bangla model test-29

রবীন্দ্রনাথ ঠাকুর

০১. ‘শচীশ, দামিনী ও শ্রীবিলাস’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র? [৪৫তম বিসিএস]
ক. চতুরঙ্গ 👈
খ. চার অধ্যায়
গ. নৌকাডুবি
ঘ. ঘরে বাইরে

০২. রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন? [৪৫তম বিসিএস]
ক. ১০ বছর
খ. ১২ বছর
গ. ১৪ বছর
ঘ. ১৬ বছর 👈

০৩. ‘অভীক’ রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক? [৪৪তম বিসিএস]
ক. নষ্টনীড়
খ. নামমঞ্জুর গল্প
গ. রবিবার 👈
ঘ. ল্যাবরেটরি

০৪. ‘ব্যক্ত প্রেম’ ও গুপ্ত প্রেম’ কবিতা দুটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? [৪৪তম বিসিএস]
ক. খেয়া
খ. মানসী 👈
গ. কল্পনা
ঘ. সোনার তরী

০৫. ‘মরণ রে তুঁহু মম শ্যাম সমান’। পঙ্ক্তিটির রচয়িতা? [৪৪তম বিসিএস]
ক. বিদ্যাপতি
খ. গোবিন্দদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
ঘ. কৃষ্ণদাস কবিরাজ

০৬. ‘তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার/জনমে জনমে যুগে যুগে অনিবার’- রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? [৪৩তম বিসিএস]
ক. অনন্ত প্রেম 👈
খ. উপহার
গ. ব্যক্ত প্রেম
ঘ. শেষ উপহার

০৭. বিধবার প্রেম নিয়ে রচিত উপন্যাস কোনটি? [৪১তম বিসিএস]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘শেষ প্রশ্ন’
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চোখের বালি’ 👈
গ. কাজী নজরুল ইসলামের ‘কুহেলিকা’
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যয়ের ‘কপালকুণ্ডলা’

০৮. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের একটি বিখ্যাত চরিত্র? [৪১তম বিসিএস]
ক. বিনোদিনী
খ. হৈমন্তী
গ. আশালতা
ঘ. চারুলতা 👈

০৯. ‘জীবনস্মৃতি’ কার রচনা? [৪০তম বিসিএস]
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
গ. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
ঘ. রোকেয়া সাখাওয়াত হোসেন

১০. রবীন্দ্রনাথ রচিত কৌতুক নাটক হচ্ছে- [৩৯তম বিসিএস]
ক. জামাই বারিক
খ. বিবাহ-বিভ্রাট
গ. হিতে বিপরীত
ঘ. বৈকুন্ঠের খাতা 👈

১১. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ? [৩৮তম বিসিএস]
ক. শেষলেখা 👈
খ. শেষপ্রশ্ন
গ. শেষকথা
ঘ. শেষদিন

১২. ‘আমি এ কথা, এ ব্যথা, সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।’- রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে? [৩৭তম বিসিএস]
ক. পনোদন অর্থে
খ. পূজা অর্থে 👈
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে

১৩. ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা? [৩৪তম; ১৬তম বিসিএস]
ক. আলাওল
খ. কাজী দীন মহম্মদ
গ. কাজী মোতাহের হোসেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈

১৪. ‘ভানুসিংহ ঠাকুর’ কার ছদ্মনাম? [৩৪তম; ২৪তম বিসিএস (বাতিল); ১৯তম বিসিএস]
ক. দীনবন্ধু মিত্র
খ. রবীন্দ্রনাথ ঠাকুরের 👈
গ. প্রমথ চৌধুরী
ঘ. জীবনানন্দ দাস

১৫. “গীতাঞ্জলির” ইংরেজি অনুবাদ সম্পাদনা করেছেন- [৩৩তম বিসিএস]
ক. এজরা পাউণ্ড
খ. টি.এস.এলিয়ট
গ. ডবলিউ. বি.ইয়েটস 👈
ঘ. কীটস

১৬. রবীন্দ্রনাথের ‘সোনার তরী’ কবিতা কোন্ ছন্দে রচিত? [৩০তম বিসিএস]
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা
ঘ. মাত্রাবৃত্ত 👈

১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি? [২৮তম বিসিএস]
ক. একরাত্রি
খ. নষ্টনীড়
গ. ক্ষুধিত পাষাণ 👈
ঘ. মধ্যবর্তিনী

১৮. ‘ভানুসিংহ ঠাকুরের পদাবলী’-এর রচয়িতা কে? [২৬তম বিসিএস]
ক. ভানু বন্দ্যোপাধ্যায়
খ. চণ্ডীদাস
গ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
ঘ. ভারতচন্দ্র চট্টোপাধ্যায়

১৯. ‘সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা’ রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? [২৫তম বিসিএস]
ক. বলাকা 👈
খ. সোনারতরী
গ. চিত্রা
ঘ. পুনশ্চ

২০. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? [২৪তম বিসিএস]
ক. শেষের কবিতা 👈
খ. বলাকা
গ. ডাকঘর
ঘ. কালান্তর


Sharing Is Caring:          

Leave a Comment