মধ্যযুগ (অনুবাদ সাহিত্য-২)
১. জীবনীকাব্য রচনার জন্য বিখ্যাত? [৪০তম বিসিএস]
ক. ফকির গরীবুল্লাহ
খ. নরহরি চক্রবর্তী
গ. বিপ্রদাস পিপিলাই
ঘ. বৃন্দাবন দাস 👈
২. শ্রীচৈতন্যদেবের জীবনভিত্তিক প্রথম কাহিনিকাব্য রচনা করেন- [পরিসংখ্যান সহকারী ২০২০]
ক. লোচন দাস
খ. গোবিন্দ দাস
গ. জয়ানন্দ দাস
ঘ. বৃন্দাবন দাস 👈
৩. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক- এর প্রভাব অপরিসীম? [ডিএনসি, হিসাবরক্ষক- ২০১৯]
ক. আদিনাথ
খ. শ্রীচৈতন্যদেব 👈
গ. শ্রীকৃষ্ণ
ঘ. মনোহর দাশ
৪. চৈতন্যদেব ছিলেন- [বাংলাদেশ রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলি ২০১৩]
ক. বৈষ্ণব ধর্মের প্রচারক 👈
খ. দাবলির রচয়িতা
গ. ব্রজবুলি ভাষার প্রবর্তক
ঘ. সঙ্গীতজ্ঞ
৫. চৈতন্যজীবনী কাব্যের শ্রেষ্ঠ কবি কেব? [ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা
২০১০]
ক. কৃষ্ণদাস কবিরাজ 👈
খ. জয়ানন্দ
গ. বৃন্দাবন দাস
ঘ. কবি কর্ণপুর পরমানন্দ
৬. ‘নবীবংশ’ পুস্তকটি কে রচনা করেছেন? [ভূমি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা
২০১৩]
ক. গোলাম মোস্তফা
খ. হাজী মযোম্মিল
গ. মীর মশাররফ হোসেন
ঘ. সৈয়দ সুলতান 👈
৭. বাংলায় কোরআন শরীফের প্রথম অনুবাদক কে?
ক. কেশব চন্দ্র সেন
খ. গিরিশচন্দ্র সেন 👈
গ. মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী
ঘ. মওলানা আকরাম খাঁ
৮. ‘ ইউসুফ-জোলেখা’ প্রণয়কাব্য অনুবাদ করেছেন —–
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর
গ. আলাওল
ঘ. শাহ্ মুহম্মদ সগীর 👈
৯. সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন-
ক. নলিনীকান্ত ভট্টশালী
খ. কাশীরাম দাস
গ. মালাধর বসু
ঘ. কৃত্তিবাস ওঝা 👈
১০. বাংলায় প্রথম পবিত্র কোরআনের অনুবাদক-
ক. মীর মোশাররফ হোসেন
খ. মাওলানা আকরাম খান
গ. মুহাম্মদ হাবিবুর রহমান
ঘ. গিরিশচন্দ্র সেন 👈
১১. বাংলা সাহিত্যের কোন যুগে কবিরা অনুবাদ সাহিত্যে হাত দেন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্য যুগে 👈
গ. আধুনিক যুগের প্রারম্ভে
ঘ. আধুনিক যুগের মধ্যভাগে
১২. বাংলা সাহিত্যের কোন যুগে কবিরা অনুবাদ সাহিত্যে হাত দেন?
ক. প্রাচীন যুগে
খ. মধ্যযুগে 👈
গ. আধুনিক যুগের প্রারম্ভে
ঘ. আধুনিক যুগের মধ্যযুগে
১৩. চর্যাপদ তিব্বতি ভাষায় কে অনুবাদ করেন?
ক. মুনিদত্ত
খ. প্রবোধচন্দ্র বাগচী
গ. কীর্তিচন্দ্ৰ 👈
ঘ. হরপ্রসাদ শাস্ত্রী
১৪. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-/ বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? [১২তম বিসিএস]
ক. ইউসুফ জোলেখা 👈
খ. রসুলবিজয়
গ. নূরনামা
ঘ. শবে-মেরাজ
১৫. শকুন্তলার অনুবাদক কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 👈
ঘ. মোহিতলাল মজুমদার
১৬. শাহানামা কাব্যের পূর্নাঙ্গ বাংলা অনুবাদ করেন কে ?
ক. গোলাম সাদাত উল্লাহ
খ. মুহম্মাদ ইউসুফ
গ. মনির উদ্দিন ইউসুফ 👈
ঘ. দৌলত উজির বাহরাম খান
১৭. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫]
ক. দৌলত কাজী
খ. দৌলত উজির বাহরাম খান
গ. মুহম্মদ কবীর
ঘ. শাহ মুহম্মদ সগীর 👈
১৮. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? [৪১তম বিসিএস]
ক. শ্রীচৈতন্যদেব
খ. কাহ্নপা
গ. বিদ্যাপতি 👈
ঘ. রামকৃষ্ণ পরমহংসদেব
১৯. দ্রৌপদী কে? [৩৫তম বিসিএস]
ক. রামায়ণে সীতার সহচারী
খ. রামায়ণে ল²ণের প্রণয়প্রার্থী নারী
গ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী
ঘ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী 👈
২০. ‘লায়লী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের? [থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২০১৫]
ক. সৌদি আরব
খ.ইরাক
গ. ইরান 👈
ঘ. মিশর