গার্হস্থ্য অর্থনীতি ইউনিট,
ঢাকা বিশ্ববিদ্যালয় ২০২৩-২০২৪
1. কাজী নজরুল ইসলামের মতে, কী আমাদের নিষ্ক্রিয় করে তোলে?
a) মেকি
b) ভণ্ডামি
c) পরাবলম্বন
d) দাম্ভিকতা
ans: c
2. ‘গলা সীসার মতো অবশেষে লজ্জা আসে রহিমার সারা দেহে।’ নিম্নরেখ অংশটি কীসের দৃষ্টান্ত?
a) চিত্র
b) চিত্রকল্প
c) উপমা
d) বিশেষণ
ans: c
3. ‘মাসি-পিসি’ গল্পে চায়ের দোকান কোথায়?
a) বাজারের পাশে
b) কাছারিবাড়ির কাছে
c) পুলের কাছে
d) কুটুমবাড়ির পাশে
ans: c
4. ‘দি ব্রেভেস্ট সোলজার ইজ ডেড।’ সাফ্রে কার প্রসঙ্গে এ কথা বলেছেন?
a) সিরাজউদ্দৌলা
b) মোহনলাল
c) মিরমর্দান
d) ক্লেটন
ans: c
5. ‘অপরিচিতা’ গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
a) ভারতী
b) পূর্বাশা
c) বঙ্গদর্শন
d) সবুজপত্র
ans: d
6. ‘এককোষ জল’ এককথায় কী হবে?
a) জলদ
b) গণ্ডুষ
c) আনন
d) অন্তঃসলিলা
ans: b
7. ‘ফুলেল বন্দনা’র সমার্থক শব্দবন্ধ কোনটি?
a) বাসন্তী লতা
b) অর্ঘ্য বিরচন
c) পুষ্পারতি
d) অঞ্জলি
ans: c
8. ‘উমেদারি’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
a) আরবি
b) ফরাসি
c) হিন্দি
d) ফারসি
ans: d
9. Mysticism-এর পারিভাষিক শব্দ কোনটি?
a) পুরাণ
b) মরমীবাদ
c) আত্মরতিপরায়ণ
d) রহস্যময়
ans: b
10. ‘শূন্য নদীর তীরে রহিনু পড়ি’ এই পঙ্ক্তি কীসের ইঙ্গিতবাহী?
a) কালস্রোতের
b) অনিবার্য মৃত্যু-প্রতীক্ষার
c) মহাকালের
d) সৃষ্টিসম্ভারহীনতার
ans: b
11. কল্যাণীর বাবা পেশায় কী ছিলেন?
a) উকিল
b) ব্যবসায়ী
c) ডাক্তার
d) ইঞ্জিনিয়ার
ans: c
12. কীভাবে বিলাসীর মৃত্যু হয়েছিল?
a) অনাহারে
b) বিষপানে
c) কলেরায়
d) সাপের দংশনে
ans: b
13. ‘ধান দিয়া কি হইব মানুষের জান যদি না থাকে?’ উক্তিটি কার?
a) রহিমার
b) জমিলার
c) আক্কাসের
d) মজিদের
ans: a
14. ‘প্রতিদান’ কবিতার মূল উপজীব্য কী?
a) প্রতিহিংসা
b) প্রতিশোধ
c) কৃতজ্ঞতা
d) পরার্থপরতা
ans: d
15. শুদ্ধ বানান নয় কোনটি?
a) সুষ্ঠু
b) চৈতালি
c) সমীচিন
d) কিংবদন্তি
ans: c
16. ‘সোনার তরী’ কবিতায় বাংলা কোন মাসের উল্লেখ রয়েছে?
a) আষাঢ়
b) শ্রাবণ
c) ভাদ্র
d) আশ্বিন
ans: b
17. কোন ধরনের কর্মধারয় সমাসে উভয় পদই বিশেষ্য হয়?
a) রূপক
b) উপমান
c) উপমিত
d) মধ্যপদলোপী
ans: a
18. ‘মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে।’ এটি কোন বাক্যের উদাহরণ?
a) সরল
b) যৌগিক
c) জটিল
d) মিশ্র
ans: a
19. ‘ভোজন’ কোন প্রকারের বিশেষ্য?
a) গুণবাচক
b) ভাববাচক
c) সমষ্টিবাচক
d) বস্তুবাচক
ans: b
20. ‘Diplomat’-এর পারিভাষিক শব্দ কোনটি?
a) কূটনীতি
b) কূটনীতিক
c) কূটনৈতিক
d) কূটচাল
ans: b
21. ‘বিষাদসিন্ধু’ কোন সমাস?
a) উপপদ তৎপুরুষ
b) রূপক কর্মধারয়
c) অলুক বহুব্রীহি
d) নিত্য
ans: b
22. সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত?
a) দুই
b) তিন
c) চার
d) পাঁচ
ans: c
23. বাংলা প্রমিত উচ্চারণ অনুযায়ী কোনটি ভুল?
a) কন্যা > কোন্না
b) চিহ্ন > চিন্হো
c) ষোল > শোলো
d) মেলা > ম্যালা
ans: d
24. পারস্য বলতে বর্তমান কোন দেশকে বোঝায়?
a) ইয়েমেন
b) জর্দান
c) ইরান
d) সৌদি আরব
ans: c
25. ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
a) কাব্য
b) নাটক
c) উপন্যাস
d) দিনলিপি
ans: d
26. We must write to him. Which is the correct passive form?
a) He must write to us.
b) He must be written by us.
c) He must be written by us.
d) He must be written to.
ans: d
27. Which is the correct sentence?
a) This land does not need.
b) This land is not need.
c) This land is not needed.
d) This land need not.
ans: c
28. Which is a singular noun?
a) Media
b) Phenomena
c) Oases
d) Crisis
ans: d
29. That night Abu Ben Adam had a strange dream. What kind of verb is the underlined word?
a) Cognate
b) Intransitive
c) Non-finite
d) Transitive
ans: d
30. The case was adjourned sine die. Which option can replace the underlined phrase?
a) for weeks
b) for a certain period
c) for an uncertain period
d) for months
ans: c
31. What is an antonym for the word ‘fantasy’?
a) Imagination
b) Sophistication
c) Reality
d) Danger
ans: c
32. Which is the correctly spelled word?
a) Receipe
b) Reciepe
c) Recipe
d) Recepie
ans: c
33. What is the meaning of the word ‘amicable’?
a) Friendly
b) Hostile
c) Rigid
d) Miserable
ans: a
34. What is the verb form of the noun ‘ability’?
a) Ably
b) Enable
c) Enabler
d) Ability
ans: b
35. Which can be used as a modal and also as a main verb?
a) Mind
b) Can
c) Need
d) Shall
ans: c
36. Who is the writer of the story ‘The Old Man at the Bridge’?
a) John Keats
b) Wallace Stevens
c) Robert Herrick
d) Ernest Hemingway
ans: d
37. He said to me, Let us go home together”. Which is the indirect form of the sentence?
a) He proposed to me to go home together.
b) He proposed to me that we should go home together.
c) He asked to me to go home together.
d) He urged me to go home with him.
ans: b
38. Which word is incorrectly spelled?
a) Significence
b) Exhaustion
c) Perceive
d) Disturb
ans: a
39. Who wrote the poem ‘The Schoolboy’?
a) William Shakespeare
b) William Blake
c) W. B. Yeats
d) Robert Frost
ans: b
40. Which component of a paragraph introduces the main idea?
a) Concluding sentence
b) Transitional device
c) Supporting details
d) Topic sentence
ans: d
41. I shall leave as soon as the babysitter _____.
a) will arrive
b) arrives
c) is arrived
d) has arrived
ans: b
42. We never thought our journey _____ so long.
a) will take
b) will be taking
c) would take
d) was taking
ans: c
43. Neither the cat nor the dogs ______ allowed on the table.
a) are
b) is
c) have
d) was
ans: a
44. La Paz is situated approximately 3500 meters _______ the sea level.
a) over
b) above
c) on
d) at
ans: b
45. Tell me ____ that.
a) whom told you
b) that told you
c) who told you
d) told you
ans: c
46. We can not afford a fan, ______ an air conditioner.
a) what
b) no question
c) how
d) let alone
ans: d
47. He was _____ drunk to drive home.
a) to
b) too
c) so
d) enough
ans: b
48. I caught him ______ the hand.
a) by
b) with
c) in
d) of
ans: a
49. The magician captivated the audience with her ______ tricks, leaving them in awe.
a) decreasing
b) monotonous
c) dull
d) fascinating
ans: d
50. Mary is a fashion designer. She _____ clothes ever since she was a young girl.
a) is making
b) has been making
c) is being made
d) makes
ans: b
51. 1+1=?
a) (1)2
b) (11)2
c) (2)2
d) (10)2
ans: d
52. কম্পিউটারে রেজিস্টার-এর অবস্থান কোথায়? (Where does the register locate within a computer?)
a) পাওয়ার সাপ্লাই ইউনিটে (Inside the power supply)
b) সিপিইউ-এর অভ্যন্তরে (Inside the CPU)
c) মাদারবোর্ডের উপরে (On the motherboard)
d) মাউসে (Inside the mouse)
ans: b
53. 3 বিট বাইনারি কাউন্টারের মড সংখ্যা কত? (What is the Mod number of a 3 bit binary counter?)
a) 3
b) 8
c) 9
d) 16
ans: b
54. ইউনিভার্সাল গেট কোনটি? (Which is the universal gate?)
a) Ex-OR
b) AND
c) NOR
d) Counter
ans: c
55. HTML-এর ক্ষুদ্রতম হেডার কোনটি? (Which is the smallest header in HTML?)
a) h1
b) h6
c) h3
d) h4
ans: b
56. ডিজিটাল কম্পিউটারে কোন নম্বর সিস্টেম ব্যবহৃত হয়? (Which number system is used in digital computer?)
a) বাইনারি (Binary)
b) অক্টাল (Octal)
c) ডেসিমেল (Decimal)
d) হেক্সাডেসিমেল (Hexadecimal)
ans: a
57. 11001100 এর 2 এর পরিপূরক কত? (What is 2’s complement of 11001100?)
a) 00110011
b) 00110100
c) 00110101
d) 00110110
ans: b
58. ডেটা ট্রান্সমিশন স্পিডের ক্ষুদ্রতম একক কী? (What is the smallest unit of data transmission?)
a) kbps
b) mbps
c) gbps
d) bps
ans: d
59. অপটিক্যাল ফাইবারে কতগুলো লেয়ার থাকে? (How many layers does an optical fiber have?)
a) 1
b) 2
c) 3
d) 4
ans: c
60. একটি মাত্র হাব/সুইচ ব্যবহার করা হয় কোন টপোলজিতে? (In which topology only one hub/switch is used?)
a) বাস (Bus)
b) রিং (Ring)
c) স্টার (Star)
d) মেস (Mesh)
ans: c
61. কোনটি কালো রং নির্দেশ করে? (Which does represent black color?)
a) RGB (0,0,0)
b) RGB (100,100,100)
c) RGB (100,100,0)
d) RGB (100,0,0)
ans: a
62. C ল্যাঙ্গুয়েজে রিলেশনাল অপারেটর কোনটি? (Which is the relational operator in C language?)
a) ++
b) >>
c) >
d) And
ans: c
63. DBMS-এর পূর্ণরূপ কী? (What is the full form of DBMS?)
a) Database Managed System
b) Database Management System
c) Database Manager System
d) Database Managed Structure
ans: b
64. ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কী বলে? (What is everything from the opening tag to the closing tag called?)
a) Title
b) Head
c) Body
d) Content
ans: d
65. (A0)16 এর দশমিক সমতুল্য মান কত? (What is the decimal equivalent of (A0)16?)
a) 100
b) 160
c) 200
d) 220
ans: b
66. কোন কোডটিতে বাংলা বর্ণমালা অন্তর্ভুক্ত? (Which code includes Bangla alphabet?)
a) BCD
b) EBCDIC
c) UNICODE
d) ASCII
ans: c
67. কোনটি ওয়েবপেজ ব্রাউজিং-এর প্রোটোকল? (Which is the browsing protocol for website?)
a) HTML
b) HTTP
c) TCP
d) IP
ans: b
68. কোনটি মার্কআপ ল্যাংগুয়েজ? (Which is the markup language?)
a) ASP
b) PHP
c) JAVA
d) HTML
ans: d
69. (101010)2 এর সর্ববামের 1 কোনটি নির্দেশ করে? (What does leftmost 1 indicate in (101010)2?)
a) LSB
b) MSB
c) LSD
d) MSD
ans: b
70. আঙুলের ছাপ নেওয়া হয় কোন পদ্ধতিতে? (Which process is used for fingerprinting?)
a) জেনেটিক টেকনোলোজি (Genetic technology)
b) ইনফমেটিক্স (Informatics)
c) বায়োইনফমেটিক্স (Bioinformatics)
d) বায়োমেট্রিক্স (Biometrics)
ans: d
71. ব্যান্ডউইথ কী? (What is bandwidth?)
a) ডেটা প্রবাহের মাধ্যম (Data flow medium)
b) ডেটা প্রবাহের মোড (Data flow mode)
c) ডেটা প্রবাহের হার (Data flow rate)
d) ডেটা প্রবাহের দিক (Data flow direction)
ans: c
72. একটি পেইজের সাথে অন্য একটি পেইজের সংযোগকে HTML ভাষায় কী বলে? (In HTML language what is connecting a page to another page called?)
a) Link
b) Hyperlink
c) Connection
d) Addition
ans: b
73. C ভাষায় কোনটি ইনপুট ফাংশন? (Which is the input function in C language?)
a) scanf()
b) printf()
c) main()
d) puts()
ans: a
74. একটি চ্যানেল দিয়ে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 106 বিট ডেটা ট্রান্সফার হলে ঐ চ্যানেলে ব্যান্ডউইথ কত হবে? (If 106 bits data are transmitted at most per second through a channel, then what will be bandwidth of that channel?)
a) 1MBps
b) 1Mbps
c) 10KBps
d) 10Kbps
ans: b
75. ভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত ডিভাইসকে কী বলে? (What is the device called which is used to connect two networks of different nature?)
a) রাউটার (Router)
b) সুইচ (Switch)
c) হাব (Hub)
d) গেটওয়ে (Gateway)
ans: d
76. কোনটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট?
a) গ্লুকোজ
b) ভিটামিন
c) সোডিয়াম
d) প্রোটিন
ans: d
77. ভিটামিন সি-এর অভাবে কোন রোগ হয়?
a) ম্যারাসমাস
b) রাতকানা
c) স্কার্ভি
d) রক্তস্বল্পতা
ans: c
78. কোনটি লৌহের ভালো উৎস?
a) বাদাম
b) আলু
c) মধু
d) যকৃত
ans: d
79. কোনটি বেশি আঁশযুক্ত পথ্য?
a) সুজি
b) আলু
c) কলা
d) শাক
ans: c
80. কোনটি ভিটামিন ডি-এর উৎস?
a) কলা
b) ডিম
c) আলু
d) ভুট্টা
ans: b
81. পরিপাকতন্ত্রের কোন অঙ্গ হতে পিত্তরস নিঃসৃত হয়?
a) যকৃত
b) অগ্ন্যাশয়
c) ক্ষুদ্রান্ত্র
d) পাকস্থলী
ans: a
82. কোন উপাদানটি যোগ করলে খাবারের ক্যালরি মূল্য বেশি বৃদ্ধি পায়?
a) এলাচি
b) লবণ
c) তেল
d) মরিচ
ans: c
83. মায়ের দুধে কী থাকার জন্য একে শিশুর জীবনের প্রথম টিকা বলা হয়?
a) প্রোটিন
b) ল্যাকটোজ
c) অ্যান্টিবডি
d) ফ্যাট
ans: c
84. কোনটি দ্রুত পচনশীল খাদ্য?
a) পেঁয়াজ
b) মাংস
c) ডাল
d) লাউ
ans: b
85. কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক দ্রব্য?
a) লবণ
b) বেনজোয়েট
c) সিরকা
d) সরবেট
ans: a
86. কোন এনজাইম আমিষ ভাঙতে সহায়তা করে?
a) লাইপেজ
b) অ্যামাইলেজ
c) টাইলিন
d) প্রোটিয়েজ
ans: d
87. এক গ্রাম স্নেহ কত কিলোক্যালরি শক্তি সরবরাহ করে?
a) ৩
b) ৪
c) ৭
d) ৯
ans: d
88. রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া কোন রোগের লক্ষণ?
a) জন্ডিস
b) অ্যানিমিয়া
c) ডায়রিয়া
d) আমাশয়
ans: b
89. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?
a) ভিটামিন এ
b) ভিটামিন ডি
c) থায়ামিন
d) ভিটামিন ই
ans: c
90. কোনটি পলিস্যাকারাইড?
a) সুক্রোজ
b) গ্লুকোজ
c) গ্লাইকোজেন
d) ফ্রুকটোজ
ans: c
91. ভাত ও রুটির পরিবর্তে ক্যালরি চাহিদা পূরণে কী গ্রহণ করা যায়?
a) সুজি, সেমাই
b) দুধ, ডিম
c) মাছ, ফল
d) তেল, ঘি
ans: a
92. জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অনুযায়ী একজন পূর্ণবয়স্ক ব্যক্তির দৈনিক গড়ে কত কিলোক্যালরি নির্ধারণ করা হয়েছে?
a) ২১৩০
b) ২২৩০
c) ২৩৩০
d) ২৪৩০
ans: d
93. পাস্তুরাইজেশন পদ্ধতিতে কোন খাবার জীবাণুমুক্ত করা যায়?
a) শাক
b) মাংস
c) শস্য
d) দুধ
ans: d
94. কোনটি মাইক্রোনিউট্রিয়েন্ট নয়?
a) প্রোটিন
b) ভিটামিন
c) জিংক
d) পটাশিয়াম
ans: a
95. ভিটামিন বি১২ এর রাসায়নিক নাম কী?
a) টোকোফেরল
b) সায়ানোকোবালামিন
c) অ্যাসকরবিক অ্যাসিড
d) নিকোটিনিক অ্যাসিড
ans: b
96. ফুড গাইড পিরামিডে কয়টি স্তর আছে?
a) ৩
b) ৪
c) ৫
d) ৬
ans: b
97. শিশুর হাড়ের বৃদ্ধির জন্য কোন উপাদানটি সর্বোত্তম?
a) আমিষ
b) ক্যালসিয়াম
c) ভিটামিন সি
d) স্নেহ
ans: b
98. মানবদেহের কোন অঙ্গ হরমোন নিঃসরণ করে?
a) বৃক্ক
b) চোখ
c) ত্বক
d) যকৃত
ans: a
99. খাবার স্যালাইনে কোন উপাদানটি নেই?
a) লবণ
b) চিনি
c) লৌহ
d) পানি
ans: c
100. আন্ত্রিক রসে কোনটি বিদ্যমান নেই?
a) রেনিন
b) ল্যাকটেজ
c) ট্রিপসিন
d) মল্টেজ
ans: a
101. বাংলাদেশের কোন দ্বীপ প্রবাল দ্বীপ নামে পরিচিত? (Which island of Bangladesh is known as Coral Island?)
a) নিঝুম (Nijhum)
b) কুতুবদিয়া (Kutubdia)
c) হাতিয়া (Hatia)
d) সেন্ট মার্টিন (Saint Martin)
ans: d
102. গারো আদিবাসীরা প্রধানত কোন জেলায় বসবাস করে? (In which district do the Garo indigenous communities mainly live?)
a) চট্টগ্রাম (Chittagong)
b) রংপুর (Rangpur)
c) ময়মনসিংহ (Mymensingh)
d) টাঙ্গাইল (Tangail)
ans: c
103. জাতীয় শিশু দিবস কোন তারিখে পালিত হয়? (In which date, National Children’s Day is celebrated?)
a) ১৪ মার্চ (14 March)
b) ১৭ মার্চ (17 March)
c) ১৭ এপ্রিল (17 April)
d) ৮ মার্চ (৪ March)
ans: b
104. সুনামি কী? (What is Tsunami?)
a) ঘূর্ণিঝড় (Cyclone)
b) ভূমিকম্প (Earthquake)
c) সামুদ্রিক জলোচ্ছ্বাস (Marine Catastrophe)
d) নদী ভাঙন (River erosion)
ans: c
105. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? (Where is the Headquarters of the United Nations located?)
a) প্যারিস (Paris)
b) নিউ ইয়র্ক (New York)
c) জার্মানি (Germany)
d) জেনেভা (Geneva)
ans: b
106. বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো ভূ-সংযোগ নেই? (Which district of Bangladesh has no land border with India?)
a) রাঙামাটি (Rangamati)
b) বান্দরবান (Bandarban)
c) পঞ্চগড় (Panchagarh)
d) জয়পুরহাট (Joypurhat)
ans: b
107. বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি? (Which is the World Health Day?)
a) ৭ এপ্রিল (7 April)
b) ৮ এপ্রিল (৪ April)
c) ৭ মে (7 May)
d) ৮ মে (৪ May)
ans: a
108. ঘূর্ণিঝড় সিডর কোন সালে বাংলাদেশে আঘাত হানে? (In which year cyclone Sidr hit in Bangladesh?)
a) 2003
b) 2005
c) 2007
d) 2009
ans: c
109. হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের স্থপতি কে? (Who is the architect of the third Terminal of Hazrat Shahjalal International Airport?)
a) যাহা হাদিদ (Zaha Hadid)
b) জিন গ্যাং (Jeanne Gang)
c) মেরিনা তাবাসসুম (Marina Tabassum)
d) রোহানি বাহারিন (Rohani Baharin)
ans: d
110. মুজিব: একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক কে? (Who is the director of the Film, Mujib: Ekti Jatir Rupokar?)
a) শ্যাম বাহাদুর (Shyam Bahadur)
b) মোরশেদুল ইসলাম (Morshedul Islam)
c) কৌশিক গাঙ্গুলি (Kaushik Ganguli)
d) শ্যাম বেনেগাল (Shyam Benegal)
ans: d
111. ঢাকায় লালবাগের দুর্গ কে নির্মাণ করেন? (Who built the Lalbag Fort in Dhaka?)
a) শাহ সুজা (Shah Suja)
b) শায়েস্তা খান (Shaista Khan)
c) সুবেদার খান (Subedar Khan)
d) নওয়াব সলিমুল্লাহ (Nawab Salimullah)
ans: b
112. বাংলাদেশের সীমান্তে ভারতের রাজ্য কয়টি? (How many Indian states are located near Bangladesh territory?)
a) 4
b) 5
c) 6
d) 7
ans: b
113. সূর্যের হাসি’ দ্বারা কিসের প্রতীক বোঝায়? (What is meant by the symbol of ‘Smile of the Sun’?)
a) রেড ক্রিসেন্ট (Red Crescent)
b) হলি ফ্যামিলি হাসপাতাল (Holy Family Hospital)
c) পল্লী সঞ্চয় ব্যাংক (Palli Sanchay Bank)
d) মা ও শিশু স্বাস্থ্য (Maternal and Child Health)
ans: d
114. বাংলাদেশের সাদা স্বর্ণ কোনটি? (Which is the white gold of Bangladesh?)
a) ইলিশ (Hilsha)
b) পাট (Jute)
c) পোশাক (Cloth)
d) চিংড়ি (Prawn)
ans: d
115. SDG-এর পূর্ণরূপ কী? (What is the full form of SDG?)
a) Sustainable Development Goal
b) Sustain Development Goal
c) Sole Development Goal
d) Short Development Goal
ans: a
116. কোন বন্দর রাবণাবাদ চ্যানেলের সাথে সম্পৃক্ত? (Which port is associated with Ravanabad channel?)
a) মোংলা (Mongla)
b) পায়রা (Payra)
c) চট্টগ্রাম (Chittagong)
d) মাতারবাড়ি (Matarbari)
ans: b
117. জাপানের মুদ্রার নাম কী? (What is the name of the currency of Japan?)
a) ইউয়ান (Yuan)
b) ইয়েন (Yen)
c) লিরা (Lira)
d) পেসো (Peso)
ans: b
118. ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? (Who won the Nobel prize in literature in the year of 2023?)
a) মারিয়া হেনরিকজ (Maria Henrikz)
b) জন ফসে (Jon Fosse)
c) লুই ই ব্রুস (Louis E Brus)
d) ক্রিস্টিয়ান স্মিথ (Christian Smith)
ans: b
119. পামির মালভূমি কোন মহাদেশে অবস্থিত? (In which continent is the Pamir Plateau located?)
a) অস্ট্রেলিয়া (Australia)
b) আফ্রিকা (Africa)
c) ইউরোপ (Europe)
d) এশিয়া (Asia)
ans: d
120. বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি? (Which is the longest bridge of Bangladesh?)
a) মেঘনা (Meghna)
b) হার্ডিঞ্জ (Hardinge)
c) পায়রা (Payra)
d) পদ্মা (Padma)
ans: d
121. অপরাজেয় বাংলা’র স্থপতি কে? (Who is the architect of Aparajeyo Bangla’?)
a) হামিদুর রহমান (Hamidur Rahman)
b) শামীম শিকদার (Shamim Shikder)
c) নিতুন কুন্ডু (Nitun Kundu)
d) সৈয়দ আবদুল্লাহ খালেদ (Syed Abdullah Khaled)
ans: d
122. শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কোন প্রণালী? (Which channel separates Sri Lanka from India?)
a) বেরিং (Bering)
b) মালাক্কা (Malacca)
c) জিব্রাল্টার (Gibraltar)
d) পক (Palk)
ans: d
123. চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করা ভারতীয় মহাকাশযানের নাম কী? (What is the name of Indian Spacecraft that successfully landed on the south pole of Moon?)
a) চন্দ্রযান-৩ (Chandrayaan-3)
b) চন্দ্রযান-২ (Chandrayaan-2)
c) চন্দ্রযান-১ (Chandrayaan-1)
c) চন্দ্রযান-৪ (Chandrayaan-4)
ans: a