কাজী নজরুল ইসলাম
০১. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? [২০তম বিসিএস]
ক. রাজবন্দীর জবানবন্দী
খ. ব্যথার দান 👈
গ. অগ্নিবীণা
ঘ. নবযুগ
০২. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? [২০তম বিসিএস]
ক. অগ্নিকোণ
খ. মরুশিখা
গ. মরুসূর্য
ঘ. রাঙাজবা 👈
০৩. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? [তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০]
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশি
গ. কঙ্কাবতী 👈
ঘ. চক্রবাক
০৪. ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি কার রচনা? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন নার্সিং ও মিডওয়াইফারি ২০২০]
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. আহসান হাবীব
গ. কাজী নজরুল ইসলাম 👈
ঘ. শামসুর রাহমান
০৫. কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়? [জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮]
ক. সুকান্ত ভট্টাচার্য
খ. সুভাষ মুখোপাধ্যায়
গ. হেলাল হাফিজ
ঘ. কাজী নজরুল ইসলাম 👈
০৬. ‘বাউণ্ডেলের আত্মকাহিনি’-এর রচয়িতা- [বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮]
ক. কাজী নজরুল ইসলাম 👈
খ. আবুল ফজল
গ. কাজী ইমদাদুল হক
ঘ. কায়কোবাদ
০৭. কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? [একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী ২০১৮]
ক. বিদ্রোহী
খ. মুক্তি 👈
গ. লিচু চোর
ঘ. রণসঙ্গীত
০৮. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১৮]
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ. রুদ্রমঙ্গল
ঘ. বালুচর 👈
০৯. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কে রচনা করেন? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিবিল) ২০১৭]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম 👈
ঘ. রামমোহন রায়
১০. ‘রাজবন্দীর জবানবন্দী’ লিখেছেন- [পরিসংখ্যা ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭]
ক. জীবনানন্দ দাশ
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. কাজী নজরুল ইসলাম 👈
১১. ‘অগ্নিবীণা’-কাব্য গ্রন্থটি লিখেছেন – [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭]
ক. জীবনানন্দ দাশ
খ. কাজী নজরুল ইসলাম 👈
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. শামসুর রাহমান
১২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. অগ্নিবীণা 👈
খ. বিষের বাঁশি
গ. দোলন চাঁপা
ঘ. সাম্যবাদী
১৩. কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্য কাকে উৎসর্গ করেন? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. চিত্তরঞ্জন দাশ
গ. সুভাষচন্দ্র বসু
ঘ. বারীন্দ্রকুমার ঘোষ 👈
১৪. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? [রেলপথ মন্ত্রণালয়ের উপ- সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. অগ্নিবীণা
খ. বিষের বাঁশি 👈
গ. ব্যথার দান
ঘ. ছায়ানট
১৫. কাজী নজরুল ইসলামের জন্মস্থান – [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর ২০১৭]
ক. কুমিল্লা
খ. ত্রিশাল
গ. বর্ধমান 👈
ঘ. চট্টগ্রাম
১৬. ‘পদ্মগোখরা’ গল্পটির রচয়িতা কে? [স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. কাজী নজরুল ইসলাম 👈
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন
গ. মীর মশাররফ হোসেন
ঘ. ইসমাইল হোসেন সিরাজী
১৭. কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা
হয়- [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর সহকারী পরিচালক ২০১৭]
ক. পদ্মশ্রী
খ. পদ্মভূষণ 👈
গ. পদ্মবিভূষণ
ঘ. কোনোটি নয়
১৮. ‘ফণি-মনসা’ কাব্যের রচয়িতা কে? [২৪তম বিসিএস (বাতিল)]
ক. কাজী নজরুল ইসলাম 👈
খ. আহসান হাবীব
গ. সিকানদার আবু জাফর
ঘ. হাসান হাফিজুর রহমান
১৯. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন? [২৪তম বিসিএস (বাতিল)]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম 👈
ঘ. জীবনানন্দ দাশ
২০. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? [২৩তম বিসিএস (বাতিল)]
ক. বাউণ্ডেলের আত্মকাহিনি 👈
খ. মুক্তি
গ. হেবা
ঘ. বিদ্রোহী
ব্যাখ্যা:
১. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি? [২০তম বিসিএস]
উত্তর: খ. ব্যথার দান
ব্যাখ্যা: “ব্যথার দান” কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ, যা একটি কাব্যগ্রন্থ।
২. কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? [২০তম বিসিএস]
উত্তর: ঘ. রাঙাজবা
ব্যাখ্যা: “রাঙাজবা” কাজী নজরুল ইসলামের একটি কাব্যগ্রন্থ।
৩. নিচের কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য নয়? [২০২০]
উত্তর: গ. কঙ্কাবতী
ব্যাখ্যা: “কঙ্কাবতী” নজরুলের রচনা নয়, এটি জগদীশ গুপ্তের লেখা।
৪. ‘রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ’ গানটি কার রচনা? [২০২০]
উত্তর: গ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ” একটি বিখ্যাত ইসলামিক গান, যা নজরুলের লেখা।
৫. কোন কবিকে ‘বিদ্রোহী কবি’ বলা হয়? [২০১৮]
উত্তর: ঘ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামকে ‘বিদ্রোহী কবি’ বলা হয় তাঁর বিখ্যাত কবিতা “বিদ্রোহী”র জন্য।
৬. ‘বাউণ্ডেলের আত্মকাহিনি’-এর রচয়িতা কে? [২০১৮]
উত্তর: ক. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “বাউণ্ডেলের আত্মকাহিনি” কাজী নজরুল ইসলামের একটি স্মৃতিকথা।
৭. কবি কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী? [২০১৮]
উত্তর: খ. মুক্তি
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতা “মুক্তি”।
৮. কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? [২০১৮]
উত্তর: ঘ. বালুচর
ব্যাখ্যা: “বালুচর” নজরুলের রচনা নয়, এটি জসীমউদ্দীনের লেখা।
৯. ‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসটি কে রচনা করেন? [২০১৭]
উত্তর: গ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “মৃত্যুক্ষুধা” কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত উপন্যাস।
১০. ‘রাজবন্দীর জবানবন্দী’ লিখেছেন কে? [২০১৭]
উত্তর: ঘ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “রাজবন্দীর জবানবন্দী” কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত প্রবন্ধ, যা কারাগারে বন্দী অবস্থায় লেখা।
১১. ‘অগ্নিবীণা’-কাব্য গ্রন্থটি লিখেছেন কে? [২০১৭]
উত্তর: খ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “অগ্নিবীণা” নজরুলের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যা বিদ্রোহী ও সাম্যবাদী চেতনার পরিচয় বহন করে।
১২. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি? [২০১৭]
উত্তর: ক. অগ্নিবীণা
ব্যাখ্যা: “অগ্নিবীণা” নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
১৩. কাজী নজরুল ইসলাম ‘অগ্নিবীণা’ কাব্য কাকে উৎসর্গ করেন? [২০১৭]
উত্তর: ঘ. বারীন্দ্রকুমার ঘোষ
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম তাঁর “অগ্নিবীণা” কাব্যগ্রন্থ বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
১৪. নজরুলের কোন রচনাটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে? [২০১৭]
উত্তর: খ. বিষের বাঁশি
ব্যাখ্যা: “বিষের বাঁশি” নজরুলের একটি কাব্যগ্রন্থ, যা ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
১৫. কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? [২০১৭]
উত্তর: গ. বর্ধমান
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৬. ‘পদ্মগোখরা’ গল্পটির রচয়িতা কে? [২০১৭]
উত্তর: ক. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “পদ্মগোখরা” কাজী নজরুল ইসলামের লেখা একটি গল্প।
১৭. কবি কাজী নজরুল ইসলামকে ভারতের নিম্নোক্ত জাতীয় পদক প্রদান করা হয়- [২০১৭]
উত্তর: খ. পদ্মভূষণ
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামকে ভারত সরকার “পদ্মভূষণ” সম্মাননায় ভূষিত করে।
১৮. ‘ফণি-মনসা’ কাব্যের রচয়িতা কে? [২৪তম বিসিএস]
উত্তর: ক. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “ফণি-মনসা” কাজী নজরুল ইসলামের একটি কাব্য।
১৯. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন? [২৪তম বিসিএস]
উত্তর: গ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “সঞ্চিতা” কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কাব্য সংকলন।
২০. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? [২৩তম বিসিএস]
উত্তর: ক. বাউণ্ডেলের আত্মকাহিনি
ব্যাখ্যা: “বাউণ্ডেলের আত্মকাহিনি” কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা।