bangla model test-27

মাইকেল মধুসূদন দত্ত

০১. বাংলা সাহিত্যে চতুর্দশপদী কবিতা বা সনেটের প্রবর্তক কে? [১৪তম প্রভাষক নিবন্ধনপরীক্ষা (কলেজ/ সমপর্যায় ২০১৭]
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মোহিতলাল মজুমদার
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. মাইকেল মধুসূদন দত্ত 👈

০২. বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বুদ্ধদেব বসু
গ. শামসুর রাহমান
ঘ. মাইকেল মধুসূদন দত্ত 👈

০৩. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি? [ঘঝও সহকারী পরিচালক ২০১৫]
ক. মাইকেল মধুসূদন দত্ত 👈
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. ফররুখ আহমেদ

০৪. মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য কোনটি? [ঝঊঝওচ সহকারী থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২০১৫]
ক. শর্মিষ্ঠা
খ. মেঘনাদ বধ 👈
গ. অগ্নিবীণা
ঘ. কৃষ্ণকুমারী

০৫. মাইকেল মধুসূদন দত্তের নাটক কোনটি? [বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪]
ক. মেঘনাদ বধ কাব্য
খ. বীরাঙ্গনা
গ. ব্রজাঙ্গনা
ঘ. শর্মিষ্ঠা 👈

০৬. কত সালে ‘মেঘনাদবধ কাব্য’ প্রথম প্রকাশিত হয়? [৩৮তম বিসিএস]
ক. ১৮৬০
খ. ১৮৬৫
গ. ১৮৫৯
ঘ. ১৮৬১ 👈

০৭. কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? [৩৬তম বিসিএস]
ক. ব্রজাঙ্গনা
খ. বিলাতের পত্র
গ. বীরাঙ্গনা 👈
ঘ. হিমালয়

০৮. মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? [৩৪তম বিসিএস]
ক. তিলোত্তমা কাব্য
খ. মেঘনাদ বধ কাব্য
গ. বেতাল পঞ্চবিংশতি 👈
ঘ. বীরাঙ্গনা

০৯. বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তক কে? [২৫তম বিসিএস]
ক. মাইকেল মধুসূদন দত্ত 👈
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. দেবেন্দ্রনাথ সেন
ঘ. মোহিতলাল মজুমদার

১০. মধুসূদন দত্ত রচিত ‘বীরাঙ্গনা’- [১২তম বিসিএস; পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ পরীক্ষা ২০১৪]
ক. মহাকাব্য
খ. পত্রকাব্য 👈
গ. গীতিকাব্য
ঘ. আখ্যানকাব্য

১১. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক- [বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিসটেন্ট ম্যানেজার ২০২১]
ক. মাইকেল মধুসূদন দত্ত 👈
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. সত্যেন্দ্রনাথ দত্ত
ঘ. কাদের নওয়াজ

১২. মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্য স্মরণীয় তাঁর কোন কাব্যের জন্য? [বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর ২০২০]
ক. মেঘনাদবধ কাব্য 👈
খ. ব্রজাঙ্গনা কাব্য
গ. বীরাঙ্গনা
ঘ. চতুর্দশপদী কবিতা

১৩. মধুসূদন দত্ত রচিত গীতিধর্মী রচনা কোনটি? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল ২০১৯]
ক. পদ্মাবতী 👈
খ. কৃষ্ণকুমারী
গ. বীরাঙ্গনা
ঘ. ব্রজাঙ্গনা

১৪. বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী ২০১৯]
ক. গিরিশচন্দ্র ঘোষ
খ. মাইকেল মধুসূদন দত্ত 👈
গ. দীনবন্ধু মিত্র
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

১৫. বাংলা সাহিত্যের প্রথম মহাকবি- [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]
ক. মাইকেল মধুসূদন দত্ত 👈
খ. কায়কোবাদ
গ. আলাওল
ঘ. মীর মশাররফ হোসেন

১৬. মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান কোনটি? [সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
ক. মাগুরা
খ. যশোর 👈
গ. খুলনা
ঘ. সাতক্ষীরা

১৭. কোনটি মধুসূদন দত্তের পত্র কাব্য? [একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ২০১৮]
ক. ব্রজাঙ্গনা
খ. বিলাতের পত্র
গ. বীরাঙ্গনা 👈
ঘ. শর্মিষ্ঠা

১৮. ‘বীরাঙ্গনা কাব্য’ কার রচনা? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
খ. ঈশ্বরগুপ্ত
গ. অক্ষয় কুমার দত্ত
ঘ. মাইকেল মধুসূদন দত্ত 👈

১৯. মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবদ কাব্য’ ইংরেজিতে প্রথম অনুবাদ করেন কে ?[রেলপথ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. দীনবন্ধু মিত্র
খ. রাজনারায়ণ বসু 👈
গ. সজনীকান্ত দাস
ঘ. ডি. এল. রায়

২০. মধুসূদন দত্ত রচিত ‘কপোতাক্ষ নদ’ কবিতাটি কোন ধরনের? [স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. গীতিধর্মী
খ. আখ্যানমূলক
গ. চতুর্দশপদী 👈
ঘ. অমিত্রাক্ষর


Sharing Is Caring:          

Leave a Comment