বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪
1. ‘নদী’ কোন ধরনের শব্দ?
a) দেশি শব্দ
b) তদ্ভব শব্দ
c) তৎসম শব্দ
d) বিদেশি শব্দ
ans: c
2. ‘লেফাফাদুরন্ত’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
a) অসংযম
b) অবাধ
c) কপট
d) হতভাগ্য
ans: c
3. কোনটি দেশি শব্দ?
a) বাদুড়
b) শিশি
c) গরিব
d) কেরানি
ans: a
4. “মর্মে বেদনা দেয় যা” বাব্যের সঠিক বাক্য সংকোচন কোনটি?
a) মর্মভেদী
b) মর্মস্পর্শী
c) নির্মম
d) মর্মান্তিক
ans: b
5. কোনটি সমষ্টি বিশেষ্যের উদাহরণ?
a) জনতা
b) লবণ
c) বিড়াল
d) আকাশ
ans: a
6. কোনটি অসমাপিকা ক্রিয়ার উদাহরণ?
a) শিশুটি খেলছে
b) মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন
c) আমি বাড়ি গিয়ে ভাত খাবো
d) সুমন ভাত খাচ্ছে
ans: c
7. “সদা সত্য বলবে” বাক্যটি কোন ধরনের?
a) ইচ্ছাসূচক
b) আবেগসূচক
c) আজ্ঞাসূচক
d) হ্যা সূচক
ans: c
8. কোনটি বাংলা ভাষার বৈশিষ্ট্য?
a) ভাষার ধ্বনিসমূহের অর্থবোধকতা নাই
b) বাক্যে স্বাধীনভাবে শব্দের স্থান পরিবর্তন করা যায়
c) ক্রিয়াপদ ছাড়া বাক্য গঠন করা যায় না
d) ভাষা নিয়ত পরিবর্তনশীল
ans: c
9. দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে এখানে ‘বিনা’ শব্দটি কোন ব্যাকরণিক শ্রেণি নির্দেশ করে?
a) বিশেষণ
b) অনুসর্গ
c) বিশেষ্য
d) আবেগ শব্দ
ans: b
10. “এখানে কেউ নেই” বাক্যটিতে ‘কেউ’ শব্দটি কোন সর্বনাম?
a) আত্মবাচক সর্বনাম
b) স্থানবাচক সর্বনাম
c) নির্দেশক সর্বনাম
d) অনির্দিষ্ট সর্বনাম
ans: d
11. ‘কবর’ নাটকটি কোন পটভূমিতে রচিত?
a) তেভাগা আন্দোলন
b) ভাষা আন্দোলন
c) মুক্তিযুদ্ধ
d) নকশাল লাঠি আন্দোলন
ans: b
12. ‘বৃক্ষ’ শব্দের সমার্থক কোনটি?
a) মরুৎ
b) বারিদ
c) তটিনী
d) পাদপ
ans: d
13. ‘Cold war’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
a) যুদ্ধের শুরু
b) বাকযুদ্ধ
c) স্নায়ুযুদ্ধ
d) যুদ্ধের অবসান
ans: c
14. বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে?
a) কাজী নজরুল ইসলাম
b) আলহাজ বাহাদুর
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) শেখ আলী খান
ans: c
15. ‘নদী মাতা যার = নদীমাতৃক’ এটি কোন সমাস?
a) বহুব্রীহি সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) নিত্য সমাস
d) দ্বন্দ্ব সমাস
ans: a
Advertisement
16. ‘প্রচ্ছন্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
a) ব্যক্ত
b) পরোক্ষ
c) বিষণ্ণ
d) প্রস্থান
ans: a
17. ‘মনোরম’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
a) মন + রম
b) মঃ + আরম
c) মনঃ + রম
d) মনো + রম
ans: c
18. কোনটি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ?
a) ফল্ + অন = ফলন
b) ইচ্ছা + উক = ইচ্ছুক
c) ঢাকা + আই = ঢাকাই
d) পানি + তা = পান্তা
ans: a
19. জটিল বাক্যের উদাহরণ কোনটি?
a) আমি বলি এক আর সে করে আরেক
b) মনে হচ্ছে আজ বৃষ্টি হবে
c) ছেলেটি দুষ্ট কিন্তু অনেক মেধাবী
d) পাখি আকাশে উড়ে
ans: a
20. কোনটি দ্বিগু সমাসের উদাহরণ?
a) কূলের সমীপে = উপকূল
b) বই, খাতা ও কলম = বই-খাতা-কলম
c) চৌ রাস্তার সমাহার = চৌরাস্তা
d) চিরকাল ব্যাপী কুমার = চিরকুমার
ans: c
21. Fill up the blank with the correct adjective; Lata is a singer, she sings ________ .
a) beautiful
b) with beauty
c) of beautifulness
d) beautifully
ans: a
22. Which preposition is added after ‘die’ to express ‘sacrifice’?
a) of
b) by
c) from
d) for
ans: d
23. Which one is the correct form of past continuous tense?
a) He was too much busy as he was doing his homework
b) He was too much busy as he was being done his homework
c) He was too much busy as he doing his homework
d) He was too much busy as he did his homework
ans: a
24. Fill up the blank with the correct one; ‘Iron is________ useful metal’
a) an
b) a
c) of
d) the
ans: b
25. The abstract noun of ‘young’ is-
a) youngster
b) youth
c) younger
d) youthers
ans: b
26. Which one is the opposite word of ‘professional’?
a) customer
b) custom
c) labour
d) amateur
ans: d
27. Fill up the blank with the correct pronoun, ‘You must explain _________ more clearly.’
a) yourself
b) ourselves
c) themselves
d) herself
ans: a
28. আমার তিন জোড়া জুতা আছে’ বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
a) I have three pairs of shoes
b) I have three pair of shoes
c) I have three pairs of shoes
d) I have three pair of shoe
ans: a
29. Find the correct spelled word.
a) Adventitious
b) Adventitous
c) Adventitus
d) Adventituous
ans: a
30. Select the most appropriate antonym of the word ‘hospitality’.
a) coldness
b) wrathful
c) complaint
d) cordiality
ans: a
Advertisement
31. Which one is the present continuous tense in passive voice?
a) Gifts are distributing among the students now
b) Gifts are being distributed among the students now
c) Gifts are being distributing among the students now
d) Gifts have distributing among the students now
ans: b
32. Transform the sentence into indirect speech; ‘I said to him, why are you working so hard?’
a) I asked him why had he been working so hard.
b) I asked him why he had been working so hard.
c) I asked him why was he working so hard.
d) I asked him why he was working so hard.
ans: d
33. Select the correct direct form of the sentence; ‘I told Ranu that the car had to be sent for servicing.’
a) ‘I asked Ranu, the car was sent to be servicing.’
b) I said to Ranu, the car has to be sent for servicing’
c) I said to Ranu, the car had to be sent for servicing.
d) Ranu is said by me, the car has to be sent for servicing.’Find the synonym of the word ‘inevitable’.
ans: b
34. Find the synonym of the word ‘inevitable’.
a) reliable
b)doubtful
c) unavoidable
d) uncertain
ans: c
35. What is the correct mening of ‘to keep one’s temper’?
a) to remain calm
b) to be aloof from
c) to be in the best mood
d) to not become upset
ans: a
36. Fill up blank with the correct verb; ‘Much________ been said in the new report’
a) was
b) were
c) has
d) have
ans: c
37. Fill up the blank with the correct preposition; ‘Students are anxious _____________ their results’
a) of
b) for
c) with
d) about
ans: d
38. The superlative form of the adjective ‘popular’ is –
a) most popularity
b) most popular
c) popularest
d) popularity
ans: b
39. Fill up the blank with the correct verb; ‘The English______________English’
a) spoke
b) speak
c) is spoken
d) spoken
ans: b
40. ‘He has just arrived.” The word ‘just’ is-
a) pronoun
b) verb
c) adverb
d) preposition
ans: c
41. তড়িৎ বিশ্লেষণের সূত্র কে আবিষ্কার করেন?
a) গ্যালিগিও
b) মেন্ডেলিয়
c) নিউটন
d) ফ্যারডে
ans: d
42. জেনারেটরের কাজ কী?
a) যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর
b) রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তর
c) তড়িৎ বিভব শক্তির বিবর্ধন
d) তড়িৎ শক্তির বিবর্ধন
ans: c
43. অতিকর্ষজ ত্বরণ এর মান কোথায় সর্বাধিক?
a) বিষুব অঞ্চলে
b) নিরক্ষ রেখায়
c) পর্বতের চূড়ায়
d) মেরু অঞ্চলে
ans: d
44. পর্বতের চূড়ায় আরোহণ করলে শ্বাসকষ্ট হয় কেন?
a) উপরে ঠান্ডা বায়ুর কারণে
b) উপরে বায়ুর চাপ বেশি
c) উপরে বায়ুর ওজন বেশি
d) উপরে বায়ুর চাপ কম
ans: d
45. বিবর্ধক কাঁচ কোন ধরনের বিম্ব গঠন করে?
a) উল্টো ও বর্ধিত
b) উল্টো ও বিপরীত
c) সোজা ও বর্ধিত
d) সোজা ও বিপরীত
ans: b
Advertisement
46. সমুদের পানিকে নীল দেখায় কেন?
a) আপতিত সূর্য রশ্মির প্রতিসরণ
b) আপতিত সূর্য রশ্মির বিক্ষেপণ
c) আপতিত সূর্য রশ্মির শোষণ
d) আপতিত সূর্য রশ্মির প্রতিফলন
ans: b
47. বাতাসের প্রবাহ দিয়ে তৈরি বাদ্যযন্ত্র কোনটি?
a) হারমোনিয়াম
b) বেহালা
c) তবলা
d) সেতার
ans: a
48. আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি?
a) সেলসিয়াস
b) কেলভিন
c) র্যাংকাইন
d) ফারেনহাইট
ans: b
49. মানব চোখের লেন্স কী ধরনের?
a) অবতল
b) উভউত্তল
c) উভঅবতল
d) সমোতল
ans: b
50. থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় কেন?
a) একমাত্র তরল ধাতু
b) স্ফুটনাঙ্ক বেশি
c) অল্প তাপে আয়তন অনেক বৃদ্ধি পায়
d) গলনাঙ্ক কম
ans: c
51. পৃথিবী পৃষ্ঠে কোন বস্তুর ভর 70 কিলোগ্রাম হলে বঙ্গল পৃষ্ঠে একই বস্তুর ভর কত?
a) 7 কিলোগ্রাম
b) 0 কিলোগ্রাম
c) 49 কিলোগ্রাম
d) 70 কিলোগ্রাম
ans: d
52. জারন বিক্রিয়ায় নিচের কোনটি ঘটে?
a) ইলেকট্রন গ্রহন
b) ইলেকট্রন আদান প্রদান
c) ইলেকট্রন বর্জন
d) তড়িৎ ধনাত্মক মূলকের অপসারণ
ans: c
53. নিচের কোন গ্যাস অ্যাসিড ধর্মী?
a) কার্বন মনোক্সাইড
b) নাইট্রোজেন
c) কার্বন ডাই-অক্সাইড
d) হাইড্রোজেন
ans: c
54. দুধে কোন ধরনের অ্যাসিড থাকে?
a) সাইট্রিক অ্যাসিড
b) ফরমিক অ্যাসিড
c) ল্যাকটিক অ্যাসিড
d) টারটারিক অ্যাসিড
ans: c
55. সর্বাধিক সক্রিয় কার্যকরি মূলক কোনটি?
a) -COOH
b) −NH2
c) -CN
d) -OH
ans: a
56. নিচের কোনটি জৈব অম্ল?
a) অ্যাসিটিক অ্যাসিড
b) নাইট্রিক অ্যাসিড
c) সালফিউরিক অ্যাসিড
d) হাইড্রোক্লোরিক অ্যাসিড
ans: a
57. সিমেন্টে জিপসাম যোগ করা হয় কেন?
a) ঘনত্ব বাড়ানোর জন্য
b) দ্রুত জমাট বাঁধার জন্য
c) দ্রুত জমাট বাঁধা রোধ করার জন্য
d) গুণগত মান বৃদ্ধির জন্য
ans: c
58. সবচেয়ে ভারি মৌলিক গ্যাস কোনটি?
a) রেডন
b) আর্গন
c) জেনন
d) নিয়ন
ans: a
59. কোনটি বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের ধনাত্মক আধান বৃদ্ধি পাবে?
a) পারমাণবিক আয়তন
b) পারমাণবিক ওজন
c) পারমাণবিক সংখ্যা
d) পারমাণবিক ভর
ans: c
60. সরাসরি বাহির হতে ভিতরের অঙ্গ দেখার প্রক্রিয়া কোনটি?
a) সিটি স্ক্যান
b) ইইজি
c) ইটিটি
d) ইসিজি
ans: a
Advertisement
61. নিচের কোনটি ভাইরাস জনিত রোগ?
a) টাইফয়েড
b) ম্যালেরিয়া
c) জিকা
d) কলেরা
ans: c
62. গ্ল্যাইকোলাইসিস প্রক্রিয়াটি উদ্ভিদের কোথায় সংঘটিত হয়?
a) সাইটোপ্লাজম
b) নিউক্লিয়াস
c) মাইটোকন্ড্রিয়া
d) এন্ডোপ্লাজমিক রেটিকুলাম
ans: a
63. খেজুরের কাঁচা রসে কোন ধরনের ভাইরাস পাওয়া যায়?
a) নিপাহ
b) পোলিও
c) হাম
d) করোনা
ans: a
64. কুষ্ঠরোগ সম্পর্কে নিচের কোনটি সঠিক?
a) ফ্যাংগাস জনিত রোগ
b) হরমোন অভাবজনিত রোগ
c) ব্যাকটেরিয়া জনিত রোগ
d) ভাইরাস জনিত রোগ
ans: c
65. নিচের কোনটি মনোস্যাকারাইড?
a) গ্লুকোজ
b) সুক্রোজ
c) ল্যাকটোজ
d) ম্যালটোজ
ans: a
66. মানবদেহের জন্য উপকারি কোলেস্টেরল কোনটি?
a) Low Density Lipoprotein (LDL)
b) High Density Lipoprotein (HDL)
c) Very Low Density Lipoprotein (VLDL)
d) Triglyceride (TG)
ans: b
67. মানবদেহে মোট কশেরুকা এর সংখ্যা কতটি?
a) ৩২টি
b) ৩৩টি
c) ৩৪টি
d) ৩১টি
ans: b
68. এইচপিভি’ টিকা কোন রোগ প্রতিরোধে কার্যকর?
a) স্তন ক্যানসার
b) রক্তের ক্যানসার
c) ডিম্বাশয়ের ক্যানসার
d) জরায়ু মুখের ক্যানসার
ans: d
69. হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
a) বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি
b) বিশেষ ধরনের ঐচ্ছিক পেশি
c) ঐচ্ছিক পেশি
d) অনৈচ্ছিক পেশি
ans: a
70. মস্তিষ্কের আবরণীর নাম কি?
ans: b
a) পেরিটোনিয়াম
b) মেনিনজেস
c) প্লুরা
d) পেরিকার্ডিয়াম
71. 75 টাকায় একটি জিনিস কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে?
a) 22 টাকা
b) 12 টাকা
c) 18 টাকা
d) 20 টাকা
ans: d
72. ভাইয়ের বয়স 4 বছর 6 মাস ও বোনের বয়স 6 মাস। ভাই ও বোনের বয়সের অনুপাত কত?
a) 6 : 1
b) 8 : 1
c) 9 : 1
d) 7 : 1
ans: c
73. একটি শার্টের মূল্য 500 টাকা হলে, 30% মূল্যহ্রাসে শার্টটির মূল্য কত হবে?
a) 350 টাকা
b) 250 টাকা
c) 200 টাকা
d) 300 টাকা
ans: a
74. 20 টি 10 টাকার নোট ও কতটি 100 টাকার নোট মিলে একত্রে 1100 টাকা হবে?
a) 9 টি
b) 10 টি
c) 12 টি
d) 11 টি
ans: a
75. একটি প্রকৃত ভগ্নাংশের হর, লব অপেক্ষা 4 বেশি। ভগ্নাংশটি বর্গ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় হর, লব অপেক্ষা 40 বেশি। ভগ্নাংশটি কত হবে?
a) 711
b) 3 7
c) 5 9
d) 3 8
ans: b
Advertisement
76. 12 জন একটি কাজ 9 দিনে শেষ করতে পারে। একই কাজ 18 জন করলে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
ans: b
a) 7 দিন
b) 6 দিন
c) 9 দিন
d) ৪ দিন
77. একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ৭ মিটার ও উচ্চতা 6 মিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কত?
a) 27 বর্গমিটার
b) 28 বর্গমিটার
c) 54 বর্গমিটার
d) 51 বর্গমিটার
ans: a
78. 1, 2, 3, …….. n, n টি পদের যোগফল 15 হলে n তম পদ হবে-
a) 7
b) 5
c) 8
d) 6
ans: b
79. 12,14,18 . . . . . . . . . . . . . . অনুক্রমের ৫ম পদটি হলো-
a) 1 16
b) 1 64
c) 1 48
d) 1 32
ans: d
80. ক্যাঙ্গারুর দেশ নামে পরিচিত কোন দেশ?
a) অস্ট্রেলিয়া
b) নিউজিল্যান্ড
c) জাপান
d) অস্ট্রিয়া
ans: a
81. জাতীয় শিশু দিবস’ কবে পালিত হয়?
a) ১৭ এপ্রিল
b) ১৭ অক্টোবর
c) ১৭ মার্চ
d) ৭ অক্টোবর
ans: c
82. মুক্তিযোদ্ধাদের সম্মানসূচক সর্বোচ্চ খেতাব কোনটি?
a) বীরউত্তম
b) বীরপ্রতীক
c) বীরবিক্রম
d) বীরশ্রেষ্ঠ
ans: d
83. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন জেলা প্রথম পাকিস্তানি সেনা মুক্ত হয়?
a) টাঙ্গাইল
b) ঢাকা
c) যশোর
d) গোপালগঞ্জ
ans: c
84. ‘CNG’ এর পূর্ণরূপ কি?
a) Compressed Neutral Gas
b) Compressed Natural Gas
c) Complete Neutral Gas
d) Complete Natural Gas
ans: b
85. ইউনেস্কো কর্তৃক ‘ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষিত কোনটি?
a) ঘাট গম্বুজ মসজিদ
b) শহীদ মিনার
c) জাতীয় জাদুঘর
d) জাতীয় স্মৃতিসৌধ
ans: a
86. স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
a) সৈয়দ নজরুল ইসলাম
b) শেখ মুজিবুর রহমান
c) এম. মনসুর আলী
d) তাজউদ্দীন আহমেদ
ans: b
87. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কোথায় বাংলা ভাষায় ভাষণ প্রদান করেন?
a) সাধারণ পরিষদে
b) সামাজিক পরিষদে
c) অর্থনৈতিক পরিষদে
d) নিরাপত্তা পরিষদে
ans: a
88. ‘Cold war’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
a) যুদ্ধের শুরু
b) বাকযুদ্ধ
c) স্নায়ুযুদ্ধ
d) যুদ্ধের অবসান
ans: c
89. বাংলাদেশের জাতীয় সংগীতের সুরকার কে?
a) কাজী নজরুল ইসলাম
b) আলহাজ বাহাদুর
c) রবীন্দ্রনাথ ঠাকুর
d) শেখ আলী খান
ans: c
90. বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কোনটি?
a) ছেঁড়াদ্বীপ
b) সেন্টমার্টিন দ্বীপ
c) মনপুরা দ্বীপ
d) সন্দ্বীপ
ans: a
Advertisement
91. সিলেট কোন নদীর তীরে অবস্থিত?
a) সুরমা
b) রূপসা
c) নাফ
d) আড়িয়াল খাঁ
ans: a
92. ‘ভাওয়াইয়া’ কোন অঞ্চলের লোকসংগীত?
a) রংপুর
b) কুষ্টিয়া
c) রাজশাহী
d) ময়মনসিংহ
ans: a
93. ২১শে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা ?
a) ইউনেস্কো
b) ইউনিসেফ
c) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
d) ইউএনডিপি
ans: a
94. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায় স্থাপিত হয়েছিল?
a) নাসিরাবাদ, চট্টগ্রাম
b) কালুরঘাট, চট্টগ্রাম
c) আগ্রাবাদ, চট্টগ্রাম
d) শাহবাগ, ঢাকা
ans: b
95. পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে মহাকাশ ভ্রমণ করেন কে?
a) ভ্যালেন্টিনা ভ্লাদিমিবোভনা
b) বাজ অলড্রিন
c) নীল আর্মস্ট্রং
d) ইউরি গ্যাগারিন
ans: d
96. জাতিসংঘের শিশু অধিকার কনভেনশন অনুযায়ী শিশু কারা?
a) ৭ বছরের কম বয়সীরা
b) ১৮ বছরের কম বয়সীরা
c) ৭-১৪ বছরের বয়সীরা
d) ১৩ বছরের কম বয়সীরা
ans: b
97. সার্ক দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্র কোনটি
a) নেপাল
b) ভূটান
c) পুরা
d) মালদ্বীপ
ans: d
98. ক্লোরোফিলবিহীন উরিদের নাম কি?
a) ফার্ণ
b) মস
c) শৈবাল
d) ছত্রাক
ans: d
99. ‘সু’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়?
a) সম্পূর্ণ অর্থে
b) উত্তম অর্থে
c) পূর্ণতা অর্থে
d) উৎকৃষ্টে অর্থে
ans: b
Advertisement