25th BCS

25th BCS

1. বঙ্গ দর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
প্যারীচাঁদ মিত্র
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
প্রমথ চৌধুরী
Correct answer is : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

2. কোন কবিতা রচনার জন্য কাজী নজরম্নল ইসলামের ‘অগ্নিবীনা’ কাব্য নিষিদ্ধ হয়?
বিদ্রোহী
আনন্দময়ীর আগমন
প্রলয়োলল্লাস
রক্তাম্বরধারিণী মা।
Correct answer is : রক্তাম্বরধারিণী মা।

3. ‘মৃন্ময়ী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
সমাপ্তি
দেনা পাওনা
পোস্ট মাস্টার
মধ্যবর্তিনী
Correct answer is : সমাপ্তি

4. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
শওকত ওসমান
জহির রায়হান
শহিদুলল্লাহ কায়সার
রশিদ করিম
Correct answer is : রশিদ করিম

5. ‘কাশবনের কন্যা’ কোন জাতীয় রচনা?
নাটক
উপন্যাস
কাব্য
ছোট গল্প
Correct answer is : উপন্যাস

6. কোনটি মুহাম্মাদ এনামুল হকের রচনা?
ভাষার ইতিবৃত্তি
আধুনিক ভাষাতত্ত্ব
মনীষা মঞ্জুরী
বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান
Correct answer is : মনীষা মঞ্জুরী

7. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে?
মাইকেল মধুসূদন দত্ত
রবীন্দ্রনাথ ঠাকুর
দেবেন্দ্রনাথ সেন
মোহিতলাল মজুমদার
Correct answer is : মাইকেল মধুসূদন দত্ত

8. জসীমউদ্দীনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
তত্ত্ব বোধিনী পত্রিকায়
ধূমকেতু
কলেস্নাল
কালি ও কলম
Correct answer is : কলেস্নাল

9. ‘ক্ষীয়মান’-এর বিপরতি শব্দ কি?
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্ধমান
বৃদ্ধি প্রাপ্ত
Correct answer is : বর্ধমান

10. ‘নষ্ট হওয়ার স্বভাব যার’ এক কথায় হবে-
নিদাঘ
নশ্বর
নষ্ট মান
বিনশ্বর
Correct answer is : নশ্বর

11. যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্তপদের দ্বারা সমাহার বোঝায়, তাকে বলে-
দ্বন্দ্ব সমাস
রূপক সমাস
বহুব্রীহি সমাস
দ্বিগু সমাস
Correct answer is : দ্বিগু সমাস

12. কোন বাক্যটি শুদ্ধ?
তাহার জীবন সংশয় পূর্ণ
তাহার জীবন সংশয়ময়
তাহার জীবন সংশয়া পূর্ণ
তাহার জীবন সংশয় ভরা
Correct answer is : তাহার জীবন সংশয়ময়

13. চাঁদমুখ এর ব্যাসবাক্য হলো-
চাঁদ মুখে ন্যায়
চাঁদের মত মুখ
চাঁদমুখ যার
চাঁদ রূপ মুখ
Correct answer is : চাঁদ রূপ মুখ

14. সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথায়। এ বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরন?
কর্মকারকে শুন্য
সম্প্রদানে সপ্তমী
অধিকরণে শুন্য
কর্তৃকারকে শুন্য
Correct answer is : কর্মকারকে শুন্য

15. যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে। কোন ধরনের বাক্য?
সরল
জটিল
যৌগিক
অনুজ্ঞামূলক
Correct answer is : জটিল

16. ‘সন্ধ্যরাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা?
বলাকা
সোনার তরী
চিত্রা
পুনশ্চ
Correct answer is : বলাকা

17. বাংলা ছন্দ কত রকমের?
এক
দুই
তিন
চার
Correct answer is : তিন

18. কোনটি শুদ্ধ শব্দ?
দন্দ
দ্বন্দ
দ্বন্দ্ব
দন্ধ
Correct answer is : দ্বন্দ্ব

19. অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো-
অনত্মমিল আছে
অন্ত্যমিল নেই
চরণের প্রথমে মিল থাকে
চরণের প্রথমে মিল থাকে না।
Correct answer is : অন্ত্যমিল নেই

20. পুনর্ভবা, নাগর ও টাঙ্গন কোন নদীর উপনদী?
মহানন্দা
ভৈরব
কুমার
গড়াল
Correct answer is : মহানন্দা

21. প্রাচীন পুণ্ড্র বর্ধন কোথায় অবস্থিত?
ময়নামতি
বিক্রমপুর
মহাস্থানগড়
পাহাড়পুর
Correct answer is : মহাস্থানগড়

22. উপমহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যাঞ্চেলর-
ড.রমেশচনদ্র মজুমদার
ড.মাহমুদ হাসান
ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন
স্যার এ এফ রহমান
Correct answer is : স্যার এ এফ রহমান

23. প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকার কত?
৪বছর
৫ বছর
৩ বছর
৭ বছর
Correct answer is : ৫ বছর

24. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
মালদ্বীপ
শ্রীলঙ্কা
নেপাল
ভুটান
Correct answer is : মালদ্বীপ

25. কোন বাংলাদেশী উপজাতীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
মারমা
খাসিয়া
সাঁওতাল
গারো
Correct answer is : মারমা

26. নিচের কোন পর্যটক সোনারগাঁও এসেছিলেন?
ফা-হিয়েন
ইবনে বতুতা
মার্কো পেলো
হিউয়েন সাং
Correct answer is : ইবনে বতুতা

27. বাংলাদেশে বর্তমানে কয় সদস্য বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে?
3
4
5
6
Correct answer is : 3

28. বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?
বেগম খালেদা জিয়া
শেখ হাসিনা
জমির উদ্দিন
আব্দুল হামিদ
Correct answer is : আব্দুল হামিদ

29. বাংলাদেশে কোন সনে CTBT অনুমোদন করে?
১৯৯৯
২০০০
২০০১
২০০২
Correct answer is : ২০০০

30. সদ্য ঘোষিত তিতাস উপজেলা কোন জেলায় অবস্থিত?
নোয়াখালি
কুমিল্লা
রংপুর
সিলেট
Correct answer is : কুমিল্লা

31. বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় কত সদস্যের উপস্থিতিতে?
৫৭ জন
৬০ জন
৬২ জন
৬৫ জন
Correct answer is : ৬০ জন

32. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় উপস্থিতিতে?
টঙ্গী
কোনাবাড়ী
যশোর
গাজীপুর
Correct answer is : কোনাবাড়ী

33. বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
রাজশাহী
পাবনা
বগুড়া
সিরাজগঞ্জ
Correct answer is : বগুড়া

34. ‘সাবমেরিন কেবল’ প্রকল্পটি কোন মন্ত্রণালয়ের কার্যক্রম?
অর্থ
ডাক ও টেলি যোগাযোগ
বিজ্ঞান ও প্রযুক্তি
পররাষ্ট্র
Correct answer is : ডাক ও টেলি যোগাযোগ

35. ২০০৪ সালে সর্ব প্রথম কোন দেশের রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর করেন?
থাইল্যান্ড
মিয়ানমার
ভিয়েতনাম
ভুটান
Correct answer is : মিয়ানমার

36. মূল সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়?
১ জুলাই ১৯৯১
১ জুলাই ১৯৯৩
১ জুলাই ১৯৯৫
১ জুলাই ১৯৯৬
Correct answer is : ১ জুলাই ১৯৯১

37. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
জিকা
ইউএনডিপি
বিশ্বব্যাংক
আইএমএফ
Correct answer is : বিশ্বব্যাংক

38. কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে?
ত্রিপুরা
মিজোরাম
মনিপুর
মেঘালয়
Correct answer is : মিজোরাম

39. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা লাভ করে?
২০০০
২০০১
১৯৯৯
১৯৯৮
Correct answer is : ২০০০

40. √2 সংখ্যাটি কী সংখ্যা?
একটি স্বাভাবিক সংখ্য
একটি পূর্ণ সংখ্যা
একটি মূলদ সংখ্যা
একটি অমূলদ সংখ্যা
Correct answer is : একটি অমূলদ সংখ্যা

41. ১ মিটার কত ইঞ্চির সমান
৩৯.৪৭ইঞ্চি
৩৭.৩৯ ইঞ্চি
৩৯.৩৭ ইঞ্চি
৩৭.৪৯ ইঞ্চি
Correct answer is : ৩৯.৩৭ ইঞ্চি

42. x+1/x=√3 হলে x^3+1/x^3 এর মান কত?
2
4
0
6
Correct answer is : 0

43. x^2-11x+30 এবংx^3-4x^2-2x-15 . এর গ.সা.গু কত?
x-5
x-6
x2+x+3
x2-x+3
Correct answer is : x-5

44. 1+2+3+4+……..99 = কত?
৪৬৫০
৪৭৫০
৪৪৫০
৪৯৫০
Correct answer is : ৪৯৫০

45. log2+log4+log8+……ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত?
45 log2
55 log2
65 log2
75 log2
Correct answer is : 55 log2

46. একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙ্গে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 30 কোণ উৎপন্ন করে। খুঁটিটি কত উঁচুতে ভেঙেছিল?
14
16
18
20
Correct answer is : 16

47. একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে এর পরিসীমা কত?
98 মিটার
96 মিটার
94 মিটার
92 মিটার
Correct answer is : 96 মিটার

48. Y=3x+2, Y=-3x+2 এবংY=-2.. দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কোনটি হবে?
একটি সমকোণী ত্রিভুজ
একটি সমবাহু ত্রিভুজ
একটি সমদ্বিবাহু ত্রিভুজ
বিষসমবাহু ত্রিভুজ
Correct answer is : বিষসমবাহু ত্রিভুজ

49. জোট নিরপেক্ষ দেশ সমূহের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
দিল্লি
কায়রো
বেলগ্রেড
জাকার্তা
Correct answer is : বেলগ্রেড

50. পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
আটলান্টিক ও ভূমধ্যসাগর
ভারত ও প্রশান্ত মহাসাগর
প্রশান্ত মহাসাগর ও ভূমধ্যসাগর
Correct answer is : আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর

51. কে ‘লৌহ মানবী’ বলে পরিচিত?
ইন্দিরা গান্ধী
বেগম খালেদা জিয়া
আং সান সুকী
মার্গারেট থ্যাচার
Correct answer is : মার্গারেট থ্যাচার

52. আবু গারিব বলতে কী বুঝায়?
একজন বিখ্যাত দার্শনিক
একটি যাদুঘর
একটি জেলখানা
একজন বৈজ্ঞানিক
Correct answer is : একটি জেলখানা

53. বিগত ৫০ বছরের সেরা ফুটবলার কে?
পেলে
জিদান
বেকেনবাওয়ার
ম্যারাডোনা
Correct answer is : পেলে

54. রাষ্ট্র প্রধান না হয়েও কোন ব্যাক্তি রাষ্ট্র প্রধানের মর্যাদা লাভ করে?
ইয়াসির আরাফাত
কফি আনান
ওসামা বিন লাদেন
অ্যারিয়েল শ্যারন
Correct answer is : ইয়াসির আরাফাত

55. ‘ডিজ আর্মিং ইরাক’ গ্রন্থটির রচয়িতা কে?
সালমান রুশদী
কুলদীপ নায়ার
হ্যান্স ব্লিক্স
হিলারী ক্লিনটন
Correct answer is : হ্যান্স ব্লিক্স

56. এ উপমহাদেশ থেকে এ যাবৎ কতজন নোবেল পুরষ্কার পেয়েছেন?
4
5
6
7
Correct answer is : 7

57. নেপাল এর বর্তমান প্রধান মন্ত্রীর নাম কি?
মি কইরালা
মি থাপা
মি রানা
ঝালানাথ খানাল
Correct answer is : ঝালানাথ খানাল

58. ইরাকে কখন মার্কিন-বৃটিশ যৌথ সাময়িক অভিযান শুরু হয়?
২০০৩ সালের ১৮ মার্চ
২০০৩ সালের ২০ মার্চ
২০০৩ সালের ২২ মার্চ
২০০৩ সালের ২৪ মার্চ
Correct answer is : ২০০৩ সালের ২০ মার্চ

59. বর্তমানের জাতিসংঘের মহাসচিব কোন দেশের নাগরিক?
গিনি
ঘানা
সেনেগাল
দক্ষিন কোরিয়া
Correct answer is : দক্ষিন কোরিয়া

60. বিশ্বের নতুনতম রাষ্ট্র কোনটি?
লাইবেরিয়া
হংকং
পূর্ব তিমুর
দক্ষিণ সুদান
Correct answer is : দক্ষিণ সুদান

61. আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য দেশ নয়?
সংযুক্ত আরব আমিরাত
মিসর
লেবানন
ইয়েমেন
Correct answer is : সংযুক্ত আরব আমিরাত

62. কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়?
ব্রাজিল
আর্জেন্টিনা
পেরু
কোনটাই না
Correct answer is : কোনটাই না

63. ইন্টারপোল সংস্থার সদর দপ্তর কোথায়?
প্যারিস
লিঁয়ো
ভার্সাই
মাসাই
Correct answer is : লিঁয়ো

64. মধ্য প্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
১৯৭৩ সালে
১৯৮১ সালে
১৯৯১ সালে
২০০৩ সালে
Correct answer is : ১৯৭৩ সালে

65. ‘বান্দুং’ শহরটি কোন দেশে অবস্থিত?
চীন
ইন্দোনেশিয়া
যুগোস্লাভিয়া
মালয়েশিয়া
Correct answer is : ইন্দোনেশিয়া

66. ‘কার্টাগেনা’ প্রটোকল হচ্ছে-
জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
ইরাক পুনর্গঠন চুক্তি
যুক্তরাষ্ট্র- মেক্সিকো বৈধ চুক্তি
শিশু অধিকার চুক্তি
Correct answer is : জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি

67. Stockings are _ socks
long
small
big
short
Correct answer is : long

68. Many students will now be starting to _ about their exams result.
worry
reflect
inquire
comment
Correct answer is : worry

69. She told me his name after he _ .
left
had left
has left
has been leaving
Correct answer is : had left

70. Climate is a _ of the environment.
state
situation
rank
size
Correct answer is : state

71. I finally killed the fly _ a rolled up newspaper.
by
with
through
from
Correct answer is : with

72. We must look pleased or else he’ll be _
dissatisfied
cross
happy
delighted
Correct answer is : dissatisfied

73. The man died _ over eating.
by
of
for
from
Correct answer is : from

74. He advised me _ smoking .
giving up
to give up
in giving up
from giving up
Correct answer is : to give up

75. The expression ‘after one’s own heart’ means :
To be in low spirit
with complete devotion
To one’s own liking
To be in high spirit
Correct answer is : To one’s own liking

76. ‘The day of my sistet’s marriage is drawing near—‘. The underlined word is a/an –
adjective
verb
preposition
adverb
Correct answer is : adverb

77. Which is the following sentence is the correct one ?
My father was in hospital during sixweeks in summer
In summer during six weeks my father was in hospital
My father was in a hospital during six weeks in summer
My father was in hospital for six weeks during the summer
Correct answer is : My father was in hospital for six weeks during the summer

78. He intends to _ in the country for two months .
live
stay
stop
halt
Correct answer is : stay

79. What are you so angry _ ?
about
with
at
for
Correct answer is : about

80. The parents become extremely _ when their son had not returned by eleven o’clock.
angry
annoyed
disturbed
anxious
Correct answer is : anxious

81. “I _ remember the holiday I spent in your home,” she said.
ever
hardly
usually
always
Correct answer is : always

82. He knew it was a avery _ operation, but he was determined to carry it out .
difficult
dangerous
risky
troublesome
Correct answer is : risky

83. ‘Misanthropist’ means :
One who first with ladies
A person of narrow views
A hater of mankind
one who bilive that God is in everything
Correct answer is : A hater of mankind

84. First language means the _ language .
important
main
natural
offical
Correct answer is : natural

85. Shaheen would never have taken the job if _ what great demand it would make on his time .
he knew
he had been knowing
he had known
he was knowing
Correct answer is : he had known

86. She has _ her hair a beautiful shade of brown .
colored
given
dried
dyed
Correct answer is : dyed

87. x+y=6 এবং xy=8 হলে (x-y)^2 এর মান কত ?
4
6
8
12
Correct answer is : 4

88. ৬% হারে নয় মাসে ১০,০০০/- টাকার উপর সুদ কত হবে ?
৫০০ টাকা
৬০০ টাকা
৪৫০ টাকা
৬৫০ টাকা
Correct answer is : ৪৫০ টাকা

89. যদি ১৫ টি পোশাকের মধ্যে শতকরা ৪০ ভাগ পোশাক শার্ট হয় , তবে ১৫ টি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় ?
6
9
12
10
Correct answer is : 9

90. প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক –
কম হয়
বেশি হয়
টিক থাকে
কোনটিই নয়
Correct answer is : বেশি হয়

91. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি ?
০ সেন্টিগ্রেড
১০ সেন্টিগ্রেড
৪ সেন্টিগ্রেড
১০০ সেন্টিগ্রেড
Correct answer is : ৪ সেন্টিগ্রেড

92. CNG – এর অর্থ –
কার্বন মুক্ত নতুন পরিবেশ – বান্ধব তেল
নতুন ধরনের ট্যাক্সি ক্যাব
সীসা মুক্ত পেট্রোল
কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস
Correct answer is : কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস

93. নারভাস সিস্টেমে স্ট্রাকচারাল এবং ফাংশনাল ইউনিটকে কি বলে ?
নেফ্রেন
নিউরন
থাইমাস
মাস্ট সেল
Correct answer is : নিউরন

94. কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ?
শূন্যতায়
লোহা
পানি
বাতাস
Correct answer is : লোহা

95. সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার ?
৩৮০০
৪১০০
৫৫৭৫
১০০০০
Correct answer is : ১০০০০

96. রক্তে হিমোগ্লোবিনের কাজ –
অক্সিজেন পরিবহন করা
রোগ প্রতিরোধ করা
রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
উল্লেখিত সবকয়টিই
Correct answer is : অক্সিজেন পরিবহন করা

97. আন্তর্জাতিক সম্পর্কের সম্পর্কের শক্তি প্রয়োগ নিষিদ্ধকারী প্যারিস প্যাক্ট স্বারিত হয়-
১৯২৭ সনের ১২ আগস্ট
১৯২৮ সনের ২৭ আগস্ট
১৯২৮ সনের ৩ নভেম্বর
১৯২৯সনের ৫জানুয়ারি
Correct answer is : ১৯২৮ সনের ২৭ আগস্ট

98. ইউনেস্কোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
নিউইয়র্ক
প্যারিস
রোম
জেনেভা
Correct answer is : প্যারিস


Sharing Is Caring:          

Leave a Comment