মধ্য যুগ (অন্ধকার যুগ-২ )
০১. কবি ভারতচন্দ্রকে ‘রায়গুণাকর’ উপাধি দিয়েছিলেন কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী ২০১৭]
ক. রঘুনাথ জমিদার
খ. রাজা কৃষ্ণচন্দ্র 👈
গ. দ্বিজ চণ্ডীদাস
ঘ. ময়ূরভট্ট
০২. মধ্যযুগের শেষ কবি কে? [বিভিন্ন মন্ত্রণালয়ের উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৭]
ক. আলাওল
খ. ভারতচন্দ্র 👈
গ. মুকুন্দরাম
ঘ. শ্যামানন্দ
০৩. মনসামঙ্গল কাব্যের সবচেয়ে জনপ্রিয় কবি কে? [প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জুনিয়র ইনস্ট্রাক্টর ২০১৬]
ক. দ্বিজ বংশীদাস
খ. বিজয়গুপ্ত 👈
গ. নারায়ণ দেব
ঘ. বিপ্রদাস পিপিলাই
০৪. ‘অন্নদামঙ্গল’ কাব্য কে রচনা করেন? [সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ২০১৬]
ক. কানা হরিদত্ত
খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
গ. রূপরাম চক্রবর্তী
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর 👈
০৫. ‘চণ্ডীমঙ্গল’ কাব্যের প্রধান/শ্রেষ্ঠ কবি কে? [জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৫]
ক. কানাইহরি দত্ত
খ. শাহ মুহম্মদ সগীর
গ. মুকুন্দরাম চক্রবর্তী 👈
ঘ. ভারতচন্দ্র রায়গুণাকর
০৬. ভুরসুট পরগনার পাণ্ডয়া গ্রামে জন্মগ্রহণ করেন – [পাসপোর্ট ও ইমগ্রেশন অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১৪]
ক. কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী
খ. ভারতচন্দ্র রায়গুণাকর 👈
গ. ময়ূরভট্ট
ঘ. কানা হরিদত্ত
০৭. ‘কবিকঙ্কণ’ কার উপাধি? [পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ২০১১]
ক. মালাধর বসু
খ. মুকুন্দরাম চক্রবর্তী 👈
গ. মাইকেল মধুসূদন দত্ত
ঘ. মানিক বন্দোপাধ্যায়
০৮. কোন কবি ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রণেতা? [সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অফিসার ২০১০]
ক. বংশীদাস চক্রবর্তী
খ. রূপরাম চক্রবর্তী 👈
গ. মুকুন্দরাম চক্রবর্তী
ঘ. বলরাম চক্রবর্তী
০৯.‘মনসামঙ্গল’ কাব্যের আদিকবি কে? [পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের সহকারী সহকারী পরিচালক ২০০৭]
ক. কৃত্তিবাস
খ. মালাধর বসু
গ. মাণিক দত্ত
ঘ. কানা হরিদত্ত 👈
১০. তেমন কোন উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সৃষ্টি না হওয়ায় মধ্যযুগের প্রথম ১৫০ বছরকে (১২০১ – ১৩৫০ সাল) বলা হয়–
ক. আলোকিত যুগ
খ. অন্ধকার যুগ 👈
গ. সোনালী যুগ
ঘ. কোনটিই নয়
১১. মধ্যযুগের শিব উপাসক যোগী সম্প্রদায়ের ধর্ম কি ছিল?
ক. হিন্দুধর্ম
খ. বৈষ্ণব ধর্ম
গ. নাথ ধর্ম 👈
ঘ. সনাতন ধর্ম
১২. শ্রী চৈতন্যদেবের প্রথমা স্ত্রী মারা যান–
ক. ট্রাম দুর্ঘটনায়
খ. নৌকাডুবিতে
গ. আত্মহত্যা করে
ঘ. সর্প দংশনে 👈
১৩. কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী কার অনুরোধে ‘চণ্ডীমঙ্গল’ কাব্য রচনা করেন?
ক. রাজা কৃষ্ণচন্দ্রের
খ. চন্দ্র সুধর্মার
গ. জমিদার রঘুনাথ রায়ের 👈
ঘ. মাগন ঠাকুরের
১৪. কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি?
ক. আদি মহাভারত
খ. পরাগলী মহাভারত 👈
গ. মহাভারত
ঘ. মহান মহাভারত
১৫. ‘রসূল বিজয়’- এর রচিয়তা কে?
ক. শাহ মুহম্মদ সাগীর
খ. মোজাম্মেল হক
গ. সাবিরিদ খান 👈
ঘ. ফকীর গরীবুল্লাহ
১৬. শাহ মুহম্মদ সগীরের কবি প্রতিভা কোন শতকে বিকাশ লাভ করে?
ক. চতুর্দশ
খ. পঞ্চদশ 👈
গ. ষোড়শ
ঘ. সপ্তদশ
১৭. গোরক্ষ বিজয়ের কাহিনীতে চার সিদ্ধার মধ্যে আদর্শচ্যুত হননি কে?
ক. মীননাথ
খ. গোরক্ষনাথ 👈
গ. হাড়ি পা
ঘ. কানু পা
১৮. কাশীরাম দাস কোন শতকে মহাভারত অনুবাদ করেন?
ক. পঞ্চদশ
খ. ষোড়শ
গ. সপ্তদশ 👈
ঘ. অষ্টাদশ
১৯. মর্সিয়া সাহিত্য বাংলা সাহিত্যের কোন যুগের ধারা?
ক. সেন যুগ
খ. প্রাচীন যুগ
গ. মধ্য যুগ 👈
ঘ. আধুনিক যুগ
২০. পূর্ববঙ্গ গীতিকার অন্তর্গত পালা কোনটি?
ক.মহুয়া
খ.ভেলুয়া 👈
গ.মলুয়া
ঘ.কঙ ও লীলা