যুগবিভাগ, অক্ষরছন্দ ও অলংকার-১
০১.বাংলা সাহিত্যের প্রাচীনযুগ– (৩৪তম বিসিএস)
ক. ৪৫০-৬৫০ খ্রি.
খ. ৬৫০-৮৫০ খ্রি.
গ. ৬৫০-১২০০ খ্রি. 👈
ঘ. ৬৫০-১২৫০ খ্রি.
০২. বাংলা ভাষার আধুনিক যুগের সূচনার সাল ধরা হয়- (জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ইন্সট্রাক্টর-১৮)
ক. ১৭৫০
খ. ১৮০০ 👈
গ. ১৮৫০
ঘ. ১৯০০
০৩. বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে? (বাংলাদেশ কৃষি ব্যাংক অফিসার ১১)
ক. ১৮ শতক
খ. ১৭ শতক
গ. ১৯ শতক 👈
ঘ. ২০ শতক
০৪. বাংলা সাহিত্যের ইতিহাস যুগবিভাগ কয়টি? (বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এর সহকারী পরিচালক-০৬)
ক. ৪টি
খ. ৩টি 👈
গ. ৫টি
ঘ. ৬টি
০৫. বাংলা সাহিত্যের প্রাচীনযুগ বলা হয় কোন সময়কে? (সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ০৪)
ক. ৩৫০ থেকে ৫৫০ খ্রিস্টাব্দ
খ. ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ 👈
গ. ৭৫০ থেকে ১৪৫০ খ্রিস্টাব্দ
ঘ. ১১৫০ থেকে ১৫৫০ খ্রিস্টাব্দ
০৬. ব্যক্তি ও গোষ্ঠীজীবন ছিল প্রধান, ধর্ম ছিল গৌণ- কোন যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ছিল? (সমাজসেবা অধিদপ্তরের সমাজ সংগঠক-০৫)
ক. প্রাকচৈতন্য যুগ
খ. আধুনিক যুগ
গ. মধ্যযুগ
ঘ. প্রাচীনযুগ 👈
০৭. ‘বাঙালি ও বাঙলা সাহিত্য’ গ্রন্থ কে রচনা করেছেন? (৪৪তম বিসিএস)
ক. দীনেশচন্দ্র সেন
খ. গোপাল হালদার
গ. আহমদ শরীফ 👈
ঘ. সুকুমার সেন
০৮. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস বিষয়ক গ্রন্থ কে রচনা করেন?
(২৭তম, ২৫তম ও ২২তম বিসিএস)
ক.দীনেশচন্দ্র সেন 👈
খ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. মুহম্মদ এনামুল হক
০৯. ড. মুহম্মদ শহীদুল্লাহর বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম- (২৪তম বিসিএস)
ক. বঙ্গভাষা ও সাহিত্য
খ. বাংলা সাহিত্যের কথা 👈
গ. বাঙ্গালা সাহিত্যের ইতিহাস
ঘ. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত
১০. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন- (২২তম বিসিএস)
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ হাসন আলী
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ ও মুহম্মদ আবদুল হাই
গ. মুহম্মদ আবদুল হাই ও আনিসুজ্জামান ও আনোয়ার পাশা
ঘ. মুহম্মদ আবদুল হাই ও সৈয়দ আলী আহসান 👈
১১. কোন গ্রন্থটি বাংলা সাহিত্যের ইতিহাস? (৩০ তম বিসিএস)
ক. মুসলিম মানস ও বাংলা সাহিত্য
খ. বঙ্গভাষা ও সাহিত্য 👈
গ. বাংলা গদ্যরীতির ইতিহাস
ঘ. বাংলা সাহিত্যে গদ্য
১২. ‘দেশের যত নদীর ধারা জল না, ওরা অশ্রুধারা।’ -এই উক্তিটির নিচের কোন পারিভাষিক অলংকার দ্বারা শোভিত? (৪৫তম বিসিএস)
ক. অপহ্নুতি 👈
খ. যমক
গ. অর্থোন্নতি
ঘ. অভিযোজন
১৩. ‘বন্ধন’ শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? (৩৬তম বিসিএস)
ক. ব + ন্ + ধ + ন্
খ. বন্ + ধন্ 👈
গ. ব + ন্ধ + ন
ঘ. বান্ + ধন্
১৪. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে? (৩৭তম বিসিএস)
ক. মাত্রাবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মুত্তক
ঘ. স্বরবৃত্ত 👈
১৫. বাংলা ভাষায় ছন্দ প্রধানত কত প্রকার? (৩০ তম বিসিএস)
ক. ২
খ. ৪
গ. ৩ 👈
ঘ. ৫
১৬. রবীন্দ্রনাথের ’সোনার তরী’ কবিতা কোন ছন্দে রচিত? (৩০ তম বিসিএস)
ক. স্বরবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মন্দাক্রান্তা
ঘ. মাত্রাবৃত্ত 👈
১৭. ‘অমিত্রাক্ষর’ ছন্দের বৈশিষ্ট্য হলো- (২৫ তম বিসিএস)
ক. অন্ত্যমিল
খ. অন্ত্যমিল নেই 👈
গ. চরণের প্রথমে মিল থাকে
ঘ. বিশ মাত্রার পর্ব থাকে
১৮. সনেটের ক’টি অংশ? (২৪ তম বিসিএস, বাতিলকৃত)
ক. ১টি
খ. ২টি 👈
গ. ৩টি
ঘ. ৪টি
১৯. যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা চার, তাকে বলা হয়- (১৭তম বিসিএস)
ক. স্বরবৃত্ত 👈
খ. পয়ার
গ. মাত্রাবৃত্ত
ঘ. অক্ষরবৃত্ত
২০. মধুসূদন দত্তের দেশপ্রেম কোন ধরনের সাহিত্যকর্মে প্রবলভাবে প্রকাশ লাভ করেছে? (১৩তম বিসিএস)
ক. মহাকাব্যে
খ. নাটকে
গ. পত্রকাব্যে
ঘ. সনেটে 👈