ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা ২০২৩-২০২৪

ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা 2023-2024

1. ‘পায়াভারী’ বাগ্ধারাটি কোন অর্থে ব্যবহৃত হয়?
a) অহংকারী
b) তোষামোদকারী
c) স্পষ্টভাষী
d) নাছোড়বান্দা
ans: a

2. ‘কাজল কালো’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
a) কাজলের ন্যায় কালো
b) কালো যে কাজল
c) কাজল রূপ কালো
d) কাজল ও কালো
ans: a

3. ১৭ মার্চ ১৯২০ কী কারণে স্মরণীয়?
a) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন
b) পল্লিকবি জসীমউদ্দীনের জন্মদিন
c) জননেতা মাওলানা ভাসানীর জন্মদিন
d) কাজী নজরুল ইসলামের জন্মদিন
ans: a

4. বাক্যে অপরিহার্য অঙ্গ কোনটি?
a) কতৃপদ
b) ক্রিয়াপদ
c) কর্মপদ
d) নামপদ
ans: b

5. নিচের বাক্যের শূন্যস্থান পূরণ কর- ‘যে মেয়ের বিয়ে হয় নাই’ তাকে_________ বলে?
a) অনূঢ়া
b) কৃতদার
c) একাহারী
d) বন্ধ্যা
ans: a

6. ‘সবুজ মাঠে পরে আমাদের গ্রাম।’ বাক্যটিতে বিশেষণ পদ কোনটি?
a) গ্রাম
b) মাঠের
c) সবুজ
d) আমাদের
ans: c

7. ‘বিদ্যুৎ’ শব্দের সমার্থক কোনটি?
a) প্রভাকর
b) অনল
c) ক্ষণপ্রভা
d) সুধাকর
ans: c

8. প্রতিশব্দের ব্যবহার কিসের উপর নির্ভর করে?
a) বাক্যের
b) প্রসঙ্গের
c) ভাবের
d) শব্দের
ans: b

9. বক্তব্য, কথা, উপস্থাপনের ধরনকে বলে?
a) বাচ্য
b) উক্তি
c) বচন
d) কথন
ans: b

10. শুদ্ধ বানান কোনটি?
a) শিরপীড়া
b) শিরোপিড়া
c) শিরঃপীড়া
d) শিরোপীড়া
ans: c

 Advertisement

11. ‘প্রদীভ নিভে গেলো।’ কোন কালের উদাহরণ?
a) নিত্যবৃত্ত অতীত
b) সাধারণ অতীত
c) পুরাঘটিতঅতীত
d) ঘটমান অতীত
ans: b

12. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
a) নীল আকাশের নীচে
b) গেরিলা
c) হওয়া
d) ময়নামতি
ans: b

13. বৃষ্টি হতে পারে।’ বাক্যটিতে ‘হতে পারে’ কোন পদের উদাহরণ?
a) অব্যয়
b) বিশেষণ
c) সর্বনাম
d) ক্রিয়া
ans: d

14. সৈয়দ শামসুল হকের ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কোন ধরনের রচনা?
a) প্রবন্ধ
b) গল্প
c) নাটক
d) উপন্যাস
ans: c

15. বিকাল ৪টায় স্কুল ছুটি হবে।’ বাক্যটি কোন কারকের উদাহরণ?
a) করণ
b) কর্ম
c) অধিকরণ
d) অপাদান
ans: c

16. নিচের কোন বান্ধারাটির অর্থ ‘অত্যন্ত অলস’?
a) আমড়া কাঠের ঢেঁকি
b) গোঁফ খেজুরে
c) আদুরে গোপাল
d) আলালের ঘরে দুলাল
ans: b

17. বানানের অশুদ্ধির প্রধান কারণ কোনটি?
a) ভুল উচ্চারণ
b) অর্থ না জানা
c) সমাস না জানা
d) যুক্তবর্ণ
ans: a

18. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত বই কোনটি?
a) শেখ মুজিব ও বাংলার বিদ্রোহ
b) একাত্তরের বন্দি মুজিব ও পাকিস্তানের মৃত্যু
c) রাজনীতির পঞ্চাশ বছর
d) অসমাপ্ত আত্মজীবনী
ans: d

19. ‘মেঘে বৃষ্টি হয়।’ এখানে ‘মেঘে’ কোন কারকে কোন বিভক্তি?
a) কর্মে ৭মী
b) অপাদানে ৭মী
c) অধিকরণে ৭মী
d) করণে ৭মী

20. কোনটি সরল বাক্য?
a) আমি জানতাম তুমি প্রথম হবে
b) সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি
c) আলী অনেক মেধাবী কিন্তু নিয়মিত পড়ালেখা করে না
d) পাখিগুলো নীল আকাশে উড়ছে
ans: d

 Advertisement

21. “আমার যাওয়া হলো না” বাক্যটি কোন বাচ্যের উদাহরণ?
a) কর্তৃবাচ্য
b) কর্তাবাচ্য
c) কর্মবাচ্য
d) ভাববাচ্য
ans: d

22. “রহিম স্কুলে যায়” এ বাক্যের উদ্দেশ্য কোনটি?
a) স্কুলে
b) যায়
c) রহিম
d) স্কুলে যায়
ans: c

23. বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম?
a) মহেশখালী
b) হাতিয়া
c) সন্দ্বীপ
d) সেন্টমার্টিন
ans: d

24. বড়পুকুড়িয়া কয়লা খনি কোথায় অবস্থিত?
a) রাজশাহী
b) রংপুর
c) দিনাজপুর
d) বগুড়া
ans: c

25. পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
a) এশিয়া
b) অস্ট্রেলিয়া
c) দক্ষিণ আমেরিকা
d) আফ্রিকা
ans: a

26. হিমছড়ি’ কোন জেলায় অবস্থিত?
a) খাগড়াছড়ি
b) কক্সবাজার
c) রাঙ্গামাটি
d) বান্দরবান
ans: b

27. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে ঘোষিত হয়?
a) ২০০০
b) ১৯৯৮
c) ১৯৯৯
d) ২০০১
ans: c

28. বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
a) ফুটবল
b) হকি
c) ক্রিকেট
d) কাবাডি
ans: d

29. পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলেছে?
a) গোয়ালন্দ
b) ভৈরব
c) রাজশাহী
d) চাঁদপুর
ans: d

30. ভিটামিন ডি’ এর অভাবে নিচের কোন রোগ হয়?
a) রাতকানা
b) ডায়রিয়া
c) রিকেটস
d) রক্তশূন্যতা
ans: c

31. বাংলাদেশের জাতীয় ফুল কোনটি?
a) শাপলা
b) গাঁদা
c) জবা
d) গোলাপ
ans: a

32. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করেন কে?
a) আবদুল গাফফার চৌধুরী
b) গোলাম মোস্তফা
c) এম আর আখতার মুকুল
d) নাসিরউদ্দীন ইউসুফ
ans: c

33. মুক্তিযুদ্ধের সময় কোন সেক্টরটি ‘নৌ-সেক্টর’ ছিল?
a) ১০ নং
b) ৬নং
c) ৭ নং
d) ৯ নং
ans: a

34. বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহাসিক স্থান কোনটি?
a) ময়নামতি
b) মহাস্থানগড়
c) সোনারগাঁও
d) পাহাড়পুর
ans: b

35. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
a) তাজউদ্দীন আহমদ
b) এম এ জি ওসমানী
c) জিয়াউর রহমান
d) সৈয়দ নজরুল ইসলাম
ans: b

 Advertisement

36. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
a) হেগ
b) জেনেভা
c) প্যারিস
d) নিউইয়র্ক
ans: d

37. ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কোনটি?
a) শহীদ মিনার
b) ষাট গম্বুজ মসজিদ
c) বায়তুল মোকাররম মসজিদ
d) জাতীয় স্মৃতিসৌধ
ans: b

38. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র কোনটি?
a) নীল আকাশের নীচে
b) গেরিলা
c) হাওয়া
d) ময়নামতি
ans: b

39. কোন আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে বিশেষ ভূমিকা পালন করে?
a) বিবিসি
b) সিএনএন
c) আলজাজিরা
d) ভয়েস অব আমেরিকা
ans: a

40. “আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত?
a) লন্ডন
b) প্যারিস
c) ইতালি
d) আমেরিকা
ans: b

41. বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান রচিত বই কোনটি?
a) শেখ মুজিব ও বাংলার বিদ্রোহ
b) একাত্তরে বন্দী মুজিব ও পাকিস্তানের মত্যু
c) রাজনীতির পঞ্চাশ বছর
d) অসমাপ্ত আত্মজীবনী
ans: d

42. সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
a) ২৬ মার্চ, ১৯৭১
b) ১৬ ডিসেম্বর, ১৯৭১
c) ৭ মার্চ, ১৯৭১
d) ২ মার্চ, ১৯৭১
ans: d

43. বাংলাদেশের সীমান্তবর্তী দেশ কোন দুইটি?
a) ভারত ও মায়ানমার
b) ভারত ও ভুটান
c) ভারত ও পাকিস্তান
d) ভারত ও নেপাল
ans: a

44. পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য কত?
a) 6.75 কি.মি
b) 6.15 কি.মি
c) 5.80 কি.মি
d) 6.00 কি.মি
ans: b

45. সিলেটের প্রাচীন নাম কোনটি?
a) শ্রীভূমি
b) জালালাবাদ
c) মেঘালয়
d) শ্রীহট্ট
ans: b

46. একটি ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 6 মি. ও উচ্চতা 4 মি. হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত?
a) 15 বর্গমিটার
b) 14 বর্গমিটার
c) 13 বর্গমিটার
d) 12 বর্গমিটার
ans: d

47. সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত?
a) 112°
b) 108°
c) 114°
d) 110°
ans: b

48. রবি 7টি কলম কিনে 100 টাকার নোট দিল। দোকানদার 51 টাকা ফেরত দিল। প্রতিটি কলমের মূল্য কত?
a) 6 টাকা
b) 7 টাকা
c) ৪ টাকা
d) 9 টাকা
ans: b

49. একটি রম্বস আঁকতে কয়টি উপাত্ত প্রয়োজন?
a) 5টি
b) 4টি
c) 2টি
d) 3টি
ans: c

50. ভাইয়ের বয়স 3 বছর 6 মাস ও বোনের বয়স 6 মাস। ভাই ও বোনের বয়সের অনুপাত কত?
a) 6 : 1
b) 5 : 1
c) 4 : 1
d) 7 : 1
ans: d

 Advertisement

51. 20 জন শ্রমিক একটি পুকুর 15 দিনে খনন করে। কতজন শ্রমিক পুকুরটি 20 দিনে খনন করবে?
a) 13 জন
b) 12 জন
c) 15 জন
d) 14 জন
ans: c

52. a/2 = b/3 = c/4 হলে, নীচের কোনটি সঠিক?
a) 8 : 7 : 6
b) 4 : 3 : 2
c) 6 : 7 : 8
d) 2 : 3 : 4
ans: d

53. The noun form of ‘move’ is:
a) moved
b) movement
c) moving
d) move on
ans: b

54. Identify the tense of the sentence; ‘Karim met his friend in the evening.
a) Past perfect continuous tense
b) Past indefinite tense
c) Past perfect tense
d) Past continuous tense
ans: b

55. Select the correct translation of, The boy takes after his father
a) ছেলেটি তার পিতাকে অনুসরণ করে
b) ছেলেটি তার পিতার উপর ক্ষিপ্ত
c) ছেলেটি তার পিতার মতো
d) ছেলেটি তার পিতার দেখাশুনা করে
ans: c

56. Fill up the blank with the correct one; _________ a wonderful picture it is!”
a) Very
b) So
c) How
d) What
ans: d

57. The correct translation of, “তেল পানিতে ভাসে ”
a) Oil floaters over water
b) Oil is floating in water
c) Oil is floated on water
d) Oil floats on water
ans: d

58. The bill was passed yesterday, The word “yesterday’ is.
a) adjective
b) noun
c) adverb
d) pronoun
ans: c

60. Fill up the blank with the correct adjective; ‘You speak so_______________ that I can’t understand”
a) hurried
b) fastly
c) rapidly
d) fast
ans: d

61. Fill up the blank with an appropriate verb, ‘I did not_____ to school yesterday
a) gone
b) went
c) go
d) going
ans: c

62. Choose the correct sentence.
a) I did not accompanied them
b) I do not accompanied them
c) I do not accompany them
d) I does not accompany them
ans: c

63. Find the correctly spelled word.
a) centrefuse
b) centrefuge
c) contrifuse
d) centrifuge
ans: d

64. Antonym of the word ‘inception is
a) origin
b) source
c) conclusion
d) outset
ans: c

65. Synonym of the word ‘beautiful” is;
a) awkward
b) lovely
c) plain
d) ordinary
ans: b

 Advertisement

66. Fill up the blank with the correct preposition; ‘Please don’t laugh ______those beggars .
a) at
b) against
c) for
d) from
ans: a

67. Choose the future perfect tense of the sentence: He has a lot of experience
a) He will be having a lot of experience
b) He will has a lot of experience
c) He will have a lot of experience
d) He will have had a lot of experience
ans: d

68. Fill up the blank with the correct one; Teacher ________ English at this moment”
a) toaches
b) does teach
c) is teaching
d) is teach
ans: c

69. Fill up the blank with the correct one, ‘Copper is __________ useful metal’
a) of
b) the
c) a
d) an
ans: c

70. Choose the correct sentence.
a) How long you learn English?
b) How long have you been learning English?
c) How long do you learn English?
d) How long are you learning English?
ans: b

71. The correct translation of, ‘সে আমার ভাই’
a) He is mine brother
b) He is brother of me
c) He is my own brother
d) He is my brother
ans: d

72. The past form of the verb ‘choose” is;
a) chosed
b) chosen
c) chose
d) choosed
ans: c

73. The meaning of the idiom ‘to break the ice is;
a) to relax in a tense situation
b) to cool down after an outburst
c) to end something abruptly
d) to escape from a difficult situation
ans: a

74. কোন ফলটি তুলনামূলক ‘ভিটামিন সি’ সমৃদ্ধ?
a) তরমুজ
b) আনারস
c) শশা
d) কাঁঠাল
ans: b

75. সবচেয়ে দুর্বল ঘর্ষণ বল নিচের কোনটি?
a) স্থিতি ঘর্ষণ
b) আবর্ত ঘর্ষণ
c) গতি ঘর্ষণ
d) প্রবাহী ঘর্ষণ
ans: b

76. খাবার লবণের রাসায়নিক নাম কি?
a) ক্যালসিয়াম ক্লোরাইড
b) সোডিয়াম ক্লোরাইড
c) সোডিয়াম ফ্লোরাইড
d) পটাসিয়াম ক্লোরাইড
ans: b

77. ভিটামিন ডি’ এর অভাবে নিচের কোন রোগ হয়?
a) রাতকানা
b) ডায়রিয়া
c) রিকেটস
d) রক্তশূন্যতা
ans: c

78. স্ক্রু-গজের জুয়ের সরণকে কি বলে?
a) যান্ত্রিক ত্রুটি
b) পিচ
c) লঘিষ্ট গণনা
d) ভানিয়ার ধ্রুবক
ans: b

79. প্রেসার কুকারে রান্না তাড়াতাড়ি হবার কারণ-
a) উচ্চচাপে তরলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়
b) রান্নার জন্য তাপ নয় চাপও কাজে লাগে
c) সঞ্চিত বাষ্পের চাপ রান্নার সহায়ক
d) বন্ধ পাত্রে তাপ সংরক্ষিত হয়
ans: a

80. অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি?
a) সিন্নাবার
b) ক্যালামাইন
c) গ্যালেনা
d) বক্সাইট
ans: d

 Advertisement

81. নিচের কোনটিতে জারণ-বিজারণ ঘটে?
a) দহন বিক্রিয়া
b) আর্দ্রবিশ্লেষণ
c) পানিযোজন
d) প্রশমন বিক্রিয়া
ans: a

82. পর্যায় সারণির মূল ভিত্তি কি?
a) ইলেকট্রন সংখ্যা
b) পরমাণবিক ভরসংখ্যা
c) ইলেকট্রন বিন্যাস
d) পারমাণবিক সংখ্যা
ans: c

83. জিনের রাসায়নিক গঠন কি?
a) mRNA
b) DNA
c) rRNA
d) tRNA
ans: b

84. মানুষের দাঁতের কঠিন অংশের নাম কি?
a) ডেন্টিন
b) পাল্প
c) সিমেন্টাম
d) এনামেল
ans: d

85. কচু শাকে কোন ধাতু আছে?
a) সিসা
b) দস্তা
c) লোহা
d) তামা
ans: c

86. নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি?
a) পানি
b) হিলিয়াম
c) আর্গন
d) হাইড্রোজেন
ans: d

87. কোনটি অসক্রোমক রোগ?
a) কলেরা
b) করোনা
c) গুটিবসন্ত
d) ডায়বেটিস
ans: d

88. হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কী?
a) পেরিকার্ডিয়াম
b) মায়োমেট্রিয়াম
c) পেরিঅস্টিয়াম
d) পেরিটোনিয়াম
ans: a

89. নিচের কোনটি উদ্ভিদের মাক্রোনিউট্রিয়েন্ট?
a) ফসফরাস
b) ম্যাংগানিজ
c) মোলিবডেনাম
d) জিংক
ans: a

90. নিচের কোনটি মৌলিক রাশি?
a) তাপমাত্রা
b) শক্তি
c) তাপ
d) পরিবাহিতা
ans: a

91. তেঁতুলে কোন এসিড থাকে?
a) সাইট্রিক এসিড
b) অক্সালিক এসিড
c) টারটারিক এসিড
d) ম্যালেরিয়া এসিড
ans: c

92. নিচের কোনটির স্থিতিস্থাপকতা সবচেয়ে কম?
a) অ্যালুমিনিয়াম
b) কাঁচ
c) লোহা
d) রাবার
ans: d

93. কোন উৎসেচক আমিষ জাতীয় খাদ্য পরিপাক করে?
a) এমাইলেজ
b) ল্যাকটেজ
c) লাইপেজ
d) পেপসিন
ans: d

94. শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত?
a) 0.93%
b) 20.95%
c) 78.09%
d) 0.03%
ans: b

95. বিস্ফোরক পদার্থ কোনটি?
a) টিএনটি
b) লেড
c) বেনজিন
d) টলুইন
ans: a

96. নীচের কোনটির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম?
a) নীল
b) বেগুনী
c) লাল
d) হলুদ
ans: b

97. কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না?
a) পরিবাহী
b) অপরিবাহী
c) সুপরিবাহী
d) অর্ধ পরিবাহী
ans: b

98. অনবায়নযোগ্য শক্তি নীচের কোনটি?
a) জিওথর্মাল
b) সৌরশক্তি
c) গ্যাস
d) জলবিদ্যুৎ
ans: c

 Advertisement


Sharing Is Caring:          

Leave a Comment