bangla model test-26

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

০১. প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে? [৪৫তম বিসিএস;]
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসগর 👈
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

০২. কোনটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা? [৩৮তম বিসিএস;]
ক. আত্মচরিত 👈
খ. আত্মকথা
গ. আত্মজিজ্ঞাসা
ঘ. আমার কথা

০৩. বাংলা গদ্যের জনক কে? [৩১তম বিসিএস; সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 👈
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. উইলিয়াম কেরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

০৪. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ? [২৩তম বিসিএস]
ক. মার্চেন্ট অব ভেনিস
খ. কমেডি অব এররস 👈
গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্য শ্রু

০৫. ‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা? [২১তম বিসিএস]
ক. দেবেন্দ্রনাথ ঠাকুর
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 👈
গ. রামমোহন রায়
ঘ. কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়

০৬. ‘মনোরমা’ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসের চরিত্র? [৪৪তম বিসিএস]
ক. কৃষ্ণকান্তের উইল
খ. দুর্গেশনন্দিনী
গ. মৃণালিনী 👈
ঘ. বিষবৃক্ষ

০৭. কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়? [৪৩তম বিসিএস]
ক. ১৮৬০
খ. ১৮৬১
গ. ১৮৬৫ 👈
ঘ. ১৮৬৭

০৮. বাংলা আধুনিক উপন্যাস-এর প্রবর্তক ছিলেন? [৪০তম বিসিএস]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 👈

০৯. ‘প্রদীপ নিবিয়া গেল!’-এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? [৩৭তম বিসিএস]
ক. বঙ্কিমচন্দ্রের ‘বিষবৃক্ষ’
খ. রবীন্দ্রনাথের ‘চোখের বালি’
গ. বঙ্কিমচন্দ্রের ‘কপালকুণ্ডলা’ 👈
ঘ. রবীন্দ্রনাথের ‘যোগাযোগ’

১০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বিষবৃক্ষ’ উপন্যাসের চরিত্র কোনটি? [৩৩তম বিসিএস]
ক. কুন্দনন্দিনী 👈
খ. শ্যামাসুন্দরী
গ. বিমলা
ঘ. রোহিনী

১১. ‘আনন্দমঠ’ উপন্যাসের লেখক কে? [৩১তম বিসিএস]
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 👈
খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. আনন্দমোহন বাগচী

১২. ‘কাঁঠালপাড়া’য় জন্মগ্রহণ করেন কোন লেখক? [৩০তম বিসিএস]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. সুভাষ মুখোপাধ্যায়
গ. কাজী ইমদাদুল হক
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 👈

১৩. ‘সাম্য’ গ্রন্থের রচয়িতা কে? [২৪তম বিসিএস (বাতিল); রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা (হাসনাহেনা) ২০১১]
ক. কাজী নজরুল ইসলাম
খ. মোহাম্মদ বরকতুল্লাহ
গ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 👈
ঘ. মোহাম্মদ লুৎফর রহমান

১৪. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘কৃষ্ণকান্তের উইল’ উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম- [১৩তম বিসিএস]
ক. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
খ. মধুসূদন ও কুমুদিনী
গ. গোবিন্দলাল ও রোহিনী 👈
ঘ. সুরেশ ও অচেলা

১৫. নিচের কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস? [সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
ক. ঘরে বাইরে
খ. কৃষ্ণকান্তের উইল 👈
গ. কাশবনের কন্যা
ঘ. নৌকাডুবি

১৬. কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস? [তথ্য মন্ত্রণালয়ের অধীন বিটিভির সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭; গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭]
ক. স্বর্ণলতা
খ. কপালকুণ্ডলা 👈
গ. আলালের ঘরের দুলাল
ঘ.ফুলমণি ও করুণার বিবরণ

১৭. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৬]
ক. আন্দমঠ
খ. কপালকুণ্ডলা
গ. দুর্গেশনন্দিনী 👈
ঘ. দেবী চৌধুরানী

১৮. কোন উপন্যাসটি বঙ্কিমচন্দ্র রচনা করেননি? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭]
ক. কপালকুণ্ডলা
খ. মৃণালিনী
গ. বিষবৃক্ষ
ঘ. দেবদাস 👈

১৯. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস কোনটি? [স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. স্ত্রী-চরিত্র
খ. রাজর্ষি
গ. ষোড়শী
ঘ. রজনী 👈

২০. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় কোনটি? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহাকারী প্রকৌশলী ২০১৬]
ক. রাজসিংহ
খ. দেবী চৌধুরানী
গ. আনন্দ মঠ
ঘ. চিরকুমার সভা 👈


Sharing Is Caring:          

Leave a Comment