মধ্যযুগ (লোক সাহিত্য-১)
১। লোকসাহিত্য হল –
(ক) লোক দ্বারা সৃষ্ট সাহিত্য 👈
(খ) লোক সাহিত্য
(গ) আদিবাসীদের সাহিত্য
(ঘ) কোনোটাই নয়
২। লোকসাহিত্যের সবচেয়ে বড়ো বিশেষত্ব হল –
(ক) লিখিত রূপ
(খ) অলিখিত রূপ 👈
(গ) উচ্চতর রূপ
(ঘ) মানবিক রূপ
৩। লোকসাহিত্যের রচয়িতাগণ সাধারণত কোন কাব্যগত প্রসাধন কলার রীতি পদ্ধতি মেনে চলতে বাধ্য নন –
(ক) ছন্দ-অলংকার 👈
(খ) পাঠ্যশৈলী
(গ) অনুপ্রাস-যমক
(ঘ) কোনোটাই নয়
৪। লোকসাহিত্যের সিদ্ধরস হল –
(ক) আদি রস
(খ) মধুর রস
(গ) শান্ত রস
(ঘ) উদ্ধট রস 👈
৫। লোকসাহিত্যের কোন ক্ষমতা অসাধারণ?
(ক) সঞ্চরণ 👈
(খ) স্থায়ী
(গ) লিখিত
(ঘ) কোনোটাই নয়
৬। লোকসাহিত্যের কিছু উপকরণ সংগৃহীত ও গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দ
(খ) ১৮৩১ খ্রিস্টাব্দ
(গ) ১৮৩২ খ্রিস্টাব্দ 👈
(ঘ) ১৮৩৩ খ্রিস্টাব্দ
৭। ১৮৩২ খ্রিস্টাব্দে প্রকাশিত লোকসাহিত্য গ্রন্থটির সংগ্রাহক ছিলেন –
(ক) পাদ্রী লঙ
(খ) রেভারেন্ড উইলিয়ম মর্টন 👈
(গ) জন লঙ
(ঘ) এঁদের কেউ নন
৮। রেভারেন্ড উইলিয়ম মর্টন -এর প্রবাদ সংগ্রহের গ্রন্থটির নাম ছিল –
(ক) দৃষ্টান্ত বাক্য সংগ্রহ 👈
(খ) দৃষ্টান্ত সংগ্রহ
(গ) বাক্য সংগ্রহ
(ঘ) প্রবাদ
৯। রেভারেন্ড জেমস্ ল দু-হাজার প্রবাদ সংগৃহীত গ্রন্থপ্রকাশ করেন কত সালে?
(ক) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৭ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৮ খ্রিস্টাব্দে 👈
(ঘ) ১৮৬৯ খ্রিস্টাব্দে
১০। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘লোকসাহিত্য’ গ্রন্থটির প্রকাশকাল হল –
(ক) ১৩১৪ বঙ্গাব্দ 👈
(খ) ১৩১৫ বঙ্গাব্দ
(গ) ১৩১৬ বঙ্গাব্দ
(ঘ) ১৩১৭ বঙ্গাব্দ
১১। রবীন্দ্রনাথের প্রথম লোকসাহিত্য সমালোচনামূলক প্রবন্ধের নাম হল –
(ক) ছড়া
(খ) ছেলে ভুলানো ছড়া 👈
(গ) কবি সংগীত
(ঘ) কবিগান
১২। রবীন্দ্রনাথ ‘ছেলেভুলানো ছড়া’ প্রবন্ধটি লেখেন কত সালে ?
(ক) ১৩০১ বঙ্গাব্দে 👈
(খ) ১৩০০ বঙ্গাব্দে
(গ) ১৩০২ বঙ্গাব্দে
(ঘ) ১৩০৩ বঙ্গাব্দে
১৩। রবীন্দ্রনাথের বাংলা লোকসাহিত্য চর্চার সূত্রপাত কোন পত্রিকায় ?
(ক) পরিচয়
(খ) সবুজপত্র
(গ) ভারতী
(ঘ) সাধনা 👈
১৪। ‘ভাঁজো’ পূজা উপলক্ষ্যে প্রচলিত ছড়া কোন প্রদেশে প্রচলিত?
(ক) বাঁকুড়া
(খ) মেদিনীপুর
(গ) বর্ধমান 👈
(ঘ) চব্বিশ পরগনা
১৫। প্রথম বাংলা ছড়ার সংকলকের নাম কী?
(ক) রবীন্দ্রনাথ
(খ) আশুতোষ মুখোপাধ্যায় 👈
(গ) বসস্তরখান রায়
(ঘ) লাল রায়
১৬। আশুতোষ মুখোপাধ্যায়ের রচিত ছড়ার গ্রন্থটির নাম হল –
(ক) ছেলে ভুলানো ছড়া 👈
(খ) খুকুমনির ছড়া
(গ) ছড়া
(ঘ) পল্লীসংগীত
১৭। ‘ঘুম পাড়ানি মাসী পিসি ঘুম দিয়ে যেও’, ছড়াটির সংগ্রহীতা হলেন –
(ক) অম্বিকাচরণ গুপ্ত 👈
(খ) বসন্তরঞ্জন রায়
(গ) আশুতোষ ভট্টাচার্য
(ঘ) কুঞ্জলাল রায়
১৮। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ছড়াটির সংগ্রহীতা হলেন –
(ক) অম্বিকাচরণ গুপ্ত 👈
(খ) অবিনাশ দাস
(গ) কুঞ্জলাল রায়
(ঘ) রামেন্দ্রসুন্দর
১৯। ‘বিষ্টি পড়ে টাপুর টুপুর নদেয় এল বান’, ছড়াটির সংকলক হলেন –
(ক) অবিনাশ দাস
(খ) নিত্যানন্দবিনোদ গোস্বামী 👈
(গ) কুঞ্জলাল রায়
(ঘ) রামেন্দ্রসুন্দর
২০। কত সালে লোকসাহিত্যের কিছু উপকরণ সংগৃহীত হয় এবং গ্রন্থাকারে প্রকাশিত হয়?
(ক) ১৮৩০
(খ) ১৮৩২ 👈
(গ) ১৮২৯
(ঘ) ১৮৩১