বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ দত্ত ও জীবনানন্দ দাশ
০১. কাকে ‘মার্কসিস্ট’ কবি বলা হয়? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার: ১৫]
ক. বিষ্ণু দে 👈
খ. যতীন্দ্রমোহন বাগচী
গ. জাহানারা ইমাম
ঘ. প্রমথ চৌধুরী
০২. ‘সাহিত্যপত্র’ পত্রিকাটির প্রকাশক কে? [মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ০২]
ক. প্রমথ চৌধুরী
খ. কৃষ্ণচন্দ্র মজুমদার
গ. বিষ্ণু দে 👈
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
০৩. ‘উর্বশী ও আর্টেমিস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [নিবার্চন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও পার্সোনাল অফিসার: ০৪]
ক. বিষ্ণু দে 👈
খ. সুফিয়া কামাল
গ. অমিয় চক্রবর্তী
ঘ. নির্মলেন্দু গুণ
০৪. ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটির রচনা করেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৬]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. হুমায়ুন আহমদ
ঘ. বিষ্ণু দে 👈
০৫. অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠন ১১]
ক. খসড়া 👈
খ. এক মুঠো
গ. মাটির দেয়াল
ঘ. চলো যাই
০৬. অমিয় চক্রবর্তী কোন দশকের কবি ছিলেন? [বাংলাদেশে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মাঠ কর্মকর্তা ১৩]
ক. বিশের
খ. তিরিশের 👈
গ. ষাটের
ঘ. আশির
০৭. বিখ্যাত ‘বাংলাদেশ’ কবিতার কবি কে? [বাংলাদেশে রেলওয়ে সহকারী কমান্ডেট – ১৩]
ক. নির্মলেন্দু গুণ
খ. অমিয় চক্রবর্তী 👈
গ. শামসুর রাহমান
ঘ. হুমায়ূন আহমেদ
০৮. ‘মাটির দেয়াল’ কাব্যগ্রন্থটির লেখক কে? [বিদুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী ২০১২]
ক. হুমায়ূন আহমেদ
খ. আহসান হাবীব
গ. অমিয় চক্রবর্তী 👈
ঘ. জহির রায়হান
০৯. কখনো উপন্যাস লেখেননি- [২৩তম বিসিএস]
ক. নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত 👈
ঘ. বুদ্ধদেব বসু
১০. ‘তন্বী’ কাব্যের কবি কে? [ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৩]
ক. প্রেমেন্দ্র মিত্র
খ. বুদ্ধদেব বসু
গ. সুধীন্দ্রনাথ দত্ত 👈
ঘ. বিষ্ণু দে
১১. “অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে” পঙ্ক্তির স্রষ্টা- [রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসা: ১৩]
ক. জীবনানন্দ দাশ
খ. বুদ্ধদেব বসু
গ. সুধীন্দ্রনাথ দত্ত 👈
ঘ. আহসান হাবীব
১২. ‘উত্তর ফাল্গুনী’ গ্রন্থের লেখক কে? [জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট: ২০০৫]
ক. সুধীন্দ্রনাথ দত্ত 👈
খ. সুকুমার রায়
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. সুকামার সেন
১৩. পঞ্চপাণ্ডবের একজন নয় কে? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার: ২০০৬]
ক. সুধীন্দ্রনাথ দত্ত
খ. সুকুমার রায় 👈
গ. বিষ্ণু দে
ঘ. সুধীন্দ্রনাথ দত্ত
১৪. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? [১৬তম বিসিএস]
ক. বরিশাল জেলা 👈
খ. ফরিদপুর জেলা
গ. ঢাকা জেলা
ঘ. রাজশাহী জেলা
১৫. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ- [১৩তম বিসিএস]
ক. ধূসর পাণ্ডুলিপি 👈
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. একক সন্ধ্যায় বসন্ত
ঘ. অন্ধকারে একা
১৬. রূপসী বাংলার কবি- [১২ তম বিসিএস]
ক. জসীমউদ্দীন
খ.জীবনানন্দ দাশ 👈
গ. কালিদাস রায়
ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত
১৭. জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ আখ্যা দিয়েছেন কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৯]
ক. বুদ্ধদেব বসু 👈
খ. বিষ্ণু দে
গ. সুধীন্দ্রনাথ দত্ত
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৮. কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? [বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ২০১৯]
ক. বুদ্ধদেব বসু
খ. জীবনানন্দ দাশ 👈
গ. বিষ্ণু দে
ঘ. প্রেমেন্দ্র মিত্র
১৯. কোনটি জীবনানন্দ দাশের রচনা? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক ২০১৯]
ক. অগ্নিবীণা
খ. দোলনচাঁপা
গ. ঝরাপালক 👈
ঘ. পুবের হাওয়া
২০. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২য় ধাপ) ২০১৯]
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. জীবনানন্দ দাশ 👈
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা:
০১. কাকে ‘মার্কসিস্ট’ কবি বলা হয়? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার: ১৫]
উত্তর: ক. বিষ্ণু দে
ব্যাখ্যা: বিষ্ণু দে একজন মার্কসিস্ট কবি হিসেবে পরিচিত। তার কবিতায় সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলির প্রতি গভীর মনোযোগ ছিল এবং তিনি সমাজতন্ত্রের প্রতি সমর্থক ছিলেন।
০২. ‘সাহিত্যপত্র’ পত্রিকাটির প্রকাশক কে? [মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা: ০২]
উত্তর: গ. বিষ্ণু দে
ব্যাখ্যা: ‘সাহিত্যপত্র’ পত্রিকাটির প্রকাশক ছিলেন বিষ্ণু দে, যিনি বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব এবং তাঁর সম্পাদনায় এই পত্রিকা সাহিত্য জগতের একটি বিশেষ ভূমিকা পালন করেছে।
০৩. ‘উর্বশী ও আর্টেমিস’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে? [নিবার্চন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও পার্সোনাল অফিসার: ০৪]
উত্তর: ক. বিষ্ণু দে
ব্যাখ্যা: ‘উর্বশী ও আর্টেমিস’ কাব্যগ্রন্থটির লেখক বিষ্ণু দে। এই গ্রন্থে তিনি আধুনিক কাব্যের নানা দিক তুলে ধরেছেন।
০৪. ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটির রচনা করেন? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক: ০৬]
উত্তর: ঘ. বিষ্ণু দে
ব্যাখ্যা: ‘চোরাবালি’ কাব্যগ্রন্থটি বিষ্ণু দে রচনা করেছেন। এই গ্রন্থটি তাঁর কবিতার একটি উল্লেখযোগ্য অংশ এবং বাংলা সাহিত্যে বিশেষ স্থান অধিকার করে।
০৫. অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ কোনটি? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠন ১১]
উত্তর: ক. খসড়া
ব্যাখ্যা: অমিয় চক্রবর্তীর প্রথম কাব্যগ্রন্থ ‘খসড়া’। এই গ্রন্থটি বাংলা কবিতার জগতে তাঁর প্রথম পদক্ষেপ।
০৬. অমিয় চক্রবর্তী কোন দশকের কবি ছিলেন? [বাংলাদেশে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ মাঠ কর্মকর্তা ১৩]
উত্তর: খ. তিরিশের
ব্যাখ্যা: অমিয় চক্রবর্তী তিরিশের দশকের কবি ছিলেন। তাঁর কবিতা এই দশকের সাহিত্য আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
০৭. বিখ্যাত ‘বাংলাদেশ’ কবিতার কবি কে? [বাংলাদেশে রেলওয়ে সহকারী কমান্ডেট – ১৩]
উত্তর: খ. অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা: ‘বাংলাদেশ’ কবিতাটি অমিয় চক্রবর্তীর রচনা। এই কবিতাটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে লেখা হয়েছে এবং বাংলাদেশের মুক্তির স্বপ্ন ও আশা প্রকাশ করে।
০৮. ‘মাটির দেয়াল’ কাব্যগ্রন্থটির লেখক কে? [বিদুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী ২০১২]
উত্তর: গ. অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা: ‘মাটির দেয়াল’ কাব্যগ্রন্থটি অমিয় চক্রবর্তীর রচনা। এই গ্রন্থে তিনি তাঁর কবিতার মাধ্যমে সমাজ ও প্রকৃতির ছবি অঙ্কন করেছেন।
০৯. কখনো উপন্যাস লেখেননি- [২৩তম বিসিএস]
উত্তর: গ. সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: সুধীন্দ্রনাথ দত্ত উপন্যাস লেখেননি। তিনি মূলত কবি হিসেবে পরিচিত।
১০. ‘তন্বী’ কাব্যের কবি কে? [ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা: ১৩]
উত্তর: গ. সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: ‘তন্বী’ কাব্যের কবি সুধীন্দ্রনাথ দত্ত। তাঁর কবিতার একটি উল্লেখযোগ্য অংশ এটি।
১১. “অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে” পঙ্ক্তির স্রষ্টা- [রূপালী ব্যাংক লি. সিনিয়র অফিসা: ১৩]
উত্তর: গ. সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: “অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে” পঙ্ক্তিটি সুধীন্দ্রনাথ দত্তের রচনা। তাঁর কবিতায় গভীর ভাবনা ও দর্শনীয় দৃষ্টিভঙ্গি থাকে।
১২. ‘উত্তর ফাল্গুনী’ গ্রন্থের লেখক কে? [জরিপ অধিদপ্তরের সহকারী সুপারিনটেনডেন্ট: ২০০৫]
উত্তর: ক. সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা: ‘উত্তর ফাল্গুনী’ গ্রন্থটির লেখক সুধীন্দ্রনাথ দত্ত। এই গ্রন্থে তাঁর কবিতার সমগ্র রূপ ও ভাবনার প্রতিফলন ঘটেছে।
১৩. পঞ্চপাণ্ডবের একজন নয় কে? [সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার: ২০০৬]
উত্তর: খ. সুকুমার রায়
ব্যাখ্যা: পঞ্চপাণ্ডবের একজন নয় সুকুমার রায়। পঞ্চপাণ্ডবের সদস্যরা হচ্ছেন: বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, বিষ্ণু দে, প্রেমেন্দ্র মিত্র, ও আহসান হাবীব।
১৪. জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? [১৬তম বিসিএস]
উত্তর: ক. বরিশাল জেলা
ব্যাখ্যা: জীবনানন্দ দাশের জন্মস্থান বরিশাল জেলা। তাঁর কবিতায় এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও সমাজিক জীবন উঠে এসেছে।
১৫. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ- [১৩তম বিসিএস]
উত্তর: ক. ধূসর পাণ্ডুলিপি
ব্যাখ্যা: জীবনানন্দ দাশের রচিত ‘ধূসর পাণ্ডুলিপি’ একটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ যা তাঁর কবিতার গভীরতা ও অভিব্যক্তি প্রকাশ করে।
১৬. রূপসী বাংলার কবি- [১২ তম বিসিএস]
উত্তর: খ. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: জীবনানন্দ দাশকে ‘রূপসী বাংলার কবি’ বলা হয়। তাঁর কবিতায় বাংলার প্রকৃতির সৌন্দর্য ও জীবনদর্শন প্রকাশ পেয়েছে।
১৭. জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ আখ্যা দিয়েছেন কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৯]
উত্তর: ক. বুদ্ধদেব বসু
ব্যাখ্যা: জীবনানন্দ দাশকে ‘নির্জনতার কবি’ আখ্যা দিয়েছেন বুদ্ধদেব বসু। এই উপাধি তাঁর কবিতার একাকীত্ব ও গভীরতা প্রকাশ করে।
১৮. কার কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে? [বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নিরাপত্তা কর্মকর্তা ২০১৯]
উত্তর: খ. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলা হয়েছে। তাঁর কবিতায় প্রকৃতির চিত্র ও দৃশ্যকল্প অত্যন্ত জীবন্তভাবে ফুটে উঠেছে।
১৯. কোনটি জীবনানন্দ দাশের রচনা? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক ২০১৯]
উত্তর: গ. ঝরাপালক
ব্যাখ্যা: ‘ঝরাপালক’ জীবনানন্দ দাশের একটি কাব্যগ্রন্থ। এই গ্রন্থে তাঁর কবিতার বৈচিত্র্য ও সৃজনশীলতা প্রকাশ পেয়েছে।
২০. ‘বেলা অবেলা কালবেলা’র লেখক কে? [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২য় ধাপ) ২০১৯]
উত্তর: খ. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: ‘বেলা অবেলা কালবেলা’ কবিতার লেখক জীবনানন্দ দাশ। এই কবিতাটি তাঁর কাব্যসৃষ্টির একটি উল্লেখযোগ্য অংশ।