প্রাচীনযুগ (চর্যাপদ-২)
০১. ‘সান্ধ্যভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত? (৩৮ তম বিসিএস)
ক.চর্যাপদ 👈
খ. পদাবলি
গ. মঙ্গলকাব্য
ঘ. রোমান্সকাব্য
০২. ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কী? (৩৭তম বিসিএস)
ক. Buddhist Mystic Songs 👈
খ. চর্যাগীতিকা
গ. চর্যাগীতিকোষ
ঘ. হাজার বছরের পুরান বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
০৩. চর্যাপদ কোন ছন্দে লেখা? (৩৩তম বিসিএস)
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত 👈
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর ছন্দ
০৪. ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য? (বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (সিভিল) ২০১৬)
ক. সনাতন হিন্দু
খ. সহজিয়া বৌদ্ধ 👈
গ. জৈন
ঘ. হরিজ
০৫. ‘চর্যাপদ’ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন?
ক. হরপ্রসাদ শাস্ত্রী
খ. সুকুমার সেন (খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিদর্শক ১১)
গ. মুহম্মদ শহীদুল্লাহ
ঘ. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় 👈
০৬. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা-
ক. ব্রজবুলি
খ. জগাখিচুড়ি
গ. সন্ধ্যাভাষা
ঘ. বঙ্গ-কামরূপী 👈
০৭. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে? (বাংলাদেশ টেলিভিশন-এর প্রযোজক ০৬)
ক. চর্যাপদ 👈
খ. গীতগোবিন্দ
গ. পদাবলি
ঘ. চৈতন্যজীবনী
০৮. নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী? (সমাজসেবা অধিদপ্তরের সমাজকল্যাণ সংগঠক ০৫)
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া 👈
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
০৯. ‘রুখের তেন্তুলি কুমীরে খাই’ -এর অর্থ কী? (৪৩তম বিসিএস)
ক. তেজি কুমিরকে রুখে দিই
খ. বৃক্ষের শাখায় পাকা তেঁতুল
গ. গাছের তেঁতুল কুমিরে খায় 👈
ঘ. ভুল থেকে শিক্ষা নিতে হয়
১০. চর্যাপদের টীকাকারের নাম কী? (৪১তম বিসিএস)
ক. মীনানাথ
খ. প্রবোধচন্দ্র বাগচী
গ. হরপ্রসাদ শাস্ত্রী
ঘ. মুনিদত্ত 👈
১১. ‘খনার বচন’-এর মূলভাব কী? (৩৯তম, বিশেষ বিসিএস)
ক. লৌকিক প্রণয়সঙ্গীত
খ. শুদ্ধ জীবনযাপন রীতি 👈
গ. সামাজিক মঙ্গলবোধ
ঘ. রাষ্ট্র পরিচালনা নীতি
১২. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? (৩৫ তম বিসিএস)
ক. লুইপা
খ. শবরপ
গ. ভুসুকুপা
ঘ. কাহ্নপা 👈
১৩. কোন্ কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? (৩০ তম বিসিএস)
ক. গোবিন্দ দাস
খ. কায়কোবাদ
গ. কাহ্নপা
ঘ. ভুসুকুপা 👈
১৪. বাংলা সাহিত্যের আদি কবি কে? (২৯তম বিসিএস)
ক. কাহ্নপা
খ. ঢোপা
গ. লুইপা 👈
ঘ. ভুসুকুপা
১৫. সর্বাধিক চর্যাপদ রচয়িতা- (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কোস্ট গার্ডের উপ-সহকারী প্রকৌশলী ২০২০)
ক. লুইপা
খ. কাহ্নপা 👈
গ. শবর পা
ঘ. ভুসুকু পা
১৬. খনার বচনের উপজীব্য হচ্ছে- (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এস্টিমেটর ২০১৯)
ক. সমাজনীতি
খ. রাজনীতি
গ. ধর্মনীতি
ঘ. কৃষিকাজ 👈
১৭. চর্যাপদের আদি কবি কে? (সিনিয়র স্টাফ নার্স ২০১৮; সহকারী রাজস্ব কর্মকর্তা ২০১৫)
ক. লুইপা 👈
খ. কাহ্নপা
গ. শবর পা
ঘ. ভুসুকু পা
১৮. চর্যাপদের গান সংখ্যা কতগুলো? (বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যক্তিগত কর্মকর্তা ২০১৮)
ক. ৪১টি
খ. ৫১টি 👈
গ. ৫৬টি
ঘ. ৬২টি
১৯. কাহ্নপা কী ধরনের সাহিত্য রচনা করেছেন ? (ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী প্রোগ্রামার ২০১৭)
ক. বৈষ্ণবপদ
খ. চর্যাপদ 👈
গ. বাউল পদ
ঘ. শাক্ত পদ
২০. মঙ্গলকাব্য প্রধানত কত প্রকার ?
ক. দুই প্রকার 👈
খ. তিন প্রকার
গ. চার প্রকার
ঘ. কোন প্রকারভেদ নেই