আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |
০১. ‘ফেরারী সূর্য’ উপন্যাসের রচয়িতা-[স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০]
ক. সেলিনা হোসেন
খ. রাবেয়া খাতুন 👈
গ. রিজিয়া খান
ঘ. ড. নীলিমা ইব্রাহিম
০২. বাংলা সাহিত্যের প্রথম যথার্থ উপন্যাস কোনটি? [বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর ২০২০]
ক. হুতুম প্যাঁচার নক্সা
খ. ফুলমনি ও করুনার বিবরণ
গ. আলালের ঘরের দুলাল 👈
ঘ. নববাবু বিলাস
০৩. বাংলা সাহিত্যের ধারায় প্রথম সার্থক উপন্যাস হচ্ছে- [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এস্টিমেটর ২০১৯]
ক. দুর্গেশনন্দিনী 👈
খ. কপালকুণ্ডলা
গ. যুগলাঙ্গুরীয়
ঘ. আনন্দমঠ
০৪. ‘আগুনের পরশমণি’ উপন্যাসের রচয়িতা কে? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এস্টিমেটর ২০১৯]
ক. আবুল ফজল
খ. জাহানারা ইমাম
গ. হুমায়ূন আহমেদ 👈
ঘ. সৈয়দ শামসুল হক
০৫. ‘পদ্মরাগ’ উপন্যাসটির রচয়িতা – [জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮]
ক. সুফিয়া কামাল
খ. রোকেয়া সাখাওয়াত হোসেন 👈
গ. বিভূতিভূষণ
ঘ. সেলিনা হোসেন
০৬. কোন গ্রন্থটি উপন্যাস? [একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ২০১৮]
ক. পদ্মাবতী
খ. শেষের কবিতা 👈
গ. মহাশ্মশান
ঘ. রক্তাক্ত প্রান্তর
০৭. ‘ফুলমনি ও করুণার বিবরণ’ গ্রন্থটির রচয়িতা কে?[আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব-রেজিস্ট্রার ২০১৬]
ক. হ্যানা ক্যাথেরিন 👈
খ. উইলিয়াম কেরি
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বিহারীলাল চক্রবর্তী
০৮. ‘দত্তা’ উপন্যাসটি কার লেখা – [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ২০১৮]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. রবীন্দ্রনাথ দত্ত
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 👈
ঘ. সুরেন্দ্র পাল
০৯. ‘শ্রীকান্ত’-উপন্যাস এর রচয়িতা কে? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ২০১৮]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. ধীরেন্দ্র বসু
গ. যোগীন্দ্রনাথ দত্ত
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 👈
১০. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক ২০১৭]
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. প্যারীচাঁদ মিত্র 👈
১১. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে? কাজী ইমদাদুল হক [পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭]
ক. গোলাম মোস্তফা
খ. শওকত ওসমান
গ. কাজী ইমদাদুল হক 👈
ঘ. মীর মশাররফ হোসেন
১২. ‘মিলির হাতে স্টেনগান’-গল্পটি কার লেখা? [৩৫তম বিসিএস]
ক. আখতারুজ্জামান ইলিয়াস 👈
খ. শহীদুল জহির
গ. শওকত ওসমান
ঘ. শওকত আলী
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প কোনটি?[২৮তম বিসিএস]
ক. একরাত্রি
খ. নষ্টনীড়
গ. ক্ষুধিত পাষাণ 👈
ঘ. মধ্যবর্তিনী
১৪. ‘শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাট বর্গির উপদ্রব বলিলেই হয়।’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? [২৭তম বিসিএস]
ক. একরাত্রি
খ. শুভা
গ. সমাপ্তি 👈
ঘ. পোস্টমাস্টার
১৫. ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচয়িতা- [২৩তম বিসিএস (মুক্তিযোদ্ধা সন্তান)]
ক. শওকত ওসমান
খ. জ্যোতিপ্রকাশ দত্ত
গ. আখতারুজ্জামান ইলিয়াস 👈
ঘ. হাসান আজিজুল হক
১৬. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি?[২২তম বিসিএস]
ক. বাউন্ডেলের আত্মকাহিনি 👈
খ. মুক্তি
গ. হেবা
ঘ. বিদ্রোহী
১৭. ‘পোস্টমাস্টার’ ছোটগল্পটির রচয়িতা কে? [নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মিডওয়াইফ ২০২০]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. বিহারীলাল চক্রবর্তী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
১৮. ‘খোকাবাবুর প্রত্যাবর্তন’ শীর্ষক ছোট গল্পটির রচয়িতা কে? [তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ২০১৯]
ক. সৈয়দ মুজতবা আলী
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
ঘ. হাসান আজিজুল হক
১৯. নিচের কোন গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায় রচিত? [জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সহকারী পরিচালক ২০১৯]
ক. বিন্দু বিসর্গ
খ. অতসী মামী 👈
গ. মেজদিদি
ঘ. সুভা
২০. ‘নয়নচারা’ গ্রন্থটি রচনা করেন? [বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]
ক. সৈয়দ শামসুল হক
খ. হুমায়ুন আহমেদ
গ. সৈয়দ ওয়ালীউল্লাহ 👈
ঘ. সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী