bangla model test-25

রাজা রামমোহন রায় , দীনবন্ধু মিত্র

০১. ‘বেদান্ত গ্রন্থ’ ও ‘বেদান্ত সার’ কার রচনা? [৩৯তম বিসিএস]
ক. গোলকনাথ শর্মা
খ. রামরাম বসু
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. রামমোহন রায়👈

০২. বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে? [২৮তম বিসিএস]
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. মোহিতলাল মজুমদার
গ. রাজা রামমোহন রায় 👈
ঘ. ঈশ্বরচন্দ্র গুপ্ত

০৩. রাজা রামমোহন রায় রচিত বাঙলা ব্যাকরণের নাম কী? [২৭তম বিসিএস]
ক. আধুনিক ব্যাকরণ
খ. সংস্কৃত বাংলা ব্যাকরণ
গ. গৌড়ীয় ব্যাকরণ 👈
ঘ. The Bengali Grammar

০৪. রামমোহন রায়ের ছদ্মনাম কী? [সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩]
ক. চণ্ডীচরণ মুনশী
খ. কৃষ্ণচন্দ্র রায়স্য
গ. তারিণীচরণ মিত্র
ঘ. শিবপ্রসাদ রায়👈

০৫. কোন গ্রন্থটি রাজা রামমোহন রায়ের রচনা নয়? [পিএসসি কর্তৃক ১২টি পদে পরীক্ষা -০১]
ক. বেদান্তচন্দ্রিকা👈
খ. বেদান্তগ্রন্থ
গ. বেদান্তসার
ঘ. পথ্যদান

০৬. সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায় রচিত পুস্তক – [খাদ্য অধিদপ্তররের পরিদর্শক পরীক্ষা]
ক. দোলন চাঁপা
খ. পথের পাঁচালী
গ. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ👈
ঘ. পথে হানা দেয়া

০৭. রামমোহন ‘রাজা’ উপাধি লাভ করেন- [নৌপরিবহন মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৩]
ক. ১৮৩০ 👈
খ. ১৮৪০
গ. ১৮৫০
ঘ. ১৮৬০

০৮. ‘ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেন? [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ২০১১]
ক. স্বামী বিবেকানন্দ
খ. কেসবচন্দ্র সেন
গ. রামমোহন রায়👈
ঘ. দেবেন্দ্রনাথ ঠাকুর

০৯. সতীদাহ প্রথা রহিতকরণে কোন সমাজ সংস্কারকের ভূমিকা উলেল্লযোগ্য- [স্বরাষ্ট্র মন্তণালয়ের আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাহজুট্যন্ট ২০১০]
ক. গোপাল কৃষ্ণ গোখলে
খ. রাজা রামমোহন রায়👈
গ. সরোজিনী নাইড়–
ঘ. দাদাভাই নওরোজী

১০. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে? [৪০তম বিসিএস]
ক. প্যারীচাঁদ মিত্র
খ. মাইকেল মধুসূদন দত্ত👈
গ. প্রমথ চৌধুরী
ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

১১. দীনবন্ধু মিত্রের ‘নীলদর্পণ’ নাটক প্রথম কোথা থেকে প্রকাশিত হয়? [৩৮তম বিসিএস]
ক. কলকাতা
খ. ঢাকা👈
গ. লন্ডন
ঘ. মুর্শিদাবাদ

১২. ‘নীলদর্পণ’ নাটকটির বিষয়বস্তু কী? [৩৪তম বিসিএস]
ক. নীলকরদের অত্যাচার👈
খ. ভাষা আন্দোলন
গ. অসহযোগ আন্দোলন
ঘ. তেভাগা আন্দোলন

১৩. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? [২৮তম বিসিএস]
ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ. বিয়ে পাগলা বুড়ো👈
গ. কিঞ্চিত জলযোগ
ঘ. কল্কি অবতার

১৪. কোনটি দীনবন্ধু মিত্রের রচনা? [২৭তম বিসিএস]
ক. কমলে কামিনী👈
খ. চক্ষুদান
গ. বিধবা বিবাহ
ঘ. ভদ্রার্জু

১৫. কোনটি দীনবন্ধু মিত্রের প্রহসন রচনা? [২৬তম বিসিএস]
ক. কমলে কামিনী👈
খ. চক্ষুদান
গ. বিধবা বিবাহ
ঘ. ভদ্রার্জুন

১৬. ‘নীলদর্পণ’ কোন ধরনের রচনা? (প্রাকপ্রাথ.সহ.শি.(বুড়িগঙ্গা)-০২)
ক.নাটক 👈
খ.উপন্যাস
গ.প্রহসন
ঘ.ছোটগল্প

১৭. ‘সধবার একাদশী’ কোন ধরনের রচনা? (প্রধা.কার্যা.সহ.পরি.,গবে.কর্ম-১৭)
ক.প্রহসন 👈
খ.ট্রোজেডি
গ.কমেডি
ঘ.নক্শা

১৮. দীনবন্ধু মিত্র ব্রিটিশ সরকার কর্তৃক কোন উপাধি লাভ করেনÑ (তুলা উন্ন.বোর্ডে কর্মকর্তা-১১)
ক. জনতার কথা
খ. রায়বাহাদুর👈
গ.প্রজারত্ন
ঘ.সবগুলো

১৯. দীনবন্ধু মিত্র কত সালে জন্মগ্রহণ করেন? (৬ষ্ঠ শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন-০২)
ক. ১৮৩১
খ. ১৮৩২
গ. ১৮৩০ 👈
ঘ. ১৭৩৩

২০. বিখ্যাত নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ কী নামে প্রকাশিত হয়েছিল?
ক. প্ল্যান্টিং মিরর ইন্ডিগো
খ. ইন্ডিগো প্ল্যান্টিং মিরর👈
গ. মিরর প্ল্যান্টিং ইন্ডিগো
ঘ. ব্লুমিং


Sharing Is Caring:          

Leave a Comment