bangla model test-37

মীর মশাররফ হোসেন , সৈয়দ আলী আহসান

০১. মীর মশাররফ হোসেনের ‘বিষাদবিন্ধু’ একটি- [৪৫তম বিসিএস]
ক. মহাকাব্য
খ. ইতিহাস গ্রন্থ
গ. উপন্যাস
ঘ. ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ 👈

০২. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে- [৩৯তম বিসিএস]
ক. আলালের ঘরের দুলাল
খ. হুতোম প্যাঁচার নকশা
গ. কলিকাতা কমলালয়
ঘ. গাজী মিয়ার বস্তানী 👈

০৩. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?[২৮তম বিসিএস]
ক. নটির পূজা
খ. বেহুলা গীতাভিনয় 👈
গ. নবীন তপস্বিনী
ঘ. কৃষ্ণকুমারী

০৪. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?[৩০তম বিসিএস]
ক. ১৮৪৭-১৯১১ 👈
খ. ১৮৫২-১৯১২
গ. ১৮৫৭-১৯১১
ঘ. ১৮৪৭-১৯১২

০৫. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?[২৮তম বিসিএস]
ক. মোতাহের হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন 👈
ঘ. ফররুখ আহমদ

০৬. ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা? [২০তম বিসিএস]
ক. কায়কোবাদ
খ. মীর মশাররফ হোসেন 👈
গ. মোজাম্মেল হক
ঘ. ইসমাইল হোসেন সিরাজী

০৭. মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্ত গ্রন্থ কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল এস্টিমেটর ২০১৯]
ক. মহাশ্মশান
খ. শ্মশানভস্ম
গ. বিষাদসিন্ধু 👈
ঘ. কুরুক্ষেত্র

০৮. আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ কে? [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
ক. কাজী নজরুল ইসলাম
খ. গোলাম মোস্তফা
গ. মীর মশাররফ হোসেন 👈
ঘ. আকরাম খাঁ

০৯. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি? [শিক্ষা, ডাক, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫]
ক. হোতোম প্যঁচার নকসা
খ. আলালের ঘরের দুলাল
গ. কমলাকান্তের দপ্তর
ঘ. উদাসীন পথিকের মনের কথা 👈

১০. মীর মশাররফের জন্মস্থান? [সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদু নৃ-গোষ্ঠী) ২০১৫]
ক. পদমতী
খ. কুসুমপুর
গ. লহিনীপাড়া 👈
ঘ. জবলপুর

১১. মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ২০১২]
ক. জমিদার দর্পণ
খ. বসন্তকুমারী
গ. রত্নবতী 👈
ঘ. বিষাদ সিন্ধু

১২. মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কী? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০০৬]
ক. বিষাদ-সিন্ধু 👈
খ. বসন্তকুমারী
গ. জমিদার দর্পণ
ঘ. বিবি কুলসুম

১৩. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা? [সহকারী উপজেলা/ থানা শিক্ষা অফিসার ২০০৯]
ক. বিষাদ-সিন্ধু
খ. জমিদার দর্পণ
গ. রত্নবতী
ঘ. গাজী মিঁয়ার বস্তানী 👈

১৪. ‘উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা? [তথ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক,(গ্রেড-২) ২০০৩]
ক. মীর মশাররফ হোসেন 👈
খ. শাহাদৎ হোসেন
গ. ফররুখ আহমদ
ঘ. প্রমথ চৌধুরী

১৫. মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন? [পাবলিক সার্ভিস কমিশন সচিবালয়ের সহকারী সচিব ২০০৫]
ক. প্রবন্ধ গ্রন্থ
খ. ভ্রমণকাহিনী
গ. কাব্যগ্রন্থ
ঘ. সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ 👈

১৬. ‘জমীদার দর্পণ’ এর রচয়িতার নাম কীÑ মীর মশাররফ হোসেন[স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ২০১০]
ক. মীর মশাররফ হোসেন 👈
খ. দীনবন্ধু মিত্র
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. প্যারিচাঁদ মিত্র

১৭. ১৯৮৫ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান? [৩৪তম বিসিএস]
ক. সৈয়দ আলী আহসান 👈
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. সিকান্দার আবু জাফর

১৮. ‘একক সন্ধ্যায় বসন্ত’ গ্রন্থটির রচয়িতা – [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কারা তত্ত্বাবধায়ক : ০৫]
ক. সৈয়দ শামসুল হক
খ. আবদুল মান্নান সৈয়দ
গ. সৈয়দ আলী আহসান 👈
ঘ. সেলিম আল দীন

১৯. সৈয়দ আলী আহসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ- [তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা : ৯৭]
ক. ইডিপাস
খ. একক সন্ধ্যায় বসন্ত 👈
গ. পাখীর বাসা
ঘ. বলাকা

২০. ‘সময়ের অনেক গভীর ডুব দিয়ে/ আমি স্বদেশকে দেখেছি’ কবিতাংশটি কার রচনা? [সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার : ১৮]
ক. শামসুর রাহমান
খ. সৈয়দ আলী আহসান 👈
গ. সুভাষ মুখোপাধ্যায়
ঘ. সিকান্দার আবু জাফর

ব্যাখ্যা:

০১. মীর মশাররফ হোসেনের ‘বিষাদবিন্ধু’ একটি-
উত্তর: ঘ. ইতিহাস আশ্রিত জীবনী গ্রন্থ

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের “বিষাদবিন্ধু” কারবালার ঘটনা অবলম্বনে লেখা একটি ইতিহাস আশ্রিত জীবনীগ্রন্থ। এই গ্রন্থে হজরত ইমাম হোসেন (রাঃ)-এর কারবালার মর্মান্তিক ঘটনাগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে।

০২. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-
উত্তর: ঘ. গাজী মিয়ার বস্তানী

ব্যাখ্যা: “গাজী মিয়ার বস্তানী” মীর মশাররফ হোসেনের রচিত একটি জনপ্রিয় গ্রন্থ, যেখানে বাঙ্গালি মুসলমান সমাজের জীবনযাত্রা এবং অনুভূতিগুলো ফুটিয়ে তোলা হয়েছে।

০৩. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি?
উত্তর: খ. বেহুলা গীতাভিনয়

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের রচিত নাটক “বেহুলা গীতাভিনয়” একটি গুরুত্বপূর্ণ নাট্যকর্ম, যা বেহুলা-লখিন্দরের ঐতিহ্যবাহী কাহিনী অবলম্বনে লেখা।

০৪. নিচের কোনটি মীর মশাররফ হোসেনের জন্ম-মৃত্যু সাল?
উত্তর: ক. ১৮৪৭-১৯১১

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯১১ সালে মৃত্যুবরণ করেন।

০৫. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী?
উত্তর: গ. মীর মশাররফ হোসেন

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনকে বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয়। তাঁর বিখ্যাত উপন্যাস “বিষাদ-সিন্ধু” তাকে এই খ্যাতি এনে দিয়েছে।

০৬. ‘বিষাদ-সিন্ধু’ কার রচনা?
উত্তর: খ. মীর মশাররফ হোসেন

ব্যাখ্যা: “বিষাদ-সিন্ধু” মীর মশাররফ হোসেনের রচিত একটি বিখ্যাত গ্রন্থ, যা কারবালার বিষাদময় ঘটনা অবলম্বনে লেখা।

০৭. মীর মশাররফ হোসেন রচিত বিয়োগান্ত গ্রন্থ কোনটি?
উত্তর: গ. বিষাদসিন্ধু

ব্যাখ্যা: “বিষাদসিন্ধু” একটি বিয়োগান্ত গ্রন্থ, যা হজরত ইমাম হোসেন (রাঃ) ও কারবালার ঘটনাকে কেন্দ্র করে রচিত।

০৮. আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ কে?
উত্তর: গ. মীর মশাররফ হোসেন

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনকে আধুনিক বাংলা মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ হিসেবে গণ্য করা হয়। তিনি ছিলেন মুসলিম সমাজের প্রথম প্রথাগত সাহিত্যিকদের অন্যতম।

০৯. মীর মশাররফ হোসেন রচিত গ্রন্থ কোনটি?
উত্তর: ঘ. উদাসীন পথিকের মনের কথা

ব্যাখ্যা: “উদাসীন পথিকের মনের কথা” মীর মশাররফ হোসেনের লেখা একটি মূল্যবান সাহিত্যকর্ম।

১০. মীর মশাররফের জন্মস্থান?
উত্তর: গ. লহিনীপাড়া

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের জন্মস্থান হলো লহিনীপাড়া, যা কুষ্টিয়া জেলার অন্তর্গত।

১১. মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর: গ. রত্নবতী

ব্যাখ্যা: “রত্নবতী” মীর মশাররফ হোসেনের প্রথম গ্রন্থ, যা ১৮৬৯ সালে প্রকাশিত হয়।

১২. মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থের নাম কী?
উত্তর: ক. বিষাদ-সিন্ধু

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের অমর গ্রন্থ হিসেবে পরিচিত “বিষাদ-সিন্ধু”।

১৩. মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা?
উত্তর: ঘ. গাজী মিঁয়ার বস্তানী

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হলো “গাজী মিঁয়ার বস্তানী”।

১৪. ‘উদাসীন পথিকের মনের কথা’ কার রচনা?
উত্তর: ক. মীর মশাররফ হোসেন

ব্যাখ্যা: “উদাসীন পথিকের মনের কথা” মীর মশাররফ হোসেনের একটি উল্লেখযোগ্য রচনা।

১৫. মীর মশাররফ হোসেন কোন ধরনের গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন?
উত্তর: ঘ. সাহিত্যরস সমৃদ্ধ গ্রন্থ

ব্যাখ্যা: মীর মশাররফ হোসেন সাহিত্যরসে সমৃদ্ধ গ্রন্থ রচনায় কৃতিত্ব দেখিয়েছেন। তাঁর লেখায় মানবজীবনের নানান দিক খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

১৬. ‘জমীদার দর্পণ’ এর রচয়িতার নাম কী?
উত্তর: ক. মীর মশাররফ হোসেন

ব্যাখ্যা: “জমিদার দর্পণ” মীর মশাররফ হোসেনের একটি বিখ্যাত সামাজিক নাটক, যা জমিদারদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লেখা।

১৭. ১৯৮৫ সালে নাসিরউদ্দিন স্বর্ণপদক কে পান?
উত্তর: ক. সৈয়দ আলী আহসান

ব্যাখ্যা: ১৯৮৫ সালে সৈয়দ আলী আহসান নাসিরউদ্দিন স্বর্ণপদকে ভূষিত হন।

১৮. ‘একক সন্ধ্যায় বসন্ত’ গ্রন্থটির রচয়িতা –
উত্তর: গ. সৈয়দ আলী আহসান

ব্যাখ্যা: “একক সন্ধ্যায় বসন্ত” সৈয়দ আলী আহসানের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

১৯. সৈয়দ আলী আহসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
উত্তর: খ. একক সন্ধ্যায় বসন্ত

ব্যাখ্যা: “একক সন্ধ্যায় বসন্ত” সৈয়দ আলী আহসানের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, যা তাকে বাংলা কাব্যজগতে প্রতিষ্ঠা দিয়েছে।

২০. ‘সময়ের অনেক গভীর ডুব দিয়ে/ আমি স্বদেশকে দেখেছি’ কবিতাংশটি কার রচনা?
উত্তর: খ. সৈয়দ আলী আহসান

ব্যাখ্যা: এই কবিতাংশটি সৈয়দ আলী আহসানের রচনা, যেখানে তিনি সময়ের গভীরে ডুবে স্বদেশের প্রতি তাঁর গভীর ভালোবাসা ব্যক্ত করেছেন।


Sharing Is Caring:          

Leave a Comment