bangla model test-04

যুগবিভাগ, অক্ষরছন্দ ও অলংকার-২

০১. ‘বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান’ – কোন ছন্দে রচিত- (বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারি মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার ২০১৭)
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত 👈
ঘ. অমিত্রাক্ষর

০২. মাইকেল মধুসূদন দত্তের ‘বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত? (বিভিন্ন মন্ত্রণালয়ের সহকারি প্রোগ্রামার ২০১৭)
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত 👈
গ. মাত্রাবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর

০৩. সনেটের ক’টি অংশ? (সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩)
ক. একটি
খ. দুইটি 👈
গ. তিনটি
ঘ. চারটি

০৪. Blank Verse অর্থ (সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসার ২০১৩)
ক. অনুপ্রাস
খ. অমিত্রাক্ষর 👈
গ. পয়ার
ঘ. চতুর্দশপদী

০৫. বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক? (সমাজকল্যাণ মন্ত্রালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার ২০১০)
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. মাইকেল মধুসূদন দত্ত 👈
ঘ. জসীমউদ্দীন

০৬. ‘আঠারো বছর বয়স’ কবিতাটি নিম্নের কোন ছন্দে রচিত? (স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য সহকারি ২০১০)
ক. মাত্রাবৃত্ত 👈
খ. অক্ষরবৃত্ত
গ.স্বরবৃত্ত
ঘ. কোনটিই নয়

০৭. সনেট প্রথম প্রচলিত হয় কোন দেশে? (মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ১৬)
ক. ফ্রান্স
খ. ইতালি 👈
গ. ইংল্যান্ড
ঘ. গ্রিস

০৮. ‘ছড়া’ কোন ছন্দে রচিত হয়? (নিবার্চন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা ০৬)
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত 👈
ঘ. সমিল মুক্তক

০৯. ‘পয়ার’ কোন ছন্দের অন্তর্ভুক্ত? (তথ্য মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ টেলিভিশন এবং বিজ্ঞাপন আধিকারিক (গ্রেড-২) ০৬)
ক. মাত্রাবৃত্ত
খ. স্বরবৃত্ত
গ. অক্ষরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর 👈

১০. ‘লৌকিক ছন্দ’ কাকে বলে? (এলজিইডিতে সহকারী প্রকোশলী ০৫)
ক. অক্ষরবৃত্তকে
খ. মাত্রাবৃত্তকে
গ. স্বরবৃত্তকে 👈
ঘ. গদ্য ছন্দকে

১১. ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’ -এই উক্তিটি নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত? (৪৪তম বিসিএস)
ক. অপহ্নুতি 👈
খ. যমক
গ. অর্থোন্নতি
ঘ. অভিযোজন

১২. সাহিত্য অলঙ্কার প্রধানত কত প্রকার? (৩১তম বিসিএস)
ক. ৬
খ. ২ 👈
গ. ৪
ঘ. ৫

১৩. ‘হৃদয় মাঝে মেঘ উদয় করি, নয়নের মাঝে ঝরিল বারি।’ এখানে কী ধরনের অলঙ্কারের প্রয়োগ হয়েছে? (সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী
শিক্ষাক ০৯)
ক. অসঙ্গতি 👈
খ. বিভাবনা
গ. বিষম
ঘ. বিরোধাভাস

১৪. নিন্দাসূচক বিষয়কে ভদ্র ভাষায় আবৃত করাকে কী বলে? (গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলী, মেকানিক্যাল অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং ৯৯)
ক. ব্যাজস্তুতি
খ. অতিশায়োক্তি 👈
গ. সুভাষণ
ঘ. শ্লেষ

১৫. একই বাক্যে ভিন্ন জাতীয় অথচ সাদৃশ্য বা সমান গুণবিশিষ্ট দুটি বস্তুর মধ্যকার সাদৃশ্য উল্লেখকে কী বলে? (প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ৯৬)
ক. উৎপ্রেক্ষ
খ. উপরূপক
গ. উপমা 👈
ঘ. আখ্যানরূপকে

১৬. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয় —–
ক. স্বরবৃত্ত 👈
খ. পয়ার
গ. মাত্রাবৃত্ত
ঘ. অক্ষরবৃত্ত

১৭. মাত্রাবৃত্ত ছন্দে পূর্ণ-পর্ব সাধারণত কয় মাত্রার হয়ে থাকে?
ক. 4
খ. 6 👈
গ. 3
ঘ. 8

১৮. ‘Executive’ এর পরিভাষা –
ক. ঊর্ধ্বতন কর্মকর্তা
খ. নির্বাহী 👈
গ. সহযোগী
ঘ. ব্যাবস্থাপক

১৯. ‘Subconscious’ শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো-
ক. অর্ধচেতন
খ. অবচেতন 👈
গ. চেতনাহীন
ঘ. চেতনাপ্রবাহ

২০. ‘ Consumer goods’ –এর উপযুক্ত বাংলা পরিভাষা কী?
ক. ভোক্তার কল্যাণ
খ. ভোগ্যপণ্য 👈
গ. ক্রয়কৃত পণ্য
ঘ. ক্রেতার গুণাগুণ


Sharing Is Caring:          

Leave a Comment