bangla model test-28

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় , রবীন্দ্রনাথ ঠাকুর

০১. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? [৩০তম বিসিএস]
ক. বীরবল
খ. ভিমরুল
গ. অনিলাদেবী👈
ঘ. যাযাবর

০২. কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের ‘জগত্তারিণী’ পদক লাভ করেন? [২৭তম বিসিএস]
ক. ১৯১৬
খ. ১৯২৩👈
গ. ১৯৩৩
ঘ. ১৯০৩

০৩. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? [২৪তম বিসিএস]
ক. পথের দাবী 👈
খ. নিষ্কৃতি
গ. চরিত্রহীন
ঘ. দত্তা

০৪. ‘পথের দাবি’ উপন্যাসের রচয়িতা কে? [২৩তম বিসিএস]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়👈
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাচার্য

০৫. ‘রাজলক্ষ্মী’ চরিত্রের স্রষ্টা ঔপন্যাসিক-[১১তম বিসিএস]
ক. বঙ্কিমচন্দ্র
খ. শরৎচন্দ্র👈
গ. তারাশংকর
ঘ. নজরুল ইসলাম

০৬. কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়? [পরিসংখ্যান ব্যুরো ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ২০২০]
ক. শ্রীকান্ত
খ. মেজদিদি
গ. দেবদাস
ঘ. মৃত্যুক্ষুধা👈

০৭. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন প্রকার সাহিত্যকর্মের জন্য খ্যাতি অর্জন করেছেন? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এর ফিল্ড অফিসার ২০১৯]
ক. উপন্যাস 👈
খ. প্রবন্ধ
গ. ছোটগল্প
ঘ. কবিতা

০৮. নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭]
ক. কপাল কুণ্ডলা
খ. বিষাদ সিন্দু
গ. কৃষ্ণকান্তের উইল
ঘ. গৃহদাহ👈

০৯. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বইটি লিখেছেন? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭]
ক. পদ্মাবতী
খ. উন্নতজীবন
গ. ব্যথারদান
ঘ. চরিত্রহীন👈

১০. ‘বৈকুণ্ঠের উইল’ গ্রন্থের রচয়িতা- [বাংলাদেশ ডাক বিভাগ পরিদর্শক ২০১৬]
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সঞ্জীবচন্দ্রচট্টোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়👈
ঘ. পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়

১১. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোটগল্প কোনটি? [সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫]
ক. সতী
খ. বিন্দুর ছেলে
গ. মহেশ👈
ঘ. রামের সুমতি

১২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা কোনটি? [কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ২০১৪]
ক. দেবদাস 👈
খ. পদ্মরাগ
গ. পালামৌ
ঘ. নবযুগ

১৩. পল্লী সমাজ [খাদ্য অধিদপ্তরের খাদ্য পরিদর্শক/সুপারভাইজার ২০১৪]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়👈
খ. কাজী নজরুল ইসলাম
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মনিক বন্দ্যোপাধ্যায়

১৪. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে ডি. লিট ডিগ্রি প্রদান করে- [যোগাযোগ মন্ত্রণালয়ের বাংলাদেশ রেলওয়ে সহকারী কমান্ডেন্ট ২০০৭]
ক. কাশি হিন্দু বিশ্ববিদ্যালয়
খ. ঢাকা বিশ্ববিদ্যালয়👈
গ. কলকাতা বিশ্ববিদ্যালয়
ঘ. আলীগড় বিশ্ববিদ্যালয়

১৫. রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন কত সালে? [রেলপথ মন্ত্রণালয়ের উপ- সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. ১৯২২
খ. ১৯২৫
গ. ১৯২৬👈
ঘ. ১৯২৮

১৬. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭]
ক. মানসী
খ. রাজা
গ. সঞ্চিতা👈
ঘ. সভ্যতার সংকট

১৭. কবি বিহারীলালকে ভোরের পাখি কে বলেছেন? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর👈
খ. কাজী নজরুল ইসলাম
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কবি আসাদ চৌধুরী

১৮. কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সিং সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭]
ক. মানসী
খ. সোনার তরী
গ. ক্ষণিকা
ঘ. গীতাঞ্জলি👈

১৯. রবীন্দ্রনাথের কোন কাব্যে ‘একজন কবির সঙ্গে শিল্পীকে’ দেখা যায়? [স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. ছবি ও গান
খ. সোনার তরী
গ. মানসী👈
ঘ. কড়ি ও কোমল

২০. কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
ক. ঘুম নেই👈
খ. রাশিয়ার চিঠি
গ. যোগাযোগ
ঘ. রক্ত করবী


Sharing Is Caring:          

Leave a Comment