bangla model test-15

মধ্যযুগ (লোক সাহিত্য-৫)

০১। ‘ঠাকুরমার ঝুলি’ গ্রন্থটির প্রকাশকাল হল –
(ক) ১৩১৪ বঙ্গাব্দ 👈
(খ) ১৩১৩ ব্যাপ
(গ) ১৩১২ বঙ্গাব্দ
(ঘ) ১৩১১ বঙ্গাব্দ

০২। বাংলা লোককাহিনি কোথা থেকে গ্রহণ করা হয়েছে?
(ক) বেদ
(খ) পুরাণ
(গ) জাতক কাহিনি 👈
(ঘ) কোনোটাই নয়

০৩। ‘ঠাকুরদাদার রূপকথা’ গ্রন্থটির লেখক হলেন –
(ক) দক্ষিণারান
(খ) কালীমোহন ভট্টাচার্য 👈
(গ) রবীন্দ্রনাথ
(ঘ) আশুতোষ ভট্টাচার্য

০৪। ‘ইতিহাসমালা’ গ্রন্থে কিসের গল্প রয়েছে?
(ক) পঞ্চতন্ত্রের 👈
(গ) মহাভারতের
(খ) রামায়ণের
(ঘ) বেদের

০৫। ‘খনার বচন’ এর মূলভাব কী? [৩৯তম
বিসিএস]
ক. লৌকিক প্রণয়সংগীত
খ. শুদ্ধ জীবনযাপন রীতি 👈
গ. সামাজিক মঙ্গলবোধ
ঘ. রাষ্ট্র পরিচালনা নীতি

০৬। ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের
সংগ্রাহক কে? [৩৭তম বিসিএস]
ক. দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. চন্দ্রকুমার দে 👈
ঘ. দীনেশচন্দ্র সেন

০৭। Ballad কী? [২৬তম বিসিএস]
ক. লোকগীতি
খ. লোকগাথা
গ. গীতিকা
ঘ. গাঁথা 👈

০৮। লোকসাহিত্য কাকে বলে? [২৮তম বিসিএস]
ক. গ্রামীণ নর-নারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
খ. লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
গ. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে 👈
ঘ. গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে

০৯। লোকসাহিত্য কাকে বলে? [সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ২০১৮]
ক. লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে 👈
খ. গ্রামীন অশিক্ষিত ও অখ্যাত লোকের সৃষ্ট রচনাকে
গ. গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
ঘ. লোক সাধারণের কল্যাণে দেবতার প্রস্তুতিমূলক রচনাকে

১০। পল্লিসাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো- [রূপালী ব্যাংক অফিসার (ক্যাশ) ২০১৮]
ক. অসাম্প্রদায়িকতা
খ. অনুবাদপ্রবণতা
গ. তত্তে¡র সচেতন প্রয়োগ 👈
ঘ. লিখিত রূপের প্রাধান্য

১১। ‘লোকসাহিত্য’ বলতে কী বোঝায়?
ক. ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন 👈
খ. কবিতা, গান
গ. উপন্যাস, নাটক
ঘ. প্রাচীন চিত্রকলা

১২। লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী পরিচালক ২০১৬]
ক. ধাঁধা
খ. ছড়া 👈
গ. প্রবাদ
ঘ. গাথা কাহিনি

১৩। বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী কী? [বেসিক ব্যাংক লি. অ্যাসিসটেন্ট ম্যানেজার ২০১২]
ক. প্রবচন, ছড়া ও ধাঁধা 👈
খ. গান ও গীতিকা
গ. পুঁথি সাহিত্য ও গাঁথা
ঘ. মঙ্গলকাব্য

১৪। ‘লোকসাহিত্য’ সংগ্রহে অবদান রেখেছেন- [ঢাবি (খ-ইউনিট) ২০১০-১১]
ক. কেশবচন্দ্র সেন
খ. দীনেশচন্দ্র সেন 👈
গ. হীরালাল সেন
ঘ. রজনীকান্ত সেন

১৫। হারামণি কী? এর সংকলক কে? [ইসলামী ব্যাংক লি. সহকারী অফিসার ২০০৩]
ক. পুঁথি, আলাওল
খ. প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন 👈
গ. উচ্চাঙ্গসঙ্গীত, ওস্তাদ আয়ত আলী
ঘ. প্রাচীন সাহিত্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

১৬। ‘প্রবাদমালা’ গ্রন্থটি প্রকাশিত হয় –
(ক) ১৮৬৮ খ্রিস্টাব্দ 👈
(খ) ১৮৬৯ খ্রিস্টাব্দ
(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দ

১৭। নাই মামার চেয়ে — মামা ভালো।
(ক) অন্ধ
(খ) সোনা
(গ) বোকা
(ঘ) কানা 👈

১৮। “চিড়ে বল বুড়ি বল ভাতের বাড়া নাই/পিসি বল মাসি বল — বাড়া নাই।”
(ক) বাপের
(খ) মায়ের 👈
(গ) দাঁতের
(ঘ) সোনার

১৯। বাংলায় প্রথম বাংলা লোককথার প্রকাশক হলেন –
(ক) উইলিয়াম কেরি 👈
(খ) মৃত্যুপ্রয় বিদ্যালংকার
(গ) মলয় বসু
(ঘ) রবীন্দ্রনাথ

২০। ‘রাক্ষস-খোক্ষস’ গ্রন্থটির প্রকাশকাল হল –
(ক) ১৩০৪ বঙ্গাব্দ 👈
(খ) ১৩০৫ বঙ্গাব্দ
(গ) ১৩০৬ বঙ্গাব্দ
(ঘ) ১৩০৭ বঙ্গাব্দ

ব্যাখ্যা:

১. ‘ঠাকুরমার ঝুলি’ গ্রন্থটির প্রকাশকাল হল –
উত্তর: (ক) ১৩১৪ বঙ্গাব্দ। ব্যাখ্যা: ‘ঠাকুরমার ঝুলি’ একটি বাংলা শিশুতোষ গল্পের সংকলন, যা ১৩১৪ বঙ্গাব্দে (১৯০৭ খ্রিস্টাব্দে) প্রথম প্রকাশিত হয়। এর সংকলক ছিলেন দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার।

২. বাংলা লোককাহিনি কোথা থেকে গ্রহণ করা হয়েছে?
উত্তর: (গ) জাতক কাহিনি। ব্যাখ্যা: বাংলা লোককাহিনি প্রাচীন ভারতীয় সংস্কৃতির বিভিন্ন উৎস থেকে এসেছে, যার মধ্যে ‘জাতক কাহিনি’ অন্যতম। জাতক কাহিনিতে বৌদ্ধধর্মের উপদেশমূলক গল্প আছে যা বাংলার লোকসাহিত্যেও প্রভাব রেখেছে।

৩. ‘ঠাকুরদাদার রূপকথা’ গ্রন্থটির লেখক হলেন –
উত্তর: (খ) কালীমোহন ভট্টাচার্য। ব্যাখ্যা: ‘ঠাকুরদাদার রূপকথা’ গ্রন্থটির লেখক কালীমোহন ভট্টাচার্য। তিনি এই রূপকথার গল্পগুলিকে সংকলন করেন যা বাংলা লোকসাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।

৪. ‘ইতিহাসমালা’ গ্রন্থে কিসের গল্প রয়েছে?
উত্তর: (ক) পঞ্চতন্ত্রের। ব্যাখ্যা: ‘ইতিহাসমালা’ গ্রন্থে প্রাচীন ভারতীয় পঞ্চতন্ত্রের নীতি ও কৌশলবিষয়ক গল্পগুলি পাওয়া যায়। পঞ্চতন্ত্রের গল্পগুলির মূল বিষয়বস্তু হল বুদ্ধিমত্তা ও কৌশল।

৫. ‘খনার বচন’ এর মূলভাব কী?
উত্তর: (খ) শুদ্ধ জীবনযাপন রীতি। ব্যাখ্যা: ‘খনার বচন’ হল বাংলা ভাষার অন্যতম প্রাচীন প্রবাদ। এর মূলভাব হলো শুদ্ধ জীবনযাপনের রীতি এবং কিভাবে প্রাকৃতিক নিয়মকে মেনে জীবন পরিচালনা করতে হবে।

৬. ‘পূর্ববঙ্গ গীতিকা’র লোকপালাসমূহের সংগ্রাহক কে?
উত্তর: (গ) চন্দ্রকুমার দে। ব্যাখ্যা: ‘পূর্ববঙ্গ গীতিকা’ হল পূর্ববঙ্গের লোকগাথাগুলির একটি বিশাল সংগ্রহ। চন্দ্রকুমার দে এই গাথাগুলিকে সংকলিত করেন এবং লোকসাহিত্যকে সমৃদ্ধ করেন।

৭. Ballad কী?
উত্তর: (ঘ) গাঁথা। ব্যাখ্যা: Ballad বলতে এমন ধরনের কাহিনিকবিতা বোঝায়, যা সাধারণত গল্প বলার ছন্দে লেখা হয়। বাংলা সাহিত্যে Ballad কে গাঁথা হিসেবেও অভিহিত করা হয়।

৮. লোকসাহিত্য কাকে বলে?
উত্তর: (গ) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে। ব্যাখ্যা: লোকসাহিত্য হল সমাজের সাধারণ মানুষের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া, প্রবাদ যা গ্রামীন সমাজে প্রজন্ম থেকে প্রজন্মে সংরক্ষিত থাকে।

৯. লোকসাহিত্য কাকে বলে?
উত্তর: (ক) লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে। ব্যাখ্যা: লোকসাহিত্যকে সাধারণত জনগণের মুখে প্রচলিত লোককাহিনি, গান ও ছড়ার সংমিশ্রণ হিসেবে ধরা হয় যা লোকমুখে প্রচলিত হয়।

১০. পল্লিসাহিত্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো-
উত্তর: (গ) তত্ত্বের সচেতন প্রয়োগ। ব্যাখ্যা: পল্লিসাহিত্যে সাধারণত জীবনযাপন সম্পর্কিত জ্ঞান ও তত্ত্বের সচেতন প্রয়োগ লক্ষ্য করা যায়, যা সাধারণ মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।

১১. ‘লোকসাহিত্য’ বলতে কী বোঝায়?
উত্তর: (ক) ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন। ব্যাখ্যা: লোকসাহিত্যের মধ্যে বিভিন্ন প্রকারের জনপ্রিয় উপাদান যেমন ছড়া, গান, ধাঁধা, প্রবাদ-প্রবচন অন্তর্ভুক্ত রয়েছে, যা সমাজের দৈনন্দিন জীবনের অংশ।

১২. লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?
উত্তর: (খ) ছড়া। ব্যাখ্যা: ছড়া হল বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এগুলি প্রধানত শিশুতোষ এবং সমাজের মৌখিক ঐতিহ্যের একটি অংশ।

১৩. বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কী কী?
উত্তর: (ক) প্রবচন, ছড়া ও ধাঁধা। ব্যাখ্যা: বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হল প্রবচন, ছড়া ও ধাঁধা, যা সমাজে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচলিত।

১৪. ‘লোকসাহিত্য’ সংগ্রহে অবদান রেখেছেন-
উত্তর: (খ) দীনেশচন্দ্র সেন। ব্যাখ্যা: দীনেশচন্দ্র সেন বাংলা লোকসাহিত্য সংকলনে বিশেষ অবদান রেখেছেন। তিনি বাংলার বিভিন্ন অঞ্চলের লোকগান ও কাহিনিগুলি সংগ্রহ করেন এবং প্রকাশ করেন।

১৫. হারামণি কী? এর সংকলক কে?
উত্তর: (খ) প্রাচীন লোকগীতি, মুহম্মদ মনসুর উদ্দীন। ব্যাখ্যা: ‘হারামণি’ হল মুহম্মদ মনসুর উদ্দীনের সংকলিত প্রাচীন বাংলা লোকগীতির একটি সংকলন, যা বাংলা লোকগীতির ধারাবাহিকতা রক্ষার একটি প্রচেষ্টা।

১৬. ‘প্রবাদমালা’ গ্রন্থটি প্রকাশিত হয় –
উত্তর: (ক) ১৮৬৮ খ্রিস্টাব্দ। ব্যাখ্যা: ‘প্রবাদমালা’ গ্রন্থটি ১৮৬৮ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, যা বাংলার বিভিন্ন প্রবাদসমূহের সংকলন।

১৭. নাই মামার চেয়ে — মামা ভালো।
উত্তর: (ঘ) কানা। ব্যাখ্যা: এই প্রবাদটি সমাজে প্রচলিত যে, নাই মামার চেয়ে কানা মামা ভালো, অর্থাৎ কিছু না থাকার চেয়ে কিছুটা হলেও থাকা ভালো।

১৮. “চিড়ে বল বুড়ি বল ভাতের বাড়া নাই/পিসি বল মাসি বল — বাড়া নাই।”
উত্তর: (খ) মায়ের। ব্যাখ্যা: এই প্রবাদে উল্লেখিত যে, চিঁড়ে ও বুড়ির মতো জিনিসের চেয়ে ভাতের গুরুত্ব বেশি।

১৯. বাংলায় প্রথম বাংলা লোককথার প্রকাশক হলেন –
উত্তর: (ক) উইলিয়াম কেরি। ব্যাখ্যা: উইলিয়াম কেরি ছিলেন বাংলার প্রথম ব্যক্তি, যিনি বাংলা ভাষায় লোককথার সংগ্রহ প্রকাশ করেন।

২০. ‘রাক্ষস-খোক্ষস’ গ্রন্থটির প্রকাশকাল হল –
উত্তর: (ক) ১৩০৪ বঙ্গাব্দ। ব্যাখ্যা: ‘রাক্ষস-খোক্ষস’ একটি জনপ্রিয় বাংলা রূপকথার গল্পের সংকলন, যা ১৩০৪ বঙ্গাব্দে প্রকাশিত হয়েছিল।

 

 

 

 


Sharing Is Caring:          

Leave a Comment