ্য হিসাব ১৫,০০০ টাকা, প্রদেয় হিসাব ৫০,০০০ টাকা এবং প্রদেয় বিলের পরিমাণ ২০,০০০ টাকা চলিত অনুপাত কত হবে?
a) ১.০৭:১
b) ১.২৯ : ১
c) ১.০৮:১
d) ৪.৫:১
ans: b

55. নিচের কোনটি নগদান বহি ও ব্যাংক বিবরণীর উদ্বৃত্তের মধ্যে গরমিলের কারণ নয়?
a) প্রাপ্ত চেক বিলম্বে ব্যাংকে জমা দেওয়া
b) ব্যাংক চার্জ ধার্য করা
c) ব্যাংক কর্তৃক প্রদেয় বিল পরিশোধ
d) ব্যাংকে জমাকৃত প্রাপ্যবিল প্রত্যাখ্যাত হওয়া
ans: a

56. P, Q ও S একটি অংশীদারি কারবারের অংশীদার। P, Q ও S-এর মূলধন যথাক্রমে ২৫০,০০০ টাকা, ৩২০,০০০ টাকা এবং ১৮০, ০,০০০ টাকা। S ব্যবসায় পরিচালনা বাবদ ৬০,০০০ টাকা বেতন পাবে। ব্যবসায়ে ২১০,০০০ টাকা লাভ হলে, বছর শেষে S মোট কত টাকা পাবে?
a) ৪৮,০০০ টাকা
b) ১৪০,০০০ টাকা
c) ৬০,০০০ টাকা
d) ১১০,০০০ টাকা
ans: d

57. পুরাতন আসবাবপত্র বিক্রয়’ কোন ধরনের নগদ প্রবাহ?
a) পরিচালনা প্রসূত নগদ প্রবাহ
b) বিনিয়োগ প্রসূত নগদ প্রবাহ
c) অর্থায়ন প্রসূত নগদ প্রবাহ
d) মুক্ত নগদ প্রবাহ
ans: b

58. একটি মজুত পণ্যের ক্রয়মূল্য এবং বাজারমূল্য যথাক্রমে ১৫,৫০০ টাকা এবং ১২,৫০০ টাকা, যা বছর শেষে মজুত পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত হলে ব্যবসায় মুনাফার ওপর কী বিরূপ প্রভাব ফেলবে?
a) মুনাফা ১৫,৫০০ টাক কমবে
b) মুনাফা ৩,০০০ টাকা কমবে
c) মুনাফা ৩,০০০ টাকা বাড়বে
d) মুনাফা ১২,৫০০ টাকা বাড়বে
ans: d

59. একটি পুরানো গাড়ির পুনঃসংস্করণ ব্যয় উদাহরণ।
a) মুনাফাজাতীয় খরচের
b) মূলধনজাতীয় খরচের
c) পরিচালন ব্যয়ের
d) বিলম্বিত মুনাফাজাতীয় খরচের
ans: b

60. একটি যন্ত্রপাতির ক্রয়মূল্য, পরিবহন ব্যয় এবং সঞ্চালন ব্যয় যথাক্রমে ৫০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা এবং ২০,০০০ টাকা। প্রত্যাশিত আয়ুষ্কাল ৪ বছর এবং অবশিষ্ট মূল্য ৩৫,০০০ টাকা। ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত?
a) ২৮৫,০০০ টাকা
b) ১০৬,৮৭৫ টাকা
c) ১৪২,৫০০ টাকা
d) ১৩৮,৭৫০ টাকা
ans: c

61. নিচের কোনটি স্থায়ী পরিকল্পনা?
a) কর্মসূচি
b) নীতি
c) লক্ষ্য
d) প্রকল্প
ans: b

62. ‘PERT’ ব্যবহৃত হয়____________.
a) প্রেষণায়
b) নির্দেশনায়
c) নিয়ন্ত্রণে
d) পরিকল্পনায়
ans: c

63. পাবলিক লিমিটেড কোম্পানিকে ন্যূনতম মূলধন সংগ্রহ করতে হয় কেন?
a) জমি ক্রয়ের জন্য
b) নিবন্ধনপত্র সংগ্রহের জন্য
c) শেয়ার বণ্টনের জন্য
d) কর্যারান্তের অনুমতিপত্র সংগ্রহের জন্য
ans: d

64. কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন করতে ন্যূনতম কয়টি প্রাথমিক সমিতি প্রয়োজন।
a) ৫টি
b) ১০টি
c) ১৫টি
d) ২০টি
ans: b

65. কোন প্রকার অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন বাধ্যতামূলক?
a) সাধারণ অংশীদারি ব্যবসায়
b) ঐচ্ছিক অংশীদারি ব্যবসায়
c) আচরণের অনুমতি অংশীদারি ব্যবসায়
d) সীমিত অংশীদারি ব্যবসায়
ans: d

66. কর্মীসংস্থান প্রক্রিয়ার প্রথম ধাপ কী?
a) কর্মী সংগ্রহ
b) কর্মী নির্বাচন
c) কর্মী প্রশিক্ষণ
d) কর্মী নিয়োগ
ans: a

67. হেনরি ফেওলের কোন নীতি দ্বৈত অধীনতাকে বাধা দেয়?
a) নির্দেশনার ঐক্য
b) নিয়মানুবর্তিতা
c) শৃঙ্খলা
d) আদেশের ঐক্য
ans: d

68. হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্ব অনুসারে কোনটি হাইজিন উপাদান?
a) অর্জন
b) স্বীকৃতি
c) পদমর্যাদা
d) দায়িত্ব
ans: c

69. কোন সংগঠন কাঠামো ‘আদেশের ঐক্য’ নীতি অনুসরণ করে না ?
a) ম্যাট্রিক্স সংগঠন
b) প্রজেক্ট সংগঠন
c) সরলরৈখিক সংগঠন
d) নেটওয়ার্ক সংগঠন
ans: a

70. উৎপাদনশীলতা হিসাব করতে ব্যবহৃত সূত্র হলো___________ ।
a) উৎপাদনশীলতা = ইনপুট/আউটপুট
b) উৎপাদনশীলতা – আউটপুট/ইনপুট
c) উৎপাদনশীলতা = শ্রম/আউটপুট
d) উৎপাদনশীলতা = ইনপুট/মুনাফা
ans: b

71. একটি শিল্প___________ উপযোগ সৃষ্টি করে।
a) স্বত্বগত
b) রূপগত
c) স্থানগত
d)সময়গত
ans: b

72. কোন শেয়ারের মূল্য নগদে পরিশোধ করতে হয় না?
a) সাধারণ শেয়ার
b) অগ্রাধিকার শেয়ার
c) রাইট শেয়ার
d) বোনাস শেয়ার
ans: d

73. টার্নওভার হ্রাসকরণে কোন উৎস থেমে কর্মী সংগ্রহ করা উত্তম?
a) বিজ্ঞাপন
b) পদোন্নতি
c) আউটসোর্সিং
d) প্রশিক্ষণ কেন্দ্র
ans: b

74. নিচের কোন ব্যবসায় একক মালিকানা হতে পারবে না?
a) আবাসন
b) ব্যাংক
c) ঔষধ
d) পানীয়
ans: b

75. সার্বজনীন বিমা মাসলোর প্রেষণা চাহিদা সোপান তত্ত্বের কোন চাহিদাটি পূরণ করে?
a) জৈবিক
b) নিরাপত্তা
c) সামাজিক
d) আত্মপূর্ণতা
ans: b

76. পরিববহন কোম্পানিগুলো বাণিজ্যের কোন ধরনের প্রতিবন্ধকতা দূর করে?
a) সময়গত
b) ঝুঁকিগত
c) স্থানগত
d) পরিবেশগত
ans: c

77. বাবা মারা যাওয়ার পর সন্তানেরা মিলে ব্যবসায় পরিচালনা করে ও মুনাফা ভাগ করে। এটিকে অংশীদারি ব্যবসায় না বলার কারণ কী?
a) মুনাফা অর্জনের উদ্দেশ্য নেই
b) কেউই মূলধন বিনিয়োগ করেনি
c) অংশীদারি চুক্তি নেই
d) আইনগত বৈধতা নেই
ans: c

78. প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ, শাখা, এবং অধিদপ্তরের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা যায় নিচের কোন কার্যাবলির মাধ্যমে?
a) নেতৃত্বে
b) নির্দেশনা
c) প্রশিক্ষণ
d) সমন্বয়সাধন
ans: d

79. অন্যান্য শিল্পে সহায়তা সেবা প্রদান করে এমন শিল্পগুলো_____ হিসেবে পরিচিত।
a) প্রাথামিক শিল্প
b) মাধ্যমিক শিল্প
c) তৃতীয় শিল্প
d) বানিজ্যিক শিল্প
ans: c

80. হথর্ন পরীক্ষণ কে পরিচালনা করেছেন?
a) এফ ডব্লিও টেইলর
b) হেনরি ফেওল
c) এলটন মেয়ো
d) লিলিয়ান গিলব্রেথ
ans: c

81. নিচের কোনটি উৎপাদন ব্যবস্থাপনার প্রাথমিক কাজ নয়?
a) সক্ষমতা পরিকল্পনা
b) মজুত নিয়ন্ত্রণ
c) মার্কেটিং কৌশল
d) মান নিয়ন্ত্রণ
ans: c

82. উৎপাদনের কোন উপাদানটি উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত সমস্ত প্রাকৃতিক সম্পদকে অন্তর্ভুক্ত করে?
a) শ্রম
b) মূলধন
c) ভূমি
d) উদ্যোক্তা
ans: c

83. নিচের কোনটি উৎপাদন পরিকল্পনায় বিবেচনা করার বিষয় নয়?
ans: c
a) মেশিনের ক্ষমতা
b) গ্রাহকের চাহিদা
c) আবহাওয়া পূর্বাভাস
d) কাঁচামালের প্রাপ্যতা

84. নিচের কোনটি সার্বিক মান ব্যবস্থাপনা নীতি নয়?
a) প্রক্রিয়া উন্নতি
b) গ্রাহক ফোকাস
c) কর্মচারী টার্নওভার
d) ক্রমাগত উন্নতি
ans: c

85. নিচের কোনটি দক্ষ উৎপাদন ব্যবস্থাপনার সুবিধা?
a) কম উৎপাদন খরচ
b) অখুশী গ্রাহকবৃন্দ
c) বিক্রয় বৃদ্ধি
d) অসামঞ্জস্যপূর্ণ পণ্যের গুণমান
ans: a

86. নিচের কোনটি পণ্য ডিজাইনের বৈশিষ্ট্য নয়?
a) রক্ষণাবেক্ষণ
b) অনমনীয়তা
c) বিক্রয়োত্তর সেবা
d) পণ্য সংযোজন
ans: b

87. পণ্য থেকে সেবা পার্থক্যকরণে কোনটি প্রধান উপাদান?
a) প্রাপ্যতা
b) অস্পর্শনীয়তা
c) মূল্য
d) অভিজ্ঞতা
ans: c

88. বাজারকে কয়েকটি সমজাতীয় দলে ভাগ করাকে বলা হয়_________ ।
a) শ্রেণিবিন্যাস
b) পর্যালোচনা
c) বিভক্তিকরণ
d) দলীয়করণ
ans: c

89. যে কোনো বিপণন কার্যাবলির প্রধান উদ্দেশ্য কী?
ans: a
a) বিক্রয়
b) প্রসার
c) সৃষ্টি
d) সচেতনতা বৃদ্ধি

90. নিচের কোনটি বৈচিত্র্যকরণ কৌশল বর্ণনা করে?
a) বর্তমান বাজারে নতুন পণ্য
b) বর্তমান বাজারে বর্তমান পণ্য
c) নতুন বাজারে বর্তমান পণ্য
d) নতুন বাজারে নতুন পণ্য
ans: d

91. সেবা ইন্ডাস্ট্রিতে বিপণন মিশ্রণ কয়টি P দ্বারা গঠিত?
a) 4
b) 5
c) 7
d) 13
ans: c

92. যে মজুরি ওভারটাইম কাজ করার জন্য শ্রমিকদেরকে প্রদান করা হয় তাকে__________ বলে।
a) নির্ভরশীল ব্যয়
b) মোট ব্যয়
c) স্থির ব্যয়
d) পরিবর্তনশীল ব্যয়
ans: d

93. নিচের কোনটি প্যাকেজিং-এর কাজ নয়?
a) পণ্যের সুরক্ষা
b) তথ্য প্রদান
c) পণ্যের দাম কমানো
d) স্টোরেজ সুবিধা প্রদান
ans: c

94. পণ্য জীবন চক্রের কোন স্তরে ব্র্যান্ড পার্থক্য এবং সুবিধার প্রতি গুরুত্ব প্রদান করা হয়?
a) পূর্ণতা স্তর
b) প্রবৃদ্ধি স্তর
c) পতন স্তর
d) সূচনা স্তর
ans: a

95. পণ্যের কোন স্তরে কোম্পানী এবং তার ডিলার ক্রেতাকে ওয়ারেন্টি প্রদান করে?
a) বর্ধিত পণ্য
b) প্রকৃত পণ্য
c) মৌলিক পণ্য
d) প্রত্যাশিত পণ্য
ans: a

96. নিচের কোন ধরনের পণ্যে ক্রেতা সতর্কতার সাথে উপযুক্ততা, গুণমান, মূল্য এবং স্টাইল তুলনা করে?
a) সুবিধা পণ্য
b) অযাচিত পণ্য
c) শপিং পণ্য
d) বিশিষ্ট পণ্য
ans: c

97. নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি?
a) কোম্পানির আকার
b) শিক্ষা
c) প্রযুক্তি
d) ক্রয় পদ্ধতি
ans: b

98. অবিশ্বাস্য পুরস্কারটি জিতে নাও’ কীসের উদাহরণ?
a) বিক্রয় প্রসার
b) বিজ্ঞাপন
c) প্রচার
d) ব্যক্তিক বিক্রয়
ans: a

99. মিনিপ্যাক শ্যাম্পু প্রসারের জন্য নিচের কোন ভোক্তামুখী বিক্রয় প্রসার ব্যবহৃত হয়?
a) নমুনা বিতরণ
b) ক্রয় ভাতা
c) পুশ মানি
d) বিক্রয় প্রতিযোগিতা
ans: a

100. বাজারের চাহিদা বাড়ানোর জন্য নিচের কোন স্ট্র্যাটেজি প্রয়োগ করা হয়?
a) বিজ্ঞাপন ব্যয় হ্রাস
b) পণ্য বৈচিত্র্যকরণ
c) মূল্য বৃদ্ধি
d) গ্রাহক সেবা কমানো
ans: b

101. নিচের কোনটির ওপর একটি ব্যবসায় প্রতিষ্ঠানের চূড়ান্ত লক্ষ্য সম্পদ সর্বাধিককরণ নির্ভর করে?
a) শেয়ার প্রতি আয়
b) শেয়ার প্রতি লভ্যাংশ
c) শেয়ারের তারল্য
d) শেয়ারের বাজার মূল্য
ans: d

102. নিচের কোনটি স্বল্পমেয়াদি অর্থের উৎস নয়?
a) বাণিজ্যিক পত্র
b) প্রদেয় বিল
c) ঋণপত্র
d) বিল বাট্টাকরণ
ans: c

103. বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা কোন নীতি দ্বারা সমর্থিত?
a) তারল্য নীতি
b) নগদ প্রবাহ নীতি
c) মুনাফা নীতি
d) বৈচিত্র্যকরণ নীতি
ans: d

104. নিচের কোন ঝুঁকি ব্যবসায় পরিচাণার ধরন থেকে সৃষ্টি হয়?
a) আর্থিক ঝুঁকি
b) ব্যবসায় ঝুঁকি
c) বাজার ঝুঁকি
d) পোর্টফোলিও ঝুঁকি
ans: b

105. নিচের কোনটির ক্ষেত্রে একটি বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য সবচাইতে বেশি হবে?
a) মাসিক চক্রবৃদ্ধি
b) ত্রৈমাসিক চক্রবৃদ্ধি
c) সাপ্তাহিক চক্রবৃদ্ধি
d) বাৎসরিক চক্রবৃদ্ধি
ans: c

106. যদি কর-হার হ্রাস পায়, করোত্তর ঋণের ব্যয়—–
a) বৃদ্ধি পাবে
b) ওটানামা করবে
c) হ্রাস পাবে
d) অপরিবর্তিত থাকবে
ans: a

107. নিচের কোনটি বাণিজ্যিক পত্রের সুবিধা নয়?
a) ব্যাংক কর্তৃক সমর্থিত
b) সহজে প্রাপ্য
c) স্বল্প ব্যয়
d) ক্ষতিপূরণ জের রাখার প্রয়োজনীয়তা
ans: a

108. নিট বর্তমান মূল্য পদ্ধতি নিচের কোন বিষয়টি বিবেচনা করে না?
a) লাভজনকতা
b) নগদ প্রবাহ
c) ঝুঁকি
d) অর্থের সময় মূল্য
ans: a

109. কোম্পানির বিভিন্ন সিকিউরিটিজের দাবি পরিশোধের ক্ষেত্রে নিচের কোন অগ্রাধিকার তালিকাটি সঠিক?
a) সাধারণ শেয়ার > অগ্রাধিকার শেয়ার > বন্ড
b) অগ্রাধিকার শেয়ার > সাধারণ শেয়ার > বন্ড
c) বন্ড > অগ্রধিকার শেয়ার > সাধারণ শেয়ার
d) অগ্রাধিকার শেয়ার > বন্ড > সাধারণ শেয়ার
ans: a


Sharing Is Caring:          

Leave a Comment