সাম্প্রতিক তথ্য “সেপ্টেম্বর” September – 2024

সাম্প্রতিক তথ্য “সেপ্টেম্বর” -২০২৪

বাংলাদেশ
১। ছাত্র-জনতা অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে?
ক) ৩ আগস্ট ২০২৪
খ) ৪ আগস্ট ২০২৪
গ) ৫ আগস্ট ২০২৪
ঘ) ৬ আগস্ট ২০২৪
উত্তরঃ গ) ৫ আগস্ট ২০২৪

২। ৮ আগস্ট ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
ক) ড. আসিফ নজরুল
খ) ওয়াহিদউদ্দিন মাহমুদ
গ) মো. সাহাবুদ্দিন
ঘ) ড. মুহাম্মদ ইউনূস
উত্তরঃ ঘ) ড. মুহাম্মদ ইউনূস

৩। বর্তমানে দেশে নদীবন্দর কতটি?
ক) ৪৬টি
খ) ৪৮টি
গ) ৪৯টি
ঘ) ৫০টি
উত্তরঃ ঘ) ৫০টি

৪। দেশের ৫০ তম নদীবন্দর কোনটি?
ক) রাজশাহী নদীবন্দর
খ) মোহনগঞ্জ নদীবন্দর, নেত্রকোণা
গ) ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট
ঘ) সুলতানগঞ্জ নদীবন্দর, রাজশাহী
উত্তরঃ গ) ভোলাগঞ্জ নদীবন্দর, সিলেট

৫। ২৬ আগস্ট ২০২৪ পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কতটি?
ক) ৪২টি
খ) ৪৩টি
গ) ৪৪টি
ঘ) ৪৫টি
উত্তরঃ ঘ) ৪৫টি

৬। দেশের সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় কোন দল?
ক) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)
খ) বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)
গ) ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ
ঘ) তৃণমূল বিএনপি
উত্তরঃ ক) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)

৭। বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়সসীমা কত?
ক) ৬২ বছর
খ) ৬৫ বছর
গ) ৬৭ বছর
ঘ) বয়সসীমা নেই
উত্তরঃ ঘ) বয়সসীমা নেই

সংস্থা-প্রতিষ্ঠানের প্রধান
৮। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
ক) রেহমান সোবহান
খ) বদিউল আলম মজুমদার
গ) আহসান এইচ মনসুর
ঘ) মোশতাক হোসেন খান
উত্তরঃ গ) আহসান এইচ মনসুর

৯। দেশের ২৫ তম প্রধান বিচারপতি কে?
ক) বিচারপতি এম ইনায়েতুর রহিম
খ) বিচারপতি আবু জাফর সিদ্দিকী
গ) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ
ঘ) বিচারপতি মো. আশফাকুল ইসলাম
উত্তরঃ গ) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ

আন্তর্জাতিক
১০। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?
ক) পিটাকা সুকসাওয়াত
খ) আনন্দ পানিরচুন
গ) ইংলাক সিনাওয়াত্রা
ঘ) পেতংতার্ন সিনাওয়াত্রা
উত্তরঃ ঘ) পেতংতার্ন সিনাওয়াত্রা

১১। বিশ্বের কোন দেশে প্রথম AI হাসপাতাল চালু হয়?
ক) চীন
খ) ফ্রান্স
গ) যুক্তরাষ্ট্র
ঘ) রাশিয়া
উত্তরঃ ক) চীন

১২। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় নারী প্রার্থী হন কে?
ক) সারাহ পলিন
খ) হিলারি ক্লিনটন
গ) কমলা হ্যারিস
ঘ) ম্যাডেলিন অলব্রাইট
উত্তরঃ গ) কমলা হ্যারিস

সংস্থার সদস্য
১৩। ২৩ আগস্ট ২০২৪ কোন দেশ ICSID’র সদস্যপদ লাভ করে?
ক) চীন
খ) ভেনেজুয়েলা
গ) নিরক্ষীয় গিনি
ঘ) হন্ডুরাস
উত্তরঃ গ) নিরক্ষীয় গিনি

১৪। স্থায়ী সালিশি আদালতের (PCA) বর্তমান সদস্য দেশ কতটি?
ক) ১২১টি
খ) ১২২টি
গ) ১২৩টি
ঘ) ১২৪টি
উত্তরঃ গ) ১২৩টি

১৫। ১১ আগস্ট ২০২৪ কোন দেশ PCA’র ১২৩ তম সদস্যপদ লাভ করে?
ক) জিবুতি
খ) আফগানিস্তান
গ) মঙ্গোলিয়া
ঘ) ভানুয়াতু
উত্তরঃ ঘ) ভানুয়াতু

 Advertisement

রিপোর্ট-সমীক্ষা
১৬। Lloyd’s List’র ২০২৪ সালের কনটেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি?
ক) সিঙ্গাপুর বন্দর
খ) সাংহাই বন্দর, চীন
গ) বুসান বন্দর, দ. কোরিয়া
ঘ) নিংবো জওশোন বন্দর, চীন
উত্তরঃ খ) সাংহাই বন্দর, চীন

১৭। Lloyd’s List’র ২০২৪ সালের কনটেইনার হ্যান্ডলিংয়ের বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত?
ক) ৫৮ তম
খ) ৬৭ তম
গ) ৭০ তম
ঘ) ৭৬ তম
উত্তরঃ খ) ৬৭ তম

বিশ্ব বানিজ্য পরিসংখ্যান ২০২৩
১৮। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) চীন
খ) বাংলাদেশ
গ) ভিয়েতনাম
ঘ) ভারত
উত্তরঃ ক) চীন

১৯। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ১ম
খ) ২য়
গ) ৩য়
ঘ) ৪র্থ
উত্তরঃ খ) ২য়

২০। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) জাপান
গ) যুক্তরাজ্য
ঘ) হংকং
উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র

২১। একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) তুরস্ক
খ) যুক্তরাষ্ট্র
গ) ভারত
ঘ) চীন
উত্তরঃ ঘ) চীন

২২। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
ক) যুক্তরাষ্ট্র
খ) ভিয়েতনাম
গ) চীন
ঘ) বাংলাদেশ
উত্তরঃ ক) যুক্তরাষ্ট্র

২৩। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম?
ক) ২য়
খ) ৩য়
গ) ৪র্থ
ঘ) ৫ম

ক্রীড়াঙ্গন
২৪। ৩৪ তম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে?
ক) ১৪-৩০ জুন ২০২৮
খ) ১৪-৩০ জুলাই ২০২৮
গ) ১৪-৩০ আগস্ট ২০২৮
ঘ) ১৪-৩০ সেপ্টেম্বর ২০২৮
উত্তরঃ খ) ১৪-৩০ জুলাই ২০২৮

২৫। ৩৪ তম প্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
ক) বেইজিং (চীন)
খ) সিউল (দ. কোরিয়া)
গ) লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)
ঘ) ব্রিসবেন (অস্ট্রেলিয়া)
উত্তরঃ গ) লস অ্যাঞ্জেলেস (যুক্তরাষ্ট্র)

ICT MCQ
১। ইন্টারনেট এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?
ক) ই-মোর্কেটিং
খ) ই-কমার্স
গ) ই-বিজনেস
ঘ) আউটসোরসিং
উঃ ঘ) আউটসোরসিং

সংবাদ প্রবাহ
-ঢাকার মোহাম্মদপুর এলাকায় পুলিশের গুলিতে মুদি দোকানের মালিক আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের।

-অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক।

-সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত চার বিচারপতি শপথ গ্রহণ করেন।

– – সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচজনের বিরুদ্ধে অপহরণ মামলা।

– – উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’। ‘স্থানীয় সরকার। (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’। ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এবং ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর খসড়া অনুমোদন।

অন্তর্জাতিক
-বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এমপর নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে।

-সাংবিধানিক আদালতের রায়ে ক্ষমতাচ্যুত হন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন।

-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী পালিত।

-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ ২৮ দিন বন্ধ
থাকার পর চট্টগ্রামসহ সারাদেশে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু।

-অন্তর্বর্তী সরকারের নতুন আরও চার উপদেষ্টার শপথ গ্রহণ।

অন্তর্যাতিক
-থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসেবে পেতংতার্ন সিনাওয়াত্রাকে বেছে
নেয় দেশটির পার্লামেন্ট।

-ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিট-২০২৪’-এ ভার্চুয়ালি ভাষণ দেন ড. মুহাম্মদ ইউনূস

 Advertisement

Recent Info Inquiry
Bangladesh-
Ques: Newly appointed chief justice of Bangladesh__
Ans: Syed Refaat Ahmed since 10 August 2024.

Ques: On what date members of the interim government took oath?
Ans: 8 August 2024.

Ques: Who was appointed chief of interim government?
Ans: Dr. Muhammad Yunus.

Ques: What is the position of Chattrogram in 100 top ports globally this year, according Lloyd’s List?
Ans 67th

Ques: On 10 July 2024 Bangladesh becomes member of which security group?
Ans: Colombo Security Conclave (CSC).

Ques: The highest source of remittance for Bangladesh in fiscal year 2003-2004___
Ans: United Arab Emirates.

Ques: Position of Bangladesh in Al Prepared Index (AIPI) by IMF
Ans: 113th out of 174 countries.

Ques: On 29 July 2024 Bangladesh joined which international convention?
Ans: Apostille Convention of 1961.

Ques: On what date ‘Anti- discrimination Students Movement’ was formed?
Ans: 1 July 2024.

Ques: What is cloudburst?
Ans: A cloudburst is an extreme amount of precipitation in a short period of time, sometimes accompanied by hail and thunder, which is capable of creating flood conditions.

Ques: On what date Abu Sayed, a quota reform protester, died?
Ans: 16 July 2024.

International
Ques: Recently which region of Russia was struck directly by Ukrainian force?
Ans: Kursk region.

Ques: On 14 August which disease was declared a global emergency by WHO?
Ans: Mpox (monkeypox).

Ques: Which European country saw huge anti-immigration riot recently?
Ans: United Kingdom.

Ques: On which ground Thailand’s Constitutional Court removed Prime Minister Srettha Thavisin?
Ans: For appointing a minister with a criminal conviction.

Ques: Thailand’s new, youngest prime minister-
Ans: Paetongtan Shinawatra.

Ques. Who was the host of the 3rd edition of the Voice of Global Summit (VOGSS) inaugurated on
August 2024?
Ans: Prime minister Narendra Modi.

Ques. On what date India- administered Kashmir will hold local elections?
Ans: 18 September 2024.

Ques: Which country is going to hold BIMSTEC summit on 4 September 2024?
Ans: Thailand.

Ques: On what date The Supreme Court of India barred a decision banning ‘hijab, burqa, cap and naqab on the campus?
Ans: 9 August 2024.

Ques: First female Chancellor of Exchequer in the history of UK-
Ans: Rachel Reeves.

Ques: On 10 July 2024 NATO’S 75th summit was held in___
Ans: Washington DC.

Ques: First country in Mercosur trade bloc to ratify agreement with Palestine-
Ans: Brazil.

Ques: As a boost to its war effort Ukraine received which type of fighter jet from USA?
Ans: F-16.

Ques: On 7 August 2024 Thailand’s Constitutional Court dissolved which political party?
Ans: Move Forward Party.

Ques: In which place Indonesian President Joko Widodo held his first cabinet meeting?
Ans: Future capital of Nusantara.

Ques: What is VSAT?
Ans: Very Small Aperture Terminal.

Ques: What is TURKSAT 6A?
Ans: Communication satellite made by Turkey.

Ques: What is ‘Sarco Capsule’?
Ans: A suicide pod made by Switzerland.

Sports
Ques: Winner of gold medal in men’s 100 metres event
at the 2024 Summer Olympics-
Ans: Noah Lyles (USA).

Ques: Motto of 2024 Summer Olympics-
Ans: Games Wide Open.

Ques: Paris Olympic 2024 total medal won by USA-
Ans: 126.

Ques: 2026 Winter Olympic will be held in-
Ans: Italy,

Ques Which country is to hold Asia Cup 2025?
Ans: India.

 Advertisement

শীর্ষ সংবাদ
৫ আগস্ট: ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পদত্যাগ করেন।
৮ আগস্ট: ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ। ১১ আগস্ট; দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন সৈয়দ রেফাত আহমেদ।
১৩ আগস্ট: বাংলাদেশ ব্যাংকের ১৩তম গভর্নর হিসেবে নিয়োগ পান আহসান এইচ মনসুর।। ১৮ আগস্ট: থাইল্যান্ডের কনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন পেতংতার্ন সিনাওয়াত্রা।
২৫ আগস্ট: পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয়।

দিবস প্রতিপাদ্য: আগস্ট
১: বিশ্ব মাতৃদুগ্ধ দিবস।
৪: (আগস্ট মাসের প্রথম রবিবার) বন্ধু দিবস।
৯: জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস; আন্তর্জাতিক আদিবাসী দিবস।
১২: আন্তর্জাতিক যুব দিবস। প্রতিপাদ্য- ক্লিকে প্রগতি। টেকসই উন্নয়নের পথে ডিজিটাল যুবসমাজের পথপরিক্রমা; বিশ্ব হাতি দিবস।
১৩: আন্তর্জাতিক বাঁহাতি দিবস।
১৫: জাতীয় শোক দিবস।
১৭: নদী অধিকার দিবস।
১৯: বিশ্ব মানবতা দিবস; বিশ্ব আলোকচিত্র দিবস।
২০: বিশ্ব মশা দিবস।
২৩: দাস ব্যবসা ও এর বিলোপ স্মরণে আন্তর্জাতিক দিবস।
২৯: পারমাণবিক পরীক্ষার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবস।
৩০: বলপূর্বক অন্তর্ধানের শিকার ব্যক্তিবর্গের আন্তর্জাতিক দিবস।

সপ্তাহ
• ১-৭ আগস্ট: বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।
• প্রতিপাদ্য- ক্লোসিং দ্য গ্যাপ: ব্রেস্ট ফিডিং সাপোর্ট ফর অল।

English MCQ
1.Recently, the Prime Minister of India inaugurated SEMICON India 2024 at India Expo Mart in which city?
A) Greater Noida
B) Bhopal
C) Jaipur
D) Gandhinagar
Ans: A) Greater Noida

2.Recently, which country has become the 101st member to join the International Solar Alliance (ISA)?
A) Pakistan
B) Nepal
C) Bhutan
D) Croatia
Ans: B) Nepal

3.What is “Mikania micrantha”, recently mentioned in news?
A) New TB vaccine
B) Synthetic food dye
C) Invasive weed
D) Pesticide
Ans: C) Invasive weed

4.Nilgiri Mountain Railway, recently seen in the news, is situated in which state?
A) Assam
B) Himachal Pradesh
C) Uttarakhand
D) Tamil Nadu
Ans: D) Tamil Nadu

5.Recently, which ministry organized the event ‘Greening Steel: Pathway to Sustainability’?
A) Ministry of Steel
B) Ministry of Science and Technology
C) Ministry of New and Renewable Energy
D) Ministry of Defense
Ans: Ministry of Defense

6. Recently, where was the “2nd Asia-Pacific Ministerial Conference on Civil Aviation” held?
A) Kathmandu
B) New Delhi
C) Beijing
D) Tokyo
Ans: B) New Delhi

7. Recently, a group of researchers discovered a ‘Myristica swamp forest’ in which state?
A) Maharashtra
B) Gujarat
C) Telangana
D) Madhya Pradesh
Ans: A) Maharashtra

8. Which government authority recently introduced a helmet camera system in North Bengal to prevent train accidents?
A) Insurance Regulatory and Development Authority of India
B) Indian Railways
C) Central Electricity Authority of India
D) National Human Rights Commission of India
Ans: B) Indian Railways

9. Recently, which bank has introduced the third edition of its flagship ‘Asha Scholarship programme’?
A) Axis Bank
B) ICICI Bank
C) State Bank of India
D) HDFC Bank
Answer: C) State Bank of India

10. INS Malpe and INS Mulki, recently seen in the news, belongs to which type of class?
A) Kamorta
B) Abhay
C) Mahe
D) Saryu
Ans: C) Mahe

11. Who will implement the new PM E-DRIVE scheme?
A) Ministry of Environment
B) Ministry of Heavy Industries
C) State Transport Units
D) National Highway Authority
Ans: B) Ministry of Heavy Industries

12. What age group is newly covered under the expanded Ayushman Bharat scheme?
A) 60 years and above
B) 65 years and above
C) 70 years and above
D) 75 years and above
Ans: C) 70 years and above

13. Which institution will implement “Mission Mausam”?
A) Ministry of Environment and Forests
B) Ministry of Earth Sciences
C) National Institute of Oceanography
D) Ministry of Urban Development
Ans: B) Ministry of Earth Sciences

14. Which regions are prioritized under the scheme PMGSY-IV?
A) Coastal areas and industrial zones
B) Tribal Schedule V areas, Aspirational Districts
C) Urban centers and metropolitan areas
D) Historical sites and tourist destinations
Ans: B) Tribal Schedule V areas, Aspirational Districts

15. What is the purpose of the “on-board unit” (OBU) in the GNSS system?
A) To track vehicle speed
B) To provide GPS navigation
C) To collect toll payments
D) To monitor fuel usage
Ans: C) To collect toll payments

 Advertisement

দৃষ্টিজুড়ে বাংলাদেশ ও বিশ্ব
নব-নিযুক্ত: বাংলাদেশ
সিনিয়র সচিব
• মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ: ড. শেখ আব্দুর রশিদ; নিয়োগ ১৭ আগস্ট ২০২৪।
• সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ: মো. এহছানুল হক; নিয়োগ ১৭ আগস্ট ২০২৪।
• জননিরাপত্তা বিভাগ: ড. মোহাম্মদ আব্দুল মোমেন; নিয়োগ ১৭ আগস্ট ২০২৪।
• জন বিভাগ, রাষ্ট্রপতির কার্যালয়; ড. নাসিমুল গনি; নিয়োগ ১৭ আগস্ট ২০২৪।
• বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: মো. মোকাব্বির হোসেন; নিয়োগ ১৭ আগস্ট ২০২৪।
• স্বাস্থ্য সেবা বিভাগ: এম এ আকমল হোসেন আজাদ; নিয়োগ ২০ আগস্ট ২০২৪।

সচিব
• রেলপথ মন্ত্রণালয়: আব্দুল বাকী; নিয়োগ ২০ আগস্ট ২০২৪।
• পরিকল্পনা কমিশন: মো. জাহাঙ্গীর আলম; নিয়োগ ২০ আগস্ট ২০২৪।

চেয়ারম্যান
• বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (BSEC): খন্দকার রাশেদ মাকসুদ; ১৮ আগস্ট ২০২৪ চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
• চট্টগ্রাম বন্দর রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান; দায়িত্ব গ্রহণ ১১ আগস্ট ২০২৪।
• পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF): ড. শেখ আব্দুর রশীদ; ১৩ আগস্ট ২০২৪ তিনি তিন বছরের জন্য নিয়োগ পান।
• রূপালী ব্যাংক পিএলসি নজরুল হুদা; ১৩ আগস্ট ২০২৪ তাকে ৩ বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
• বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: আব্দুল মুয়ীদ চৌধুরী; নিয়োগ ১৮ আগস্ট ২০২৪।
• বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক): এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া; নিয়োগ ৯ আগস্ট ২০২৪।
• বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (BERC): জালাল আহমেদ: ২২ আগস্ট ২০২৪ তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।
• বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (BPDB): মো. রেজাউল করিম; নিয়োগ ২২ আগস্ট ২০২৪।
• জাতীয় রাজস্ব বোর্ড (NBR): মো. আবদুর রহমান খান; নিয়োগ ১৪ আগস্ট ২০২৪।

মহাপরিচালক
• স্বাস্থ্য অধিদপ্তর: অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন; নিয়োগ ১৮ আগস্ট ২০২৪।
• প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (PIB): আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন; নিয়োগ ২২ আগস্ট ২০২৪।
• প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (DGFI): মেজর জেনারেল মো. ফয়জুর রহমান, নিয়োগ ১২ আগস্ট ২০২৪ • বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী: মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ; নিয়োগ ১২ আগস্ট ২০২৪।
• জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (NSI): মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ; নিয়োগ ১৩ আগস্ট ২০২৪।
• ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (NTMO): মেজর জোনারেল আসম রিদওয়ানুর রহমান; নিয়োগ ১৫ আগস্ট ২০২৪।

সভাপতি
• বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB): ফারুক আহমেদ; নির্বাচিত হন ২১ আগস্ট ২০২৪।
• বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (BGMEA): খন্দকার রফিকুল ইসলাম; নিয়োগ ২৪ আগস্ট ২০২৪।
• বাংলাদেশ নিটওয়‍্যার ম্যানুফ্যাকচার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA): মোহাম্মদ হাতেম; নিয়োগ ২৫ আগস্ট ২০২৪।

স্থানীয় সরকারের জনপ্রতিনিধি অপসারণ
১৮ আগস্ট ২০২৪ দেশের ১২টি সিটি কর্পোরেশনের মেয়র, ৬০টি জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩টি উপজেলা চেয়ারম্যান এবং ৩২৩টি পৌরসভার মেয়রকে অপসারণ করা হয়। স্থানীয় সরকারের চার স্তরে সব মিলিয়ে ১,৮৭৬ জন জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়। এরপর স্থানীয় সরকার বিভাগের পৃথক আদেশে অপসারিত এ সকল পদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ১৬ আগস্ট ২০২৪ ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। পরে তা অধ্যাদেশ আকারে জারি করা হয়।

শুল্কমুক্ত সুবিধায় UNOPS
জাতিসংঘের অঙ্গপ্রতিষ্ঠান ও বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোকে নিজেদের কাজের জন্য আমদানি করা পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয় বাংলাদেশ। দেশে এমন প্রতিষ্ঠান রয়েছে ৩৩টি। ৩১ জুলাই ২০২৪ এ প্রতিষ্ঠানের সঙ্গে যোগ হয় United Nations Office for Project Services (UNOPS)। UNOPS ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হলেও দীর্ঘদিন বাংলাদেশে এর কোনো কার্যক্রম ছিল না। জাতিসংঘের কনভেনশন অন দ্য প্রিভিলেজেস অ্যান্ড ইমিউনিটিস অব স্পেশালাইজড এজেন্সিসের আওতায় এ ধরনের শুল্ক সুবিধা দেওয়া হয়।

এপোস্টিল কনভেনশনে যুক্ত বাংলাদেশ
২৯ জুলাই ২০২৪ নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে ‘দ্য কনভেনশন অন এবোলিশিং দ্য রিকোয়ারমেন্ট অব লিগালাইজেশন অব ফরেন পাবলিক ডকুমেন্ট’ বা এপোস্টিল কনভেনশন-১৯৬১ এর পক্ষভুক্ত হয় বাংলাদেশ। যা কার্যকর হবে ২৫ মার্চ ২০২৫। এর ফলে এখন থেকে সত্যায়ন করা নথিপত্র অন্য দেশে গিয়ে পুনরায় সত্যায়নের প্রয়োজন হবে না। নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইস্যু করা এপোস্টিল সার্টিফিকেট ব্যবহার করলে বিদেশি দূতাবাস বা বিদেশি পররাষ্ট্র মন্ত্রণালয় বা বিদেশি অন্য কোনো কর্তৃপক্ষের সত্যায়নের জন্য শ্রম ও অর্থ ব্যয় করে তাদের দ্বারস্থ হতে হবে না। উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন দেয় সরকার।

উচ্চফলনশীল সয়াবিনের নতুন জাত
সম্প্রতি গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষক দল জলাবদ্ধতা সহনশীল উচ্চফলনের সয়াবিনের নতুন একটি জাত উদ্ভাবন করেন। জাতটির নামকরণ করা হয় বিইউ সয়াবিন-৫। জাতটি কৃষি মন্ত্রণালয়ের বীজ অনুবিভাগে নিবন্ধন করা হয়।

বন্যা সম্পর্কিত
দেশের পূর্বাঞ্চলের আকস্মিক বন্যা
দেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ফেনীসহ ১১ জেলার ভয়াবহভাবে আক্রান্ত হয়। ১৯ আগস্ট ২০২৪ থেকে টানা তিন দিন প্রবল বর্ষণ আর উজান থেকে আসা ঢল দেশের পূর্বাঞ্চলকে বিপর্যস্ত করে ফেলে। চলমান বন্যায় ২৭ আগস্ট ২০২৪ পর্যন্ত দেশে ১১টি জেলায় ক্ষতিগ্রস্ত হন প্রায় ৫৭,০১,২০৪ জন। ১১ জেলায় মোট ১২,৩৮,০৪৮টি পরিবার পানিবন্দি হন। আর মৃত্যুবরণ করেন ২৭-এর অধিক মানুষ।

ডম্বুর জলাধারঃ ভারতের ত্রিপুরায় গোমতী জেলায় অবস্থিত গোমতী জলবিদ্যুৎ কেন্দ্রের অধীন ডম্বর জলাধার। এ বিদ্যুৎ কেন্দ্রের জলাধারটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ৯৪ মিটার। জলস্তর এর বেশি উঠলেই নিজের থেকেই জল গেট দিয়ে বেরিয়ে যাবে। জলস্তর আবার নিচে নেমে গেলে নিজের থেকেই গেট বন্ধ হয়ে যায়। সেই ১৯৯৩ সালে ডম্বর জলাধারের গেট উপছিয়ে জল বেরিয়ে যায়, আবার একই ঘটনা ঘটলো ২০২৪ সালের আগস্টে।

এমপক্স কী
এমপক্স (Mpox) একটি ভাইরাসজনিত রোগ। এ রোগের জন্য দায়ী ‘মাছিপক্স’ ভাইরাস। মাস্কিপর একটি ডাবল-ট্র্যান্ডেড ডিএনএ জুনোটিক ভাইরাস, যা মানুষ এবং অন্যান্য প্রাণীদের মধ্যে মাঝিপক্স সৃষ্টি করে। এমপর প্রথম পশু থেকে মানুষে সংক্রমিত হয়। কিন্তু বর্তমানে মানুষ থেকে মানুষেও সংক্রমণ ঘটছে।

নামকরণ
১৯৫৮ সালে ডেনমার্কের কোপেনহেগেনের পরীক্ষাগারে বানরের মধ্যে মাড়িপক্স প্রথম শনাক্ত করেন বিজ্ঞানী ‘প্রেবেন ভন ম্যাগনাস’। বানরের মধ্যে শনাক্ত হওয়ায়, এটি ‘মাঙ্কিপক্স’ (Monkeypox) নামে পরিচিতি পায়। এ ভাইরাসের বাহক কেবল বানরই নয়, ইঁদুর বা অন্য কিছু প্রাণীও। প্রাণীর প্রতি বিদ্বেষমূলক দৃষ্টিভঙ্গি ছড়ানোর আশঙ্কা থেকে ২৩ নভেম্বর ২০২২ রোগটির নাম ‘মাঙ্কিপক্স’ থেকে ‘এমপক্স’-এ পরিবর্তনের উদ্যোগ নেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

কীভাবে সূচনা
১৯৫৮ সালে ডেনমার্কে শনাক্ত হওয়ার পর সে সময় এটি ‘একেবারে বিরল ও স্বল্প পরিচিত’ রোগ ছিল। এরপর ২০০৩ সালে যুক্তরাষ্ট্রে মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে। আমদানি করা প্রাণীর দেহ থেকে দেশটিতে এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। ৬ মে ২০২২ প্রথম একজন ইউরোপীয় নাগরিকের দেহে মাস্কিপক্স শনাক্ত হয়। ২০২২ সালের জুলাইয়ে এমপক্সের মৃদু ক্রেড ২ ধরন প্রায় ১০০টি দেশে ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিল এশিয়া ও ইউরোপের কিছু দেশও।

 Advertisement


Sharing Is Caring:          

Leave a Comment