প্রাচীনযুগ (চর্যাপদ-১)
০১. ‘চর্যাপদে’র প্রাপ্তিস্থান কোথায়? (৪৩তম বিসিএস)
ক. বাংলাদেশ
খ. নেপাল 👈
গ. উড়িষ্যা
ঘ. ভুটান
০২. হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী? (৪৩তম বিসিএস)
ক. পন্ডিত
খ. বিদ্যাসাগর
গ. শাস্ত্রজ্ঞ
ঘ. মহামহোপাধ্যায় 👈
০৩. উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? (৪০তম বিসিএস)
ক. কাহ্নপাদ
খ. লুইপাদ
গ. শান্তিপাদ
ঘ. রমনীপাদ 👈
০৪. ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কী? (৩৭তম বিসিএস)
ক. কোনটি চর্যাগান, আর কোনটি নয়
খ. কোনটি আচরণীয়, আর কোনটি নয় 👈
গ. কোনটি চরাচরের, আর কোনটি নয়
ঘ. কোনটি আচার্যের, আর কোনটি নয়
০৫. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি? (৩৫তম বিসিএস)
ক. নিরঞ্জনের রুষ্মা
খ. দোহাকোষ 👈
গ. গুপিচন্দ্রের সন্ন্যাস
ঘ. ময়নামতির গান
০৬. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? (৩০ তম, ৩৪তম বিসিএস)
ক. ২০০৭
খ. ১৯০৭ 👈
গ. ১৯০৯
ঘ. ১৯১৬
০৭. চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? (২৮ তম বিসিএস)
ক. বাঁকুড়ার এক গৃহস্থের গোয়াল ঘর থেকে
খ. আরাকান রাজগ্রন্থাগার থেকে
গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে 👈
ঘ. সুদূর চীন দেশ থেকে
০৮. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার ২০২০)
ক. শূন্যপুরাণ
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. রামায়ণ
ঘ. চর্যাপদ 👈
০৯. হরপ্রসাদ শাস্ত্রী কত সালে ‘চর্যাপদ’ আবিষ্কার করেন? (বস্ত্র অধিদপ্তরের জুনিয়র ইন্সট্রাক্টর ২০২০)
ক. ১৯১৬
খ. ১৯০৭ 👈
গ. ১৯০৯
ঘ. ১৯১৭
১০. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কী? (পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা ২০১৭)
ক. চর্যাপদ 👈
খ. শ্রীকৃষ্ণকীর্তন
গ. শূন্য পুরাণ
ঘ. নিরঞ্জনের রুষ্মা
১১. ‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কার করা হয়? (পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সাইফার কর্মকর্তা ২০১৭)
ক. শ্রীলঙ্কা
খ. পশ্চিমবঙ্গ
গ. ভুটান
ঘ. নেপাল 👈
১২. চর্যাপদ কে আবিষ্কার করেন? (নন-ক্যাডার ক্যামেরাম্যান, তথ্য মন্ত্রণালয় ১৯)
ক. ডক্টর মুহম্মদ শহীদুল্লা
খ. মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী 👈
গ. ভূদেব চৌধুরী
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
১৩. বাংলা সাহিত্যের সবচেয়ে পুরাতান গ্রন্থ কোনটি? (কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক ২১)
ক. শূন্যপুরাণ
খ. চর্যাপদ 👈
গ. শ্রীকৃষ্ণকীর্তন
ঘ. রাধাকৃষ্ণ
১৪. ‘চর্যাপদ’ মূলত- (নন-ক্যাডার প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কোটা ১৮)
ক. প্রেম বিষয়ক গান
খ. সাধন সম্পর্কিত গীত 👈
গ. জীবনযাপনের চিত্র
ঘ. সমাজজীবনের ছবি
১৫. চর্যাপদ এক প্রকার- (জাতীয় সঞ্চয় পরিদপ্তরের সঞ্চয় অফিসার ১০)
ক. ছড়া
খ. গল্প
গ. গান 👈
ঘ. রম্যরচনা
১৬. বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত ‘চর্যাপদ’ কে সম্পাদনা করেন? (৭ম বিজেএস, সহকারী জজ ১২)
ক. ড. মুহম্মদ শহীদুল্লাহ
খ. শ্রী হরপ্রসাদ শাস্ত্রী 👈
গ. ড. দীনেশচন্দ্র সেন
ঘ. শ্রী হরলাল রায়
১৭. কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? (ডাক অধিদপ্তরের উপজেলা পোস্টমাস্টার ১০)
ক. পাল 👈
খ. সেন
গ. তুর্কি
ঘ. কোনোটিই নয়
১৮. চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করে কে? (৪৫তম বিসিএস)
ক. প্রবোধচন্দ্র বাগচী 👈
খ. যতীন্দ্রমোহন বাগচী
গ. প্রফুল্ল মোহন বাগচী
ঘ. প্রণয়ভ‚ষণ বাগচী
১৯. কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে? (৪২তম বিসিএস)
ক. পদাবলী
খ. গীতগোবিন্দ
গ. চর্যাপদ 👈
ঘ. চৈতন্যজীবনী
২০. চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে? (৪০তম বিসিএস)
ক. খ্রিষ্টধর্ম
খ. প্যাগনিজম
গ. জৈনধর্ম
ঘ. বৌদ্ধধর্ম 👈