মধ্যযুগ (শ্রী কৃষ্ণকীর্তন কাব্য)
১. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল? [৪৪তম বিসিএস]
ক. নেপালের রাজদরবার থেকে
খ. গোয়ালঘর থেকে 👈
গ. পাঠশালা থেকে
ঘ. কান্তজীর মন্দির থেকে
২. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত-[৩৮ তম বিসিএস]
ক. পদাবলি
খ. ধামালি
গ. প্রেমগীতি
ঘ. নাটগীতি 👈
৩. ‘শ্রীকৃষ্ণকীর্তন’- এর রচয়িতা কে? [২৯ তম বিসিএস]
ক. জ্ঞানদাস
খ. দীন চন্ডদাস
গ. বড়ু চন্ডদাস 👈
ঘ. দীনহীন চন্ডদাস
৪. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়াই কী ধরনের চরিত্র? [২৮ তম বিসিএস]
ক. শ্রী রাধারাম ননদিনী
খ. রাধাকৃষ্ণের প্রেমের দূতী 👈
গ. শ্রী রাধার শাশুড়ি
ঘ. জনৈক গোপবালা
৫. মধ্যযুগের প্রথম কবি কে? [প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক-২০১৮]
ক. চন্ডদাস
খ. বিদ্যাপতি
গ. ধৌলত কাজী
ঘ. বড়ু চন্ডীদাস 👈
৬. বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন কোনটি? [মিডওয়াইফ অধিদপ্তরের মিডওয়াইফ:১৭]
ক. চর্যাপদ
খ. শ্রীকৃষ্ণকীর্তন 👈
গ. শেক শুভোদয়া
ঘ. শূন্য পুরাণ
৭. মধ্যযুগের প্রথম কাব্য কোনটি? [প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী পরিচালক, গবেষণা কর্মকর্তা-০৬]
ক. শূন্য পূরাণ
খ. ডাকার্ণব
গ. গীত গোবিন্দ
ঘ. শ্রীকৃষ্ণকীর্তন 👈
৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্য কত সালে আবিষ্কৃত হয়? [সহকারী থানা অফিসার-০৬]
ক. ১৯০৯ সালে 👈
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২২ সালে
৯. বড়ু চন্ডীদাসের প্রকৃত নাম কী? [সোনালী ব্যাংক ক্যাশ অফিসার-১৪]
ক. অনন্ত 👈
খ. দামুন্যা
গ. চন্ডবাবু
ঘ. রাস বিহারী
১০. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের মূল কাহিনি কী? [দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর সহকারী পরিচালক-০১]
ক. দেবদেবীর বন্দনা
খ. মানব বন্ধনা
গ. রাধা ও কৃষ্ণের প্রেম 👈
ঘ. দেবী চন্ডী কাহিনি
১১. বসন্তরঞ্জন রায়ের উপাধি কী ছিল? [সহকারী আবহাওয়াবিদ-০৭]
ক. মহামহোপাধ্যায়
খ. বিদ্বদ্বল্লভ 👈
গ. আচার্য
ঘ. কাব্যতীর্থ
১২. গঠনরীতিতে “শ্রীকৃষ্ণকীর্তন” কাব্য মূলত—
ক. পদাবলি
খ. ধামালি
গ. গ্রেমগীতি
ঘ. নাটগীতি (নাট্যগীতি) 👈
১৩. কোনটি ‘শ্রীকৃ্ষ্ণকীর্তন’ কাব্যের অন্তর্ভুক্ত নয়?
ক. বান খন্ড
খ. তাম্বুল খন্ড
গ. কালিদাস খন্ড 👈
ঘ. নৌকা খন্ড
১৪. ‘শ্রীকৃষ্ণকীর্তন কাব্য’ কোথা থেকে উদ্ধার করা হয়েছিল?
ক. নেপালের রাজদরবার থেকে
খ. গোয়ালঘর থেকে 👈
গ. পাঠশালা থেকে
ঘ. কান্তজীর মন্দির থেকে
১৫. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ এর রচয়িতা কে?
ক. জ্ঞানদাস
খ. দীন চন্ডিদাস
গ. বড়ু চন্ডীদাস 👈
ঘ. দীনহীন চন্ডিদাস
১৬. শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা-
ক. বড়ু চন্ডীদাস 👈
খ. দ্বিজ চন্ডীদাস
গ. শ্রী চৈতন্যদেব
ঘ. কাহ্নপা
১৭. শ্রীকৃষ্নকীর্তন কাব্যের সম্পাদক-
ক. বসন্তরঞ্জন 👈
খ. বড়ৃ চন্ডীদাস
গ. ত্রৈলোক্য আচর্য
ঘ. ব্রজসুন্দর সান্ন্যাস
১৮. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যের রচয়িতা
ক. দীন চণ্ডীদাস
খ. দ্বিজ চণ্ডীদাস
গ. বড়ু চণ্ডীদাস 👈
ঘ. চণ্ডীদাস
১৯. গঠনরীতিতে ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্য মূলত-
ক. পদাবলি
খ. ধামালী
গ. প্রেমগীত
ঘ. নাট্যগীতি 👈
২০. ‘শ্রীকৃষ্ণকীর্তন’ কাব্যটি আবিষ্কৃত হয়_
ক. ১৯০৯ 👈
খ. ১৮০৯
গ. ১৯০৭
ঘ. ১৭০৯