বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
1. কোন প্রক্রিয়ায় স্টার্চ ও চিটা গুড় থেকে ইথানল উৎপাদিত হয়?
a) আদ্রবিশ্লেষণ
b) গাঁজন
c) বিয়োজন
d) জারণ
ans: a
2. ‘Everyone hates a liar.’ Negative form of the sentence is –
a) No one does not hate a liar.
b) There is no one but hates a liar.
c) Everyone does not hate a liar.
d) No one hates a liar.
ans: b
3. ভূমিকম্পের ফলে কোন ধরনের তরঙ্গের সৃষ্টি হয় ?
ans: c
a) লম্বিক
b) আড়
c) আড় ও লম্বিক
d) সাধারণ
4. ‘স্ট্যাচু অব লিবার্টি’ কোন দেশে অবস্থিত?
a) আমেরিকা
b) অস্ট্রেলিয়া
c) প্যারিস
d) ইতালি
ans: a
5. বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় ?
a) রংপুর
b) বরিশাল
c) নাটোর
d) সিলেট
ans: d
6. কোন বানানটি শুদ্ধ?
a) মরিচীকা
b) সহযোগীতা
c) শ্রমজীবি
d) ইতিমধ্যে
ans: d
7. নিচের কোনটি এনজাইম গ্লুকোজকে ইথাইল অ্যালকোহলে পরিবর্তিত করে?
a) Diastase
b) Invertase
c) Maltase
d) Zymase
ans: d
8. বর্তমান বিশ্ব কিসের উপর নির্ভরশীল?
a) উৎপাদন
b) প্রযুক্তি
c) ব্যবসা-বাণিজ্য
d) কৃষি
ans: b
9. রক্ততাপীয় প্রক্রিয়ায় এনট্রপির ( Entropy) কি পরিবর্তন হয় ?
a) কোনোটিই নয়
b) বৃদ্ধি পায়
c) কমে যায়
d) কোনো পরিবর্তন হয় না
ans: d
10. শব্দনির্বাণ ও পদনির্মাণ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পায় কোন তত্ত্বের?
a) বাক্যতত্ত্ব
b) রূপতত্ত্ব
c) ধ্বনিতত্ত্ব
d) অর্ধতত্ত্ব
ans: b
11. যদি স্পর্শ কোণ ৯০° এর চেয়ে কম হয় তবে তরঙ্গের পৃষ্ঠ কেমন হবে?
a) অবতল হার
b) সমতালাতল হার
c) সমতল হার
d) উত্তর হার
ans: a
12. “They are eating mangoes” change into passive voice –
a) Mangoes are being eaten by them.
b) Mangoes can be eaten by them.
c) Mangoes are going to be eaten by them..
d) They have eaten mangoes.
ans: a
13. একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6° হলে ক্ষুদ্রতম কোণের মান কত?
a) 48°
b) 42°
c) 40°
d) 35°
ans: b
14. একটি সংখ্যার 1/3 অংশ থেকে 1/4 অংশ বিয়োগ করলে বিয়োগফল 20 হয়। সংখ্যাটি কত?
a) 300
b) 240
c) 120
d) 200
ans: b
15. শরত্চন্দ্রের প্রথম মুদ্রিত রচনা কোনটি?
a) দেনা-পাওনা
b) পল্লী-সমাজ
c) চরিত্রহীন
d) মন্দির
ans: d
16. ভাষা কি?
a) কন্ঠের উচ্চারণ
b) উচ্চারণের প্রতীক
c) ভাব সম্প্রসারণ
d) ধ্বনির সমষ্টি
ans: d
17. মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে Pacemaker বলে?
a) Bundle of His
b) Atrio-Ventricular Node
c) Sino-Atrial Node
d) Purkinje fibre
ans: c
18. বৈদ্যুতিক সঞ্চালন লাইনের সিস্টেমে লস কমানোর প্রযুক্তি কোনটি?
a) তারের রোধ বৃদ্ধি
b) নিম্ন বিভব
c) উচ্চ বিদ্যুৎ প্রবাহ
d) উচ্চ বিভব
ans: c
19. ‘Mr. Sarwar is —- M.A.’ Fill in the blank with the correct one.
a) the
b) a
c) and
d) an
ans: d
20. একক বন্ধন যুক্ত কার্যকরী মূলকে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
a) সংযোজন
b) বিয়োজন
c) প্রতিস্থাপন
d) আর্দ্রবিশ্লেষণ
ans: c
21. বাংলাদেশের সর্ব দক্ষিণের দ্বীপ কোনটি?
a) মনপুরা দ্বীপ
b) ছেঁড়া দ্বীপ
c) সেন্ট মার্টিন দ্বীপ
d) সন্দ্বীপ
ans: b
22. বার্ষিক ৫% মুনাফায় কত টাকা ১২ বছরে সবৃদ্ধিমূল ১২৮০ টাকা, হবে?
a) ৯০০
b) ৮০০
c) ৮৫০
d) ১০০০
ans: b
23. If was many years since they ___ to Dhaka. Fill i blank with the correct one.
a) are coming
b) came
c) had come
d) have comes
ans: c
24. ‘Hazi Md. Mohsin gave ___ all his properties for mankind’ Fill in the blank with the correct one.
a) away
b) in
c) up
d) out
ans: a
25. বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হলে কোন গতিতে বাষ্পায়ন হবে?
a) সাধারণ গতিতে
b) ধীর গতিতে
c) অতি ধীর গতিতে
d) দ্রুত গতিে
ans: d
26. The word ‘refugee’ means-
a) refused person
b) disturbed person
c) displaced person
d) replaced person
ans: d
27. He said, ‘Long live the president’ the indirect form is –
a) He said that the President live long
b) He said that long live the President
c) He prayed that long live the President
d) He prayed that the President might live lang
ans: d
28. পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোন উক্তিটি সত্য?
a) বস্তুর বেগ ও ভরণ দুটোই ধ্রুব থাকবে
b) বস্তুর বেগ ধ্রুব থাকবে
c) বস্তুর বেগ ও ত্বরণ দুটোই বাড়বে
d) বস্তুর ত্বরণ ধ্রুব থাকবে
ans: d
29.দেশের প্রথম মোট্রো রেল উদ্ভোধন করা হয় কবে?
a) ২৫ ডিসেম্বর, ২০২২
b) ২৮ ডিসেম্বর,২০২২
c) ২১ জানুয়ারী, ২০২৩
d) ৩০ জানুয়ারী, ২০২৩
ans: b
30. ‘সাফারী পার্ক’ কোন জাতীয় পার্ক?
a) জীব জন্তুর অভয়ারণ্য
b) ঔষধি গাছের উপাদান
c) পাখি পালনের স্থান
d) বিশাল ফুলের বাগান
ans: a
31. সুমন একটি কাজে ১০ দিনে করতে পারে। রাজন সেই কাজটি ১৫ দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে?
a) ৬
b) ১৩
c) ২০
d) ১
ans: a
32. বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্রটি নাম কি?
a) ভেরামারা
b) রংপুর
c) কাপ্তাই
d) পাকশী
ans: c
33. কোষ বিভাজনের কোন ধাপে ক্রসিং প্রভাব ঘটে
a) ডিপ্লোটিন
b) প্যাকাইটিন
c) লেপ্টোটিন
d) জাইগোটিন
ans: b
34. বর্তমান দেশে তামাক চাষ নিরুৎসাহিত করা হচ্ছে কেন?
a) তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
b) তামাকের ব্যবসা লাভজনক নয়
c) বিদেশে তামাকের চাহিদা কমে গেছে
d) তামাক চাষ ব্যয়বহুল
ans: a
35. অগ্নি নির্বাপকে কোন গ্যাস ব্যবহৃত হয়?
a) সালফার ডাই অক্সাইড
b) কার্বন মনো অক্সাইড
c) কার্বন ডাই অক্সাইড
d) নাইট্রোজেন অক্সাইড
ans: c
36. ‘সূর্য পূর্বদিকে উদিত হয়’- Translate into english-
a) Sun rises in east
b) The sun rises in the East
c) The sun rise in the East
d) The sun rises in enst
ans: b
37. বাংলাদেশে ছাড়া আর কোন অঞ্চলের মানুষের সর্বজনীন ভাষা বাংলা?
a) উত্তর প্রদেশ
b) গুজরাট
c) পশ্চিমবঙ্গ
d) আসাম
ans: c
38. Which one of the following is countable noun?
a) Honesty
b) Milk
c) Tiget
d) Rice
ans: c
39. ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতার বিষয় হিসেবে প্রাধান্য পেয়েছে?
a) রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
b) কাজী নজরুল ইসলাম
c) সুফিয়া কামাল
d) আবু জাফর ওবায়দুল্লাহ
ans: d
40. আন্তর্জাতিক নার্স দিসব কবে?
a) ১৪ মে
b) ৬ মে
c) ১২ মে
d) ১৪ মার্চ
ans: c
41. অম্লধর্মী মাটির pH বাড়াতে কোনটি ব্যবহৃত হয়?
a) সোডিয়াম
b) নাইট্রেট
c) ফসফেট
d) চুন
ans: d
42. ১৯৭২ সালে কার উদ্যোগে বিদ্রোহী কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে এনে নাগরিকত্ব ও জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হয় ?
a) তাজউদ্দীন আহমেদ
b) এ এইচ এম কামরুজ্জামান
c) সৈয়দ ইসলাম
d) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ans: d
43. রাষ্ট্রপতির পদ শূন্য হলে রাষ্ট্রপতির দায়িত্ব কে পালন করেন?
a) চিপ হুইপ
b) প্রধানমন্ত্রী
c) সংসদ নেতা
d) জাতীয় সংসদের স্পীকার
ans: d
44. জতীয় সংসদের স্থপতি কে?
a) লুই আই কান
b) মাইকেল কান
c) মৃণাল হক
d) শামসুল সিকদার
ans: a
45. প্যারাফিন কি ?
a) অসম্পৃক্ত হাইড্রোকার্বন
b) সম্পৃক্ত হাইড্রোকার্বন
c) 95% ইথানল
d) 40% ফরমালডিহাইড
ans: b
46. আলোক বর্ষ (light year) কিসের একক?
a) সময়
b) শক্তি
c) গতিবেগ
d) দূরত্ব
ans: d
47. কোনটি নীরব ঘাতক (Silent killer) ?
a) CO
b) NH3
c) KMnO4
d) CO2
ans: a
48. What is the synonym of the word ‘Humble”?
a) modest
b) arrogant
c) proud
d) lordly
ans: a
49. থাইকালয়েড উদ্ভিদ কোষের কোন অংশে বিদ্যমান?
ans: d
a) সাইটোপ্লাজম
b) মাইটোকন্ড্রিয়া
c) লাইসোজোম
d) প্লাস্টিড
50. শিক্ষা মানুষকে কেমন অধিকার?
a) জন্মগত অধিকার
b) রাজনৈতিক অধিকার
c) সামাজিক অধিকার
d) অর্থনৈতিক অধিকার
ans: a
51. আয়তন ও লোকসংখ্যায় কোনটি পৃথিবীর ক্ষুদ্রতম স্বাধীন দেশ?
a) সিঙ্গাপুর
b) ভ্যাটিকান সিটি
c) তাইওয়ান
d) মালদ্বীপ
ans: b
52. মানব দেহের কোথায় কাশফার কোন থাকে?
a) লালা গ্রন্থি
b) অগ্ন্যাশয়
c) যকৃত
d) আন্ত্রিক গ্রন্থি
ans: c
53. “All flowers are nice to look at” – Here ‘nice’ is
a) adjective
b) noun
c) adverb
d) pronoun
ans: a
54. ঊনসত্তরের গণ অভ্যুত্থানে কোন চেতনা কাজ করেছে?
a) লাহোর প্রস্তাবের
b) একুশের
c) স্বাধীনতার
d) স্বৈরাচার বিরোধী
ans: d
55. ‘Goods’ শব্দটির পারিভাষিক রূপ কোনটি?
a) পণ্যদ্রব্য
b) খুব ভালো
c) সার্থক
d) আলো
ans: a
56. ঘাষফড়িং-এর রক্তের নাম কী?
ans: a
a) হিমোলিফ
b) হিমোসায়ানিন
c) হিমোসিল
d) হিমোসাইট
57. স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না?
a) লোহিত রক্তকণিকা
b) শ্বেত রক্তকণিকা
c) ডিম্বাণু
d) যকৃত কোষ
ans: a
58. জবা ফুলে কোন ধরনের অমরাবিন্যাস (Placentation) পাওয়া যায়?
a) শীৰ্ষক (Apical)
b) মূলীয় (Basal)
c) অক্ষীয় (Axile)
d) গাত্রীয় (Superficial)
ans: c
59. মানবদেহে আক্রমণকারী ম্যালেরিয়া জীবাণুর প্রথম দশা কোনটি?
a) মেরোজয়েট
b) কিম্পোজয়েট
c) ট্রিফোজয়েট
d) স্পোরেজয়েট
ans: d
60. Superlative form of the word ‘Easy is-
a) more easy
b) most easy
c) easiest
d) easier
ans: c
61. একক ভাবে আমাদের মোট জাতীয় উৎপাদনের সর্বাধিক অবদান কোনটির?
a) মৎসের
b) কৃষির
c) চামড়া শিল্পের
d) পোশাক শিল্পের
ans: d
62. কোনটি জীবন্ত জীবাশ্ম?
a) Cycas
b) Podocarps
c) Zamia
d) Pinus
ans: a
63. “বিদ্রোহী কবিতা রচনার শতবর্ষ পূর্ণ হয়েছে কোন সালে?
a) ২০২০
b) ২০২১
c) ২০২২
d) ২০১৯
ans: c
64. “The man said, alas I am undone’ Indirect form is-
a) The man said that I am undone
b) The man exclaimed that he is undone
c) The man said that he is undone
d) The man exclaimed with sorrow that he was undone
ans: d
65. কোনটি সংরক্ষশীল বল?
a) চুম্বকীয় বল
b) সান্দ্র বল
c) ঘর্ষণ
d) অভিকর্ষণ
ans: d
66. শেখ রাসেল দিবস কবে?
a) ১৭ অক্টোবর
b) ১৮ অক্টোবর
c) ২০ অক্টোবর
d) ১৯ অক্টোবর
67. ans: b
সর্বভূক শব্দের সমার্থক শব্দ কোনটি?
a) আগুন
b) মাংসাশী
c) ক্ষুধার্ত
d) রাক্ষস
ans: a
68. What is the antonym of the word ‘Knowledge’?
a) cognition
b) ability
c) ignorance
d) intelligence
ans: c
69. Plural form of the word ‘Appendix” is-
a) Appendices
b) Appendixs
c) Appendises
d) Appendixess
ans: a
70. বিশুদ্ধ পানিতে OH ও H+ এর মোলার ঘনমাত্রার অনুপাত কতো?
a) 0
b) 10−7
c) 7
d) 1
ans: d
71. পাঁচ অংকের ক্ষুদ্রতম ও চার অংকের বৃহত্তম সংখ্যার অন্তর কাত?
a) 1000
b) 100
c) 1
d) 10
ans: c
72. ‘কিংবদন্তি’ শব্দের অর্থ কি?
a) ঐতিহা
b) জনশ্রুতি
c) গুরুত্বপূর্ণ
d) সুনাম
ans: b
73. বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হামিদ সেনানিবাস কোথায় অবস্থিত?
a) মানিকগঞ্জ
b) কিশোরগঞ্জ
c) পটুয়াখালী
d) গাজীপুর
ans: b
74. রাষ্ট্রীয় প্রশাসনে সরকারি কার্মচারীদের কর্তৃতমূলক ব্যবস্থাকে কি বলে?
a) শাসনতন্ত্র
b) জনগণতন্ত্র
c) আমলাতন্ত্র
d) শৈরতন্ত্র
ans: c
75. নিচের কোনটিতে রক্তনালী অনুপস্থিত থাকে?
a) আবরণী কলায়
b) যোজক কলা
c) স্নায়ু কলায়
d) পেশী কলায়
ans: c
76. বাংলাদেশের স্থানীয় জনগোষ্ঠী নয় কোনটি?
ans: d
a) মণিপুরি
b) সাঁওতাল
c) গারো
d) রোহিঙ্গা
77. ‘He is too weak to walk’- change the sentence into complex.
a) He is so weak that he cannot move.
b) He is not weak to move
c) He is too weak and can’t move
d) He is weak but moves
ans: a
78. H2O-এর বন্ধন কোণের মান-
a) ১০৭°
b) ১০৯.৫°
c) ১২০°
d) ১০৪.৫°
ans: d
79. বাংলাদেশের জাতীয় প্রতীক নিচের যেগুলো রয়েছে-
a) ধান, পাট, শাপলা
b) ধান, নদী, শাপলা
c) কাঠাল, পাট, ধান
d) পাখি, পাট, ধান
ans: a
80. কোন রঙের বিচ্যুতি সবচেয়ে বেশি?
a) কমলা
b) লাল
c) বেগুনী
d) হলুদ
ans: c
81. ‘জমি থেকে ফসল পাই’- বাক্যটিতে ‘জমি থেকে ’ কোন কারক?
a) অপদান
b) কর্তা
c) করণ
d) কর্ম
ans: a
82. ‘দম্পতি’ ‘জায়া ও পতি এটি কোন সমাসের উদাহরণ?
a) বহুব্রীহি সমাস
b) অব্যয়ীভাব সমাস
c) নিত্য সমাস
d) দ্বন্দ সমাস
ans: d
83. x + 1/x = 3 হলে, x2 + 1/x2 এর মান কত?
a) 11
b) 7
c) 8
d) 10
ans: b
84. Past participle form of the word ‘Cost’ is
a) costen
b) costed
c) cost
d) coatend
ans: c
85. সাগরকন্যা কোন এলাকার ভৌগলিক নাম?
a) পটুয়াখালী
b) সেন্ট মার্টিন
c) কক্সবাজার
d) টেকনাফ
ans: a
86. He —– home last night’ Fill in the blank with the correct one
ans: b
a) comes
b) came
c) is coming
d) was coming
87. ‘সে ইংরেজিতে দক্ষ’ – Translate into english-
a) He is at home in English
b) He leams English
c) He is in home in English
d) He talks in English
ans: a
88. ৮, ১১, ১৭, ২৯, ৫৩ তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
a) ৮৩
b) ১০১
c) ১০২
d) ৬৩
ans: b
89. সঠিক বিপরীত শব্দ যুগল কোনটি?
a) অনাবিল- অপচয়
b) বন্ধন-বিষাদ
c) অতিকায়-বৃহদাকার
d) চাক্ষুস-অগোচর
ans: d
90. মানিক বন্দোপাধ্যায়ের পিতৃ প্রদত্ত নাম কি
a) সুবোধকুমার বন্দ্যোপাধ্যায়
b) সরোজকুমার বন্দ্যোপাধ্যায়
c) প্রভাতকুমার বন্দ্যোপাধ্যায়
d) প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়
ans: d
91. “গম্ভীরা” বাংলাদেশের কোন অঞ্চলের লোক সঙ্গীত?
a) রংপুর
b) সিলেট
c) পার্বত্য চট্টগ্রাম
d) রাজশাহী
ans: d
92. সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কতভাগ মহিলা শিক্ষক নিয়োগের বিধি রয়েছে?
a) ৬৫%
b) ৪০%
c) ৬০%
d) ৫০%
ans: c
93. সিরাজউদ্দৌলার প্রধান প্রতিবন্ধকতা কি ছিল?
a) জমিদার বিদ্রোহ
b) ইংরেজদের ষড়যন্ত্র
c) পরিবার প্রীত
d) প্রসাদ ষড়যন্ত্র
ans: d
94. নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রকাশে কি উল্লেখ করা প্রয়োজন?
a) পরম শুন্য তাপমাত্রা
b) চাপ ও তাপমাত্রা
c) চাপ
d) তাপমাত্রা
ans: b
95. What is the complex form of the sentence? I saw a beautiful bird.
a) I saw a bird which was beautiful
b) I have seen a beautiful bird.
c) I saw a bird that is so beautiful.
d) The beautiful bird was seen by me.
ans: a
96. মুসলিম সাহিত্য সমাজের অন্যতম প্রতিরক্ষা আবুল ফজল কোন যুগান্তকারী আন্দোলনের সাথে সরাসরি যুক্ত ছিলেন?
a) বুদ্ধির মুক্তি আন্দোলন
b) একাত্তরের মুক্তিযুদ্ধ
c) ঊনসত্তরের গণঅভ্যুস্থান
d) ভাষা আন্দোল
ans: a