ভাষা আন্দোলন বিষয়ক সাহিত্য
০১. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? [৩৭তম বিসিএস]
ক. মুনীর চৌধুরী
খ. হাসান হাফিজুর রহমান 👈
গ. শামসুর রাহমান
ঘ. গাজীউল হক
০২. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি? [৩৪তম বিসিএস]
ক. কবর 👈
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. জন্ডিস ও বিবিধ বেলুন
ঘ. ওরা কদম আলী
০৩. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? [২৮তম বিসিএস]
ক. অগ্নিসাক্ষী
খ. চিলেকোঠার সেপাই
গ. আরেক ফাল্গুন
ঘ. অনেক সূর্যের আশা
০৪. ‘একুশে ফেব্রæয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে? [২০তম বিসিএস]
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. আব্দুল গণি হাজারী
ঘ. হাসান হাফিজুর রহমান 👈
০৫. ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারির পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে? [১৮তম বিসিএস]
ক. কবির চৌধুরী
খ. মুনীর চৌধুরী 👈
গ. সৈয়দ শামসুল হক
ঘ. মুনতাসীর মামুন
০৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে? [সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
ক. আবু জাফর ওবায়দুল্লাহ
খ. শামসুর রাহমান
গ. মাহবুব-উল-আলম চৌধুরী 👈
ঘ. নির্মলেন্দু গুণ
০৭. ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১৮]
ক. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান
খ. বায়ান্নর ভাষা আন্দোলন 👈
গ. বাষট্টির ছাত্র আন্দোলন
ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
০৮. “সূর্য দীঘলবাড়ী” চলচ্চিত্রের পরিচালক কে? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ২০১৮]
ক. শেখ নিয়ামত আলী 👈
খ. জহির রায়হান
গ. সুভাষ দত্ত
ঘ. খান আতাউর
০৯. ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? [পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭]
ক. চিঠি
খ. দণ্ডকারণ্য
গ. রক্তাক্ত প্রান্তর
ঘ. কবর 👈
১০. ‘আর্তনাদ’ উপন্যাসের পটভূমি কী? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. মুক্তিযুদ্ধ
খ. স্বদেশি আন্দোলন
গ. স্বৈরাচার বিরোধী আন্দোলন
ঘ. ভাষা আন্দোলন 👈
১১. একুশের উপর বহুল প্রচারিত নাটক কোনটি? [বাংলাদেশ ডাক বিভাগ (মেট্রোপলিটন সার্কেল) পরিদর্শক ২০১৬]
ক. কবর 👈
খ. ভাষা ও সাহিত্য
গ. পথের দাবী
ঘ. বন্ধু বিয়োগ
১২. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো- [বিসিআইসি’র সরকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২০১১]
ক. ৭১-এর মুক্তিযুদ্ধ
খ. বৃটিশ বিরোধী আন্দোলন
গ. একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন 👈
ঘ. কোনোটিই নয়
১৩. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী পরিচালক ২০০৬]
ক. আতাউর রহমান খান
খ. নুরুল আমীন
গ. খাজা নাজিমুদ্দিন 👈
ঘ. আবু হোসেন সরকার
১৪. ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচয়িতা কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার ২০০৬]
ক. অলি আহাদ
খ. বদরুদ্দীন উমর 👈
গ. ভাষা সৈনিক মাহবুবুল আলম চৌধুরী
ঘ. আহমদ ছফা
১৫. ‘একুশে’ বিষয়ক প্রথম কবিতার রচয়িতা কে?
ক. মাহবুবুল আলম চৌধুরী 👈
খ. আবু জাফর ওবায়দুল্লাহ
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. সৈয়দ শামসুল হক
১৬. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থটি কার রচনা?
ক. সিকানদার আবু জাফর
খ. হাসান হাফিজুর রহমান 👈
গ. আলাউদ্দিন আল আজাদ
ঘ. শওকত আলী
১৭. “শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা” বাংলা করার দাবি কে প্রথম উত্থাপন করেন?
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. মুনীর চৌধুরী
গ. শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত 👈
ঘ. আবুল কালাম শামসুদ্দীন
১৮. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি?
ক. অগ্নিসাক্ষী
খ. চিলেকোঠার সেপাই
গ. আরেক ফাল্গুন 👈
ঘ. অনেক সূর্যের আশা
১৯. ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত-
ক. ঊনসত্তরের গণ-অভ্যুত্থান
খ. বায়ান্নর ভাষা আন্দোলন 👈
গ. বাষট্টির ছাত্র আন্দোলন
ঘ. একাত্তরের মুক্তিযুদ্ধ
২০. “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে?
ক.সুবীর সাহা
খ.সুধীন দাস
গ.আলতাফ মাহমুদ 👈
ঘ.আলতাফ মামুন
ব্যাখ্যা:
০১. ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম কী? [৩৭তম বিসিএস]
উত্তর: খ. হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা: ভাষা আন্দোলনভিত্তিক প্রথম পত্রিকা ‘সানজিদা’ এর সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। তার সম্পাদনায় এই পত্রিকাটি ভাষা আন্দোলনের প্রয়াসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
০২. ভাষা আন্দোলনভিত্তিক নাটক কোনটি? [৩৪তম বিসিএস]
উত্তর: ক. কবর
ব্যাখ্যা: ‘কবর’ নাটকটি মুনীর চৌধুরীর রচনা, যা ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত এবং এই আন্দোলনের সংগ্রাম ও শহীদদের সম্মানিত করে।
০৩. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? [২৮তম বিসিএস]
উত্তর: গ. আরেক ফাল্গুন
ব্যাখ্যা: ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত যা ভাষা আন্দোলনের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে।
০৪. ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক কে? [২০তম বিসিএস]
উত্তর: ঘ. হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা: ‘একুশে ফেব্রুয়ারি’ প্রথম সংকলনের সম্পাদক হাসান হাফিজুর রহমান, যিনি ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরার জন্য এই সংকলন সম্পাদনা করেছিলেন।
০৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পটভূমিতে রচিত ‘কবর’ নাটকের রচয়িতা কে? [১৮তম বিসিএস]
উত্তর: খ. মুনীর চৌধুরী
ব্যাখ্যা: ‘কবর’ নাটকটি মুনীর চৌধুরী রচনা করেছেন, যা ভাষা আন্দোলনের পটভূমিতে শহীদদের সম্মান জানিয়ে লেখা হয়েছে।
০৬. ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটির রচয়িতা কে? [সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
উত্তর: গ. মাহবুব-উল-আলম চৌধুরী
ব্যাখ্যা: ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি’ কবিতাটি মাহবুব-উল-আলম চৌধুরীর রচনা, যা ভাষা আন্দোলনের সাহসিকতা ও প্রতিবাদকে তুলে ধরে।
০৭. ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১৮]
উত্তর: খ. বায়ান্নর ভাষা আন্দোলন
ব্যাখ্যা: ‘কবর’ নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত, যা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে লেখা।
০৮. “সূর্য দীঘলবাড়ী” চলচ্চিত্রের পরিচালক কে? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ২০১৮]
উত্তর: ক. শেখ নিয়ামত আলী
ব্যাখ্যা: “সূর্য দীঘলবাড়ী” চলচ্চিত্রের পরিচালক শেখ নিয়ামত আলী, যিনি এই চলচ্চিত্রে ভাষা আন্দোলনের চিত্র তুলে ধরেছেন।
০৯. ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীর চৌধুরীর নাটক কোনটি? [পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭]
উত্তর: ঘ. কবর
ব্যাখ্যা: মুনীর চৌধুরীর রচিত ‘কবর’ নাটকটি ভাষা আন্দোলনের পটভূমিতে, শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে লেখা।
১০. ‘আর্তনাদ’ উপন্যাসের পটভূমি কী? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭] – উত্তর: ঘ. ভাষা আন্দোলন – ব্যাখ্যা: ‘আর্তনাদ’ উপন্যাসটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত, যা ভাষা আন্দোলনের অব্যাহত সংগ্রাম ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করে।
১১. একুশের উপর বহুল প্রচারিত নাটক কোনটি? [বাংলাদেশ ডাক বিভাগ (মেট্রোপলিটন সার্কেল) পরিদর্শক ২০১৬] – উত্তর: ক. কবর – ব্যাখ্যা: ‘কবর’ নাটকটি ভাষা আন্দোলনের পটভূমিতে বহুল প্রচারিত, যা শহীদদের সম্মানে রচিত।
১২. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো- [বিসিআইসি’র সরকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২০১১] – উত্তর: গ. একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন – ব্যাখ্যা: ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত যা ২১ ফেব্রুয়ারির ঘটনাবলী ও ঐতিহ্য তুলে ধরে।
১৩. ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? [বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী পরিচালক ২০০৬] – উত্তর: গ. খাজা নাজিমুদ্দিন – ব্যাখ্যা: ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন, যিনি আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করেন।
১৪. ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচয়িতা কে? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এডমিনিস্ট্রেশন অফিসার ও পার্সোনাল অফিসার ২০০৬] – উত্তর: খ. বদরুদ্দীন উমর – ব্যাখ্যা: ‘পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের রচয়িতা বদরুদ্দীন উমর, যিনি ভাষা আন্দোলনের ইতিহাস ও রাজনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
১৫. ‘একুশে’ বিষয়ক প্রথম কবিতার রচয়িতা কে? – উত্তর: ক. মাহবুবুল আলম চৌধুরী – ব্যাখ্যা: ‘একুশে’ বিষয়ক প্রথম কবিতা রচনা করেছিলেন মাহবুবুল আলম চৌধুরী, যা ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধার নিদর্শন।
১৬. ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থটি কার রচনা? – উত্তর: খ. হাসান হাফিজুর রহমান – ব্যাখ্যা: ‘একুশে ফেব্রুয়ারী’ গ্রন্থটির রচয়িতা হাসান হাফিজুর রহমান, যিনি ভাষা আন্দোলনের গুরুত্ব তুলে ধরার জন্য এই গ্রন্থটি রচনা করেছেন।
১৭. “শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা” বাংলা করার দাবি কে প্রথম উত্থাপন করেন? – উত্তর: গ. শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত – ব্যাখ্যা: “শিক্ষার বাহন ও আইন আদালতের ভাষা” বাংলায় করার দাবি প্রথম উত্থাপন করেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত, যিনি ভাষা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন।
১৮. বাংলাদেশের ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি? – উত্তর: গ. আরেক ফাল্গুন – ব্যাখ্যা: ‘আরেক ফাল্গুন’ ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত একটি উপন্যাস যা ভাষা আন্দোলনের ইতিহাস ও তার প্রভাব তুলে ধরে।
১৯. ‘কবর’ নাটক কোন পটভূমিতে রচিত- – উত্তর: খ. বায়ান্নর ভাষা আন্দোলন – ব্যাখ্যা: ‘কবর’ নাটকটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত যা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে লেখা।
২০. “একুশে ফেব্রুয়ারি’র” বিখ্যাত গানটির রচয়িতা কে? – উত্তর: গ. আলতাফ মাহমুদ – ব্যাখ্যা: “একুশে ফেব্রুয়ারি” বিখ্যাত গানটির রচয়িতা আলতাফ মাহমুদ, যিনি এই গানটির মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা ও স্মৃতি জীবন্ত করে রেখেছেন।