ডিপ্লোমা ইন নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২০২৩
1. কান্দাহার শহরটি কোন দেশে অবস্থিত?
a) কিরগিজস্তান
b) কাজাকিস্তান
c) ইরান
d) আফগানিস্তান
ans: d
2. পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
a) ৬.১৫ কিলোমিটার
b) ৮.৫০ কিলোমিটার
c) ৬.৯০ কিলোমিটার
d) ৭.৬০ কিলোমিটার
ans: a
3. ‘সাগরকন্যা’ কোন এলাকার ভৌগলিক নাম?
a) কক্সবাজার
b) খুলনা
c) পটুয়াখালী
d) টেকনাফ
ans: c
4. একুশে ফেব্রুয়ারিকে কোন সংস্থা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছে?
a) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
b) ইউনিসেফ
c) ইউনেস্কো
d) বাংলা একাডেমী
ans: c
5. সার্কভুক্ত দেশগুলোর মধ্যে আয়তনে ক্ষুদ্রতম দেশ কোনটি?
a) ভুটান
b) শ্রীলংকা
c) নেপাল
d) মালদ্বীপ
ans: d
6. জাপানকে কিসের দেশ বলা হয়?
a) সূর্যোদয়ের দেশ
b) টিউলিপের দেশ
c) সূর্যাস্তের দেশ
d) নিশীথ সূর্যের দেশ
ans: a
7. বাংলাদেশের নিচের কোন জেলা সমতল থেকে সবচেয়ে উঁচুতে অবস্থিত?
a) খুলনা
b) বরিশাল
c) বগুড়া
d) দিনাজপুর
ans: d
8. ‘আইফেল টাওয়ার’ কোথায় অবস্থিত?
a) লন্ডন
b) ইতালি
c) প্যারিস
d) নিউইয়র্ক
ans: c
9. বাংলাদেশে সবচেয়ে পুরানো ঐতিহাসিক স্থান কোনটি?
a) পাহাড়পুর
b) মহাস্থানগড়
c) সোনারগাও
d) ময়নামতি
ans: b
10. বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?
a) সিলেট
b) সুনামগঞ্জ
c) মৌলভীবাজার
d) হবিগঞ্জ
ans: c
11. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ঘোষণা করে করা হয়েছিল?
a) ২৫ মার্চ, ১৯৭১
b) ১১ এপ্রিল, ১৯৭১
c) ১৭ এপ্রিল, ১৯৭১
d) ১৬ ডিসেম্বর, ১৯৭১
ans: c
12. মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
a) রেল মন্ত্রণালয়
b) প্রধানমন্ত্রী কার্যালয়
c) যোগাযোগ মন্ত্রণালয়
d) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়
ans: d
13. মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
a) গোলাপী এখন ট্রেনে
b) গেরিলা
c) আগুনের পরশমণি
d) জয়যাত্রা
ans: a
14. ‘স্বপার্জিত স্বাধীনতা’ ভাস্কর্যটির স্থপতি কে?
a) নভেরা আহমেদ
b) হামিদুর রহমান
c) মৃণাল হল
d) শামিম শিকদার
ans: d
15. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি?
a) কক্সবাজার
b) চট্টগ্রাম
c) পটুয়াখালি
d) ভোলা
ans: a
16. বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম দেশ কোনটি?
a) ভারত
b) সুইডেন
c) ভুটান
d) রাশিয়া
ans: c
17. বাংলাদেশের প্রথম নারী স্পিকারের নাম কি?
a) সৈয়দ সাজেদা চৌধুরী
b) ড: শিরীন শারমিন চৌধুরী
c) মেহের আফরোজ
d) মতিয়া চৌধুরী
ans: b
18. জাতীয় জাদুঘর কোন পরিচয় বহন করে ?
a) জাতিসত্ত্বা
b) আত্মপরিচয়
c) স্থাপত্য
d) ইতিহাস
ans: a
19. কাজী নজরুল ইসলাম কী হিসেবে সাহিত্যে স্থায়ী আসন লাভ করেছেন?
a) গীতি কবি
b) সর্বহারা কবি
c) প্রেমের কবি
d) বিদ্রোহী কবি
ans: d
20. পদ্মা সেতু কোন দুইটি জেলাকে সংযুক্ত করেছে?
a) মুন্সিগঞ্জ ও শরীয়তপুর
b) মুন্সিগঞ্জ ও নবাবগঞ্জ
c) ঢাকা ও শরীয়তপুর
d) বাবগঞ্জ ও শরীয়তপুর
ans: a
21. ‘বায়ান্নোর দিনগুলো’ রচনায় ১৯৫২ সনে বঙ্গবন্ধুর কোন জীবনের কথা বিবৃত হয়েছে?
a) পারিবারিক
b) সামাজিক
c) জেল
d) রাজনৈতিক
ans: c
22. ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
a) চতুর্দ
b) দ্বিতীয়
c) প্রথম
d) তৃতীয়
ans: d
23. সম্প্রসারিত টিকাদানা কর্মসূচির (ইপিআই) আওতায় দেশে বর্তমানে কত ধরনের টিকা দেয়া হয়?
a) 9
b) 7
c) 11
d) 10
ans: d
24. আয়তনে সবচেয়ে বড় জেলা কোনটি?
a) রাঙ্গামাটি
b) দিনাজপুর
c) চট্টগ্রাম
d) নোয়াখালী
ans: a
25. ‘চশমা’ কোন ভাষার শব্দ?
a) আরবি
b) পর্তুগিজ
c) ফারসি
d) বাংলা
ans: c
26. ‘সূর্য’ এর সমার্থক শব্দ নয় কোনটি?
a) সবিতা
b) মিহির
c) আদিত্য
d) অবনী
ans: d
27. ‘নাটিকা’ কোন অর্থে স্ত্রীবাচক?
a) বৃহদার্থে
b) ক্ষুদ্রার্থে
c) বিপরীতার্থে
d) সমার্থে
ans: b
28. শিশুর প্রমিত রীতি শেখার মাধ্যম কোনটি?
a) মায়ের মুখের ভাষা
b) বিভিন্ন ভাষার বই
c) বিভিন্ন উপভাষা
d) পাঠ্যপুস্তক
ans: a
29. ‘রক্ষকই ভক্ষক’ বাক্যটি কোন জাতীয় বাক্য?
a) যৌগিক বাক্য
b) জটিল বাক্য
c) সরল বাক্য
d) মিশ্র বাক্য
ans: c
30. নিচের কোনটি ধনাত্মক যৌগমূলক?
a) অ্যামোনিয়াম
b) ডাইক্রোমেট
c) কার্বনেট
d) ফসফেট
ans: a
31. ‘রাবণের চিতা’ বাগধারার অর্থ কি?
a) শেষ শয্যা
b) চির অশান্তি
c) শ্মশান ঘাট
d) পৌরাণিক কাহিনি
ans: b
32. বৈচিত্র্যময় ধ্বনি উচ্চারণের জন্য প্রধান ভূমিকা পালন করে কোনটি?
a) দন্ত
b) তালু
c) ওষ্ঠ
d) জিহ্বা
ans: d
33. কোনটি দেশি শব্দ?
a) কলম
b) চুলা
c) তোষক
d) মুসেফ
ans: b
34. ‘মনমাঝি’ এর ব্যাসবাক্য কোনটি?
a) মন ও মাঝি
b) মন যে মাঝি
c) মন রূপ মাঝি
d) মন মাঝি ন্যায়
ans: c
35. সঠিক বিপরীত শব্দযুগল কোনটি?
a) অনন্ত-অন্ত
b) আবাহন-বিসর্জন
c) রাগ-অনুরাগ
d) অর্পণ-সমর্পণ
ans: b
36. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন করেন কে ?
a) মাইকেল মধুসূদন দত্ত
b) নির্মলেন্দু গুণ
c) সুকান্ত ভট্টাচার্য
d) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ans: a
37. ‘মধুরতা’ কোন ধরনের শব্দ?
a) বিশেষণ
b) সর্বনাম
c) গুণবাচক বিশেষ্য
d) অব্যয়
ans: c
38. ‘কারাগারের রোজনামচা’ বইটি কার রচিত?
a) মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
b) তাজউদ্দীন আহমেদ
c) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
d) কাজী নজরুল ইসলাম
ans: c
39. কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ?
a) সম + সার = সংসার
b) পর + পর = পরস্পর
c) উৎ + ছেদ = উচ্ছেদ
d) বাক + দান = বাগদান
ans: b
40. বাংলা ভাষা ও সাহিত্যের আধুনিক শাখা কোনটি?
a) ছোটগল্প
b) উপন্যাস
c) নাটক
d) কাব্য
ans: a
41. কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
a) সে খায়।
b) বাবা মেয়েকে চাঁদ দেখাচ্ছেন
c) আমি ভাত খেয়ে ঘুমাবো
d) তারা ভাত খায়
ans: a
42. ‘রাষ্ট্রপতি’ কোন লিঙ্গ ?
a) নিত্যলিঙ্গ
b) পুংলিঙ্গ
c) উভয়লিঙ্গ
d) স্ত্রী লিঙ্গ
ans: a
43. কোনটি তৎসম শব্দ?
a) বৃষ্টি
b) হাঁড়ি
c) গিন্নি
d) অন্ন
ans: a
44. শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়?
a) অ্যানিমিয়া
b) ডায়াবেটিস
c) জন্ডিস
d) রিকেটস
ans: c
45. ক্ষারের সংস্পর্শে লিটমাস কাগজের নিচের কোন পরিবর্তনটি দেখা যায়?
a) লাল লিটমাস বেগুনী লিটমাসে পরিণত হয়
b) কোন পরিবর্তন হয় না
c) লাল লিটমাস নীল লিটমাসে পরিণত হয়
d) নীল লিটমাস লাল লিটমাসে পরিণত হয়
ans: c
46. অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে কোনটি?
a) শিরা ও পালমোনারি শিরা
b) শিরা ও ধমনি
c) ধমনি ও পালমোনারি ধমনি
d) ধমনি ও পালমোনারি শিরা
ans: d
47. ভরের আন্তর্জাতিক একক কোনটি?
a).কিলোগ্রাম
b) জুল
c) পাউন্ড
d) আউস
ans: a
48. “সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে’- Translate into English
a) It is raining cats and dogs from morning
b) It has been raining cats and dogs in the morning
c) It has started raining from morning
d) It has been raining cats and dogs since morning
ans: d
49. “He never tells a lie.- Affirmative form of the sentence is-
a) He always speaks the truth.
b) He speaks the truth.
c) He tells a lie.
d) He never speaks the truth.
ans: a
50. The man died—- overeating. Fill in the blank with appropriate word.
a) for
b) of
c) by
d) from
ans: d
51. ‘The man is extremely tired.’ Here ‘extremely’ is-
a) adjective
b) verb
c) adverb
d) noun
ans: c
52. ‘He is Bangladeshi ___ birth’. Fill in the blank with appropriate preposition.
a) by
b) in
c) at
d) from
ans: a
53. ‘It is a beautiful bird’ Here ‘beautiful’ is –
a) Pronominal adjective
b) Quantitative adjective
c) Qualitative adjective
d) Numeral adjective
ans: c
54. ‘He woke up when it was raining’ – Transform it to simple sentence.
a) He woke up and it was raining.
b) He woke up after the rain had stopped.
c) He woke up at the time of raining
d) He woke up after the rain.
ans: c
55. Choose the correct spelling-
a) Competition
b) Competision
c) Competetion
d) Compitition
ans: a
56. What is the synonym of the word ‘refusal’?
a) Acceptance
b) denial
c) acknnowledgement
d) consent
ans: b
57. ‘সততা মহৎ গুণ’ – Translate into English-
a) Henesty is a better policy
b) Henesty is a noble virtue
c) Honesty is a good virtue
d) Honesty is the best policy
ans: d
58. They called — a doctor. Fill in the blank with appropriate preposition.
a) of
b) for
c) at
d) in
ans: d
59. What is the feminine gender of ‘Drone’?
a) Bee
b) Hen
c) Doe
d) Ewe
ans: a
60. ‘English is spoken all over the world.’ – Active form of the sentence is–
a) People speak English all over the world.
b) All over the world English is spoken.
c) People speak English.
d) English is spoken by people all over the world.
ans: a
61. He is going to buy a car .-Passive form of the sentence is-
a) He has bought a car
b) A car is going to be bought by him
c) A car is bought by him
d) He is buying a car
ans: b
62. Fill in the blank with appropriate word ‘Students should be attentive — their lessons’.
a) over
b) at
c) to
d) on
ans: c
63. “অধিক সন্নাসীতে গাজন নষ্ট” Which following phrase is appropriate ?
a) Many cooks spil the food
b) Too many cooks spoil the broth
c) Many monks misuse the gas
d) Too many monks destroy the gas
ans: b
64. ‘He is better than any other boy in the class.’ Negative form of the sentence is-
a) No other boy in the class is the best than him.
b) No other boy in the class is better than he
c) No other boy in the class is as good as him.
d) No boy is better in the class.
ans: c
65. “They did not allow a drunken man in the meeting.” Here”drunken” is-
a) adverb
b) verb
c) noun
d) adjective
ans: d
66. ‘Every mother loves her child’- Negative form of the sentence is-
a) There is no mother but loves her child
b) No mother loves her child
c) No mother does not love her child.
d) Every mother do not love her child .
ans: a
67. ‘They came home after the rain___’ . Fill in the blank from below.
a) stopped
b) has stopped
c) had stopped
d) stop
ans: c
68. নিচের কোনটি অপ্রকৃত ভগ্নাংশ?
a) 23
b) 13
c) 15
d) 32
ans: d
69. পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 9 : 3 এবং তাদের বয়সের সমষ্টি ৬০ বছর। পুত্রের বর্তমান বয়স কত বছর?
a) 15
b) 19
c) 25
d) 9
ans: a
70. ২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা জারি করেন কোন মাধ্যমে?
ans: d
a) রেডিও
b) টেলিগ্রাম
c).টেলিফোট
d).ওয়ারলেস
71..বৃত্তের যে কোন ব্যাস বৃত্তকে সমান কয়টি অংশে বিভক্ত করে?
a) 6টি
b) ৪টি
c) 2 টি
d) 4টি
ans: c
72. বার্ষিক 5% হারে, 500 টাকার 3 বছরের সরল কত টাকা?
a) 25
b) 50
c) 75
d) 15
ans: c
73. (x + 3) (x – 3) = 16 হলে, x এর মান কত?
a) 16
b) 9
c) 5
d) 4
ans: c
74. 10% সরল মুনাফায় কোন মূলধন 2 বছরে স্ববৃদ্ধি মূল 720 টাকা হলে মূলধন কত টাকা?
a) 650
b) 580
c) 600
d) 700
ans: c
75. ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের সমষ্টিকে কি বলে?
a) উচ্চতা
b) পরিসীমা
c) ত্রিভুজক্ষেত্র
d) ক্ষেত্রফল
ans: b
76. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-
a) ঘনত্ব কম
b) দ্রবণীয়তা বেশি
c) ঘনত্ব বেশি
d) সান্দ্রতা বেশি
ans: c
77. ব্রোঞ্জ কোন দুটি ধাতুর সমন্বয়ে গঠিত হয়?
a) তামা ও লোহা
b) তামা ও টিন
c) সিলভার ও অ্যালুমিনিয়াম
d) সিলভার ও দস্তা
ans: b
78. নিচের কোনটি বিশুদ্ধ পানির বৈশিষ্ট্য নয়?
a) সর্বজনীন দ্রাবক
b) স্বাদহীন, বর্ণহীন ও গন্ধহীন
c) pH =7
d) বিদ্যুৎ পরিবাহী
ans: d
79. কোনো বস্তুর ভর 20kg হলে বস্তুটির ওজন কত?
a) 9.8 N
b) 98 N
c) 20 N
d) 19 N
ans: d
80. তুঁতের সংকেত কোনটি?
a) NaHCO3
b) CuSO4
c) Na2SO4
d) FeSO4
ans: b
81. বডি মাস ইনডেক্স (BMI) হলে তাকে স্থূলকায় হিসেবে বিবেচনা করা হয় ?
a) > 20
b) > 30
c) > 25
d) > 35
ans: c
82. কোন উদ্ভিদে অনুবীজের মাধ্যমে প্রজনন হয়?
a) গম
b) পাট
c) সরিষা
d) ফার্ন
ans: d
83. দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধিসাধন করতে কোন উপাদানটি দরকার?
a) শর্করা
b) ভিটামিন
c) আমিষ
d) স্নেহ
ans: c
84. নিচের কোন আলোটির তরঙ্গদৈর্ঘ্য বেশি?
a) বেগুনী
b) সবুজ
c) হলুদ
d) কমলা
ans: d
85. বায়োগ্যাসে শতকরা কতভাগ মিথেন থাকে?
a) 70-80
b) 80-90
c) 60-70
d) 50-60
ans: c
86. বাংলাদেশে বার্ষিক গড় তাপমাত্রা কত?
a) ২৫° সেঃ
b) ২৬° সেঃ
c) ২৭° সেঃ
d) ৩০° সেঃ
ans: b
87. নিচের কোনটি অসংক্রামক ব্যাধি?
a) কুষ্ঠ
b) ডায়াবেটিস
c) যক্ষ্মা
d) স্কাবিস
ans: b
88. মোটর, জেনারেটর, ট্রান্সফর্মার ইত্যাদিতে কি ধরনের চুম্বক ব্যবহৃত হয়?
a) স্থায়ী চুম্বক
b) সিরামিক চুম্বক
c) প্রকৃতিক চুম্বক
d) অস্থায়ী চুম্বক
ans: d
89. নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
a) তাপ দ্বারা মোম গলানো
b) লোহায় মরিচা ধরা
c) বরফ গলে পানি হওয়া
d) লবন পানিতে দ্রবীভূত হওয়া
ans: b
90. রক্তশূন্যতা বলতে কি বুঝায়?
a) রক্তরসের পরিমান কমে যাওয়া
b) রক্তের পরিমান কমে যাওয়া
c) রক্তে অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
d) রক্তে হিমোগ্লোবিনের পরিমান হ্রাস পাওয়া যায়
ans: d
91. অভিকর্ষ কে আবিষ্কার করেন?
a) নিউটন
b) রাদারফোর্ড
c) আইনস্টাইন
d) বোর
ans: a
92.রেচনতন্ত্রে অবশ্য প্রয়োজনীয় অঙ্গ কোনটি?
a) পাকস্থলি
b) বৃক্ক
c) ফুসফুস
d) যকৃত
ans: b
93. নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়?
a) শৈবাল
b) ব্যাকটেরিয়া
c) ছত্রাক
d) ভাইরাস
ans: c
94. বাংলা সনের প্রবর্তক কে ?
a) বাংলা একাডেমি
b) সম্রাট আকবর
c) সম্রাট শাহজাহান
d) শায়েস্তা খান
ans: b
95. নিচের কোনটি পানিতে দ্রবীভূত হয় না ?
a) ক্যালসিয়াম কার্বনেট
b) সোডিয়াম ক্লোরাইড
c) সালফিউরিক এসিড
d) চিনি
ans: a
96. কোন সংক্রমন ব্যাধি পৃথিবী হতে নির্মূল হয়েছে?
a) কলেরা
b) ম্যালেরিয়া
c) প্লেগ
d) গুটি বসন্ত
ans: a
97. আধানের অস্তিত্ব নির্ণয়ের যন্ত্র কোনটি?
a) অ্যামিটার
b) তড়িৎবীক্ষণ যন্ত্র
c) ভোল্টমিটার
d) অনুবীক্ষণ যন্ত্র
ans: b