bangla model test-08

মধ্যযুগ (অনুবাদ সাহিত্য-১)

১. ‘হপ্ত পয়কর’ কার রচনা? [৩৫তম বিসিএস]
ক. জৈনুদ্দিন
খ. সৈয়দ আলাওল 👈
গ. দীনবন্ধু মিত্র
ঘ. অমিয় দেব

২. দ্রৌপদী কে? [৩৫তম বিসিএস]
ক. রামায়ণে সীতার সহচারী
খ. রামায়ণে ল²ণের প্রণয়প্রার্থী নারী
গ. মহাভারতে দুর্যোধনের স্ত্রী
ঘ. মহাভারতে পাঁচ ভাইয়ের একক স্ত্রী 👈

৩. ‘পরাগলী মহাভারত’ খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কী? [৩১তম বিসিএস]
ক. সঞ্চয়
খ. কবীন্দ্র পরমেশ্বর 👈
গ. শ্রীকর নন্দী
ঘ. কাশীরাম দাস

৪. প্রাচীনতম বাঙালি মুসলমান কবি কে? [২৯তম বিসিএস]
ক. মুহম্মদ কবির
খ. সাবিরিদ খান
গ. শেক ফয়জুল্লাহ
ঘ. শাহ মুহম্মদ সগীর 👈

৫. হিন্দি ‘পদুমাবৎ’ এর অবলম্বনে ‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতাÑ [১৭তম বিসিএস]
ক. দৌলত উজির বাহরাম খান
খ. সৈয়দ সুলতান
গ. আবদুল করিম সাহিত্যবিশারদ
ঘ. আলাওল 👈

৬. ‘চন্দ্রাবতী’ হলেন-
ক. বাংলা নাটকের রচয়িতা
খ. বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি 👈
গ. একটি কাব্যগ্রন্থ
ঘ. বনলতা সেন কাব্যগ্রন্থের রচয়িতা

৭. বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে? [প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ পরীক্ষা
২০১৭]
ক. বেগম সুফিয়া কামাল
খ. মহাশ্বেতা দেবী
গ. চন্দ্রাবতী 👈
ঘ. পদ্মাবতী

৮. ‘রামায়ণ’ রচয়িতার নাম কী? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. বাল্মীকি 👈
খ. ভিয়াস
গ. চন্ডীদাস
ঘ. এদের কেউ নন

৯. মহাভারতের প্রথম অনুবাদক কে ছিলেন? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইনস্ট্রাক্টর ২০১৬]
ক. শ্রীকর নন্দী
খ. মাগন ঠাকুর
গ. কবীন্দ্র পরমেশ্বর 👈
ঘ. মালাধর বসু

১০. শাহ মুহম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি? [প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিভিলিয়ান স্টাফ অফিসার এবং সহকারী পরিচালক ২০১৬]
ক. ইউসুফ জোলেখা 👈
খ. লায়লী-মজনু
গ. শিরী ফরহাদ
ঘ. পদ্মাবতী

১১. মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? [আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাব রেজিস্ট্রার ২০১৬]
ক. নাথ সাহিত্য
খ. রোমান্টিক প্রণয়োপাখ্যান 👈
গ. জীবনীকাব্য
ঘ. মঙ্গলকাব্য

১২. ‘লায়লী-মজনু’ কাব্যের উপাখ্যান কোন দেশের? [থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ২০১৫]
ক. সৌদি আরব
খ.ইরাক
গ. ইরান 👈
ঘ. মিশর

১৩. মধ্যযুগের প্রথম মহিলা কবি অনুবাদক চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? [৯ম বিজেএস (সহকারী জজ) ২০১৪]
ক. মহাভারত
খ. ভাগবত
গ. গীতা
ঘ. রামায়ণ 👈

১৪. ‘পদ্মাবতী’ কাব্যখানা মহাকবি আলাওল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? [স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪]
ক. আরবি
খ. ফারসি
গ. উর্দু
ঘ. হিন্দি 👈

১৫. মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কী? [কারা অধিধপ্তরের কারা তত্তাবধায়ক ২০১৩]
ক. বিদ্যাপতি
খ. মুকুন্দরাম
গ. দ্বিজ বংশীদাস 👈
ঘ. দ্বিজ চন্ডীদাস

১৬. ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন? [৪৫তম বিসিএস]
(ক) শশাঙ্কদেবের
(খ) লক্ষণ সেনের 👈
(গ) যশোবর্মনের
(ঘ) হর্ষবর্ধনের

১৭. কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়? [৪৫তম বিসিএস]
(ক) ব্রজবুলি 👈
(খ) বাংলা
(গ) সংস্কৃত
(ঘ) হিন্দি

১৮. নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন? [৪৫তম বিসিএস]
(ক) দৌলত উজির বাহরাম খাঁ
(খ) সাবিরিদ খা
(গ) সৈয়দ সুলতান
(ঘ) সৈয়দ নূরুদ্দীন 👈

১৯. কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ? [৪৫তম বিসিএস]
(ক) রসুল বিজয় 👈
(খ) মক্কা বিজয়
(গ) রসুলচরিত
(ঘ) মক্কানামা

২০. দৌলত উজির বাহরাম খান সাহিত্যসৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন? [৪৩তম বিসিএস]
ক. সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ
খ. কোরেশী মাগন ঠাকুর
গ. সুলতান বরবক শাহ
ঘ. জমিদার নিজাম শাহ 👈


Sharing Is Caring:          

Leave a Comment