আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |
০১. ‘নীলদর্পণ’ নাটক কার রচনা ? [বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮]
ক. মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. দীনবন্ধু মিত্র 👈
০২. “পায়ের আওয়াজ পাওয়া যায়” নাটকটির রচয়িতা কে? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ২০১৮]
ক. সৈয়দ শামসুল হক 👈
খ. আব্দুল্লাহ আল-মামুন
গ. ইমদাদুল হক মিলন
ঘ. মুনতাসির মামু
০৩. ‘নূরলদীনের সারাজীবন’ কোন ধরনের রচনা? [স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. নাট্যগ্রন্থ 👈
খ. কাব্যগ্রন্থ
গ. উপন্যাস
ঘ. গল্পগ্রন্থ
০৪. কোনটি কাব্যনাট্য? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭]
ক. প্রায়শ্চিত্ত
খ. নকশী কাঁথার মাঠ
গ. পায়ের আওয়াজ পাওয়া যায় 👈
ঘ. চিত্রাঙ্গদা
০৫. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’- কী ধরনের রচনা? [১৪তম প্রভাষক নিবন্ধন পরীক্ষা (কলেজ/ সমপর্যায়) ২০১৭]
ক. ছোটগল্প
খ. কাব্যনাটক 👈
গ. উপন্যাস
ঘ. পত্রোপন্যাস
০৬. ‘রক্তাক্ত প্রান্তর’-এর পটভূমি ছিল – [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার ২০১৬]
ক. মহান মুক্তিযুদ্ধ
খ. ভাষা আন্দোলন
গ. পানি পথের ৩য় যুদ্ধ 👈
ঘ. পলাশীর যুদ্ধ
০৭. ‘হাত-হুদাই’ একটি – [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
ক. কাব্যগ্রন্থ
খ. উপন্যাস
গ. গল্পগ্রন্থ
ঘ. নাটক 👈
০৮. ‘ঝিলিমিলি’ নাটকটির রচয়িতা কে? [ডাক বিভাগের পোস্টাল অপারেটর ২০১৬]
ক. জসীমউদ্দীন
খ. নুরুল মোমেন
গ. কাজী নজরুল ইসলাম 👈
ঘ. মুনীর চৌধুরী
০৯. জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি? [২৮তম বিসিএস]
ক. ধূসর পাণ্ডলিপি
খ. কবিতার কথা 👈
গ. ঝরা পালকের কবি
ঘ. দুর্দিনের যাত্রী
১০. কোনটি এনামুল হকের রচনা? [২৫তম বিসিএস]
ক. ভাষার ইতিবৃত্ত
খ. আধুনিক ভাষাতত্ত¡
গ. মনীষা-মঞ্জুষা 👈
ঘ. বাংলাদেশ আঞ্চলিক ভাষার অভিধান
১১. ‘শাশ্বতবঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে? [২৪তম বিসিএস]
ক. কাজী মোতাহার হোসেন
খ. আবুল হুসেন
গ. কাজী আবদুল ওদুদ 👈
ঘ. কাজী আনোয়ারূল কাদির
১২. ‘সংস্কৃতির ভাঙা সেতু’ গ্রন্থ কে রচনা করেছেন? [২০তম বিসিএস]
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. বিনয় ঘোষ
গ. আখতারুজ্জামান ইলিয়াস 👈
ঘ. রাধারমণ মিত্র
১৩. ‘আত্মঘাতী বাঙালি’ কার রচনা গ্রন্থ? [২০তম বিসিএস]
ক. আশোক মিত্র
খ. দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
গ. নীরদচন্দ্র চৌধুরী 👈
ঘ. অতুল সুর
১৪. ‘বাঙ্গালীর ইতিহাস’ বইটির লেখক কে? [৩২তম বিসিএস]
ক. নীহারঞ্জন রায় 👈
খ. আর, সি, মজুমদার
গ. অধ্যাপক আবদুল করিম
ঘ. অধ্যাপক সুনীত
১৫. ‘মানবজীবন’ ‘মহৎজীবন’ ‘উন্নতজীবন’ প্রভূতি গ্রন্থের রচয়িতা – [১৭তম বিসিএস]
ক. এস ওয়াজেদ আলী
খ. এয়াকুব আলী চৌধুরী
গ. ড. লুৎফর রহমান 👈
ঘ. মো: ওয়াজেদ আলী
১৬. ‘প্রভাত-চিন্তা, নিভৃত-চিন্তা, নিশীত- চিন্তা, প্রভৃতি গ্রন্থের রচয়িতা – [১৫তম বিসিএস]
ক. কালী প্রসন্ন সিংহ
খ. কালীপ্রসন্ন ঘোষ 👈
গ. কৃষ্ণচন্দ্র মজুমদার
ঘ. এস ওয়াজেদ আলী
১৭. বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী? [৪৩তম বিসিএস]
ক. বেগম রোকেয়া
খ. কাদম্বরী দেবী
গ. স্বর্ণকুমারী দেবী 👈
ঘ. নুরুন্নাহার ফয়জুন্নেসা
১৮. বাংলা আধুনিক উপন্যাসের প্রবর্তক ছিলেন- [৪০তম বিসিএস]
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. প্যারীচাঁদ মিত্র
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 👈
১৯. ‘আগুন পাখি’ উপন্যাসটির রচয়িতা কে? [৪০তম বিসিএস]
ক. রাহাত খান
খ. হাসান আজিজুল হক 👈
গ. সেলিনা হোসেন
ঘ. ইমদাদুল হক মিলন
২০. ‘নদী ও নারী’ উপন্যাসের রচয়িতা কে? [৩৮তম বিসিএস; ২০তম বিসিএস]
ক. কাজী আবদুল ওদুদ
খ. আবুল ফজল
গ. রশীদ করিম
ঘ.হুমায়ুন কবির 👈