bangla model test-16

আধুনিক যুগের সূচনা পর্ব, ফোর্ট উইলিয়াম কলেজ, সাহিত্যের ধারা- উপন্যাস, নাটক, ছোটগল্প ও প্রবন্ধ |

০১. প্রথম সাহিত্যক গদ্যের স্রষ্টা কে? [৪৫তম বিসিএস]
ক. রাজা রামমোহন রায়
খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 👈
গ. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

০২. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? [২৯তম বিসিএস]
ক. প্রভু যিশুর বাণী
খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ 👈
গ. মিশনারি জীবন
ঘ. ফুলমণি ও করুণার বিবরণ

০৩. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? [২৮তম বিসিএস]
ক. নবম শতকে
খ. ত্রয়োদশ শতকে
গ. ষোঢ়শ শতকে
ঘ. উনিশ শতকে 👈

০৪. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে? [২৪তম বিসিএস (বাতিলকৃত)]
ক. রোমান্টিসিজম
খ. আধুনিকতাবাদ
গ.উত্তরাধুনিকতাবাদ 👈
ঘ. বাস্তববাদ

০৫. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ – এর রচয়িতা কে? [শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে সহকারী অফিসার – ০৩]
ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
খ. হেনরী লুই ভিভিয়ান ডিরোজিও
গ. দোম আন্তোনিও 👈
ঘ. হেনরী পিটস পরস্টার

০৬. ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থটির রচয়িতা কে? [সহকারী আবহাওয়াবিদ – ০৫]
ক. জন ক্লার্ক ম্যাশম্যান
খ. উইলিয়াম কেরি
গ.লর্ড ওয়েলেসলি
ঘ. মনোএল দা আস্সুম্পসাঁও 👈

০৭. আধুনিকতার লক্ষণ কী? [শ্রম পরিদপ্তরের জনসংখ্যা ও পরিবারকল্যাণ কর্মকর্তা – ০৯]
ক. ইংরেজি শিক্ষা
খ. দেশ বিদেশে ঘুরে বেড়ানো
গ. সহশিক্ষা
ঘ. স্বদেশ প্রেম ও মানবতাবোধ 👈

০৮. বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? [বাংলাদেশ কৃষি ব্যাংক লি: অফিসার – ১১]
ক. ১৮ শতকে
খ. ১৭ শতকে
গ. ১৯ শতকে 👈
ঘ. ২০ শতকে

০৯. বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ? [বেবিচক এর সিনিয়র অফিসার ২১]
ক. কৃপার শাস্ত্রের অর্থভেদ 👈
খ. মঙ্গল সমাচার
গ. কথোপকথন
ঘ. রাজা প্রতিপাদিত্য চরিত্র

১০. বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়? [জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর ১৮]
ক. ১৭৫০
খ. ১৮০০ 👈
গ. ১৮৫০
ঘ. ১৯০০
১১. শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? [কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স কার্যালয়ের অডিটর – ১৮]
ক. ১৮০০ সালে 👈
খ. ১৮০১ সালে
গ. ১৮০২ সালে
ঘ. ১৮০৩ সালে

১২. শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন কে – [প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক-১৬]
ক. উইলিয়াম কেরি
খ. জন টমাস
গ. জন ক্লার্ক মার্শম্যান
ঘ. ক + খ 👈

১৩. শ্রীরামপুর মিশন অবস্থিত – [সমাজকল্যাণ সংগঠনক (সমাজসেবা অধিদপ্তর) – ০৫]
ক. দিনেমায় 👈
খ. আসাম
গ. ঝাড়খণ্ড
ঘ. উড়িষ্যা

১৪. কত সালে শ্রীরামপুর মিশন ডেনিসদের কাছ থেকে ইংরেজদের কাছে চলে যায়? [এক্সিম ব্যাংক ট্রেইনি অফিসার – ১২]
ক. ১৮০৮ সালে 👈
খ. ১৮০৫ সালে
গ. ১৮১০ সালে
ঘ. ১৮১৫ সালে

১৫. ভারতে প্রথম নিজস্ব প্রচারক সংঘ কোনটি? [জনতা ব্যাংক অফিসার – ১৪]
ক. ফোর্ট উইলিয়াম কলেজ
খ. মোহামেডাম লিটারেরি সোসাইটি
গ. শ্রীরামপুর মিশন 👈
ঘ. ইয়ং বেঙ্গল গোষ্ঠী

১৬. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? [৩৮তম বিসিএস]
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. রামরাম বসু 👈
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. অক্ষয়কুমার দত্ত

১৭. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে? [৩৭তম বিসিএস]
ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. চন্দ্রকুমার দে 👈
ঘ. দীনেশচন্দ্র সেন

১৮. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা? [৩৭তম; ২৬তম বিসিএস]
ক. বঙ্গভাষা ও সাহিত্য
খ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
গ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
ঘ. বাংলা সাহিত্যের কথা 👈

১৯. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী? [৩৭তম বিসিএস]
ক. বাংলা ধ্বনিবিজ্ঞান
খ. আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ. ধ্বনিবিজ্ঞানের কথা
ঘ. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত¡ 👈

২০. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা – [৩৬তম বিসিএস]
ক. উইলিয়াম কেরি
খ. গোলকনাথ শর্মা
গ. রামরাম বসু 👈
ঘ. হরপ্রসাদ রায়

ব্যাখ্যা:

১. প্রথম সাহিত্যক গদ্যের স্রষ্টা কে?
সঠিক উত্তর: খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা গদ্যের এক উল্লেখযোগ্য রূপকার হিসেবে পরিচিত। তার রচিত ‘বেতাল পঞ্চবিংশতি’ গদ্যের উৎকর্ষতা প্রদর্শন করে।

২. বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি?
সঠিক উত্তর: খ. কৃপার শাস্ত্রের অর্থভেদ।
‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ বাংলা ভাষায় কথ্যভাষার এক আদিগ্রন্থ যা মূলত খ্রিস্টান ধর্মের প্রচারের উদ্দেশ্যে রচিত হয়েছিল।

৩. বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়?
সঠিক উত্তর: ঘ. উনিশ শতকে।
উনিশ শতকে বাংলা সাহিত্যে গদ্যের বিকাশ শুরু হয়। এই সময় বাংলা গদ্যের ভিত্তি গড়ে ওঠে।

৪. কোন সাহিত্যাদর্শের মর্মে নৈরাশ্যবাদ আছে?
সঠিক উত্তর: গ. উত্তরাধুনিকতাবাদ।
উত্তরাধুনিকতাবাদে নৈরাশ্যবাদ ও অস্থিরতা বিশেষভাবে লক্ষণীয়। বাস্তবতার প্রতি অনাস্থা, সংকটবোধ ইত্যাদি এতে প্রতিফলিত হয়।

৫. বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ – এর রচয়িতা কে?
সঠিক উত্তর: গ. দোম আন্তোনিও।
‘ব্রাহ্মণ-রোমান-ক্যাথলিক সংবাদ’ হলো বাঙালির লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ, যা দোম আন্তোনিও রচনা করেছিলেন।

৬. ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’ গ্রন্থটির রচয়িতা কে?
সঠিক উত্তর: ঘ. মনোএল দা আস্সুম্পসাঁও।
এই গ্রন্থটি খ্রিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে মনোএল দা আস্সুম্পসাঁও রচনা করেছিলেন।

৭. আধুনিকতার লক্ষণ কী?
সঠিক উত্তর: ঘ. স্বদেশ প্রেম ও মানবতাবোধ।
আধুনিকতার প্রধান লক্ষণ হলো স্বদেশ প্রেম, মানবতাবোধ এবং উদার মানসিকতা।

৮. বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
সঠিক উত্তর: গ. ১৯ শতকে।
উনিশ শতকে বাংলা সাহিত্যে আধুনিক যুগের সূচনা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ লেখকেরা এই সময় সাহিত্যে নতুন ধারার সূচনা করেন।

৯. বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ?
সঠিক উত্তর: ক. কৃপার শাস্ত্রের অর্থভেদ।
বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ হলো ‘কৃপার শাস্ত্রের অর্থভেদ’, যা খ্রিস্টধর্ম প্রচারের জন্য রচিত হয়েছিল।

১০. বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়?
সঠিক উত্তর: খ. ১৮০০।
১৮০০ সালকে বাংলা ভাষার আধুনিক যুগের সূচনা হিসেবে ধরা হয়, যখন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা এবং বাংলা গদ্যের বিকাশ ঘটে।

১১. শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় কত সালে?
সঠিক উত্তর: ক. ১৮০০ সালে।
শ্রীরামপুর মিশন ১৮০০ সালে উইলিয়াম কেরি প্রমুখ মিশনারিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।

১২. শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন কে?
সঠিক উত্তর: ঘ. ক + খ।
শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠায় উইলিয়াম কেরি এবং জন টমাস উভয়েরই ভূমিকা ছিল।

১৩. শ্রীরামপুর মিশন অবস্থিত কোথায়?
সঠিক উত্তর: ক. দিনেমায়।
শ্রীরামপুর মিশন ভারতের দিনেমা স্থানে অবস্থিত ছিল, যা বাংলার অন্তর্গত।

১৪. কত সালে শ্রীরামপুর মিশন ডেনিসদের কাছ থেকে ইংরেজদের কাছে চলে যায়?
সঠিক উত্তর: ক. ১৮০৮ সালে।
১৮০৮ সালে শ্রীরামপুর মিশন ডেনিসদের কাছ থেকে ইংরেজদের অধীনে চলে যায়।

১৫. ভারতে প্রথম নিজস্ব প্রচারক সংঘ কোনটি?
সঠিক উত্তর: গ. শ্রীরামপুর মিশন।
শ্রীরামপুর মিশন হলো ভারতে প্রথম নিজস্ব প্রচারক সংঘ।

১৬. কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন?
সঠিক উত্তর: খ. রামরাম বসু।
রামরাম বসু ফোর্ট উইলিয়াম কলেজে শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

১৭. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
সঠিক উত্তর: গ. চন্দ্রকুমার দে।
‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহ চন্দ্রকুমার দে সংগ্রহ করেছিলেন।

১৮. বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা?
সঠিক উত্তর: ঘ. বাংলা সাহিত্যের কথা।
ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখা ‘বাংলা সাহিত্যের কথা’ বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ।

১৯. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
সঠিক উত্তর: ঘ. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।
মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’।

২০. ‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ গ্রন্থটির প্রণেতা –
সঠিক উত্তর: গ. রামরাম বসু।
‘রাজা প্রতাপাদিত্য চরিত্র’ রচনা করেছিলেন রামরাম বসু, যিনি বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব।


Sharing Is Caring:          

Leave a Comment