bangla model test-36

সৈয়দ ওয়ালীউল্লাহ, রোকেয়া সাখাওয়াত হোসেন

০১. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি? [৪৫তম বিসিএস]
ক. কবর
খ. বহিপীর 👈
গ. পায়ের আওয়াজ পাওয়া যায়
ঘ. ওরা কদম আলী

০২. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম- [৪৪তম বিসিএস]
ক. আব্দুল কাদের
খ. খতিব মিয়া
গ. আক্কাস আলী
ঘ. আরেফ আলী 👈

০৩. লালসালু উপন্যাসটির লেখক কে? [২১তম বিসিএস]
ক. মুনির চৌধুরী
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ 👈
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. শওকত আলী

০৪. ‘বহিপীর’ রচনা করেন- [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০]
ক. মানিক বন্দ্যোপাধ্যায়
খ. হুমায়ূন আহমেদ
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ 👈
ঘ. আখতারুজ্জামান ইলিয়াস

০৫. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়? [স্থানীয় সরকার বিভাগের উপসহকারী প্রকৌশলী নকশাকার ২০১৯]
ক. আনন্দ মঠ 👈
খ. চাঁদের অমাবস্যা
গ. লালসালু
ঘ. কাঁদো নদী কাঁদো

০৬. সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা কোনটি? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতœতত্ত¡ অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯]
ক. সূর্যদীঘল বাড়ী
খ. লালসালু 👈
গ. সংশপ্তক
ঘ. আব্দুল্লাহ

০৭. ‘নয়নচারা’ গল্পের লেখক কে? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ 👈
খ. আখতারুজ্জামান ইলিয়াস
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. কাজী নজরুল ইসলাম

০৮. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটির রচয়িতা কে? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. সৈয়দ শামসুল হক
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ 👈
গ. সৈয়দ মুজতবা আলী
ঘ. সৈয়দ মঞ্জুরুল ইসলাম

০৯. সৈয়দ ওয়ালীউল্লাহার ‘চাঁদের অমাবস্যা’-[সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ২০১৫]
ক. চেতনা প্রবাহরীতির উপন্যাস
খ. আধিভৌতিক উপন্যাস
গ. নিরীক্ষাধর্মী উপন্যাস 👈
ঘ. পরাবাস্তবাদী উপন্যাস

১০. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস? [মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের জুনিয়র অডিটর ২০১৪]
ক. সংশপ্তক
খ. সূর্য-দীঘল বাড়ী
গ. লালসালু 👈
ঘ. আব্দুল্লাহ

১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে- [৪০তম বিসিএস]
ক. পদ্মাবতী
খ. পদ্মগোখরা
গ. পদ্মরাগ 👈
ঘ. পদ্মমণি

১২. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা? [৩৮তম বিসিএস]
ক. প্রবন্ধ 👈
খ. উপন্যাস
গ. নাটক
ঘ. আত্মজীবনী

১৩. বেগম রোকেয়ার রচনা কোনটি? [১১তম বিসিএস]
ক. ভাষা ও সাহিত্য
খ. আয়না
গ. লালসালু
ঘ. অবরোধবাসিনী 👈

১৪. বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন কে? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০]
ক. সুফিয়া কামাল
খ. বেগম রোকেয়া 👈
গ. নবাব ফয়জুন্নেসা
ঘ. নীলিমা ইব্রাহিম

১৫. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. স্বপ্ন দ্রষ্টা
খ. রূপজালাল
গ. আনোয়ারা
ঘ. সুলতানার স্বপ্ন 👈

১৬. ‘পদ্মরাগ’ উপন্যাসটিররচয়িতা কে? [সমাজসেবা অধিদপ্তরের সহকারী শিক্ষক ২০১৭]
ক. কাজী নজরুল ইসলাম
খ. দৌলত কাজী
গ. মীর মশাররফ হোসেন
ঘ. বেগম রোকেয়া 👈

১৭. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৬]
ক. মায়াবতী
খ. পদ্মাবতী
গ. রূপবতী
ঘ. পদ্মরাগ 👈

১৮. বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫]
ক. মতিচূর 👈
খ. কাফেলা
গ. তারাবাঈ
ঘ রায়নন্দিনী

১৯. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’- [সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ২০১৫]
ক. কাব্য
খ. উপন্যাস 👈
গ. প্রবন্ধ
ঘ. নাটক

২০. বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা? [বহিরাগমন ও পাসপোর্ট অধিপ্তরের সহকারী পরিচালক ২০১৪]
ক. মতিচূর
খ. সুলতানার স্বপ্ন 👈
গ. পদ্মরাগ
ঘ. অবরোধবাসিনী

ব্যাখ্যা:

০১. সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা নাটক কোনটি?
উত্তর: খ. বহিপীর
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ একজন প্রখ্যাত নাট্যকার এবং ঔপন্যাসিক। তার অন্যতম নাটক “বহিপীর”, যা সমকালীন সমাজ ও ধর্মীয় কুসংস্কারের প্রতিচ্ছবি।

০২. ‘চাঁদের অমাবস্যা’ উপন্যাসের যুবক-শিক্ষকের নাম-
উত্তর: ঘ. আরেফ আলী
ব্যাখ্যা: “চাঁদের অমাবস্যা” সৈয়দ ওয়ালীউল্লাহর একটি বিখ্যাত উপন্যাস। এর প্রধান চরিত্র আরেফ আলী, যিনি একজন যুবক শিক্ষক।

০৩. লালসালু উপন্যাসটির লেখক কে?
উত্তর: খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস “লালসালু”। এটি একটি গ্রামীণ সমাজের ধর্মীয় কুসংস্কার নিয়ে লেখা।

০৪. ‘বহিপীর’ রচনা করেন-
উত্তর: গ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা: “বহিপীর” সৈয়দ ওয়ালীউল্লাহর রচিত একটি নাটক, যেখানে গ্রামীণ সমাজের ধর্মীয় অনুশীলন এবং কুসংস্কার নিয়ে বিশ্লেষণ করা হয়েছে।

০৫. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়?
উত্তর: ক. আনন্দ মঠ
ব্যাখ্যা: “আনন্দ মঠ” বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। এটি সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা নয়।

০৬. সৈয়দ ওয়ালীউল্লাহর রচনা কোনটি?
উত্তর: খ. লালসালু
ব্যাখ্যা: “লালসালু” সৈয়দ ওয়ালীউল্লাহর একটি বিখ্যাত উপন্যাস, যা ধর্মীয় কুসংস্কার নিয়ে লেখা।

০৭. ‘নয়নচারা’ গল্পের লেখক কে?
উত্তর: ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা: “নয়নচারা” সৈয়দ ওয়ালীউল্লাহর লেখা একটি বিখ্যাত ছোটগল্প।

০৮. ‘তরঙ্গভঙ্গ’ নাটকটির রচয়িতা কে?
উত্তর: খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা: সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত “তরঙ্গভঙ্গ” একটি নাটক, যেখানে গ্রামীণ জীবনের গভীর বাস্তবতা ফুটে উঠেছে।

০৯. সৈয়দ ওয়ালীউল্লাহার ‘চাঁদের অমাবস্যা’
উত্তর: গ. নিরীক্ষাধর্মী উপন্যাস
ব্যাখ্যা: “চাঁদের অমাবস্যা” একটি নিরীক্ষাধর্মী উপন্যাস, যেখানে আধ্যাত্মিকতা এবং সামাজিক বাস্তবতার সমন্বয় দেখা যায়।

১০. কোনটি সৈয়দ ওয়ালীউল্লাহর উপন্যাস?
উত্তর: গ. লালসালু
ব্যাখ্যা: “লালসালু” সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস, যা গ্রামীণ ধর্মীয় কুসংস্কার নিয়ে লেখা।

১১. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ হচ্ছে-
উত্তর: গ. পদ্মরাগ
ব্যাখ্যা: “পদ্মরাগ” বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটি বিখ্যাত উপন্যাস, যা সমাজের নারীদের সমস্যা ও অবস্থা নিয়ে লেখা।

১২. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘মতিচূর’ কোন ধরনের রচনা?
উত্তর: ক. প্রবন্ধ
ব্যাখ্যা: “মতিচূর” বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত প্রবন্ধ সংকলন, যেখানে নারী শিক্ষা, অধিকার, ও সামাজিক সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।

১৩. বেগম রোকেয়ার রচনা কোনটি?
উত্তর: ঘ. অবরোধবাসিনী
ব্যাখ্যা: “অবরোধবাসিনী” বেগম রোকেয়া রচিত একটি গ্রন্থ, যেখানে অবরোধে থাকা নারীদের জীবন ও তাদের কষ্টের কাহিনী তুলে ধরা হয়েছে।

১৪. বাংলাদেশে নারী শিক্ষার প্রসারে অগ্রদূতের ভূমিকা পালন করেছেন কে?
উত্তর: খ. বেগম রোকেয়া
ব্যাখ্যা: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারী শিক্ষার ক্ষেত্রে অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত। তিনি নারী শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন।

১৫. বেগম রোকেয়া সাখাওয়াত রচিত উপন্যাস কোনটি?
উত্তর: ঘ. সুলতানার স্বপ্ন
ব্যাখ্যা: “সুলতানার স্বপ্ন” বেগম রোকেয়া রচিত একটি ইউটোপিয়ান উপন্যাস, যেখানে নারীদের প্রভাবশালী ভূমিকা তুলে ধরা হয়েছে।

১৬. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা কে?
উত্তর: ঘ. বেগম রোকেয়া
ব্যাখ্যা: “পদ্মরাগ” বেগম রোকেয়ার রচিত একটি উপন্যাস, যেখানে নারীদের অবস্থা ও তাদের সংগ্রাম তুলে ধরা হয়েছে।

১৭. বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি?
উত্তর: ঘ. পদ্মরাগ
ব্যাখ্যা: “পদ্মরাগ” বেগম রোকেয়ার একটি উল্লেখযোগ্য গ্রন্থ, যেখানে সমাজের নারীদের সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে।

১৮. বেগম রোকেয়ার রচনাকর্ম কোনটি?
উত্তর: ক. মতিচূর
ব্যাখ্যা: “মতিচূর” বেগম রোকেয়ার একটি বিখ্যাত প্রবন্ধ সংকলন, যেখানে নারী অধিকার ও শিক্ষার প্রসারে আলোচনা করা হয়েছে।

১৯. রোকেয়া সাখাওয়াত হোসেনের ‘সুলতানার স্বপ্ন’-
উত্তর: খ. উপন্যাস
ব্যাখ্যা: “সুলতানার স্বপ্ন” বেগম রোকেয়া রচিত একটি ইউটোপিয়ান উপন্যাস, যেখানে নারীদের ক্ষমতায়ন ও নেতৃত্বের কল্পচিত্র তুলে ধরা হয়েছে।

২০. বেগম রোকেয়ার কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা?
উত্তর: খ. সুলতানার স্বপ্ন
ব্যাখ্যা: “সুলতানার স্বপ্ন” ইংরেজিতে রচিত একটি কল্পনাশ্রিত উপন্যাস, যেখানে নারীদের প্রভাবশালী ভূমিকা ও শক্তির কাহিনী তুলে ধরা হয়েছে।

 

 

 

 


Sharing Is Caring:          

Leave a Comment