বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়
১. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? [৪৫তম বিসিএস]
ক. মানোএল দ্য আসসুম্পসাঁও
খ. রাজা রামমোহন রায়
গ. রামেন্দ্র সুন্দর ত্রিবেদী
ঘ. নাথানিয়েল ব্রাসি হ্যালহেড
উত্তরঃ ক
২. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক ̈টি সঠিক নয়? [৪৫তম বিসিএস]
ক. ধ্বনি দৃশ্যমান
খ. মানুষের ভাষার মূলে আছে কতগুলো ধ্বনি
গ. ধ্বনি উচ্চারণীয় ও শ্রবণীয়
ঘ. অর্থবোধক ধ্বনিগুলোই মানুষের বিভিন্ন ভাষার বাগ্ধ্বনি
উত্তর: ক
৩. ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত? [৪৪তম বিসিএস]
ক. রতন
খ. কবাট
গ. পিচাশ
ঘ. মুলুক
উত্তর: গ
৪. বড় > বড্ড-এটি কোন ধরনের পরিবর্তন? [৪৩তম বিসিএস]
ক. বিষমীভবন
খ. সমীভবন
গ. ব্যঞ্জনদ্বিত্ব
ঘ. ব্যঞ্জন-বিকৃতি
উত্তর: গ
৫. বাগযন্ত্রের অংশ কোনটি? [৪৩তম বিসিএস]
ক. স্বরযন্ত্র
খ. ফুসফুস
গ. দাঁত
ঘ. উপরের সবকটি
উত্তর: ঘ
৬. নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি? [৪৩তম বিসিএস]
ক. আ
খ. ই
গ. ই
ঘ. অ্যা
উত্তর: ক
৭. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে? [৪২তম বিসিএস]
ক. বাক প্রতঙ্গ
খ. অঙ্গ ধ্বনি
গ. স্বরতন্ত্রী
ঘ. নাসিকাতন্ত্র
উত্তর: ক
৮. অপিনিহিতির উদাহরণ কোনটি? [৪১তম বিসিএস]
ক. জন্ম > জন্ম
খ. আজি > আইজ
গ. ডেস্ক > ডেস্ ক
ঘ. অলাবু > লাবু > লাউ
উত্তর: খ
৯. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- [৪১তম বিসিএস]
ক. রেফ
খ. হসন্ত
গ. কার
ঘ. ফলা
উত্তর: ঘ
১০. ব্যঞ্জনধ্বনির/ব ̈ঞ্জনবর্ণের সংক্ষিপ্তরূপকে কী বলে? [৪১তম বিসিএস]
ক. রেফ
খ. হসন্ত
গ. কার
ঘ. ফলা
উত্তর: ঘ
১১. ‘হ্ম যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে? [৩৮তম বিসিএস]
ক. হ্ + ম
খ. ক্ + ষ
গ. ষ্ + ম
ঘ. ম্ + হ
উত্তর: ক
১২. বাংলা ভাষা ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? [৩৮তম বিসিএস]
ক. ৭টি
খ. ৮টি
গ. ৬টি
ঘ. ১১টি
উত্তর: ক
১৩. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? [৩৭তম বিসিএস]
ক. তৃতীয় বর্ণ
খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ
গ. প্রথম ও দ্বিতীয় বর্ণ
ঘ. দ্বিতীয় ও তৃতীয় বর্ণ
উত্তর: খ
১৪. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? [৩৭তম বিসিএস]
ক. যৌগিক স্বরধ্বনি
খ. তালব্য স্বরধ্বনি
গ. মিলিত স্বরধ্বনি
ঘ. কোনটি নয়
উত্তর: ক
১৫. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? [৩৬তম বিসিএস]
ক. ৭টি
খ. ৯টি
গ. ১০টি
ঘ. ৮টি
উত্তর: ঘ
১৬. ‘বিজ্ঞান’ শব্দের যু৩বর্ণের সঠিক রূপ কোনটি? [৩৬তম বিসিএস]
ক. জ + ঞ
খ. ঞ + গ
গ. ঞ + জ
ঘ. গ + ঞ
উত্তর: ক
১৭. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?? [৩৫তম বিসিএস]
ক. প্রাতিপদিক
খ. অভিশ্রতি
গ. অপিনিহিতি
ঘ. ধ্বনিবিপর্যয়
উত্তর: ক
১৮. ভাষার ক্ষুদধতম একক কোনটি? [৩২তম বিসিএস]
ক. বর্ণ
খ. শব্দ
গ. অক্ষর
ঘ. ধ্বনি
উত্তর: ঘ
১৯. নিচের কোনটি অঘোষ অল্পপধাণ? [৩০তম বিসিএস]
ক. ভ
খ. ঠ
গ. ফ
ঘ. চ
উত্তর: ঘ
২০. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? [২৯তম বিসিএস]
ক. ১৩টি
খ. ১০টি
গ. ১২টি
ঘ. ১১টি
উত্তর: ঘ
ব্যাখ্যা:
১. সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? [৪৫তম বিসিএস]
উত্তর: ক. মানোএল দ্য আসসুম্পসাঁও
ব্যাখ্যা: মানোএল দ্য আসসুম্পসাঁও হলেন প্রথম ব্যক্তি যিনি বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন। তার রচনার মাধ্যমে বাংলা ভাষার ব্যাকরণিক মূলনীতি ও কাঠামো অধ্যয়ন করা হয়।
২. ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়? [৪৫তম বিসিএস]
উত্তর: ক. ধ্বনি দৃশ্যমান
ব্যাখ্যা: ধ্বনি হলো শ্রবণযোগ্য কিন্তু দৃশ্যমান নয়। এটি একটি শব্দের বা আওয়াজের প্রতিনিধিত্ব করে যা আমাদের কানে শোনা যায়।
৩. ধ্বনি-পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ-বিপর্যয়-এর দৃষ্টান্ত? [৪৪তম বিসিএস]
উত্তর: গ. পিচাশ
ব্যাখ্যা: বর্ণ-বিপর্যয় এমন একটি পরিবর্তন যা শব্দের বর্ণ পরিবর্তন করে। ‘পিচাশ’ শব্দটি ‘পিচাস’ থেকে পরিবর্তিত হয়ে এই দৃষ্টান্ত হতে পারে।
৪. বড় > বড্ড-এটি কোন ধরনের পরিবর্তন? [৪৩তম বিসিএস]
উত্তর: গ. ব্যঞ্জনদ্বিত্ব
ব্যাখ্যা: ‘বড়’ থেকে ‘বড্ড’ এই পরিবর্তনটি ব্যঞ্জনদ্বিত্বের উদাহরণ। এখানে ব্যঞ্জনধ্বনির পরিবর্তন ঘটেছে।
৫. বাগযন্ত্রের অংশ কোনটি? [৪৩তম বিসিএস]
উত্তর: ঘ. উপরের সবকটি
ব্যাখ্যা: বাগযন্ত্রের অংশ হিসেবে স্বরযন্ত্র, ফুসফুস এবং দাঁত সবই বিবেচিত হয় কারণ এইসব অংশ ধ্বনি তৈরিতে সাহায্য করে।
৬. নিম্নবর্ণিত স্বরধ্বনি কোনটি? [৪৩তম বিসিএস]
উত্তর: ক. আ
ব্যাখ্যা: ‘আ’ একটি মৌলিক স্বরধ্বনি যা বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
৭. মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে? [৪২তম বিসিএস]
উত্তর: ক. বাক প্রতঙ্গ
ব্যাখ্যা: বাক প্রতঙ্গ এমন অঙ্গ-প্রত্যঙ্গ যেগুলি ধ্বনি তৈরিতে সাহায্য করে, যেমন মুখ, জিহ্বা, এবং ঠোঁট।
৮. অপিনিহিতির উদাহরণ কোনটি? [৪১তম বিসিএস]
উত্তর: খ. আজি > আইজ
ব্যাখ্যা: অপিনিহিতি এমন একটি ধ্বনি পরিবর্তন যেখানে একটি শব্দের ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য রূপে পরিণত হয়। ‘আজ’ থেকে ‘আইজ’ পরিবর্তন একটি উদাহরণ।
৯. ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলে- [৪১তম বিসিএস]
উত্তর: ঘ. ফলা
ব্যাখ্যা: ব্যঞ্জন ধ্বনির সংক্ষিপ্ত রূপ বা চিহ্ন ‘ফলা’ নামে পরিচিত।
১০. ব্যঞ্জনধ্বনির/বর্ণের সংক্ষিপ্তরূপকে কী বলে? [৪১তম বিসিএস] – উত্তর: ঘ. ফলা – ব্যাখ্যা: ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপ বা চিহ্নকে ‘ফলা’ বলা হয়, যা বাংলা ব্যাকরণে ব্যবহৃত হয়।
১১. ‘হ্ম যুক্তবর্ণটি কীভাবে গঠিত হয়েছে? [৩৮তম বিসিএস] – উত্তর: ক. হ্ + ম – ব্যাখ্যা: ‘হ্ম’ যুক্তবর্ণটি ‘হ্’ এবং ‘ম’ এই দুটি বর্ণের সংযোগে গঠিত।
১২. বাংলা ভাষা ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? [৩৮তম বিসিএস] – উত্তর: ক. ৭টি – ব্যাখ্যা: বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা ৭টি, যেমন আ, ই, উ, এ, ঐ, ও, ঔ।
১৩. বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? [৩৭তম বিসিএস] – উত্তর: খ. দ্বিতীয় ও চতুর্থ বর্ণ – ব্যাখ্যা: বাংলা বর্ণমালার দ্বিতীয় (ত) এবং চতুর্থ (থ) বর্ণের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি হিসেবে পরিচিত।
১৪. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি? [৩৭তম বিসিএস] – উত্তর: ক. যৌগিক স্বরধ্বনি – ব্যাখ্যা: ‘ঔ’ একটি যৌগিক স্বরধ্বনি, যা দুইটি মৌলিক স্বরধ্বনির মিশ্রণে গঠিত।
১৫. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? [৩৬তম বিসিএস] – উত্তর: ঘ. ৮টি – ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় মোট ৮টি অর্ধমাত্রার বর্ণ রয়েছে, যেমন ক্, গ্, চ্, জ্, ট্, ড্, ত্, দ্।
১৬. ‘বিজ্ঞান’ শব্দের যুৎবর্ণের সঠিক রূপ কোনটি? [৩৬তম বিসিএস] – উত্তর: ক. জ + ঞ – ব্যাখ্যা: ‘বিজ্ঞান’ শব্দের যুৎবর্ণ হলো ‘জ’ এবং ‘ঞ’।
১৭. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়? [৩৫তম বিসিএস] – উত্তর: ক. প্রাতিপদিক – ব্যাখ্যা: ধ্বনি-পরিবর্তনের উদাহরণ হিসেবে প্রাতিপদিক গণ্য করা হয় না, এটি ভাষার সেমান্টিক পরিবর্তনের উদাহরণ।
১৮. ভাষার ক্ষুদধতম একক কোনটি? [৩২তম বিসিএস] – উত্তর: ঘ. ধ্বনি – ব্যাখ্যা: ভাষার ক্ষুদধতম একক হলো ধ্বনি, যা শব্দ গঠনের মৌলিক অংশ।
১৯. নিচের কোনটি অঘোষ অল্পপধাণ? [৩০তম বিসিএস] – উত্তর: ঘ. চ – ব্যাখ্যা: অঘোষ অল্পপধাণ হিসেবে ‘চ’ ধ্বনি পরিগণিত হয়, যা উচ্চারণে ঘর্ষণ ছাড়া হয়।
২০. বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? [২৯তম বিসিএস] – উত্তর: ঘ. ১১টি – ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় মোট ১১টি স্বরবর্ণ রয়েছে, যা ভাষার মৌলিক স্বরধ্বনি হিসেবে ব্যবহৃত হয়।