জসীমউদ্দীন (১৯০৩-১৯৭৬)
১. জসীমউদ্দীনের রচনা কোনটি? [৪০তম বিসিএস]
ক. যাদের দেখেছি 👈
খ. পথে প্রবাসে
গ. কাল নিরবধি
ঘ. ভবিষ্যতের বাঙালী
২. কোনটি জসীমউদ্দীনের রচনা? [৩৮তম বিসিএস]
ক. গাজী মিয়াঁর বস্তানী
খ. হাঁসুলী বাঁকের উপকথা
গ. ভাওয়াল গড়ের উপাখ্যান
ঘ. ঠাকুরবাড়ির আঙিনা 👈
৩. কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? [৩৪তম বিসিএস]
ক. চৈতালী
খ. রাখালী 👈
গ. ফনিমনসা
ঘ. আলো পৃথিবী
৪. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? [৩১তম বিসিএস]
ক. জসীমউদ্দীন 👈
খ. ফররুক আহমদ
গ. আবুল হাসান
ঘ. শহীদ কাদরী
৫. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? [২৫তম বিসিএস; বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ২০০৬]
ক. তত্ত¡বোধিনী পত্রিকা
খ. ধূমকেতু
গ. কল্লোল 👈
ঘ. কালি ও কলম
৬. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [২৪তম বিসিএস]
ক. রাখালী 👈
খ. সোজন বাদিয়ার ঘাট
গ. নক্শী কাঁথার মাঠ
ঘ. বালুচর
৭. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? [১৪তম বিসিএস; শ্রম অধিদপ্তরের শ্রম অফিসার ১৯৯৪]
ক. ১৯০৩-১৯৭৬ 👈
খ. ১৮৮৯-১৯৬৬
গ. ১৮৯৯-১৯৭৯
ঘ. ১৯১০-১৯৮৭
৮. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? [পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী ২০২০]
ক. নকশী কাঁথার মাঠ 👈
খ. সোজনবাদিয়ার ঘাট
গ. সকিনা
ঘ. রাখালী
৯. জসীমউদ্দীনের কাব্য কোনটি? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম পরিদর্শক ২০১৯]
ক. মা যে জননী কান্দে 👈
খ. ময়নামতির চর
গ. সোনালী কাবিন
ঘ. রাত্রি শেষ
১০. জসীমউদ্দীনের স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে- [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী ২০১৯]
ক. সোজন বাদিয়ার ঘাট
খ. ঠাকুর বাড়ির আঙিনায় 👈
গ. রঙিলা নায়ের মাঝি
ঘ. এক পয়সার আলতা
১১. কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ২০১৯]
ক. মাদারীপুর
খ. ফরিদপুর 👈
গ. ঢাকা
ঘ. শরীয়তপুর
১২. কোনটি জসীমউদ্দীনের নাটক? [গনপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১৮]
ক. রাখালী
খ. মাটির কান্না
গ. বেদের মেয়ে 👈
ঘ. বোবা কাহিনী
১৩. জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সহকারী প্রশাসনিক কর্মকর্তা ২০১৭]
ক. রাখালী 👈
খ. সোজন বাদিয়ার ঘাট
গ. বালুচর
ঘ. ধানক্ষেত
১৪. কবি জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনিমূলক গ্রন্থ কোনটি? [পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭]
ক. ইস্তাম্বুল যাত্রীর পথ
খ. চলে মুসাফির 👈
গ. বিলেতে সাতশ দিন
ঘ. আমার তুরস্ক
১৫. বিখ্যাত ‘কবর’ কবিতার রচয়িতা কে? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭]
ক. কবি জসীমউদ্দীনের 👈
খ. কবি কাজী নজরুল ইসলাম
গ. মুনীর চৌধুরী
ঘ. শামসুর রাহমান
১৬. ‘রাখালী’ কাব্যের রচয়িতা কে? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. রঙ্গলাল সেন
খ. জসীমউদ্দীনের 👈
গ. আল মাহমুদ
ঘ. গোবিন্দ দাস
১৭. নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? [পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্টগ্রাম)-এর কার্যালয়ের পোস্টাল অপারেটর ২০১৬]
ক. পদ্মার পলিদ্বীপ 👈
খ. রাখালী
গ. ধানখেত
ঘ. নক্সী কাঁথার মাঠ
১৮. ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? [সহকারী রাজস্ব কর্মকর্তা (মুক্তিযোদ্ধা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী) ২০১৫]
ক. কাজী নজরুল ইসলাম
খ. জসীমউদ্দীনের 👈
গ. শামসুর রাহমান
ঘ. নির্মলেন্দু গুণ
১৯. কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? [সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫]
ক. মাটির কান্না
খ. মাটির মায়া 👈
গ. হাসু
ঘ. এক পয়সার বাঁশি
২০. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনি কাব্য কোনটি? নকশী কাঁথার মাঠ[প্রাক. প্রা. সহ. শিক্ষক ২০১৪ (আলফা); মাধ্যমিক সহকারী প্রধান শিক্ষক ২০০৩]
ক সোজন বাদিয়ার ঘাট
খ. নকশী কাঁথার মাঠ 👈
গ. সকিনা
ঘ. রাখালী
ব্যাখ্যা:
১. জসীমউদ্দীনের রচনা কোনটি? [৪০তম বিসিএস]
উত্তর: খ. পথে প্রবাসে
ব্যাখ্যা: “পথে প্রবাসে” কবি জসীমউদ্দীনের ভ্রমণমূলক গ্রন্থ।
২. কোনটি জসীমউদ্দীনের রচনা? [৩৮তম বিসিএস]
উত্তর: ক. গাজী মিয়াঁর বস্তানী
ব্যাখ্যা: “গাজী মিয়াঁর বস্তানী” কবি জসীমউদ্দীনের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
৩. কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? [৩৪তম বিসিএস]
উত্তর: খ. রাখালী
ব্যাখ্যা: “রাখালী” জসীমউদ্দীনের একটি কাব্যগ্রন্থ, যা গ্রামবাংলার জীবন ও প্রকৃতির চিত্র তুলে ধরে।
৪. তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন কোন কবি? [৩১তম বিসিএস]
উত্তর: ক. জসীমউদ্দীন
ব্যাখ্যা: কবি জসীমউদ্দীন ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন।
৫. জসীমউদ্দীনের ‘কবর’ কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? [২৫তম বিসিএস]
উত্তর: গ. কল্লোল
ব্যাখ্যা: জসীমউদ্দীনের বিখ্যাত কবিতা “কবর” প্রথমবারের মতো প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
৬. জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [২৪তম বিসিএস]
উত্তর: ক. রাখালী
ব্যাখ্যা: “রাখালী” জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
৭. কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি? [১৪তম বিসিএস]
উত্তর: ক. ১৯০৩-১৯৭৬
ব্যাখ্যা: জসীমউদ্দীনের জন্ম ১৯০৩ সালে এবং মৃত্যু ১৯৭৬ সালে।
৮. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? [২০২০]
উত্তর: ক. নকশী কাঁথার মাঠ
ব্যাখ্যা: “নকশী কাঁথার মাঠ” জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য হিসেবে বিবেচিত হয়।
৯. জসীমউদ্দীনের কাব্য কোনটি? [২০১৯]
উত্তর: ক. মা যে জননী কান্দে
ব্যাখ্যা: “মা যে জননী কান্দে” জসীমউদ্দীনের একটি বিখ্যাত কাব্য।
১০. জসীমউদ্দীনের স্মৃতিকথামূলক গ্রন্থ হচ্ছে- [২০১৯]
উত্তর: খ. ঠাকুর বাড়ির আঙিনায়
ব্যাখ্যা: “ঠাকুর বাড়ির আঙিনায়” কবি জসীমউদ্দীনের একটি স্মৃতিকথামূলক গ্রন্থ।
১১. কবি জসীমউদ্দীন কোন জেলায় জন্মগ্রহণ করেন? [২০১৯]
উত্তর: খ. ফরিদপুর
ব্যাখ্যা: কবি জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলায়।
১২. কোনটি জসীমউদ্দীনের নাটক? [২০১৮]
উত্তর: গ. বেদের মেয়ে
ব্যাখ্যা: “বেদের মেয়ে” জসীমউদ্দীনের একটি নাটক।
১৩. জসীমউদ্দীনের কবর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? [২০১৭]
উত্তর: ক. রাখালী
ব্যাখ্যা: “কবর” কবিতাটি জসীমউদ্দীনের “রাখালী” কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
১৪. কবি জসীমউদ্দীনের ভ্রমণ কাহিনিমূলক গ্রন্থ কোনটি? [২০১৭]
উত্তর: খ. চলে মুসাফির
ব্যাখ্যা: “চলে মুসাফির” জসীমউদ্দীনের একটি ভ্রমণ কাহিনিমূলক গ্রন্থ।
১৫. বিখ্যাত ‘কবর’ কবিতার রচয়িতা কে? [২০১৭]
উত্তর: ক. কবি জসীমউদ্দীন
ব্যাখ্যা: বিখ্যাত কবিতা “কবর” এর রচয়িতা কবি জসীমউদ্দীন।
১৬. ‘রাখালী’ কাব্যের রচয়িতা কে? [২০১৭]
উত্তর: খ. জসীমউদ্দীন
ব্যাখ্যা: “রাখালী” কাব্যের রচয়িতা কবি জসীমউদ্দীন।
১৭. নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়? [২০১৬]
উত্তর: ক. পদ্মার পলিদ্বীপ
ব্যাখ্যা: “পদ্মার পলিদ্বীপ” জসীমউদ্দীনের রচনা নয়, এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস।
১৮. ছাত্র অবস্থায় রচিত কোন কবির কবিতা কলিকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল? [২০১৫]
উত্তর: খ. জসীমউদ্দীন
ব্যাখ্যা: ছাত্র অবস্থায় জসীমউদ্দীনের “কবর” কবিতাটি কলকাতার পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়েছিল।
১৯. কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়? [২০১৫]
উত্তর: খ. মাটির মায়া
ব্যাখ্যা: “মাটির মায়া” জসীমউদ্দীনের কাব্য নয়, এটি আবুল ফজলের রচনা।
২০. জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য কোনটি? [২০১৪]
উত্তর: খ. নকশী কাঁথার মাঠ
ব্যাখ্যা: “নকশী কাঁথার মাঠ” জসীমউদ্দীনের শ্রেষ্ঠ কাহিনী কাব্য।