আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |
০১. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ-[১৩তম বিসিএস]
ক. ধূসর পাণ্ডলিপি
খ. নাম রেখেছি কোমল গান্ধার
গ. একক সন্ধ্যায় বসন্ত
ঘ. অন্ধকারে একা
০২. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক ২০১৯]
ক. ঝরা পালক
খ. ধূসর পাণ্ডলিপি
গ. মহাপৃথিবী
ঘ. বনলতা সেন
০৩. ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের কবি কে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৯]
ক. শামসুর রাহমান
খ. হাসান হাফিজুর রহমান
গ. রফিক আজাদ
ঘ. আল মাহমুদ
০৪. ‘আশায় বসতি’ কোন কবির রচনা? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৯]
ক. ফররুখ আহমেদ
খ. আহসান হাবীব
গ. আবুল হোসেন
ঘ. সৈয়দ আলী আহসান
০৫. ‘বনলতা সেন’ কোন কবির কাব্যগ্রন্থের নাম? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা ২০১৯]
ক. বুদ্ধদেব বসু
খ. অমিয় চক্রবর্তী
গ. জীবনানন্দ দাশ
ঘ. বিষ্ণু দে
০৬. ‘ধূসর পাণ্ডলিপি’ কাব্যগ্রন্থের কবি কে? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশল ২০১৯]
ক. বুদ্ধদেব বসু
খ. বিষ্ণু দে
গ. আহসান হাবীব
ঘ. জীবনানন্দ দাশ
০৭. ‘মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?[প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক ২০১৮]
ক. শওকত আলী
খ. মহাদেব সাহা
গ. নির্মলেন্দু গুণ
ঘ. আসাদ চৌধুরী
০৮. ‘অগ্নিবীণা’ কাব্য গ্রন্থটি লিখেছেন- [জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের এস্টিমেটর ২০১৮]
ক. জীবনানন্দ দাশ
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. কাজী নজরুল ইসলাম
ঘ. শামসুর রাহমান
০৯. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? [একটি বাড়ি একটি খামার প্রকল্পের ফিল্ড সুপারভাইজার ২০১৮]
ক. আল মাহমুদ
খ. শামসুর রাহমান
গ. নির্মলেন্দু গুণ
ঘ. হেলাল হাফিজ
১০. কোনটি হযরত মুহাম্মদ (সা) এর জীবনী গ্রন্থ- [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/এইচআর) ২০১৭]
ক. মরুমায়া
খ. মরুভাস্কর
গ. মরুতীর্থ
ঘ. মরুকুসুম
১১. ‘গীতাঞ্জলি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. ১৯১৩
খ. ১৯১০
গ. ১৯১২
ঘ. ১৯১৫
১২. ‘রাত্রিশেষ’ কী ধরনের রচনা? [ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭]
ক. নাটক
খ. উপন্যাস
গ. ছোটগল্প
ঘ. কাব্য
১৩. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’একটি – [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭]
ক. উপন্যাস
খ. কাব্যগ্রন্থ
গ. নাটক
ঘ. গল্পগ্রন্থ
১৪. ‘সাতনরীর হার’ কাব্যখানি কে লিখেছেন? [বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭]
ক. কামাল চৌধুরী
খ. আসাদ চৌধুরী
গ. আবু জাফর ওবায়দুল্লাহ
ঘ. আবু হেনা মোস্তফা কামাল
১৫. ‘ছাড়পত্র’-কার রচিত কাব্য গ্রন্থ ? [স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের নার্সি সেবা অধিদপ্তরের মিডওয়াইফ ২০১৭]
ক. বুদ্ধদেব বসু
খ. অমিয় চক্রবর্তী
গ. সুকান্ত ভট্টাচার্য
ঘ. বিষ্ণু দে
১৬. ‘মেঘনাদবধ’ কাব্য কোনটির প্রবল প্রকাশ ঘটেছে?[ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার ২০১৬]
ক. জাতিসত্তা
খ. দেশপ্রেম
গ. স্বজনপ্রীতি
ঘ. আত্মপ্রীতি
১৭. কোনটি জসীমউদ্দীনের নাটক? [৩৬তম বিসিএস]
ক. রাখালী
খ. মাটির কান্না
গ. বেদের মেয়ে
ঘ. বোবা কাহিনি
১৮. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি? [৩৬তম বিসিএস]
ক. কবর
খ. চিঠি
গ. রক্তাক্ত প্রান্তর
ঘ. মুখরা রমণী বশীকরণ
১৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি? [৩৫তম বিসিএস; জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী ২০১৫]
ক. কৃষ্ণকুমারী
খ. শর্মিষ্ঠা
গ. সধবার একাদশী
ঘ. নীলদর্পণ
২০. কুলীনকুলসর্বস্ব নাটকটি কার লেখা ?[৩৪তম বিসিএস]
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. দীনবন্ধু মিত্র
গ. রামনারায়ণ তর্করত্ন
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
বিজ্ঞাপন
ব্যাখ্যা:
০১. জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ –
উত্তর: ক. ধূসর পাণ্ডলিপি
ব্যাখ্যা: ধূসর পাণ্ডলিপি জীবনানন্দ দাশের অন্যতম বিখ্যাত কাব্যগ্রন্থ। এটি তার প্রথম দিকের রচনা যা বাংলা কবিতায় আধুনিকতার সূচনা করেছে।
০২. জীবনানন্দ দাশের প্রথম কাব্য কোনটি?
উত্তর: ক. ঝরা পালক
ব্যাখ্যা: জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ঝরা পালক। এটি ১৯২৭ সালে প্রকাশিত হয়।
০৩. ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের কবি কে?
উত্তর: খ. হাসান হাফিজুর রহমান
ব্যাখ্যা: বন্দী শিবির থেকে হাসান হাফিজুর রহমানের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যেখানে মুক্তিযুদ্ধের সময়কার বন্দী জীবনের অভিজ্ঞতা উঠে এসেছে।
০৪. ‘আশায় বসতি’ কোন কবির রচনা?
উত্তর: খ. আহসান হাবীব
ব্যাখ্যা: আশায় বসতি আহসান হাবীবের একটি জনপ্রিয় কাব্যগ্রন্থ, যেখানে আশার প্রতিফলন দেখা যায়।
০৫. ‘বনলতা সেন’ কোন কবির কাব্যগ্রন্থের নাম?
উত্তর: গ. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: বনলতা সেন জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ যা তার প্রেম ও প্রকৃতির অনুভূতিগুলি ফুটিয়ে তোলে।
০৬. ‘ধূসর পাণ্ডলিপি’ কাব্যগ্রন্থের কবি কে?
উত্তর: ঘ. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা: ধূসর পাণ্ডলিপি জীবনানন্দ দাশের রচিত একটি কালজয়ী কাব্যগ্রন্থ যা বাংলা আধুনিক কবিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
০৭. ‘মুজিব-লেনিন-ইন্দিরা’ কাব্যগ্রন্থের লেখক কে?
উত্তর: গ. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: নির্মলেন্দু গুণের মুজিব-লেনিন-ইন্দিরা কাব্যগ্রন্থটি রাজনৈতিক নেতাদের প্রতি তাঁর ভাবনার প্রতিফলন।
০৮. ‘অগ্নিবীণা’ কাব্য গ্রন্থটি লিখেছেন-
উত্তর: গ. কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ যা বিদ্রোহের প্রতীক হিসেবে পরিচিত।
০৯. ‘বাংলাদেশ স্বপ্ন দ্যাখে’ কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর: গ. নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা: বাংলাদেশ স্বপ্ন দ্যাখে নির্মলেন্দু গুণের এক বিশেষ রচনা যেখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী স্বপ্নের প্রতিফলন ঘটেছে।
১০. কোনটি হযরত মুহাম্মদ (সা) এর জীবনী গ্রন্থ-
উত্তর: খ. মরুভাস্কর
ব্যাখ্যা: মরুভাস্কর হযরত মুহাম্মদ (সা) এর জীবনের উপর ভিত্তি করে রচিত একটি বিখ্যাত জীবনী গ্রন্থ।
১১. ‘গীতাঞ্জলি’ কাব্যটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: গ. ১৯১২
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি ১৯১২ সালে প্রকাশিত হয়, যা তাকে নোবেল পুরস্কার এনে দেয়।
১২. ‘রাত্রিশেষ’ কী ধরনের রচনা?
উত্তর: ঘ. কাব্য
ব্যাখ্যা: রাত্রিশেষ একটি কাব্যগ্রন্থ, যেখানে রাত্রির ভাবনা ও অনুভূতির প্রতিফলন ঘটেছে।
১৩. ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ একটি-
উত্তর: খ. কাব্যগ্রন্থ
ব্যাখ্যা: আমি কিংবদন্তীর কথা বলছি একটি বিখ্যাত কাব্যগ্রন্থ, যেখানে কল্পনা ও কিংবদন্তীর মিশ্রণ ঘটেছে।
১৪. ‘সাতনরীর হার’ কাব্যখানি কে লিখেছেন?
উত্তর: ঘ. আবু হেনা মোস্তফা কামাল
ব্যাখ্যা: সাতনরীর হার আবু হেনা মোস্তফা কামালের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ।
১৫. ‘ছাড়পত্র’-কার রচিত কাব্য গ্রন্থ?
উত্তর: গ. সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা: ছাড়পত্র সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ যা সমাজ ও সময়ের প্রতি তার বামপন্থী দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়।
১৬. ‘মেঘনাদবধ’ কাব্য কোনটির প্রবল প্রকাশ ঘটেছে?
উত্তর: খ. দেশপ্রেম
ব্যাখ্যা: মেঘনাদবধ মাইকেল মধুসূদন দত্তের মহাকাব্য, যা রামায়ণ কাহিনীর এক ভিন্নতর উপস্থাপনা এবং এর মধ্যে দেশপ্রেমের প্রবল স্রোত বিদ্যমান।
১৭. কোনটি জসীমউদ্দীনের নাটক?
উত্তর: গ. বেদের মেয়ে
ব্যাখ্যা: জসীমউদ্দীনের রচনা বেদের মেয়ে একটি বিখ্যাত নাটক যা বাংলাদেশের পল্লীজীবনের প্রতিফলন ঘটায়।
১৮. মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
উত্তর: ঘ. মুখরা রমণী বশীকরণ
ব্যাখ্যা: মুনীর চৌধুরী অনেক নাটক অনুবাদ করেছেন, তার মধ্যে মুখরা রমণী বশীকরণ অন্যতম।
১৯. বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
উত্তর: ক. কৃষ্ণকুমারী
ব্যাখ্যা: কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক, যা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত।
২০. কুলীনকুলসর্বস্ব নাটকটি কার লেখা?
উত্তর: খ. দীনবন্ধু মিত্র
ব্যাখ্যা: কুলীনকুলসর্বস্ব দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক, যেখানে কুলীন সমাজের কুসংস্কার ও তাদের জীবনধারার সমালোচনা করা হয়েছে।