bangla model test-35

শামসুর রহমান (১৯২৯-২০০৬), কায়কোবাদ (১৮৫৭-১৯৫১)

০১. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? [৪৫তম বিসিএস]
ক. সৈয়দ শামসুল হক
খ. শামসুর রাহমান 👈
গ. হাসান হাফিজুর রহমান
ঘ. আহসান হাবীব

০২. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’-কার কবিতা?[৩৪তম বিসিএস]
ক. শওকত ওসমান
খ. সিকান্দার আবু জাফর
গ. সুফিয়া কামাল
ঘ. শামসুর রাহমান 👈

০৩. কোনটি শামসুর রহমানের রচনা?[২০তম বিসিএস]
ক. নিরন্তর ঘণ্টাধ্বনি
খ. নির্জন স্বাক্ষর
গ. নিরালোকে দিব্যরথ 👈
ঘ. নির্বাণ

০৪. ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ গ্রন্থটির রচয়িতা কে? [সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপ- সহকারী প্রকৌশলী ২০১৯]
ক. সুফিয়া কামাল
খ. নির্মলেন্দু গুণ
গ. শামসুর রাহমান 👈
ঘ. সৈয়দ শামসুল হক

০৫. কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে? [সরকারি মাধ্যমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ২০১৯]
ক. পাড়াতলা
খ. পাহাড়পুর
গ. পাড়াতলী 👈
ঘ. চরপাড়া

০৬. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ২০১৮]
ক. অলীক স্বপ্ন
খ. চৈত্রমাসের দিনগুলো
গ. অবসাদ
ঘ. প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে 👈

০৭. ‘বন্দী শিবির থেকে’ কাব্যটি কার লেখা?[তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. শামসুর রাহমান 👈
খ. নির্মলেন্দু গুণ
গ. সৈয়দ শামসুল হক
ঘ. জীবনানন্দ দাশ

০৮. বাংলাদেশের সাহিত্যে ‘ শামসুর রাহমান’ এর পরিচয় কী? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ২০১৭]
ক. কবি 👈
খ. সাহিত্যিক
গ. উপন্যাস রচয়িতা
ঘ. প্রবন্ধ রচয়িতা

০৯. কোন কাব্যটি শামসুর রাহমানের রচনা নয়? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. রৌদ্র করোটিতে
খ. বন্দী শিবির থেকে
গ. বিধ্বস্ত নীলিমা
ঘ. সোনালী কাবিন 👈

১০. শামসুর রাহমান এর প্রথম কাব্যগ্রন্থ- [বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ২০১৬]
ক. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে 👈
খ. নিজ বাসভূমে
গ. সোনালী কাবিন
ঘ. লোক-লোকান্তর

১১. ‘নিরালোকে দিব্যরথ’ কাব্যগ্রন্থটি কার লেখা? [বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী ২০১৬]
ক. সিকান্দার আবু জাফর
খ. আল মাহমুদ
গ. শামসুর রাহমান 👈
ঘ. সৈয়দ শামসুল হক

১২. শামসুর রাহমানের রচনা নয় কোনটি? [জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী- ২০১৫]
ক. এলাটিং বেলাটিং
খ. নিজ বাসভূমে
গ. রোৗদ্র করোটিতে
ঘ. পারাপার সৈয়দ শামসুল হক 👈

১৩. ‘দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা? [মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধি:সহকারী পরিচালক ২০১৩]
ক. সানাউল হক
খ. শামসুর রাহমান 👈
গ. আহসান হাবিব
ঘ. সৈয়দ শামসুল হক

১৪. কোনটি শামসুর রাহমানের রচনা? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১২]
ক. হরফের ছড়া
খ. গোলাপ ফুটে খুকির হাতে 👈
গ. মহাদেব সাহা
ঘ. জয়ের পথে

১৫. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল- [৩৭তম বিসিএস]
ক. পলাশীর যুদ্ধ
খ. তৃতীয় পানিপথের যুদ্ধ 👈
গ. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ঘ. ছিয়াত্তরের মন্বন্তর

১৬. কোনটি কাব্যগ্রন্থ? (স্থাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত);১৭)
ক. মাহশ্মশান 👈
খ. নীল দর্পন
গ. দুর্গেশ নন্দিনী
ঘ. সারদামঙ্গল

১৭. কায়কোবাদের মূল নাম কী? (জুনিয়র অডিটর পদে পরীক্ষা:’১৪)
ক. মীর্জা কায়কোবাদ
খ. কাজেম আল কোরেশী 👈
গ. শাহ কাজে বিন হাই
ঘ. কায়কোবাদ বিন হাই

১৮. ‘কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? (কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর উপপরিচালক:’০৭)
ক. চম্পাবতী
খ. গঙ্গামণি
গ. লাজুকলতা
ঘ. বিরহ বিলাপ 👈

১৯. বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম মুসলিম মহাকবি কে? (দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক:’০৪)
ক. শাহ মুহম্মদ সগীর
খ. মীর মুশাররফ হোসেন
গ. আলাওল
ঘ. কায়কোবাদ 👈

২০. ‘আযান’ কবিতাটি কার রচনা? (মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পরীক্ষা:’০২)
ক. আকরাম খাঁ
খ. কায়কোবাদ 👈
গ. ফররুখ আহমদ
ঘ. হামিদ আলী

ব্যাখ্যা:

০১. ‘বুক তার বাংলাদেশের হৃদয়’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: খ. শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমান বাংলাদেশের আধুনিক কবিতার অন্যতম পুরোধা। “বুক তার বাংলাদেশের হৃদয়” তার লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা দেশের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ।

০২. ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ – কার কবিতা?
উত্তর: ঘ. শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমানের এই কবিতা মুক্তিযুদ্ধের সময় রচিত। এটি স্বাধীনতা ও মুক্তির আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে লেখা।

০৩. কোনটি শামসুর রহমানের রচনা?
উত্তর: গ. নিরালোকে দিব্যরথ
ব্যাখ্যা: “নিরালোকে দিব্যরথ” শামসুর রাহমানের রচিত একটি কাব্যগ্রন্থ। এতে মানবজীবন ও সমাজের নানা দিক ফুটে উঠেছে।

০৪. ‘বাংলাদেশ স্বপ্ন দেখে’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: গ. শামসুর রাহমান
ব্যাখ্যা: শামসুর রাহমানের “বাংলাদেশ স্বপ্ন দেখে” কাব্যগ্রন্থটি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রচিত।

০৫. কবি শামসুর রাহমানের পৈতৃক নিবাস কোন গ্রামে?
উত্তর: গ. পাড়াতলী
ব্যাখ্যা: শামসুর রাহমানের পৈতৃক নিবাস নারায়ণগঞ্জ জেলার রায়পুরা উপজেলার পাড়াতলী গ্রামে।

০৬. কবি শামসুর রাহমানের কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ঘ. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
ব্যাখ্যা: “প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে” শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ, যা তাকে বাংলা কবিতায় এক নতুন ধারার প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত করেছে।

০৭. ‘বন্দী শিবির থেকে’ কাব্যটি কার লেখা?
উত্তর: ক. শামসুর রাহমান
ব্যাখ্যা: “বন্দী শিবির থেকে” শামসুর রাহমানের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি মুক্তিযুদ্ধকালীন সময়ের চিত্র ফুটিয়ে তুলেছে।

০৮. বাংলাদেশের সাহিত্যে ‘শামসুর রাহমান’ এর পরিচয় কী?
উত্তর: ক. কবি
ব্যাখ্যা: শামসুর রাহমান প্রধানত একজন কবি। তিনি বাংলাদেশের আধুনিক কবিতায় অনন্য অবদান রেখেছেন।

০৯. কোন কাব্যটি শামসুর রাহমানের রচনা নয়?
উত্তর: ঘ. সোনালী কাবিন
ব্যাখ্যা: “সোনালী কাবিন” আল মাহমুদের রচনা। এটি শামসুর রাহমানের রচনা নয়।

১০. শামসুর রাহমান এর প্রথম কাব্যগ্রন্থ-
উত্তর: ক. প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
ব্যাখ্যা: শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ “প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে” প্রকাশিত হয় ১৯৫৯ সালে।

১১. ‘নিরালোকে দিব্যরথ’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর: গ. শামসুর রাহমান
ব্যাখ্যা: “নিরালোকে দিব্যরথ” শামসুর রাহমানের লেখা একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।

১২. শামসুর রাহমানের রচনা নয় কোনটি?
উত্তর: ঘ. পারাপার (সৈয়দ শামসুল হক)
ব্যাখ্যা: “পারাপার” সৈয়দ শামসুল হকের রচনা, এটি শামসুর রাহমানের রচনা নয়।

১৩. ‘দুঃসময়ের মুখোমুখি’ কার লেখা?
উত্তর: খ. শামসুর রাহমান
ব্যাখ্যা: “দুঃসময়ের মুখোমুখি” শামসুর রাহমানের রচিত একটি কবিতা সংকলন।

১৪. কোনটি শামসুর রাহমানের রচনা?
উত্তর: খ. গোলাপ ফুটে খুকির হাতে
ব্যাখ্যা: “গোলাপ ফুটে খুকির হাতে” শামসুর রাহমানের রচনা। এটি শিশুদের জন্য লেখা।

১৫. কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
উত্তর: খ. তৃতীয় পানিপথের যুদ্ধ
ব্যাখ্যা: “মহাশ্মশান” কায়কোবাদ রচিত একটি মহাকাব্য, যার পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ।

১৬. কোনটি কাব্যগ্রন্থ?
উত্তর: ক. মহাশ্মশান
ব্যাখ্যা: “মহাশ্মশান” কায়কোবাদের একটি মহাকাব্য, যা বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থান দখল করে আছে।

১৭. কায়কোবাদের মূল নাম কী?
উত্তর: খ. কাজেম আল কোরেশী
ব্যাখ্যা: কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরেশী। তিনি মহাকাব্য রচনার জন্য খ্যাত।

১৮. কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
উত্তর: ঘ. বিরহ বিলাপ
ব্যাখ্যা: “বিরহ বিলাপ” কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ।

১৯. বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রথম মুসলিম মহাকবি কে?
উত্তর: ঘ. কায়কোবাদ
ব্যাখ্যা: কায়কোবাদ আধুনিক যুগের প্রথম মুসলিম মহাকবি হিসেবে পরিচিত। তিনি মহাকাব্য “মহাশ্মশান” রচনা করেন।

২০. ‘আযান’ কবিতাটি কার রচনা?
উত্তর: খ. কায়কোবাদ
ব্যাখ্যা: “আযান” কায়কোবাদের একটি উল্লেখযোগ্য কবিতা, যেখানে ইসলামের গুরুত্বপূর্ণ ধর্মীয় চেতনা ফুটে উঠেছে।


Sharing Is Caring:          

Leave a Comment