bangla model test-19

আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |

০১. দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি? [২৮তম বিসিএস]
ক. বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
খ. বিয়ে পাগলা বুড়ো 👈
গ. কিঞ্চিত জলযোগ
ঘ. কল্কি অবতার

০২. মীর মশাররফ হোসেনের নাটক কোনটি? [২৮তম বিসিএস]
ক. নটির পূজা
খ. বেহুলা গীতাভিনয় 👈
গ. নবীন তপস্বিনী
ঘ. কৃষ্ণকুমারী

০৩. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? [২৮তম বিসিএস]
ক. ১৮১৭ সালে
খ. ১৮৩২ সালে
গ. ১৮৫২ সালে
ঘ. ১৭৫৩ সালে 👈

০৪. ‘সাজাহান’ নাটকের প্রথম রচয়িতা কে? [২৬তম বিসিএস]
ক. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ
খ. তুলসী লাহিড়ি
গ. দ্বিজেন্দ্রলাল রায় 👈
ঘ. বলাইচাঁদ মুখোপাধ্যায়

০৫. কোন নাটকটি সেলিম আল দীনের? [২৬তম বিসিএস]
ক. মুনতাসীর ফ্যান্টাসী 👈
খ. পায়ের আওয়াজ পাওয়া যায়
গ. কবর
ঘ. বহুব্রীহি

০৬. ‘নেমেসিস’ কোন জাতীয় রচনা? [২৬তম বিসিএস; পিএসসি’র সহকারী পরিচালক ২০১৬]
ক. কাব্য
খ. নাটক 👈
গ. উপন্যাস
ঘ. গীতি কবিতা

০৭. কোনটা ঠিক? [২৪তম বিসিএস; পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যক্তিগত কর্মকর্তা ২০০৬]
ক. সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
খ. কাঁদো নদী কাঁদো (কাব্য)
গ. বহিপীর (নাটক) 👈
ঘ. মহাশ্মশান (নাটক)

০৮. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ‘ভ্রান্তিবিলাস’ কোন নাটকের গদ্য অনুবাদ? [২৩তম বিসিএস]
ক. মার্চেন্ট অব ভেনিস
খ. কমেডি অব এররস 👈
গ. অ্যা মিডসামার নাইটস ড্রিম
ঘ. টেমিং অব দ্য শ্রু

০৯. রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? [২২তম বিসিএস]
ক. চোখের বালি
খ. বলাকা
গ. ঘরে-বাইরে
ঘ. রক্তকরবী 👈

১০. ‘কবর’ নাটক কার রচনা? [২১তম বিসিএস] অথবা, ‘কবর’ নাটক কার লিখা?
ক. শহীদুল্লাহ কায়সার
খ. জহির রায়হান
গ. মুনীর চৌধুরী 👈
ঘ. সত্যেন সেন
১১. কোনটি নাটক? [২১তম বিসিএস]
ক. কর্তার ইচ্ছায় কর্ম
খ. গড্ডলিকা
গ. পল্লীসমাজ
ঘ. সাজাহান 👈

১২. রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? [১৫তম বিসিএস]
ক. বিসর্জন
খ. ডাকঘর
গ. বসন্ত 👈
ঘ. অচলায়তন

১৩. ট্র্যাজেডি, কমেডি ও ফার্সের মূল পার্থক্য – [১৫তম বিসিএস]
ক. জীবনানুভূতির গভীরতায় 👈
খ. দৃষ্টিভঙ্গির সূ²তায়
গ.কাহিনির সরলতা ও জটিলতায়
ঘ. ভাষার প্রকারভেদে

১৪. বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? [১৪তম বিসিএস (শিক্ষা)]
ক. জগৎ মোহিনী
খ. বসন্তকুমারী 👈
গ. আয়না
ঘ. মোহনী প্রেমপাস

১৫. কোনটি ঐতিহাসিক নাটক? [১৩তম বিসিএস]
ক. শর্মিষ্ঠা
খ. রাজসিংহ
গ. পলাশীর যুদ্ধ
ঘ. রক্তাক্ত প্রান্তর 👈

১৬. ‘তারাবাঈ’ নাটকের লেখক কে? [পরিসংখ্যান ব্যুরোর থানা পরিসংখ্যানবিদ ২০২০]
ক. ইসমাইল হোসেন সিরাজী
খ. মীর মশাররফ হোসেন
গ. আব্দুল্লাহ আল মামুন
ঘ. দ্বিজেন্দ্রলাল রায় 👈

১৭. সামাজিক নাটক কোনটি? [বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পরিসংখ্যানবিদ সহকারী ২০২০]
ক. ডাকঘর
খ. সধবার একাদশী 👈
গ. নূরজাহান
ঘ. রাবণবধ

১৮. সেলিম আল দীন রচিত নাটক হচ্ছে- [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯]
ক. মুখরা রমনী বশীকরণ
খ. দেওয়ান গাজীর কিস্সা
গ. নূরলদীনের সারাজীবন
ঘ. যৈবতী কন্যার মন 👈

১৯. ‘সুবচন নির্বাসনে’ নাটকের নাট্যকার- [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এস্টিমেটর ২০১৯]
ক. আব্দুল্লাহ আল-মামুন 👈
খ. মামুনুর রশীদ
গ. হুমায়ূন আহমেদ
ঘ. সেলিম আলদীন

২০. মধুসূদন দত্ত রচিত ইতিহাস-আশ্রিত নাটক হচ্ছে- [তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ২০১৯]
ক. বেণীসংহার
খ. কীর্তিবিলাস
গ. মালতীমাধব
ঘ. কৃষ্ণকুমারী 👈


Sharing Is Caring:          

Leave a Comment