bangla model test-17

আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |

০১. ‘ইয়ং বেঙ্গল’ গোষ্ঠীর মুখপত্ররূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? [৩৬তম বিসিএস]
ক. বঙ্গদূত
খ. জ্ঞানান্বেষণ 👈
গ. জ্ঞানাঙ্কুর
ঘ. সংবাদ প্রভাকর

০২. বাংলা গদ্যের জনক কে?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 👈
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. উইলিয়াম কেরী
ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর

০৩. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?[২৮তম বিসিএস]
ক. নবম শতকে
খ. ত্রয়োদশ শতকে
গ. ষোড়শ শতকে
ঘ. উনিশ শতকে 👈

০৪. ইয়ং বেঙ্গল কী? [২৮তম বিসিএস; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা তত্ত্বাবধায়ক ২০১০]
ক. বাংলাভাষা শিক্ষার্থী ইংরেজ
খ. ইংরেজি ভাবধারাপুষ্ট বাঙালি যুবক 👈
গ. একটি সাহিত্যিক গোষ্ঠীর নাম
ঘ. একটি সাময়িক পত্রের নাম

০৫. ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় – [২৬তম বিসিএস]
ক. ১৮০০ সালে
খ. ১৮০১ সালে 👈
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৪ সালে

০৬. ‘বত্রিশ সিংহাসন’ কার রচনা? [২৬তম বিসিএস; পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা ২০১৭;]
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার 👈
খ. রামরাম বসু
গ. বিদ্যাসাগর
ঘ. রাজীব লোচন মুখোপাধ্যায়

০৭. ঢাকার ‘মুসলিম সাহিত্য সমাজ’-এর প্রতিষ্ঠা কোন খ্রিস্টাব্দে?[২৪তম বিসিএস (বাতিল)]
ক. ১৯২৬ 👈
খ. ১৯১১
গ. ১৮৬৪
ঘ. ১৯০৫

০৮. ‘ঢাকা মুসলিম সাহিত্য সমাজ’ এর প্রধান লেখক ছিলেন – [১৫তম বিসিএস]
ক. কাজী আবদুল ওদুদ, আবুল হুসেন প্রমুখ 👈
খ. মোহাম্মদ বরকত উল্লাহ, আবুল কালাম শামসুদ্দীন প্রমুখ
গ. মোহাম্মদ আকররাম খাঁ, মুহম্মদ শহীদুল্লাহ প্রমুখ
ঘ. কাজী ইমদাদুল হক, মোহাম্মদ ওয়াজেদ আলী প্রমুখ

০৯. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থের নাম কী? [স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৯]
ক. কৃপার শাস্ত্রের অর্থভেদ
খ. কথামালা
গ. কথোপকথন 👈
ঘ. ইতিহাসমালা

১০. ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ কত সালে প্রতিষ্ঠিত হয়? [সিনিয়র স্টাফ নার্স ২০১৮]
ক. ১৭৯৯ সালে
খ. ১৮০০ সালে 👈
গ. ১৮০১ সালে
ঘ. ১৮০২ সালে
১১. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে – [পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্র্তা ২০১৭]
ক. মুহসীন কলেজ
খ. ফোর্ট উইলিয়াম কলেজ 👈
গ. শ্রীরামপুর মিশন
ঘ. সংস্কৃত কলেজ

১২. ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী সচিব/ সহকারী পরিচালক (প্রশাসন) ২০১৬]
ক. মি. উইলিয়াম
খ. উইলিয়াম কেরী 👈
গ. রামরাম বসু
ঘ. জেসি মার্শম্যান

১৩. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন? [সাধারণ পুলের আওতায় বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার, উপসহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৬]
ক. আধুনিক যুগ 👈
খ. মধ্যযুগ
গ. মধ্য বর্তমান যুগ
ঘ. প্রাচীন যুগ

১৪. ‘ইতিহাসমালা’-র লেখক কে? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬]
ক. উইলিয়াম কেরী 👈
খ. বিদ্যাসাগর
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ঘ. রাম রাম বসু

১৫. কে বহু ভাষাবিদ পণ্ডিত ও গবেষক ছিলেন? [সেবা পরিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স ২০১৬]
ক. পাণিনি
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. ড. মুহম্মদ শহীদুল্লাহ 👈
ঘ. সুকুমার সেন

১৬. ‘লিপিমালা’ রচনা করেছেন? [শিক্ষা, ডাক, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় প্রশাসনিক ও ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫]
ক. কাশীরাম দাস
খ. দ্বিজরাম দেব
গ. রাম রাম বসু 👈
ঘ. মুক্তরাম সেন

১৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রকাশিত হয় কত সনে? [৩৭তম বিসিএস]
ক. ১৯১০ 👈
খ. ১৯১১
গ. ১৯১২
ঘ. ১৯১৩

১৮. কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? [৩৪তম বিসিএস]
ক. চৈতালী
খ. রাখালী 👈
গ. ফণিমনসা
ঘ. আলো পৃথিবী

১৯. মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ কোন ধরনের কাব্য? [৩২তম বিসিএস]
ক. মহাকাব্য
খ. সনেট
গ. পত্রকাব্য 👈
ঘ. গীতিকাব্য

২০. ‘অগ্নিবীণা’ কাব্যের প্রথম কবিতা কোনটি? [২৯তম বিসিএস]
ক. ধূমকেতু
খ. বিদ্রোহী
গ. প্রলয়োল্লাস 👈
ঘ. অগ্রপথিক


Sharing Is Caring:          

Leave a Comment