মুক্তি যুদ্ধ বিষয়ক সাহিত্য ও অন্যান্য
১. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [৪০তম বিসিএস]
ক. একটি কালো মেয়ের কথা 👈
খ. তেইশ নম্বর তৈলচিত্র
গ. আয়নামতির পালা
ঘ. ইছামতি
২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা? [৩৯ তম বিসিএস]
ক. হুমায়ূন আহমেদ 👈
খ. শওকত ওসমান
গ. সৈয়দ শামসুল হক
ঘ. আমজাদ হোসেন
৩. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? [৩৮তম বিসিএস]
ক. নেকড়ে অরণ্য
খ. বন্দী শিবির থেকে 👈
গ. নিষিদ্ধ লোবান
ঘ. প্রিয়যোদ্ধা প্রিয়তম
৪. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক- [৩৬তম বিসিএস]
ক. সুবচন নির্বাসনে
খ. রক্তাক্ত প্রান্তর
গ. নুরলদীনের সারা জীবন
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায় 👈
৫. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? [৩৫তম বিসিএস]
ক. আলমগীর কবির
খ.হুমায়ূন আহমেদ
গ. তারেক মাসুদ 👈
ঘ. শেখ নিয়ামত আলী
৬. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? [৩৫তম বিসিএস]
ক. দেবেশ রায়ের ‘তিস্তাপাড়ের বৃত্তান্ত’
খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব পশ্চিম’ 👈
গ. শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘যাও পাখি’
ঘ. অভিজিৎ সেনের ‘রাহু চন্ডালের হাড়’
৭. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [৩৪তম বিসিএস]
ক. ক্রীতদাসের হাসি
খ. মাটি আর অশ্রু
গ. হাঙর নদী গ্রেনেড 👈
ঘ. সারেং বউ
৮. মুক্তিযুদ্ধনির্ভর রচনা কোনটি? [৩২তম বিসিএস]
ক. এইসব দিনরাত্রি
খ. নূরলদীনের সারা জীবন
গ. একাত্তরের দিনগুলি 👈
ঘ. সৎ মানুষের খোঁজে
৯. ‘একাত্তরের চিঠি’-কোন জাতীয় রচনা? [২৯তম বিসিএস]
ক. মুক্তিযুদ্ধের বিবরণ
খ. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস
গ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন 👈
ঘ. ভিন্নধর্মী ডায়েরি
১০. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [২৮তম বিসিএস]
ক. শঙ্খনীল কারাগার
খ. কাঁটাতারে প্রজাপতি
গ.জাহান্নম হইতে বিদায় 👈
ঘ. আর্তনাদ
১১. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে? [২৪তম বিসিএস]
ক. হাসান হাফিজুর রহমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. আনোয়ার পাশা 👈
১২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? [২০তম বিসিএস]
ক. চিলেকোঠার সেপাই
খ. আগুনের পরশমণি 👈
গ. একাত্তরের দিনগুলি
ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
১৩. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতাÑ [১৯তম বিসিএস (পশুসম্পদ)]
ক. রফিকুল ইসলাম
খ. রশীদ করিম
গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং 👈
ঘ. কর্নেল সিদ্দিক মালিক
১৪. মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০]
ক. কবর
খ. স্বাধীনতা আমার স্বাধীনতা
গ. পায়ের আওয়াজ পাওয়া যায় 👈
ঘ. জন্ডিস ও বিবিধ বেলুন
১৫. ‘একাত্তরের দিনগুলি’ নামের বইয়ের লেখক- [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০]
ক. মেজর রফিকুল ইসলাম
খ. জাহানারা ইমাম 👈
গ. হুমায়ুন আহমেদ
ঘ. হাসান ইমাম
১৬. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০]
ক. নূরলদীনের সারা জীবন
খ. বং থেকে বাংলা
গ. জোছনা ও জননীর গল্প 👈
ঘ. পানকৌড়ির রক্ত
১৭. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য? [সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
ক. হাঙর নদী গ্রেনেড 👈
খ. চিলেকোঠার সেপাই
গ. নেমেসিস
ঘ. কবর
১৮. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত কোন উপন্যাসটি ? [বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮]
ক. আগুনের পরশমনি 👈
খ. রুমালি
গ. কুহক
ঘ. নন্দিত নরকে
১৯. মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস নয় কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭]
ক. যাত্রা
খ. দুই সৈনিক
গ. রাইফেল রোটি আওরাত
ঘ. নীল ময়ূরের যৌবন 👈
২০. ‘মুক্তিযুদ্ধ’ ভিত্তিক উপন্যাস কোনটি? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭]
ক. নূরলদীনের সারাজীবন
খ. বং থেকে বাংলা
গ. জোছনা ও জননীর গল্প 👈
ঘ. পানকৌড়ির রক্ত
ব্যাখ্যা :
১. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [৪০তম বিসিএস]
উত্তর: ক. একটি কালো মেয়ের কথা
ব্যাখ্যা: ‘একটি কালো মেয়ের কথা’ উপন্যাসটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত যা মুক্তিযুদ্ধের সময়কালের একটি চরিত্রের মাধ্যমে সেই সময়কার পরিস্থিতি তুলে ধরে।
২. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘আগুনের পরশমণি’ কার রচনা? [৩৯তম বিসিএস]
উত্তর: ক. হুমায়ূন আহমেদ
ব্যাখ্যা: ‘আগুনের পরশমণি’ হুমায়ূন আহমেদের লেখা একটি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যা মুক্তিযুদ্ধের কাহিনী ও চরিত্রের মাধ্যমে যুদ্ধের বাস্তবতা তুলে ধরে।
৩. মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি? [৩৮তম বিসিএস]
উত্তর: খ. বন্দী শিবির থেকে
ব্যাখ্যা: ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থটি মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত, যেখানে বন্দী অবস্থায় মুক্তিযুদ্ধের অনুভূতি ও অভিজ্ঞতা কবিতার মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
৪. মুক্তিযুদ্ধবিষয়ক নাটক- [৩৬তম বিসিএস]
উত্তর: ঘ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ব্যাখ্যা: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক যা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং তার প্রভাব নিয়ে আলোচনা করে।
৫. ‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা কে? [৩৫তম বিসিএস]
উত্তর: গ. তারেক মাসুদ
ব্যাখ্যা: ‘মাটির ময়না’ চলচ্চিত্রটি মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত এবং এর নির্মাতা হলেন তারেক মাসুদ, যিনি চলচ্চিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের কাহিনী তুলে ধরেন।
৬. নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশে মুক্তিযুদ্ধোত্তর সময়ের চিত্র অঙ্কিত হয়েছে? [৩৫তম বিসিএস]
উত্তর: খ. সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘পূর্ব পশ্চিম’
ব্যাখ্যা: ‘পূর্ব পশ্চিম’ উপন্যাসে মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের চিত্র তুলে ধরা হয়েছে।
৭. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [৩৪তম বিসিএস]
উত্তর: গ. হাঙর নদী গ্রেনেড
ব্যাখ্যা: ‘হাঙর নদী গ্রেনেড’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনা ও চরিত্র নিয়ে আলোচনা করে।
৮. মুক্তিযুদ্ধনির্ভর রচনা কোনটি? [৩২তম বিসিএস]
উত্তর: গ. একাত্তরের দিনগুলি
ব্যাখ্যা: ‘একাত্তরের দিনগুলি’ মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত একটি গুরুত্বপূর্ণ রচনা যা মুক্তিযুদ্ধের সময়কার ব্যক্তিগত অভিজ্ঞতা ও ঘটনাবলী বর্ণনা করে।
৯. ‘একাত্তরের চিঠি’-কোন জাতীয় রচনা? [২৯তম বিসিএস]
উত্তর: গ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
ব্যাখ্যা: ‘একাত্তরের চিঠি’ মুক্তিযোদ্ধাদের পত্রের সংকলন, যা মুক্তিযুদ্ধের সময়কার অভিজ্ঞতা ও অনুভূতির সাক্ষ্য প্রদান করে।
১০. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [২৮তম বিসিএস] – উত্তর: গ. জাহান্নম হইতে বিদায় – ব্যাখ্যা: ‘জাহান্নম হইতে বিদায়’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যা যুদ্ধের সময়কার চিত্র ও পরিস্থিতি তুলে ধরে।
১১. ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা কে? [২৪তম বিসিএস] – উত্তর: ঘ. আনোয়ার পাশা – ব্যাখ্যা: ‘রাইফেল রোটি আওরাত’ উপন্যাসের রচয়িতা আনোয়ার পাশা, যা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে লেখা হয়েছে।
১২. কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? [২০তম বিসিএস] – উত্তর: খ. আগুনের পরশমণি – ব্যাখ্যা: ‘আগুনের পরশমণি’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যা মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক ও চরিত্র নিয়ে আলোচনা করে।
১৩. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতাÑ [১৯তম বিসিএস (পশুসম্পদ)] – উত্তর: গ. মেজর জেনারেল সুখওয়ান্ত সিং – ব্যাখ্যা: ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা মেজর জেনারেল সুখওয়ান্ত সিং, যা মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করে।
১৪. মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০] – উত্তর: গ. পায়ের আওয়াজ পাওয়া যায় – ব্যাখ্যা: ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক যা মুক্তিযুদ্ধের সময়কার বাস্তবতা তুলে ধরে।
১৫. ‘একাত্তরের দিনগুলি’ নামের বইয়ের লেখক- [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০] – উত্তর: খ. জাহানারা ইমাম – ব্যাখ্যা: ‘একাত্তরের দিনগুলি’ বইয়ের লেখক জাহানারা ইমাম, যা মুক্তিযুদ্ধের সময়কার ব্যক্তিগত অভিজ্ঞতা ও ঘটনাবলী বর্ণনা করে।
১৬. মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০] – উত্তর: গ. জোছনা ও জননীর গল্প – ব্যাখ্যা: ‘জোছনা ও জননীর গল্প’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যা মুক্তিযুদ্ধের সময়কার ঘটনাবলী ও অভিজ্ঞতা তুলে ধরে।
১৭. নিচের কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য? [সিনিয়র স্টাফ নার্স ২০১৮] – উত্তর: হাঙর নদী গ্রেনেড – ব্যাখ্যা: ‘হাঙর নদী গ্রেনেড’ মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য, যা মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র ও অভিজ্ঞতা বর্ণনা করে।
১৮. স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত কোন উপন্যাসটি? [বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮] – উত্তর: আগুনের পরশমনি – ব্যাখ্যা: ‘আগুনের পরশমনি’ উপন্যাসটি স্বাধীনতা সংগ্রামের প্রভাবে রচিত, যা মুক্তিযুদ্ধের সময়কার জীবন ও চিত্র তুলে ধরে।
১৯. মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস নয় কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭] – উত্তর: ঘ. নীল ময়ূরের যৌবন – ব্যাখ্যা: ‘নীল ময়ূরের যৌবন’ মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাস নয়, এটি অন্য একটি বিষয়ের উপর ভিত্তি করে লেখা হয়েছে।
২০. ‘মুক্তিযুদ্ধ’ ভিত্তিক উপন্যাস কোনটি? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭] – উত্তর: গ. জোছনা ও জননীর গল্প – ব্যাখ্যা: ‘জোছনা ও জননীর গল্প’ মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস যা মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা ও প্রভাব তুলে ধরে।