আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |
০১. সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? [৩৭তম বিসিএস]
ক. রহু চণ্ডালের হাড়
খ. কৈবর্ত খণ্ড
গ. ফুল বউ
ঘ. অলীক মানুষ 👈
০২. কোনটি উপন্যাস নয়? [৩৬তম বিসিএস]
ক. দিবারাত্রির কাব্য
খ. হাঁসুলী বাঁকের উপকথা
গ. কবিতার কথা 👈
ঘ. পথের পাঁচালী
০৩. ‘বিষাদ সিন্ধু’ একটি – [৩৬তম বিসিএস]
ক. গবেষণা গ্রন্থ
খ. ধর্মবিষয়ক প্রবন্ধ
গ. ইতিহাস আশ্রয়ী উপন্যাস 👈
ঘ. আত্মজীবনী
০৪. ‘কপালকুণ্ডলা’ কোন প্রকৃতির রচনা? [৩৫তম বিসিএস]
ক. রোমান্সমূলক উপন্যাস 👈
খ. বিয়োগান্তক নাটক
গ. ঐতিহাসিক উপন্যাস
ঘ. সামাজিক উপন্যাস
০৫. ‘ঘরে বাইরে’ উপন্যাসটি কার লেখা? [৩৪তম বিসিএস]
ক. আলাওল
খ. কাজী দীন মহম্মদ
গ. কাজী মোতাহের হোসেন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর 👈
০৬. ‘দিবারাত্রির কাব্য’ কার লেখা উপন্যাস?[৩২তম বিসিএস]
ক. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
খ. শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়
গ. ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায় 👈
০৭. ‘আধ্যাত্মিকা’ উপন্যাসের লেখক কে? [৩০তম বিসিএস]
ক. প্যারীচাঁদ মিত্র 👈
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. দামোদর বন্দ্যোপাধ্যায়
ঘ. শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যয়
০৮. বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কী? [২৮তম বিসিএস]
ক. মোতাহের হোসেন
খ. ইসমাইল হোসেন সিরাজী
গ. মীর মশাররফ হোসেন 👈
ঘ. ফররুখ আহমদ
০৯. কোনটি উপন্যাস? [২৭তম বিসিএস; বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮]
ক. নতুন চাঁদ 👈
খ. কন্যাকুমারী
গ. গড্ডলিকা
ঘ. নেমেসিস
১০. ‘উদাসীন পথিকের মনের কথা’ কোন জাতীয় রচনা? [২৬তম বিসিএস]
ক. নাটক
খ. কাব্য
গ. আত্মজৈবনিক উপন্যাস 👈
ঘ. গীতি কবিতার সংকলন
১১. কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? [২৬তম বিসিএস; ২৪তম বিসিএস; বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অফিস সহকারী ২০১২]
ক. মৃত্যুক্ষুধা 👈
খ. আলেয়া
গ. ঝিলিমিলি
ঘ. মধুমালা
১২. ‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে? [২৫তম বিসিএস; প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক (ডালিয়া) ২০১২; প্রাক-প্রাথমিক সহ শিক্ষক ( ৫ জেলা) ২৭ জুন ২০১৫]
ক. শওকত ওসমান
খ. জহির রায়হান
গ. শহীদুল্লাহ কায়সার
ঘ. রশীদ করিম 👈
১৩. রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? [২৪তম বিসিএস; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার অফিসার ২০১২]
ক. শেষের কবিতা 👈
খ. বলাকা
গ. ডাকঘর
ঘ. কালান্তর
১৪. ‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক কে? [২৪তম বিসিএস (বাতিল)]
ক. আবুল কালাম শামসুদ্দিন
খ. শামসুদ্দীন আবুল কালাম 👈
গ. আবুল ফজল
ঘ. জসীমউদ্দীন
১৫. কখনো উপন্যাস লেখেননি – [২৩তম বিসিএস (মুক্তিযোদ্ধা সন্তান)]
ক. কাজী নজরুল ইসলাম
খ. জীবনানন্দ দাশ
গ. সুধীন্দ্রনাথ দত্ত 👈
ঘ. বুদ্ধদেব বসু
১৬. ‘পথের দাবী’ উপন্যাসের রচয়িতা কে? [২২তম বিসিএস]
ক. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 👈
খ. মানিক বন্দ্যোপাধ্যায়
গ. সত্যেন সেন
ঘ. সুকান্ত ভট্টাচার্য
১৭. কোনটি সঠিক? [২২তম বিসিএস; প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক (২২ জেলা) ১৬ অক্টোবর ২০১৫]
ক. গোরা (নাট্যগ্রন্থ)
খ. বিদ্রোহী (কাব্যগ্রন্থ) 👈
গ. পথের দাবী (উপন্যাস)
ঘ. একাত্তরের দিনগুলি (উপন্যাস)
১৮. ‘বরফ গলা নদী’ উপন্যাসটি কার লেখা? [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০]
ক. সৈয়দ শামসুল হক
খ. আবুল ফজল
গ. শওকত আলী
ঘ. জহির রায়হান 👈
১৯. ‘নূরজাহান’ উপন্যাসটি কে লিখেছেন? [বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন এর সহকারী প্রশাসনিক কর্মকর্তা ২০২০]
ক. হুমায়ূন আহমেদ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. ইমদাদুল হক মিলন 👈
২০. নিচের কোনটি উপন্যাস নয়? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০]
ক. খোয়াবনামা
খ. বলাকা 👈
গ. জননী
ঘ. শেষের কবিতা