ফররুখ আহমদ (১৯১৮-১৯৭৪), জহির রায়হান (১৯৩৫-১৯৭২), সুকান্ত ভট্টাচার্য (১৯২৬-১৯৪৭)
০১. ফররুখ আহমদ এর শ্রেষ্ঠ কাব্যন্থের নাম কী? [২৯তম বিসিএস]
ক. সাত সাগরের মাজি 👈
খ. পাখির বাসা
গ. হাতেম তাই
ঘ. নৌফল ও হাতেম
০২. ‘সাত সাগরের মাঝি’ কার লেখা প্রথম কাব্যগ্রন্থ? [২৮তম, ২২তম বিসিএস]
ক. সৈয়দ আলী আহসান
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন
ঘ. ফররুখ আহমদ 👈
০৩. ‘সিরাজাম মুনীর’ কাব্যের রচয়িতা নামÑ [১৭তম বিসিএস; সমাজসেবা অফিসার ০৬]
ক. তালিম হোসেন
খ. ফররুখ আহমদ 👈
গ. গোলাম মোস্তফা
ঘ. আবুল হোসেন
০৪. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? [১৩তম বিসিএস]
ক. জিঞ্জির-কাজী নজরুল ইসলাম
খ. সাত সাগরের মাঝি-ফররুখ আহমদ 👈
গ. দিলরুবা-আবদুল কাদির
ঘ. নূরনামা-আবদুল হাকিম
০৫. ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি? [১২শ বিজেএস সহকারী জজ/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৮]
ক. মা যে জননী কান্দে
খ. সদ্বীপের চর
গ. অদৃশ্যবাদীদের রান্নাবান্না
ঘ. মুহূর্তের কবিতা 👈
০৬. কোন কবিকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বলা হয়? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ১৮]
ক. ফররুখ আহমদ 👈
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
০৭. ‘পাঞ্জেরী’ কবিতাটি কোন ছন্দে রচিত? [সার্কেল অ্যাডজুটেন্ট উপজেলা আনসার ও ভিডিপি অফিসার অ্যাসিসটেন্ট অ্যাডজুটেন্ট ১৫]
ক. অক্ষরবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. মাত্রাবৃত্ত 👈
ঘ. মুক্তক
০৮. সাহিত্য বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পানÑ [সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষা ৯২]
ক. ১৯৮০ সালে 👈
খ. ১৯৮১ সালে
গ. ১৯৭৬ সালে
ঘ. ১৯৮৩ সালে
০৯. ‘পাঞ্জেরী’ কবিতাটি কে লিখেছেন? [সোনালী ব্যাংক অফিসার/অফিসার (ক্যাশ) ১৪]
ক. নজরুল ইসলাম
খ. ফররুখ আহমদ 👈
গ. রফিক আজা
ঘ. আল মাহমুদ
১০. ‘হাজর বছর ধরে’- উপন্যাসখানা কার রচনা? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭]
ক. আব্দুল্লাহ আল মুতী
খ. জহির রায়হান 👈
গ. আমজাদ হোসেন
ঘ. মুনীর চৌধুরী
১১. নিচের কোনটি জহির রায়হানের রচনা? [বাংলাদেশ জুট মিল কর্পোরেশন অফিসার ২০১৭]
ক. সংশপ্তক
খ. বিধ্বস্ত নীলিমা
গ. খোয়াবনামা
ঘ. আরেক ফাল্গুন 👈
১২. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা হলেন- [ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক কর্মকর্তা ২০১৭]
ক. ড. মুনীর চৌধুরী
খ. জহির রায়হান 👈
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
১৩. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-[প্রাক-প্রা. সহ. শিক্ষক ২০১৪]
ক. ৭১-এর মুক্তিযুদ্ধ
খ. ব্রিটিশবিরোধী আন্দোলন
গ. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন 👈
ঘ. কোনোটিই নয়
১৪. কোনটি জহির রায়হানের রচনা?[স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ২০১৩]
ক. বরফ গলা নদী 👈
খ. ক্রীতদাসের হাসি
গ. খোয়াবনামা
ঘ. সারেং বৌ
১৫. ‘জীবন থেকে নেয়া’ ছবিটির পরিচালক কে? [বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ২০১২]
ক. সত্যজিৎ রায়
খ. জহির রায়হান 👈
গ. চাষী নজরুল ইসলাম
ঘ. তানভীর মোকাম্মেল
১৬. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? [৩৩তম বিসিএস]
ক. হরতাল 👈
খ. পালাবদল
গ. উত্তীর্ণ পঞ্চাশে
ঘ. অন্বিষ্ট স্বদেশ
১৭. ‘ছাড়পত্র’ কার রচিত গ্রন্থ? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার ২০১৩]
ক. বুদ্ধদেব বসু
খ. অমিয় চক্রবর্তী
গ. সুকান্ত ভট্টচার্য 👈
ঘ. বিষ্ণু দে
১৮. সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কী? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার ২০১৩]
ক. মানবপ্রেম
খ. দেশপ্রেম
গ. অন্যায়ের প্রতিবাদ
ঘ. অনাচার ও বৈষম্যের প্রতিবাদ 👈
১৯. কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০০৫]
ক. ১৯২৩
খ. ১৯৩২
গ. ১৯৪৭ 👈
ঘ. ১৯৫৪
২০. সুকান্ত ভট্টাচার্য কী লিখতেন?
ক. কবিতা 👈
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. ভ্রমণকাহিনী
ব্যাখ্যা:
০১. ফররুখ আহমদ এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী? [২৯তম বিসিএস]
উত্তর: ক. সাত সাগরের মাজি
ব্যাখ্যা: ফররুখ আহমদ একজন বিখ্যাত কবি, যিনি ইসলামী ভাবধারার কবিতা রচনায় খ্যাতি অর্জন করেন। তাঁর কাব্যগ্রন্থ “সাত সাগরের মাজি” তাঁর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে পরিচিত।
০২. ‘সাত সাগরের মাঝি’ কার লেখা প্রথম কাব্যগ্রন্থ? [২৮তম, ২২তম বিসিএস]
উত্তর: ঘ. ফররুখ আহমদ
ব্যাখ্যা: “সাত সাগরের মাঝি” ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।
০৩. ‘সিরাজাম মুনীর’ কাব্যের রচয়িতা নামÑ [১৭তম বিসিএস; সমাজসেবা অফিসার ০৬]
উত্তর: খ. ফররুখ আহমদ
ব্যাখ্যা: “সিরাজাম মুনীর” ফররুখ আহমদের আরেকটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ। এই গ্রন্থেও ইসলামী ভাবধারা প্রতিফলিত হয়েছে।
০৪. ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? [১৩তম বিসিএস]
উত্তর: খ. সাত সাগরের মাঝি
ব্যাখ্যা: “সাত সাগরের মাঝি” কাব্যে ইসলামের ইতিহাস ও ঐতিহ্য গভীরভাবে প্রতিফলিত হয়েছে। ইসলামী রেনেসাঁর কবি হিসেবে ফররুখ আহমদের পরিচিতির পেছনে এই কাব্যের অবদান অনস্বীকার্য।
০৫. ফররুখ আহমদের কাব্যগ্রন্থ কোনটি? [১২শ বিজেএস সহকারী জজ/ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১৮]
উত্তর: ঘ. মুহূর্তের কবিতা
ব্যাখ্যা: “মুহূর্তের কবিতা” ফররুখ আহমদের একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি বিভিন্ন সময় ছোট ছোট কবিতার সংকলন প্রকাশ করেন যা পাঠকদের মাঝে জনপ্রিয়তা পায়।
০৬. কোন কবিকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বলা হয়? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ১৮]
উত্তর: ক. ফররুখ আহমদ
ব্যাখ্যা: ইসলামী আদর্শ ও মূল্যবোধের উপর ভিত্তি করে কবিতা রচনা করায় ফররুখ আহমদকে ‘মুসলিম রেনেসাঁর কবি’ বলা হয়।
০৭. ‘পাঞ্জেরী’ কবিতাটি কোন ছন্দে রচিত? [সার্কেল অ্যাডজুটেন্ট উপজেলা আনসার ও ভিডিপি অফিসার অ্যাসিসটেন্ট অ্যাডজুটেন্ট ১৫]
উত্তর: গ. মাত্রাবৃত্ত
ব্যাখ্যা: “পাঞ্জেরী” কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যা বাংলা কবিতার একটি প্রচলিত ছন্দ।
০৮. সাহিত্য বিশেষ অবদানের জন্য ফররুখ আহমদ স্বাধীনতা দিবস পুরস্কার পানÑ [সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরীক্ষা ৯২]
উত্তর: ক. ১৯৮০ সালে
ব্যাখ্যা: ফররুখ আহমদ সাহিত্যে অসাধারণ অবদানের জন্য ১৯৮০ সালে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন।
০৯. ‘পাঞ্জেরী’ কবিতাটি কে লিখেছেন? [সোনালী ব্যাংক অফিসার/অফিসার (ক্যাশ) ১৪]
উত্তর: খ. ফররুখ আহমদ
ব্যাখ্যা: “পাঞ্জেরী” ফররুখ আহমদের লেখা একটি বিখ্যাত কবিতা।
১০. ‘হাজার বছর ধরে’- উপন্যাসখানা কার রচনা? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭]
উত্তর: খ. জহির রায়হান
ব্যাখ্যা: “হাজার বছর ধরে” জহির রায়হানের একটি বিখ্যাত উপন্যাস, যেখানে গ্রামীণ বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছে।
১১. নিচের কোনটি জহির রায়হানের রচনা? [বাংলাদেশ জুট মিল কর্পোরেশন অফিসার ২০১৭]
উত্তর: ঘ. আরেক ফাল্গুন
ব্যাখ্যা: “আরেক ফাল্গুন” জহির রায়হানের লেখা একটি উপন্যাস, যা একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের পটভূমিতে রচিত।
১২. ‘আরেক ফাল্গুন’ উপন্যাসের রচয়িতা হলেন- [ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সহকারী পরিচালক কর্মকর্তা ২০১৭]
উত্তর: খ. জহির রায়হান
ব্যাখ্যা: জহির রায়হানের উপন্যাস “আরেক ফাল্গুন” ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা একটি বিশেষ উপন্যাস।
১৩. জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটির পটভূমিকা হলো-[প্রাক-প্রা. সহ. শিক্ষক ২০১৪]
উত্তর: গ. একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন
ব্যাখ্যা: “আরেক ফাল্গুন” উপন্যাসটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে লেখা হয়েছে।
১৪. কোনটি জহির রায়হানের রচনা?[স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ২০১৩]
উত্তর: ক. বরফ গলা নদী
ব্যাখ্যা: “বরফ গলা নদী” জহির রায়হানের লেখা একটি উল্লেখযোগ্য রচনা।
১৫. ‘জীবন থেকে নেয়া’ ছবিটির পরিচালক কে? [বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপ-সহকারী ২০১২]
উত্তর: খ. জহির রায়হান
ব্যাখ্যা: “জীবন থেকে নেয়া” বাংলাদেশের চলচ্চিত্র জগতে একটি জনপ্রিয় ছবি, যা পরিচালনা করেন জহির রায়হান।
১৬. কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? [৩৩তম বিসিএস]
উত্তর: ক. হরতাল
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য তাঁর গ্রন্থ “হরতাল”-এর মাধ্যমে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের কথা বলেছেন।
১৭. ‘ছাড়পত্র’ কার রচিত গ্রন্থ? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার ২০১৩]
উত্তর: গ. সুকান্ত ভট্টচার্য
ব্যাখ্যা: “ছাড়পত্র” সুকান্ত ভট্টাচার্যের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ।
১৮. সুকান্ত ভট্টাচার্যের কবিতার প্রধান বিষয় কী? [গণযোগাযোগ অধিদপ্তরের সহকারী তথ্য অফিসার ২০১৩]
উত্তর: ঘ. অনাচার ও বৈষম্যের প্রতিবাদ
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্যের কবিতায় অনাচার ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার বক্তব্য ফুটে ওঠে।
১৯. কবি সুকান্ত কোন সালে মৃত্যুবরণ করেন? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০০৫]
উত্তর: গ. ১৯৪৭
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালে মৃত্যুবরণ করেন।
২০. সুকান্ত ভট্টাচার্য কী লিখতেন?
উত্তর: ক. কবিতা
ব্যাখ্যা: সুকান্ত ভট্টাচার্য মূলত কবিতা লিখতেন, যা বাংলা সাহিত্যে বিপ্লবী কবিতা হিসেবে চিহ্নিত।