bangla model test-31

কাজী নজরুল ইসলাম

০১. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? [৪৫তম বিসিএস]
ক. যুগ-বাণী
খ. রুদ্র-মঙ্গল 👈
গ. দুর্দিনের যাত্রী
ঘ. রাজবন্দির জবানবন্দি

০২. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? [৪৪তম বিসিএস]
ক. ব্যথার দান
খ. দোলনচাঁপা
গ. শিউলি মালা
ঘ. সোনার তরী 👈

০৩. নিচের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? [৪৪তম বিসিএস]
ক. সবুজপত্র
খ. শনিবারের চিঠি
গ. কল্লোল
ঘ. ধূমকেতু 👈

০৪. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? [৪৪তম বিসিএস]
ক. বিষের বাঁশী 👈
খ. অগ্নি-বীণা
গ. সিন্ধু-হিন্দোল
ঘ. চক্রবাক

০৫. ‘ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে’- কে এই দামাল ছেলে? [৪৩তম বিসিএস]
ক. কাজী নজরুল ইসলাম
খ. কামাল পাশা 👈
গ. চিত্তরঞ্জন দাস
ঘ. সুভাষ বসু

০৬. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? [৪১তম বিসিএস]
ক. বিষের বাঁশি
খ. যুগবাণী 👈
গ. ভাঙার গান
ঘ. প্রলয় শিখা

০৭. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? [৩৯ তম বিসিএস]
ক. উপন্যাস 👈
খ. নাটক
গ. কবিতা
ঘ. ভ্রমণকাহিনি

০৮.কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? [৩৮ তম বিসিএস]
ক. আগমনী
খ. কোরবানী
গ. প্রলয়োল্লাস 👈
ঘ. বিদ্রোহী

০৯. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কেন? [৩৭ তম বিসিএস]
ক. ব্রাক্ষ্মণ্যযুগে নব মুসলিম ছিলেন বলে
খ. ইসলামের গুণকীর্তন করেছিলেন বলে
গ. প্রাচীণ বাংলার বিদ্রোহী ছিলেন বলে
ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে 👈

১০. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? [৩৬তম বিসিএস]
ক. ছায়ানট
খ. চক্রবাক
গ. রুদ্রমঙ্গল
ঘ. বালুচর 👈

১১. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? [৩৬তম বিসিএস]
ক. রিক্তের বেদন
খ. সর্বহারা
গ. আলেয়া
ঘ. কুহেলিকা 👈

১২. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? [৩২তম বিসিএস]
ক. পদ্মরাগ
খ. পদ্মগোখরা 👈
গ. পদ্মাপুরাণ
ঘ. পদ্মাবতী

১৩. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [৩১তম; ১৯তম বিসিএস]
ক. দোলনচাঁপা
খ. বিষের বাঁশী
গ. সাম্যবাদী
ঘ. অগ্নিবীণা 👈

১৪. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? [২৮তম বিসিএস]
ক. মাহে নও
খ. সওগাত
গ. ধূমকেতু 👈
ঘ. কালিকলম

১৫. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? [২৬তম বিসিএস]
ক. সাম্যবাদী
খ. বিষের বাঁশী
গ. সিন্ধু হিন্দোল 👈
ঘ. নতুন চাঁদ

১৬. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? [২৬তম; ২৪তম বিসিএস]
ক. মৃত্যুক্ষুধা 👈
খ. আলেয়া
গ. ঝিলিমিলি
ঘ. মধুমালা

১৭. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? [২৬তম; ২৩তম বিসিএস (মুক্তিযোদ্ধা]
ক. বিদ্রোহী
খ. প্রলয়োল্লাস
গ. আনন্দময়ীর আগমনে 👈
ঘ. নারী

১৮. ‘ফণি-মনসা’ কাব্যের রচয়িতা কে? [২৪তম বিসিএস (বাতিল)]
ক. কাজী নজরুল ইসলাম 👈
খ. আহসান হাবীব
গ. সিকানদার আবু জাফর
ঘ. হাসান হাফিজুর রহমান

১৯. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন? [২৪তম বিসিএস (বাতিল)]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম 👈
ঘ. জীবনানন্দ দাশ

২০. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? [২৩তম বিসিএস (বাতিল)]
ক. বাউণ্ডেলের আত্মকাহিনি 👈
খ. মুক্তি
গ. হেবা
ঘ. বিদ্রোহী

ব্যাখ্যা:

০১. ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? [৪৫তম বিসিএস]
উত্তর: খ. রুদ্র-মঙ্গল
ব্যাখ্যা: “আমার পথ” কাজী নজরুল ইসলামের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ, যা তাঁর গ্রন্থ “রুদ্র-মঙ্গল” থেকে সংকলিত হয়েছে।

০২. কোনটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? [৪৪তম বিসিএস]
উত্তর: ঘ. সোনার তরী
ব্যাখ্যা: “সোনার তরী” রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, এটি কাজী নজরুল ইসলামের রচনা নয়।

০৩. নিচের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন? [৪৪তম বিসিএস]
উত্তর: ঘ. ধূমকেতু
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম সম্পাদিত “ধূমকেতু” পত্রিকার প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাণী পাঠিয়েছিলেন।

০৪. নিচের কোন কাব্য কাজী নজরুল ইসলামের উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক? [৪৪তম বিসিএস]
উত্তর: ক. বিষের বাঁশী
ব্যাখ্যা: “বিষের বাঁশী” নজরুলের একাধিক কাব্যে উদারনৈতিক ও বিদ্রোহী চেতনার প্রতিফলন ঘটে, যা তাঁর উদারনৈতিক ঐতিহ্য ভাবনার ধারক।

০৫. ‘ঐ ক্ষেপেছে পাগলী মায়ের দামাল ছেলে’- কে এই দামাল ছেলে? [৪৩তম বিসিএস]
উত্তর: খ. কামাল পাশা
ব্যাখ্যা: নজরুল তাঁর কবিতায় কামাল পাশাকে “দামাল ছেলে” হিসেবে উল্লেখ করেছেন, যিনি তুরস্কের জাতীয় বীর।

০৬. কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ বিভিন্ন সময়ে ব্রিটিশ উপনিবেশিক সরকার বাজেয়াপ্ত করে। কোন বইটি প্রথম বাজেয়াপ্ত হয়? [৪১তম বিসিএস]
উত্তর: খ. যুগবাণী
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের “যুগবাণী” গ্রন্থটি প্রথম বাজেয়াপ্ত করা হয় ব্রিটিশ উপনিবেশিক সরকারের দ্বারা।

০৭. ‘বাঁধনহারা’ কাজী নজরুল ইসলামের কোন ধরনের রচনা? [৩৯ তম বিসিএস]
উত্তর: ক. উপন্যাস
ব্যাখ্যা: “বাঁধনহারা” কাজী নজরুল ইসলামের লেখা একটি উপন্যাস।

০৮. কাজী নজরুল ইসলামের ‘অগ্নি-বীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? [৩৮ তম বিসিএস]
উত্তর: গ. প্রলয়োল্লাস
ব্যাখ্যা: “অগ্নি-বীণা” কাব্যের প্রথম কবিতা “প্রলয়োল্লাস”।

০৯. কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় ‘কালাপাহাড়’ কে স্মরণ করেছেন কেন? [৩৭ তম বিসিএস]
উত্তর: ঘ. প্রচলিত ধর্ম ও সংস্কার-বিদ্বেষী ছিলেন বলে
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম তাঁর কবিতায় কালাপাহাড়কে স্মরণ করেছেন, যিনি প্রচলিত ধর্ম ও সংস্কারের বিরোধিতা করেছিলেন।

১০. কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? [৩৬তম বিসিএস]
উত্তর: ঘ. বালুচর
ব্যাখ্যা: “বালুচর” কাজী নজরুল ইসলামের রচনা নয়, এটি জসীমউদ্দীনের লেখা।

১১. কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? [৩৬তম বিসিএস]
উত্তর: ঘ. কুহেলিকা
ব্যাখ্যা: “কুহেলিকা” কাজী নজরুল ইসলামের একটি উপন্যাস।

১২. কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? [৩২তম বিসিএস]
উত্তর: খ. পদ্মগোখরা
ব্যাখ্যা: “পদ্মগোখরা” কাজী নজরুল ইসলামের লেখা একটি গল্প।

১৩. ‘বিদ্রোহী’ কবিতা কোন কাব্যের অন্তর্গত? [৩১তম; ১৯তম বিসিএস]
উত্তর: ঘ. অগ্নিবীণা
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলামের “বিদ্রোহী” কবিতা তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ “অগ্নিবীণা”র অন্তর্ভুক্ত।

১৪. নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি? [২৮তম বিসিএস]
উত্তর: গ. ধূমকেতু
ব্যাখ্যা: কাজী নজরুল ইসলাম “ধূমকেতু” নামক পত্রিকা সম্পাদনা করতেন, যা ব্রিটিশবিরোধী চেতনার প্রতিফলন ঘটায়।

১৫. ‘দারিদ্র্য’ কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? [২৬তম বিসিএস]
উত্তর: গ. সিন্ধু হিন্দোল
ব্যাখ্যা: “দারিদ্র্য” কবিতাটি নজরুলের “সিন্ধু হিন্দোল” কাব্যের অন্তর্ভুক্ত।

১৬. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? [২৬তম; ২৪তম বিসিএস]
উত্তর: ক. মৃত্যুক্ষুধা
ব্যাখ্যা: “মৃত্যুক্ষুধা” কাজী নজরুল ইসলামের বিখ্যাত উপন্যাস, যেখানে দুর্ভিক্ষের চিত্র তুলে ধরা হয়েছে।

১৭. কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? [২৬তম; ২৩তম বিসিএস (মুক্তিযোদ্ধা)]
উত্তর: গ. আনন্দময়ীর আগমনে
ব্যাখ্যা: “আনন্দময়ীর আগমনে” কবিতার জন্য কাজী নজরুল ইসলাম ব্রিটিশ সরকারের দ্বারা কারাবরণ করেন।

১৮. ‘ফণি-মনসা’ কাব্যের রচয়িতা কে? [২৪তম বিসিএস (বাতিল)]
উত্তর: ক. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “ফণি-মনসা” কাজী নজরুল ইসলামের রচিত একটি কাব্য।

১৯. ‘সঞ্চিতা’ কোন কবির কাব্য সংকলন? [২৪তম বিসিএস (বাতিল)]
উত্তর: গ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: “সঞ্চিতা” কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন, যেখানে তাঁর বিখ্যাত কবিতাগুলি সংকলিত হয়েছে।

২০. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? [২৩তম বিসিএস (বাতিল)]
উত্তর: ক. বাউণ্ডেলের আত্মকাহিনি
ব্যাখ্যা: “বাউণ্ডেলের আত্মকাহিনি” কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা, যা একটি স্মৃতিকথা।

 

 

 

 


Sharing Is Caring:          

Leave a Comment