মধ্যযুগ (লোক সাহিত্য-৩)
০১। ‘পাইখ’ কিন্তু হাঁইটে সদা, বলো এবার কী? – ধাঁধাটি কী বিষয়ক ?
(ক) মানব
(খ) প্রকৃতি
(গ) বিবিধ
(ঘ) প্রাণী 👈
০২। ‘মুই তুই দুই ভাই, আসি আসি আর যাই’ – ধাঁধাটি কী বিষয়ক ?
(ক) প্রাণী
(খ) মানব 👈
(গ) বিবিধ
(ঘ) প্রকৃতি
০৩। কালো গাইয়ের দুধটি মিঠা/ষোলশো গোপিনীর একটি পিঠা’ – ধাঁধাটি কী বিষয়ক ?
(ক) প্রকৃতি 👈
(খ) প্রাণী
(গ) বিবিধ
(ঘ) মানব
০৪। জেতোড় সমাজের ধাঁধাগুলির বিশেষত্ব –
(ক) রূপক ব্যবহারে
(খ) উপমা ব্যবহারে
(গ) রূপক ও উপমা ব্যবহারে 👈
(ঘ) কোনোটাই নয়
০৫। বাংলা প্রবাদ চর্চার সূত্রপাত করেছিলেন –
(ক) উইলিয়াম কেরি
(খ) রেভারেন্ড উইলিয়াম মর্টন 👈
(গ) রবীন্দ্রনাথ
(ঘ) এন্ডার্সন
০৬। বাংলা প্রবাদ চর্চার ইতিহাসে সর্বপ্রাচীন গ্রন্থটির নাম –
(ক) কবিতা-রত্নাকর 👈
(খ) প্রবাদমালা
(গ) প্রবাদসংগ্রহ
(ঘ) প্রধানতত্ত্ব
০৭। ‘Bengali Proverb’ গ্রন্থটির প্রকাশক কে?
(ক) উইলিয়াম মর্টন
(খ) জেমস লঙ্ 👈
(গ) মার্শম্যান
(ঘ) কেউই নন
০৮। ‘প্রবাদমালা’ গ্রন্থটির প্রণেতা হলেন –
(ক) দীনেন্দ্র রায়
(খ) মার্শম্যান
(গ) রেভারেন্ড কে. কে. জি সরকার
(ঘ) রেভারেন্ড লঙ্ 👈
০৯। ‘প্রবাদমালা’ গ্রন্থটি প্রকাশিত হয় –
(ক) ১৮৬৮ খ্রিস্টাব্দ 👈
(খ) ১৮৬৯ খ্রিস্টাব্দ
(গ) ১৮৬৬ খ্রিস্টাব্দ
(ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দ
১০। ‘প্রবাদসংগ্রহ’ গ্রন্থটির সংগ্রাহক হলেন –
(ক) বলেন্দ্রনাথ ঠাকুর
(খ) নীলকণ্ঠ মুখোপাধ্যায়
(গ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
(ঘ) কানাইলাল ঘোষাল 👈
১১। বাংলা প্রবাদ সংকলনে একটি উল্লেখযোগ্য পত্রিকা হল –
(ক) বামাবোধিনী 👈
(খ) পরিচয়
(গ) সবুজপত্র
(ঘ) বঙ্গদর্শন
১২। ‘ভারতচন্দ্রের কবিতায় প্রবচন’ শীর্ষক প্রবন্ধটির রচয়িতা ছিলেন –
(ক) ড. সুকুমার সেন
(খ) বিধুভূষণ শীল
(গ) নরেন্দ্রনাথ ভট্টাচার্য 👈
(ঘ) হরিহর শেঠ
১৩। “প্রবাদ মানে সারগর্ভ সদুক্তি’ – কার উক্তি?
(ক) ড. আশুতোষ ভট্টাচার্য
(খ) সুকুমার সেন 👈
(গ) সুনীতিকুমার চট্টোপাধ্যায়
(ঘ) সত্যরঞ্জন সেন
১৪। বাংলা প্রবাদের আলোচনায় একটি স্মরণীয় নাম হল –
(ক) সুশীলকুমার দে 👈
(খ) তারাশংকর বন্দ্যোপাধ্যায়
(গ) হরপ্রসাদ শাস্ত্রী
(ঘ) রামমোহন রায়
১৫। সুশীলকুমার দে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রবাদের আলোচনা করেছেন ?
(ক) পরিচয়
(খ) সবুজপত্র
(গ) শনিবারের চিঠি 👈
(ঘ) বঙ্গদর্শন
১৬। সাপও — লাঠিও — না।
(ক) মরল, ভাঙল 👈
(খ) গেল, ভাঙল
(গ) গেল, ভেঙে
(ঘ) যাবে, ভাঙবে
১৯। যা নেই — তা নেই — ।
(ক) বাংলায়, ভারতে
(খ) ভারতে, বাংলায়
(গ) ভারতে, ভারতে 👈
(ঘ) বঙ্গে, ভঙ্গে
২০। নাই মামার চেয়ে — মামা ভালো।
(ক) অন্ধ
(খ) সোনা
(গ) বোকা
(ঘ) কানা 👈