আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |
০১. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]
ক. ছোটগল্প 👈
খ. উপন্যাস
গ. কবিতা
ঘ. নাটক
০২. সেলিনা হোসেন রচিত গল্পগ্রন্থ হচ্ছে- [সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপ- সহকারী প্রকৌশলী ২০১৯]
ক. কালো মাফলার
খ. লেলিহান স্বাদ
গ. খোল করতাল 👈
ঘ. ময়ূরীর মুখ
০৩. ‘কাবুলিওয়ালা’ গল্পের রচয়িতা কে? [বাংলাদেশ কোস্ট গার্ড ও কৃষি প্রশিক্ষণ একাডেমির নার্স ২০১৯]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
ঘ. কাজী নজরুল ইসলাম
০৪. ‘প্রাগৈতিহাসিক’ গল্পটি লিখেছেন – মানিক বন্দ্যোপাধ্যায় [গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১৮]
ক. মানিক বন্দ্যোপাধ্যায় 👈
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. শওকত ওসমান
ঘ. শওকত ওসমান
০৫. ‘পোস্টমাস্টার’-ছোট গল্পটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর [গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ও জনস্বাস্থ্য অধিদপ্তরের ড্রাফম্যান ২০১৭]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বিহারীলাল
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
০৬. ‘নয়নচারা’ কোন শ্রেণির রচনা ? [সাব-রেজিস্ট্রার ২০১৬]
ক. উপন্যাস
খ. কাব্য
গ. গল্প 👈
ঘ. নাটক
০৭. ‘ডাকহরকরা’ গল্পটির রচয়িতাকে? [পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল চট্টগ্রাম)-এর কার্যালয়ের পোস্টাল অপারেটর ২০১৬]
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 👈
০৮. ‘পদ্ম-গোখরা’ গল্পটির রচয়িতা কে? [পোস্ট মাস্টার জেনারেল (পূর্বাঞ্চল, চট্টগ্রাম)-এর কার্যালয়ের পোস্টাল অপারেটর ২০১৬]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম 👈
গ. মানিক বন্দ্যোপাধ্যায়
ঘ. ‘
০৯. ‘আত্মজা ও একটি করবী গাছ’ গল্পের লেখক কে? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬]
ক. হাসান আজিজুল হক 👈
খ. সৈয়দ ওয়ালীউল্লাহ
গ. আখতারুজ্জামান ইলিয়াস
ঘ. শওকত ওসমান
১০. ‘শিউলী-মালা’ গল্পের লেখক কে? [আনসার ও ভিডিপি অধিদপ্তরের সার্কেল অ্যাডজুটেন্ট ২০১৫]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
গ. কাজী নজরুল ইসলাম 👈
ঘ. প্রমথ চৌধুরী
১১. বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? [১১তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/সমপর্যায়) ২০১৪]
ক. কাব্য
খ. ছোটগল্প 👈
গ. নাটক
ঘ. উপন্যাস
১২. হুমায়ুন আহমেদের কোন বইটি মুক্তিযুদ্ধবিষয়ক নয়?
ক) জোছনা ও জননীর গল্প
খ) শ্যামল ছায়া
গ) সূর্যের দিন 👈
ঘ) কোথাও কেউ নেই
১৩. হাসান হাফিজুর রহমানের একুশের প্রথম সংকলন ‘একুশে ফ্রেব্রুয়ারি ‘কত সালে প্রকাশিত হয়?
ক) ১৯৫২ সালে
খ) ১৯৫৩ সালে 👈
গ) ১৯৫৪ সালে
ঘ) ১৯৫৫ সালে
১৪. হারানো অর্কিড গ্রন্থটির রচয়িতা কে?
ক) অমিয় চক্রবর্তী 👈
খ) অন্নদাশংকর রায়জ
গ) অক্ষয়কুমার মৈত্রেয়
ঘ) অচিন্ত্যকুমার সেনগুপ্ত
১৫. সৈয়দ শামসুল হকের নূরলদীনের নাম কিসের সাথে জড়িত?
ক) রংপুরের কৃষক বিদ্রোহ 👈
খ) তেভাগা আন্দোলন
গ) ফকির-সন্ন্যাসী বিদ্রোহ
ঘ) কৈবর্ত বিদ্রোহ
১৬. সৈয়দ মুজতবা আলীর কোন গ্রন্থটি একাধারে ভ্রমন কাহিনি ও শিশু -কিশোর উপন্যাস?
ক) শবনম
খ) জলে-ডাঙ্গায় 👈
গ) পঞ্চতন্ত্র
ঘ) ময়ূরকণ্ঠী
১৭. সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার?
ক) ৬
খ) ২ 👈
গ) ৪
ঘ) ৫
১৮. সর্বপ্রথম রামায়ন অনুবাদকারী মহিলা কবি হলেন-
ক) কামিনী রায়
খ) চন্দ্রাবতী 👈
গ) স্বর্ণকুমারী
ঘ) মনমোহিনী দাসী
১৯. সমরেশ বসুর ছদ্মনাম কোনটি?
ক) কালকূট 👈
খ) অনিলা দেবী
গ) বনফুল
ঘ) পরশুরাম
২০. সংস্কৃত সাহিত্য তত্ব অনুযায়ী মহাকাব্যে কয়টি স্বর্গ থাকে?
ক) এগারোটি
খ) দশটি
গ) বারোটি
ঘ) নয়টি 👈