bangla model test-12

মধ্যযুগ (লোক সাহিত্য-২)

০১। প্রথম বাংলা সংকলকের নাম হল –
(ক) আশুতোষ মুখোপাধ্যায় 👈
(খ) রবীন্দ্রনাথ
(গ) বসন্ত রায়
(ঘ) সুভাষ ব্যানার্জী

০২। ছড়া প্রধানত কাদের জন্য রচিত?
(ক) পুরুষদের
(খ) মহিলাদের
(গ) শিশুদের 👈
(ঘ) কারোর জন্য নয়

০৩। বাংলা ধাঁধার প্রথম সংগ্রাহক হলেন –
(ক) মুনশি আবদুল করিম
(খ) বন্দোপাধ্যায়
(গ) রেভারেন্ড লঙ
(ঘ) নবীনচন্দ্র দত্ত 👈

০৪। ‘প্রহেলিকা’র সংজ্ঞা প্রথম দিয়েছিলেন –
(ক) ড. তিমিরবরণ চক্রবর্তী
(খ) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার 👈
(গ) উইলিয়াম কেরি
(ঘ) বিদ্যাসাগর

০৫। ‘প্রহেলিকা’র সংজ্ঞা দিয়েছিলেন কোন গ্রন্থে?
(ক) বত্রিশ সিংহাসনে
(খ) মায়াকাননে
(গ) প্রবোধ চন্দ্রিকায় 👈
(ঘ) কোনোটাই নয়

০৬। ধাঁধা প্রকাশিত হয়েছে এমন একটি পত্রিকা হল –
(ক) হেঁয়ালী রহস্য
(খ) সখা 👈
(গ) হেঁয়ালী
(ঘ) ধাঁধার ছড়া

০৭। ‘সখা’ পত্রিকার সম্পাদক ছিলেন –
(ক) শিবনাথ শাস্ত্রী 👈
(খ) প্রমদাচরণ সেন
(গ) নবীনচন্দ্র দত্ত
(ঘ) অনুকূলচন্দ্র গুপ্ত

০৮। ‘সখা’ পত্রিকার প্রকাশকাল ছিল –
(ক) ১৮৮০-১৮৮৭ খ্রিস্টাব্দ
(খ) ১৮৮১ ১৮৮৭ খ্রিস্টাব্দ
(গ) ১৮৮৩-১৮৮৭ খ্রিস্টাব্দ 👈
(ঘ) ১৮৮৪-১৮৮৭ খ্রিস্টাব্দ

০৯। ‘শ্রীহট্টের পঁই’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধের রচয়িতা হলেন –
(ক) দ্বারকানাথ চৌধুরী 👈
(খ) বসন্তকুমার চট্টোপাধ্যায়
(গ) আশুতোষ মিত্র
(ঘ) সুশান্ত হালদার

১০। “পঁই” শব্দের অর্থ শ্রীহট্টে বোঝায় –
(ক) পুঁই
(খ) মানুষ
(গ) হেঁয়ালী 👈
(ঘ) কোনোটাই নয়

১১। ‘পশ্চিম সীমান্ত বঙ্গের ধাঁধা’ প্রবন্ধটির রচয়িতা হলেন
(ক) ড. আশুতোষ ভট্টাচার্য
(খ) ড. সুভাষ বন্দ্যোপাধ্যায় 👈
(গ) ভবতারণ দত্ত
(ঘ) সুশীলকুমার ভট্টাচার্য

১২। ‘আনারস’ বিষয়ক ধাঁধা কোন জেলা থেকে সংগৃহীত?
(ক) মেদিনীপুর 👈
(খ) বীরভূম
(গ) চব্বিশ পরগনা
(ঘ) হাওড়া

১৩। সাঁওতালী ভাষায় ধাঁধা বা হেঁয়ালী কোন নামে পরিচিত?
(ক) রহস্য
(খ) ধোঁয়াশা
(গ) কুদুম 👈
(ঘ) অর্ধস্ফুট

১৪। ‘কোচবিহারের হেঁয়ালী’ প্রবন্ধটির রচয়িতা হলেন –
(ক) আবদুল করিম সাহিত্য বিশারদ
(খ) প্রভাসচন্দ্র ভট্টাচার্য 👈
(গ) রাজকুমার কাব্যভূষণ
(খ) মোক্ষদাচরণ ভট্টাচার্য

১৫। শ্রীহট্টে হেঁয়ালীকে বলে –
(ক) ছই
(খ) মই
(গ) হেঁই
(ঘ) পঁই 👈

১৬। পশ্চিম সীমান্ত বঙ্গের ধাঁধা প্রবন্ধটির রচয়িতা হলেন –
(ক) সুভাষ বন্দ্যোপাধ্যায় 👈
(খ) ড. আশুতোষ ভট্টাচার্য
(গ) অজিত বেরা
(খ) সুশান্ত হালদার

১৭। জেতোড় সমাজের ধাঁধাগুলি –
(ক) বড়ো বড়ো
(খ) মাঝারি
(গ) ছোটো ছোটো ও ছন্দোবদ্ধ 👈
(ঘ) বড়ো ও ছন্দবন্ধ

১৮। জেতোড় সমাজের ধাঁধাগুলি বিশেষ লক্ষণীয় কোন্ ব্যবহারে?
(ক) শ্লেষ
(খ) রূপক ও উপমা 👈
(গ) ব্যঞ্জনা
(ঘ) শ্লেষ ও ব্যঞ্জনা

১৯। জেতোড় সমাজের প্রচলিত ধাঁধায় ভাষার ত্রুটি কারণ –
(ক) জনগোষ্ঠী নিরক্ষর 👈
(খ) জনগোষ্ঠী কর্মব্যস্ত
(গ) জনগোষ্ঠী অলস
(ঘ) জনগোষ্ঠী শিক্ষিত

২০। ‘এক বুড়ির গায়ে খোস’ – ধাঁধাটি কী বিষয়ক ?
(ক) প্রাণী
(খ) প্রকৃতি
(গ) মানব 👈
(ঘ) বিবিধ


Sharing Is Caring:          

Leave a Comment