রবীন্দ্রনাথ ঠাকুর
০১. ‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন? [২৩তম বিসিএস]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর👈
খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. জসীমউদ্দীন
০২. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? [২৩তম বিসিএস]
ক. চোখের বালি
খ. বলাকা
গ. ঘরে-বাইরে
ঘ. রক্তকরবী👈
০৩. কোনটি রবীন্দ্রনাথের রচনা?[২১ তম বিসিএস; প্রাক. প্রা. সহ. শিক্ষক ২০১৪ (পুনঃগৃহীত ১৭ জেলা)]
ক. চতুরঙ্গ 👈
খ. চতুষ্কোণ
গ. চতুর্দশী
ঘ. চতুষ্পাঠী
০৪. কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [১৮তম বিসিএস]
ক. শেষের কবিতা
খ. দোলন-চাঁপা👈
গ. সোনার তরী
ঘ. মানসী
০৫. কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ? [১৬তম বিসিএস]
ক. বিষবৃক্ষ
খ. গণদেবতা
গ. আরণ্যক
ঘ. ঘরে-বাইরে👈
০৬. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? [১৫তম বিসিএস]
ক. বিসর্জন
খ. ডাকঘর
গ.বসন্ত👈
ঘ. অচলায়তন
০৭. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? [১৩তম বিসিএস]
ক. ১৯৫১
খ. ১৯৬১👈
গ. ১৯৭১
ঘ. ১৯৮১
০৮. রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার পান কবে? [তথ্য ও যোগাযোগ প্রযক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০; সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
ক. ১৯১২ সালে
খ. ১৯১৩ সালে👈
গ. ১৯১৪ সালে
ঘ. ১৯১৯ সালে
০৯. রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যকাব্য কোনটি? [বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর ২০২০]
ক. পুনশ্চ 👈
খ. বলাকা
গ. সোনারতরী
ঘ. ক্ষণিকা
১০. কবি রবীন্দ্রনাথের জন্ম কত খ্রিস্টাব্দে? [একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী ২০১৮]
ক. ১৮৫০
খ. ১৮৬১👈
গ. ১৮৭১
ঘ. ১৮৫৯
১১. রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র স্টাফ নার্স (বাতিলকৃত) ২০১৭]
ক. নবান্ন
খ. রাজা👈
গ. ইডিপাস
ঘ. কৃষ্ণকুমারী
১২. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. কৃষ্ণকুমারী
খ. রক্তকরবী👈
গ. বসন্তকুমারী
ঘ. সধবার একাদশী
১৩. বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতার নাম কী? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭]
ক. কবি নজরুল ইসলা
খ. কবি জসিমউদ্দীন
গ. কবি জীবনানন্দ দাশ
ঘ. কবি রবীন্দ্রনাথ ঠাকুর👈
১৪. ‘পূরবী’ কাব্যের রচয়িতা কে? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর👈
খ. বিহারীলাল চক্রবর্তী
গ. ইসমাইল হোসেন সিরাজী
ঘ. রজনীকান্ত
১৫. ‘সঞ্চয়িতা’ কাব্যগ্রন্থটির লেখক কে? [জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ২০১৭]
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর👈
ঘ. রজনীকান্ত সেন
১৬. কোনটি রবীন্দ্রনাথের ছোটগল্প নয়? [রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. একরাত্রি
খ. দুরাশা
গ. দুরবস্থা👈
ঘ. মাস্টারমশাই
১৭. কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর👈
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কবি আসাদ চৌধুরী
১৮. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭]
ক. মানসী
খ. সোনার তরী
গ. ক্ষণিকা
ঘ. গীতাঞ্জলি👈
১৯. রবীন্দ্রনাথের কোন কাব্যে ‘একজন কবির সঙ্গে শিল্পীকে’ দেখা যায়? [স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. ছবি ও গান
খ. সোনার তরী
গ. মানসী👈
ঘ. কড়ি ও কোমল
২০. কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
ক. ঘুম নেই👈
খ. রাশিয়ার চিঠি
গ. যোগাযোগ
ঘ. রক্ত করবী