মধ্যযুগ (অনুবাদ সাহিত্য-২)
১. দৌলত উজির বাহরাম খান কোন অঞ্চলের অধিবাসী ছিলেন? [৩৮তম বিসিএস]
ক. ফরিদপুর
খ. সিলেট
গ. কৃষ্ণনগর
ঘ. চট্টগ্রাম 👈
২. বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি-/ প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? [২৯তম বিসিএস; ১২তম বিসিএস]
ক. শাহ মুহম্মদ সগীর 👈
খ. সাবিরিদ খান
গ. শেখ ফয়জুল্লাহ
ঘ. মুহম্মদ কবীর
৩. রোমান্টিক প্রণয়োপাখ্যান ‘ইউসুফ জোলেখা’র রচয়িতা কে?/‘ইউসুফ-জুলেখা’ কাব্যগ্রন্থের রচয়িতা কে? [২৩তম বিসিএস]
ক. দৌলত উজির বাহরাম খান
খ. মাগন ঠাকুর
গ. আলাওল
ঘ. শাহ মুহম্মদ সগীর 👈
৪. মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য-/ বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? [১২তম বিসিএস]
ক. ইউসুফ জোলেখা 👈
খ. রসুলবিজয়
গ. নূরনামা
ঘ. শবে-মেরাজ
৫. বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? [কারিগরি শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষক ২০২১]
ক. লায়লী-মজনু
খ. ইউসুফ-জোলেখা 👈
গ. চন্দ্রাবতী
ঘ. পদ্মাবতী
৬. ‘ইউসুফ-জুলেখা’ কী জাতীয় রচনা? [পরিবেশ অধিদপ্তরে সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ২০২০]
ক. নাটক
খ. উপন্যাস
গ. রোমান্টিক উপন্যাস
ঘ. রোমান্টিক প্রণয়োপাখ্যান 👈
৭. রোমান্টিক কাব্যের কবি নয় কে? [ডিএনসি, উপ-পরিদর্শক ২০১৯]
ক. কোরেশী মাগন ঠাকুর
খ. দোনাগাজী চৌধুরী
গ. শেখ ফয়জুল্লাহ 👈
ঘ. শাহ বারিল খান
৮. রোমান্টিক কাব্যের কবি নয় কে? [ডিএনসি, উপ-পরিদর্শক ২০১৯]
ক. কোরেশী মাগন ঠাকুর
খ. দোনা গাজী চৌধুরী
গ. শেখ ফয়জুল্লাহ 👈
ঘ. শাহ বারিদ খান
৯. মধ্যযুগের বাংলা সাহিত্যে প্রথম মুসলমান কবি কে? [পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৯]
ক. শাহ মুহম্মদ সগীর 👈
খ. কায়কোবাদ
গ. মীর মশাররফ হোসেন
ঘ. আলাওল
১০. বাংলা সাহিত্যের মধ্যযুগে মুসলিম কবিদের উল্লেখযোগ্য অবদান- [সাব-রেজিস্ট্রার ২০১৬]
ক. পুঁথি সাহিত্য
খ. মর্সিয়া সাহিত্য
গ. রোমান্টিক প্রণয়োপাখ্যান 👈
ঘ. অনুবাদ সাহিত্য
১১. মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? [ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার ২০১৬]
ক. নাসির উদ্দীন শাহ
খ. মুর্শিদ কুলি খাঁ
গ. শাহ সুজা
ঘ. আলাউদ্দিন হুসেন শাহ 👈
১২. রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি- [জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫]
ক. দৌলত কাজী
খ. দৌলত উজির বাহরাম খান
গ. মুহম্মদ কবীর
ঘ. শাহ মুহম্মদ সগীর 👈
১৩. দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান- [এনবিআর ২০১২]
ক. নোয়াখালী
খ. চট্টগ্রাম 👈
গ. আরাকান
ঘ. ফরিদপুর
১৪. চারণকবি হিসেবে বিখ্যাত কে? [৪১তম বিসিএস]
ক. আলাওল
খ. চন্দ্রাবতী
গ. মুকুন্দদাস 👈
ঘ. মুক্তারাম চক্রবর্তী
১৫. এন্টনি ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা? [৩৬তম বিসিএস]
ক. কবিগান 👈
খ. পুঁথি সাহিত্য
গ. নাথ সাহিত্য
ঘ. বৈষ্ণব পদ সাহিত্য
১৬. কবিগানের প্রথম কবি কে? [৩৩তম বিসিএস]
ক. গোঁজলা পুট (গুঁই) 👈
খ. হরু ঠাকুর
গ. ভবানী ঘোষ
ঘ. নিতাই বৈরাগী
১৭. কবিওয়ালা ও শায়েরর উদ্ভব ঘটে কখন? [৩৩তম বিসিএস]
ক. আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে 👈
খ. ষোড়শ শতকের শেষার্ধে ও সপ্তদশ শতকের প্রথমার্ধে
গ. সপ্তদশ শতকের শেষার্ধে ও আঠারো শতকের প্রথমার্ধে
ঘ. উনিশ শতকের শেষার্ধে ও বিংশ শতকের প্রথমার্ধে
১৮. কবিগান রচয়িতা এবং গায়ক হিসেবে এরা উভয়েই পরিচিত- [১২তম বিসিএস]
ক. রামবসু এবং ভোলা ময়রা 👈
খ. এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায়
গ. সাবিরিদ খান এবং দাশরথি রায়
ঘ. আলাওল ও ভারতচন্দ্র
১৯. গোঁজলা গুই কোন রীতিতে গান রচনা করতেন? [দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক ২০১৫]
ক. রাগ রীতি
খ. টুংরী রীতি
গ. টপ্পা রীতি 👈
ঘ. খেয়াল রীতি
২০. জীবনী সাহিত্যের ধারা গড়ে ওঠে কাকে কেন্দ্র করে? [৪১তম বিসিএস]
ক. শ্রীচৈতন্যদেব 👈
খ. কাহ্নপা
গ. বিদ্যাপতি
ঘ. রামকৃষ্ণ পরমহংসদেব